Belpahari Tour Travels And Guide

Belpahari Tour Travels And Guide Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Belpahari Tour Travels And Guide, Belpahari.
(1)

❤️ এই পেজটি জঙ্গলমহলের বা বিভিন্ন জায়গার, ঐতিহ্য , ভাষা, সংস্কৃতি, বিভিন্ন অজনা জায়গার সন্ধান দেওয়া হয়। এবং জঙ্গল মহলের জীবন যাপন তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস। এগিয়ে যেতে পেজটি ফলো করে সাহায্য করুন। ধন্যবাদ 🌿❤️

সকালের সোনাঝুরি 🌿🌿🌿শীতের শান্তিনিকেতন ❤️❤️❤️ছোট্ট একটি ইনফরমেশন, বহু বছর পর আবারো বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন পৌষ ...
20/12/2024

সকালের সোনাঝুরি 🌿🌿🌿
শীতের শান্তিনিকেতন ❤️❤️❤️
ছোট্ট একটি ইনফরমেশন, বহু বছর পর আবারো বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন পৌষ মেলা করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এবছর মেলা হবে ছয় দিন ডিসেম্বরের ২৩ থেকে ২৮ তারিখ পর্যন্ত।
কি সবাই তৈরি তো? শান্তিনিকেতন বাসি আর বোলপুরবাসীর মধ্যে কিন্তু উত্তেজনা ভরপুর।

তথ্য ও চিত্র: Mainak Mondal (Pedal Trekking)

প্রায় ৩০০ বছরের প্রাচীন চিল্কিগড়ের রাজবাড়িতে মাত্র ৮০০ টাকা দিয়েই রাত্রিযাপন করতে পারবে পর্যটকরা। Belpahari Tour Tra...
20/12/2024

প্রায় ৩০০ বছরের প্রাচীন চিল্কিগড়ের রাজবাড়িতে মাত্র ৮০০ টাকা দিয়েই রাত্রিযাপন করতে পারবে পর্যটকরা।
Belpahari Tour Travels And Guide
*এই প্রথম চিল্কিগড় রাজবাড়ীর নিজস্ব উদ্যোগে রাজবাড়ীর অন্দরমহলে চালু করা হয়েছে হেরিটেজ চিল্কিগড় রাজ প্যালেস নামের অতিথিশালা। যেখানে মাত্র ৮০০ টাকা থেকে শুরু হচ্ছে রাত্রি যাপনের জন্য রাজবাড়ীর ঘর।

*এতদিন ধরে চিল্কিগড়ের রাজ বাড়িতে পর্যটকদের প্রবেশের কোন অনুমতি ছিল না। কিন্তু এবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রাজবাড়ির অন্দরমহল।

*কলকাতা থেকে কিভাবে পৌঁছবেন চিল্কিগড় রাজবাড়ীতে। হাওড়া থেকে ট্রেনে করে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে গাড়ি ভাড়া করে মাত্র ১৪ কিলোমিটার আসলেই পৌঁছে যাওয়া যাবে চিল্কিগড়। ব্যক্তিগত গাড়িতে হলে আরো সুবিধা হয়।

*চিল্কিগড় রাজবাড়িতে রাত্রি যাপন করে যেমন একটি প্রাচীন রাজবাড়ীর স্বাদ উপভোগ করা যাবে ঠিক তেমনি সকাল সকাল ডুলুং নদী পায়ে হেঁটে বেরিয়ে পুজো দেয়া যাবে চিল্কিগড়ের কনক দূর্গা মন্দিরে। চিল্কিগড়ের রাজবাড়িতে রাত্রি যাপন করে সুন্দর ঘুরে আসা যাবে বেলপাহাড়ি থেকে।

*কিভাবে বুকিং করবেন রাজবাড়ীতে রাত্রিযাপনের জন্য? তার জন্য বাড়ি থেকে বেরোনোর আগেই অগ্রিম বুকিং করে নেওয়াটাই ভালো। হেরিটেজ চিল্কিগড় রাজ প্যালেসের বুকিং নাম্বারটি হল 7001846839 / 7029591247 ।

 #মুকুটমণিপুর_ঝিলিমিলি_সুতান_ট্যুর_প্ল্যান ❤️❤️কলকাতা ও তার আশপাশের যেকোনো জায়গা থেকে কাছে পিঠে যদি দুদিনের জন্য কোনো ট্...
20/12/2024

