05/06/2022
বান্দরবান পার্বত্য জেলা :
৭টি উপজেলা, ৭টি থানা, ২টি পৌরসভা, ৩৪টি ইউনিয়ন, ৯৬টি মৌজা, ১৪৮২টি গ্রাম ও ১টি সংসদীয় আসন নিয়ে বান্দরবান পার্বত্য জেলা গঠিত।
আয়তন: বান্দরবান জেলার মোট আয়তন ৪৪৭৯.০২ বর্গ কিলো মিটার (১৭২৯.৩৬ বর্গ মাইল)।
প্রতিষ্ঠাকাল : ১৮ এপ্রিল ১৯৮১ইং
সংসদীয়_আসন : ৩০০ পার্বত্য বান্দরবান
পোস্ট কোড : ৪৬০০
বান্দরবান জেলায় মোট ৭টি উপজেলা রয়েছে। উপজেলা "প্রশাসনিক থানা" আওতাধীন এলাকাসমূহঃ
১) বান্দরবান _ সদর _উপজেলা:
আয়তন: ৫০১.৯৮ বর্গ কি.মি.
প্রশাসনিক থানা: ১টি, বান্দরবান সদর,
পৌরসভা: ১টি, বান্দরবান পৌরসভা,
ইউনিয়ন: ৬টি, যথা-
ক) বান্দরবান সদর,
খ) সুয়ালক,
গ) রাজবিলা,
ঘ) কুহালং,
ঙ) টংকাবতী, এবং
চ) জামছড়ি,
সরকারি কলেজ: ২টি,
ক) বান্দরবান সরকারি কলেজ।
খ) বান্দরবান সরকারি মহিলা কলেজ।
# বেসরকারি স্কুল এন্ড কলেজ: ২টি, ১টি প্রস্তাবিত।
ক) বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
খ) বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
গ) বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ। কলেজ খোলা হবে।
# সরকারি হাই স্কুল: ২টি,
ক) বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়।
খ) বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
# এমপিও ভুক্ত হাই স্কুল: টি,
# জুনিয়র হাই স্কুল: টি,
# বেসরকারি হাই স্কুল: টি,
# সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৭৬টি,
# এমপিও ভুক্ত মাদরাসা: আলিম (HSC) ১টি,
ক) বান্দরবান ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদরাসা
# বেসরকারি মাদরাসা: দাখিল (SSC) ২টি,
ক) বান্দরবান মডেল একাডেমি দাখিল মাদরাসা।
খ) ফাতেমাতুয যাহারা বালিকা দাখিল মাদরাসা।
# বেসরকারি ইবতেদায়ি (প্রাথমিক) মাদরাসা: ৬টি, ক) বান্দরবান মডেল একাডেমি ইবতেদায়ি মাদরাসা।
খ) শাহ মজিদিয়া হাজী সাহেব মিয়া ইবতেদায়ী মাদরাসা।
গ) বান্দরবান আইডিয়াল নুরানী একাডেমি।
ঘ) বান্দরবান দারুল কুরআন মডেল একাডেমি
ঙ) আমেনা খাতুন ঠান্ডা মিয়া ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসা।
চ) হযরত আরবান আলী শাহ (র:) নূরিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদরাসা।
# কওমি মাদরাসা: ১টি, ইসলামি শিক্ষা কেন্দ্র বান্দরবান।
# হাফিজি মাদরাসা: ১০টি,
# এতিমখানা: টি,
# মসজিদ: টি,
# মন্দির: টি,
# বিহার: টি,
# প্যাগোড়া: টি,
২) #আলীকদম উপজেলা :
♦আয়তন : ৮৮৫.৭৮ বর্গ কিমি
@ #থানা ১টি : আলীকদম
#ইউনিয়ন : ৪টি, যথা-
১. আলীকদম সদর,
২. চৈক্ষ্যং,
৩. নয়াপড়া এবং
৪. করুকপাতা
♦৩) #থানচি উপজেলা :
আয়তন : ১০২০.৮২ বর্গ কিমি
#প্রশাসনিক_থানা- থানচি
#ইউনিয়ন ৪টি, যথা-
১. রেমাক্রী
২. তিন্দু
৩. থানচি সদর এবং
৪. বলিপাড়া
♦৪) #নাইক্ষ্যংছড়ি উপজেলা-
আয়তন : ৪৬৩.৬১ বর্গ কিমি
#প্রশাসনিক_থানা- নাইক্ষ্যংছড়ি
#ইউনিয়ন : ৫টি, যথা-
১. নাইক্ষ্যংছড়ি সদর
২. বাইশারী
৩. ঘুমধুম
৪. দোছড়ি এবং
৫. সোনাইছড়ি
♦৫) #রুমা_উপজেলা -
আয়তন : ৪৯২.১০ বর্গ কিমি
#প্রশাসনিক_থানা- রুমা
#ইউনিয়ন ৪টি:
১. পাইন্দু,
২. রুমা সদর,
৩. রেমাক্রীপ্রাংসা এবং
৪. গ্যালেংগ্যা
♦৬) #রোয়াংছড়ি_উপজেলা -
আয়তন : ৪৪২.৮৯ বর্গ কিমি
#প্রশাসনিক_থানা- রোয়াংছড়ি
ইউনিয়ন ৪টি, যথা-
১. রোয়াংছড়ি সদর,
২. তারাছা,
৩. আলেক্ষ্যং এবং
৪. নোয়াপতং
♦৭) #লামা_উপজেলা -
আয়তন : ৬৭১.৮৪ বর্গ কিমি
#প্রশাসনিক_থানা- লামা
পৌরসভা ১টি : লামা
ইউনিয়ন ৭টি, যথা-
১. গজালিয়া,
২. লামা সদর,
৩. ফাঁসিয়াখালী,
৪. আজিজ নগর,
৫. সরই,
৬. রুপসীপাড়া এবং
৭. ফাইতং