#মুকুটমণিপুর_ঝিলিমিলি_সুতান_ট্যুর_প্ল্যান ❤️❤️

কলকাতা ও তার আশপাশের যেকোনো জায়গা থেকে কাছে পিঠে যদি দুদিনের জন্য কোনো ট্যুর প্ল্যান করতে চান তাহলে ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া এই তিন জেলার সংযোগস্থলে সবুজে মোড়া ছোট্ট জনপদ #ঝিলিমিলি কে বেস করে দু দিনের একটা দারুন ট্রিপ করতে পারেন। ঝিলিমিলির বাঁকুড়া থেকে দুরত্ব প্রায় ৮০ কিমি, যেখানে শান্ত নির্জন পরিবেশে একটি টিলার উপর গড়ে উঠেছে রিমিল ইকো ট্যুরিজম লজ। দুর্দান্ত লোকেশন, দারুন খাওয়াদাওয়া আর ততোধিক ভালো আতিথেয়তা। থাকবার জন্য রয়েছে ট্রি হাউস , টেন্ট হাউস, কটেজ এবং ডিলাক্স রুম। প্রত্যেকটার ভাড়া সিজিন অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে, ওয়েবসাইটে দেখলে পেয়ে যাবেন।

ভ্রমন পিপাসু

শহরের কোলাহল ও হাঁপিয়ে ওঠা জীবন থেকে দিন দুয়েক মুক্তি পাওয়ার আদর্শ জায়গা এটি। ট্রি হাউস এর বারান্দায় বসেই অনেকখানি সময় কাটিয়ে দিতে পারেন দূরের পাহাড় আর দিগন্ত বিস্তৃত সবুজের পানে চেয়ে। রাতে ঝিঁঝিঁ পোকার ডাক আর স্বাদ নিতে পারেন ক্যাম্প ফায়ারের এবং উপভোগ করুন সাঁওতালি নাচ।

এখান থেকেই দুদিনের সাইট সিন আপনারা সাজাতে পারেন একদিন ঝিলিমিলির জন্য একদিন মুকুটমনিপুরের জন্য...

১. #ঝিলিমিলি_সার্কিট : - বাঁকুড়া জেলার খাতরা মহকুমার অন্তর্গত রানীবাঁধ ব্লকের অন্তর্গত এই ঝিলিমিলি। মুকুটমণিপুর থেকে যার দূরত্ব ১৫ কিলোমিটার, খাতড়া থেকে ৩০, বাঁকড়া থেকে ৭০ কিলোমিটার এবং রানিবাঁধ থেকে ১২। আপনি যদি বাঁকুড়ার দিক থেকে আসেন তাহলে রাণীবাঁধ হয়ে আপনাকে ঝিলিমিলি পৌঁছতে হবে, রানিবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তাটি এবং তার দুপাশের অরন্য যথেষ্ট মনোমুগ্ধকর। আপনি মুকুটমনিপুর ঘুরে নিয়ে তারপর ঝিলিমিলি চলে আসতে পারেন। ঝিলিমিলি একদিন ঘোরার জন্য একদমই যথেষ্ট চাইলে আপনি একটা রাত এখানে কাটাতেই পারেন। এই ঝিলিমিলিকে কেন্দ্র করে এই সার্কিটে আরো কিছু দেখার জায়গা আছে...

১. #ঝিলিমিলি_বারো_মাইল_জঙ্গল :- ঝিলিমিলির সুতান জঙ্গল “বারো মাইল-এর জঙ্গল” নামেও পরিচিত। পুরো অরণ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ভিউপয়েন্ট, যেগুলো আপনাকে দাঁড়াতে বাধ্য করবে। শাল, মহুয়া, শিমুল প্রভৃতি গাছ দ্বারা আবৃত এই জঙ্গল বর্ষাকালে আরো মোহময়ী হয়ে ওঠে। এই বনের মধ্য দিয়ে কংসাবতী নদী প্রবাহিত। নদীর দুই তীর আদর্শ চড়ুইভাতি কেন্দ্র রূপে।ঝিলিমিলির ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের অঞ্চলের মনোরম দৃশ্য দেখা যায়। ঝিলিমিলি শান্ত নির্জন জায়গা বলে, শহরবাসীরা এখানে নির্জনতার সন্ধানে আসেন।

জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই অঞ্চলে টুসু পরব অনুষ্ঠিত হয়। এই উৎসবে টুসুর পূজা করা হয়। মকর সংক্রান্তির দিন সাঁওতালদের মেলা হয়। ডিসেম্বর আসতে আসতে এই কারণে এখানে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়, কিন্তু ভিড় থেকে বাঁচতে আপনি বর্ষাকালেও এখানে আসতে পারেন।

২. #সুতান_লেক :- ঝিলিমিলি রেঞ্জের মধ্যেই অবস্থিত এই সুতান হ্রদটি যা প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ। আর এই লেকের সৌন্দর্য আরও বেড়ে যায় বর্ষাকালে। এখানে বসে দেখবেন পাকির কলকাকলিতে যেন পৌঁছে গিয়েছেন অন্য জগতে। এখানে আসলে নৃত্যরত ময়ুরের সাথেও আপনার দেখা হয়ে যেতে পারে।

৩. #তালবেরিয়া_বাঁধ :- এই তালবেরিয়া বাঁধটি রানীবাঁধ থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত, যা এই সার্কিটের আরো একটি প্রাকৃতিক পর্যটন গন্তব্যস্থল । সমস্ত রাস্তা গভীর বন এবং উপজাতি গ্রাম দ্বারা আচ্ছাদিত। দর্শকদের জন্য কিছু গুণমানের সময় ব্যয় করার এটি একটি মনোমুগ্ধকর জায়গা

২ . #মুকুটমনিপুর_সার্কিট :- বাঁকুড়া জেলার খাতরা ব্লকের অন্তর্গত মুকুটমনিপুর, যা দুটি নদী কংশাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই মুকুটমনিপুরকে কেন্দ্র বেশ কিছু পর্যটনস্থল গড়ে উঠছে...

১. #মুকুটমনিপুর_ড্যাম :- এই মুকুটমনিপুর সার্কিটের সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষনীয় স্পট হল এই মুকুটমনিপুর ড্যাম। বাঁকুড়ার রানী হিসেবে খ্যাত এই ড্যামটি মাটির তৈরি ভারতের দ্বিতীয় বৃহত্তম ড্যাম। নীল জলের নির্মল প্রকৃতি,সবুজ বন, মুকুটের মত পাহাড়ি টিলা এবং নানারকম দৃষ্টিনন্দন দৃশ্যে শোভিত এই মুকুটমণিপুর। এখানে আসলে একদিকে যেমন আপনারা দারুণ দারুণ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে পারবেন তেমনি জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতিকে সামনে থেকে অনুভব করতে পারবেন। আর এখানে থাকার এখন আর কোনো অভাব নেই, বিভিন্ন ধরণের ছোটো বড় সরকারি, বেসরকারি হোটেল, রিসর্ট পেয়ে যাবেন তাই এইদিক থেকে কোনও অসুবিধে নেই। এখানে আসতে হলে আপনি ট্রেন বা বাসে বাঁকুড়া বা দুর্গাপুর পৌঁছে তারপর গাড়ি ভাড়া করে অথবা বাঁকুড়া থেকে বাসেও এখানে চলে আসতে পারেন। আর তাছাড়া মেদিনীপুর বা বিষ্ণুপুর থেকেও বাইরোড এখানে চলে আসতে পারেন।

২. #মুসাফিরানা_ভিউপয়েন্ট :- আপনি কি কখনও চাঁদকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন? মনোমুগ্ধকর মুনরাইজের সাক্ষী হতে হলে আপনাকে আসতেই হবে মুসাফিরানার ভিউ পয়েন্টে।এখান থেকে জমকালো সবুজ এবং করুণ জলের অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং আপনি এখান থেকে আপনার ক্যামেরার শাটারটি ক্লিক করাতে বাধ্য করবে। এর সাথে পূর্ণিমার রাতে নীল বিস্তীর্ণ জলছবি থেকে পূর্ণ চাঁদ উঠছে এবং জলের উপরে ঝলমল করছে যা দেখে মনে হবে আপনি সত্যি যেনো স্বর্গে আছেন।

৩. #অম্বিকা_মন্দির :- মুকুটমনিপুর ড্যাম থেকে প্রায় ৩ - ৪ কি.মি দূরে অবস্থিত অম্বিকাপুর গ্রামের মা অম্বিকা মন্দির। মন্দিরটিতে ৭০০ বছর ধরে দেবী দুর্গাকে মা অম্বিকা হিসাবে পূজা করা হচ্ছে। স্থানীয় লোকজনের মতে মা অম্বিকা মা খুবই জাগ্রত। শহরের কোলাহল থেকে ঘুরে একদম গ্রাম্য পরিবেশে মা দুর্গার পূজা উপভোগ করতে চাইলে আপনাকে আসতেই হবে এই গ্রামে।

৪. #পরেশনাথ_শিব_মন্দির :- স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র এই পরেশনাথ শিব মন্দির, আপনি যদি মুকুটমনিপুর বেড়াতে আসেন তাহলে এই মন্দিরটি থেকেও ঘুরে যেতে পারেন। এই মুকুটমনিপুর বাঁধটি নির্মাণের সময়ে মাটি খননের সময়ে মন্দিরের মূল বিগ্রহটি পাওয়া গিয়েছিলো। এটি আসলে একটি জৈনদের মূর্তি, এখানে আসে পাশে এরকম অনেক জৈন মূর্তি পাওয়া গিয়েছিল। কিন্তু হিন্দুরা শ্রদ্ধাভরে এর পূজার্চনা করে থাকে। মহাশিব রাত্রি উপলক্ষে বড় উৎসবের আয়োজন করা হয়।

এছাড়াও এই সার্কিটে দেখার মত আরো দুটি আকর্ষনীয় জায়গা আছে একটি বনপুকুরিয়া হরিন পার্ক এবং দ্বিতীয়টি নোয়াডিহি সানসেট পয়েন্ট। মুকুটমনিপুর ঘোরার ক্ষেত্রে একদিন যথেষ্ঠ, আপনি চাইলে একদিনেই ঘুরে আবার ফিরে যেতে পারেন আবার একটা রাত এখানে থাকতে চাইলেও থাকতে পারেন।

ধন্যবাদ, ভ্রমন পিপাসু

Belpahari Tour Travels And Guide

চন্ডী পাহাড়ের কোলে।রুঘুনাথপুর‌ পুরুলিয়াBelpahari Tour Travels And Guide
19/12/2024

চন্ডী পাহাড়ের কোলে।

রুঘুনাথপুর‌ পুরুলিয়া
Belpahari Tour Travels And Guide

PEKHAM (ঝিলিমিলি ➖  দীঘা)🦚 ALPANA SUPER SERVICE 🌟🛣️ Route: ঝিলিমিলি ⚙️ ঝাড়গ্রাম ⚙️ এগরা ⚙️ দীঘা💠 Via:বাঁশপাহাড়ী ➡️ তাম...
19/12/2024

PEKHAM (ঝিলিমিলি ➖ দীঘা)🦚 ALPANA SUPER SERVICE 🌟

🛣️ Route: ঝিলিমিলি ⚙️ ঝাড়গ্রাম ⚙️ এগরা ⚙️ দীঘা

💠 Via:
বাঁশপাহাড়ী ➡️ তামাজুড়ি ➡️ বেলপাহাড়ী ➡️ শিলদা ➡️ বিনপুর ➡️ ঝাড়গ্রাম ➡️ লোধাশুলি ➡️ বালিভাসা ➡️ গুপ্তমনি ➡️ খেমাশুলী ➡️ কলাইকুন্ডা ➡️ খড়গপুর বাসস্ট্যান্ড ➡️ খড়গপুর চৌরঙ্গী ➡️ NH 60 বাইপাস ➡️ মকরামপুর ➡️ নারায়ণগড় ➡️ বাখরাবাদ ➡️ বেলদা ➡️ ঠাকুরচক ➡️ খাকুড়দা ➡️ সাউরি ➡️ ললাট ➡️ জাহালদা ➡️ এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড ➡️ এগরা দীঘা মোড় ➡️ দোবাধী মোড় ➡️ কুদি ➡️ রাসন ➡️ মির্জাপুর ➡️ নেগুয়া ➡️ পানিপারুল ➡️ দেপাল ➡️ রামনগর ➡️ ঠিকরা মোড় ➡️ ফতেপুর → অলঙ্কারপুর ➡️ ওল্ড দীঘা ➡️ নিউ দীঘা ➡️ দীঘা বর্ডার

🕒 Detailed Timetable:
To Digha:
ঝিলিমিলি: 5:15 AM
বেলপাহাড়ী: 6:00 AM
শিলদা: 6:15 AM
ঝাড়গ্রাম (Five Matha): 7:05 AM
লোধাশুলি: 7:30 AM
খড়গপুর: 8:40 AM - 8:55 AM
বেলদা: 9:50 AM
এগরা: 10:30 AM
দীঘা: 11:45 AM

Return to Jhilimili:
দীঘা বর্ডার: 12:25 PM
ওল্ড দীঘা: 12:45 PM
এগরা: 2:10 PM
বেলদা: 2:55 PM
খড়গপুর: 3:50 PM - 4:00 PM
লোধাশুলি: 4:55 PM
ঝাড়গ্রাম (Five Matha): 5:15 PM - 5:20 PM
পাঁচমাথা মোড়: 5:40 PM
শিলদা: 6:00 PM
বেলপাহাড়ী: 6:20 PM
ঝিলিমিলি: 7:00 PM

🔖 Bus Information:
Number: WB-33D-3955
Model: Tata Motors LP 1515 BS-3

📞 For bookings, contact:
9732594591

✨ 💖

বামুন্ডিয়া ❤️পাহাড়ের কোলে ছোট্টো একটি আদিবাসী গ্রাম 🌿ঝাড়গ্রামচিত্র: Sagar BoseBelpahari Tour Travels And Guide       ...
19/12/2024

বামুন্ডিয়া ❤️
পাহাড়ের কোলে ছোট্টো একটি আদিবাসী গ্রাম 🌿
ঝাড়গ্রাম

চিত্র: Sagar Bose
Belpahari Tour Travels And Guide

পাখির চোখে বেলপাহাড়ীর আশেপাশে 💚💚💚ছবি - নৈরিত দত্তগুপ্ত🌳🌲🌳🌲Belpahari Tour Travels And Guide
19/12/2024

পাখির চোখে বেলপাহাড়ীর আশেপাশে 💚💚💚

ছবি - নৈরিত দত্তগুপ্ত

🌳🌲🌳🌲

Belpahari Tour Travels And Guide

⚠️ Car Rent ⚠️✅ বেলপাহাড়ীতে বেড়াতে এসে 5 সিটার গাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করুন :- 📳 7586035207/ 7407808162🚗 Model :- New Ma...
19/12/2024

⚠️ Car Rent ⚠️
✅ বেলপাহাড়ীতে বেড়াতে এসে 5 সিটার গাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করুন :- 📳 7586035207/ 7407808162
🚗 Model :- New Maruti Suzuki Dzire 🚕
🛑 Belpahari Tour Travels And Guide

দেশের বাড়ি 🛖❤️বাঁকুড়ার রায়পুর থানার অন্তর্গত লছিপুর গ্রাম।চিত্র: Souvik KiskuBelpahari Tour Travels And Guide        ...
19/12/2024

দেশের বাড়ি 🛖❤️
বাঁকুড়ার রায়পুর থানার অন্তর্গত লছিপুর গ্রাম।

চিত্র: Souvik Kisku
Belpahari Tour Travels And Guide

RBN TRAVELS মেদিনীপুর > ঝাড়গ্রাম > বেলপাহাড়ী > টাটাভায়া:- মোহনপুর - খড়গপুর বাসস্ট্যান্ড - খড়গপুর চৌরঙ্গী - কলাইকুন্...
19/12/2024

RBN TRAVELS

মেদিনীপুর > ঝাড়গ্রাম > বেলপাহাড়ী > টাটা

ভায়া:- মোহনপুর - খড়গপুর বাসস্ট্যান্ড - খড়গপুর চৌরঙ্গী - কলাইকুন্ডা - খেমাশুলী - বালিভাষা - লোধাশুলী - ঝাড়গ্রাম - দাহিজুড়ী - বিনপুর - শিলদা - নারায়নপুর - বেলপাহাড়ী - ভুলাভেদা - তামাজুড়ী - চাকাডোবা - বাঁশপাহাড়ি - পোরাডি মোড় - কুইলাপাল - চিরুডি - বান্দোয়ান - কাটিন - পটমদা - ডিমনা মোড় !



মেদিনীপুর থেকে ছাড়বে - 4.20 AM
খড়গপুর বাসস্ট্যান্ড ছাড়ে - 4.55 AM
ঝাড়গ্রাম থেকে ছাড়বে - 6.30 AM
বেলপাহাড়ী থেকে ছাড়বে - 7.40 AM
বান্দোয়ান থেকে ছাড়বে - 9.15 AM
টাটা পৌঁছায় - 10.40 AM

টাটা থেকে ছাড়বে - 1.40 PM
বান্দোয়ান থেকে ছাড়বে - 3.15 PM
বেলপাহাড়ী থেকে ছাড়বে - 4.45 PM
ঝাড়গ্রাম থেকে ছাড়বে - 5.50 PM

বিস্তারিত জানতে যোগাযোগ নম্বর - 9153767256

WB - 55B - 9065 // Tata LP 916 BS - 6

Copied from :- West Bengal Bus Route Update

Belpahari Tour Travels And Guide

মাটির বাড়িতে রাজধানী এক্সপ্রেসের স্বাদ নিতে চলে আসতে হবে ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে লক্ষ্মীসাগর ইকো হাটে...
19/12/2024

মাটির বাড়িতে রাজধানী এক্সপ্রেসের স্বাদ নিতে চলে আসতে হবে ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে লক্ষ্মীসাগর ইকো হাটে।

*শান্ত মন মনোরম পরিবেশে নির্জনে সময় কাটাতে এবং জঙ্গলমহলের প্রকৃত স্বাদ অনুভব করার জন্য পর্যটকদের কাছে সেরা ডিস্টিনেশন হতে পারে লক্ষ্মীসাগর ইকো হাট।

*বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে নতুন ধ্যান-ধারণার কটেজ, রয়েছে মাটির দেয়ালে তৈরি কটেজ। কিন্তু বিশেষ চমক রয়েছে মাটির দেয়ালের মধ্যে রাজধানী এক্সপ্রেস এর মত কাচ বসানো রয়েছে জানালার জন্য। পর্দা সরালেই মনে হবে যেন রাজধানী এক্সপ্রেসে যাত্রা করছি। এছাড়াও রয়েছে তাবুর মাধ্যমে রাত্রিযাপনের সুব্যবস্থা।।

*কি কি দেখার মত রয়েছে ? # # # # #
লক্ষ্মীসাগর ইকো হাটে পা রাখার সঙ্গে সঙ্গে বাঁদিকে চোখে পড়বে বড় বড় দুটি জলাশয়। যার মধ্যে বোটিং করা যাবে। তারপর কিছুটা পায়ে হেঁটে এগোলেই এক অদ্ভুত মনোরম পরিবেশ গ্রাস করবে সকলের মনকে। বিশেষ করে শিশুদের খেলার জন্য নানা সামগ্রী রয়েছে। এক কথায় এটিকে চিলড্রেন পার্ক বললেই চলে।

*প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চাইছেন ? তাহলে কিন্তু এটা সেরা ডেস্টিনেশন হতে পারে ! বিশেষ করে শান্ত এক পরিবেশ বিরাজ করছে সামনে সেগুনের বাগান। বসার জন্য রয়েছে বাঁশের তৈরি চেয়ার। এক অদ্ভুত রোমাঞ্চক অনুভূতির সাক্ষী হয়ে থাকবে সকলেই।

*কিভাবে পৌঁছবেন ? ঝাড়গ্রাম শহর থেকে দহিজুড়ির রাস্তা ধরে নোহড়খালি পেরোলেই পড়বে জুয়ালভাঙ্গা। জুয়ালভাঙ্গা থেকে বাঁ হাতের পিচ রাস্তা ধরে রাইস মিল গুলি পেরিয়ে গেলেই দেখা যাবে ডানদিকে চলে গেছে একটা লাল মোরামের রাস্তা। সে রাস্তা ধরলেই সোজা পৌঁছে যাওয়া যাবে লক্ষ্মীসাগর ইকো হাটে। যার দূরত্ব মাত্র ঝাড়গ্রাম শহর থেকে ৪ কিলোমিটার।

*এখানে জন্মদিনের পার্টি থেকে শুরু করে বিয়ে বাড়ির অনুষ্ঠানও করা যেতে পারে। বিশেষ করে পর্যটকদের রাত্রিযাপনের জন্য অগ্রিম বুকিং করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বুকিং এর নাম্বার গুলি হল - 9474909709 / 9932465181 / 6296938834

হাতিপাথর যেন বড় ঘাগরা...তারাফেনী নদীর বুকে প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই স্থান যেন বেলপাহাড়ী র জনপ্রিয় পর্যটন স্থান ঘাগরা...
19/12/2024

হাতিপাথর যেন বড় ঘাগরা...

তারাফেনী নদীর বুকে প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই স্থান যেন বেলপাহাড়ী র জনপ্রিয় পর্যটন স্থান ঘাগরার থেকেও নৈসর্গিক দৃশ্যে অধিক সুন্দর। দুপাশে পাথুরে দেয়াল ,মাঝ খান দিয়ে বয়ে গেছে নদী।মাঝে তৈরি হয়েছে অসংখ্য মন্থ কূপ। শাল মহুয়ার জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে সুন্দরী তারাফেনী নদী। জঙ্গল পথে ট্রেক করে যাওয়ার মজায় আলাদা। স্থানীয় মানুষদের কথা অনুসারে ,এই স্থান টি হাতি চলাচল ও বিশ্রামের স্থান। ফলে এখানে যাওয়ার আগে তাই সাবধানতা অবলম্বন করা দরকার।এখানে যেতে গেলে পায়ে হেঁটে যাওয়া ভালো।কিন্তু কোন অবস্থায় প্লাস্টিক জাতীয় কোন বস্তু নিয়ে যাওয়া যাবে না। কোন অবস্থায় এই স্থানে পিকনিক কিম্বা খাবার দাবার সঙ্গে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে না।

এই হাতি পাথর যেন জঙ্গলে লুকিয়ে থাকা এক অলীক স্বপ্ন রাজ্য। ঝাড়গ্রাম পর্যটন মানচিত্রে নতুন সংযোজন।

কি ভাবে যাবেন : বেলপাহাড়ী ইন্দিরা চক থেকে দূরত্ব ৬.৫ কিমি । জনপ্রিয় ঘাগরা জল প্রপাতের স্থানে গাড়ি রেখে ,নদীর পাড় ধরে জঙ্গল পথে ১ কিমি ।স্থানীয় মানুষ কে জিজ্ঞেস করতে হবে, হাতি পাথর যাবেন।

সাবধানতা : হাতির অবস্থান জেনে তবেই ওই স্থানে যেতে হবে

কি করবেন না : প্লাস্টিকের জলের বোতল,প্যাকেট , মদের বোতল ইত্যাদি সম্পূর্ণ ভাবে নিয়ে যাওয়া নিষেধ। পিকনিক ও করা এখানে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। বিকেল ৫ টার পর ওখানে থাকা ,যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ।
Belpahari Tour Travels And Guide

✅ বেলপাহাড়ী || Belpahari ✅পাহাড়ের ও জঙ্গলের মাঝে নিরিবিলি পরিবেশে সেজে উঠেছে, বেলপাহাড়ীর নতুন ঠিকানা।।💫 Pahariya  Eco Re...
18/12/2024

✅ বেলপাহাড়ী || Belpahari ✅
পাহাড়ের ও জঙ্গলের মাঝে নিরিবিলি পরিবেশে সেজে উঠেছে, বেলপাহাড়ীর নতুন ঠিকানা।।
💫 Pahariya Eco Resort 💫
🌿❤️
এই শীতকালে বেলপাহাড়ী বেড়াতে আসতে চান ??
ভাবছেন কোথায় থাকবেন ?? 🌿
চিন্তা নেই, পাহাড়িয়া ইকো রিসোর্ট আছে তো 😊❤️
পাহাড়ের কোলে মনোরম পরিবেশে, নতুন রূপে সেজে উঠেছে পাহাড়িয়া ইকো রিসোর্ট ।। ❤️
বেলপাহাড়ী থেকে মাত্র 5 মিনিটের রাস্তা ।। ❤️
এখানে সম্পূর্ণ নিরাপদে থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে ।।
🔵বুকিংয়ের জন্য যোগাযোগ করুন :- 9635654409 /9800033633
🔵 পার্কিংয়ের জন্য বেবস্থা রয়েছে ।।

18/12/2024
⚠️ সতর্ক বার্তা ⚠️ 🆘সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পলাতক বাঘিনী, খোঁজ মিলেছে চাকুলিয়ার জঙ্গলে 🆘ওড়িশা ও ঝাড়খণ্ডের বনদপ্ত...
10/12/2024

⚠️ সতর্ক বার্তা ⚠️
🆘সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পলাতক বাঘিনী, খোঁজ মিলেছে চাকুলিয়ার জঙ্গলে 🆘

ওড়িশা ও ঝাড়খণ্ডের বনদপ্তর সূত্রে খবর গতকাল ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে একটি ৩ বছর বয়সী বাঘিনী বেরিয়ে পড়েছে। জিনাত নামের এই বাঘিনীটি সিমলিপাল থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে বর্তমানে অবস্থান করছে চাকুলিয়ার নিকটবর্তী রাজাবাসার জঙ্গলে। বাঘিনীটির রেডিও কলার থেকে প্রাপ্ত সিগন্যাল থেকে বোঝা গেছে যে সেটি বর্তমানে ওই জঙ্গলেই অবস্থান করছে (চকুলিয়ার ফরেস্ট রেঞ্জারের বক্তব্য অনুসারে)।

বাঘিনীটিকে চিহ্নিত করার জন্য বনদপ্তরের তরফ থেকে ২৫ জনের একটি দল কাজ করছে এবং তাদের সঙ্গে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে যা দিয়ে সেটিকে ট্র্যাক করা যায়। সিমলিপালের ফরেস্ট ডিরেক্টর জানিয়েছেন বাঘিনীটি সারা রাত ঘুরে ওড়িশার সীমানা পেরিয়ে গতকাল সোমবার ঝাড়খণ্ডে প্রবেশ করে। আশা করা যায়, সেটি আবার নিজের পথেই সিমলিপাল অরণ্যে ফেরত চলে যাবে।

এসব সত্ত্বেও ঝাড়খণ্ড ও আমাদের রাজ্যের সীমানায় জঙ্গলঘেঁষা এলাকার (গিধনী, বালিডিহা, চান্দুয়া, টাঙ্গাসোলি ইত্যাদি) অধিবাসীদের সতর্ক থাকতে এবং বনদপ্তরের সাথে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হচ্ছে।

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া (৯ই ডিসেম্বর, ২০২৪)

Belpahari Tour Travels And Guide

#

পৌষ মাস আগমনের সাথে সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীত মানেই খেজুরের রস শীত মানেই পিঠা। তাই শীত মৌসুম আসার সাথে সাথে ...
09/12/2024

পৌষ মাস আগমনের সাথে সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীত মানেই খেজুরের রস শীত মানেই পিঠা। তাই শীত মৌসুম আসার সাথে সাথে ব্যস্ত হয়ে উঠেছে উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের গাছিরা। শীত হলো খেজুর রস আহরণের মৌসুম। গাছিরা এখন খেজুর গাছ থেকে রস আহরণের যাবতীয় প্রস্তুতি ও সংগ্রহের জন্য ব্যস্ত। এ মৌসুমে আবহমান বাংলায় খেজুর রস থেকে তৈরি পিঠার উৎসব আর নবান্নের উৎসব একটি প্রাচীন ঐতিহ্য। কৃষকরা নতুন ধান সংগ্রহের পাশাপাশি গাছিরা খেজুর রস আহরণ শুরু করেছে। গাছিরা মাটির হাড়িতে খেজুর রস সংগ্রহ করা হয়। তবে আজকাল প্লাস্টিকের বোতলেও খেজুর রস আহরণ করে চাষিরা। এসব রস বাজারে বিক্রি করা হয়। ছবি মাগুরা !! 😍

পাহাড়ের মাঝে নিরিবিলি পরিবেশে সেজে উঠেছে, বেলপাহাড়ীর নতুন ঠিকানা।।🌿❤️এই শীতকালে বেলপাহাড়ী বেড়াতে আসতে চান ??ভাবছেন কোথায়...
09/12/2024

পাহাড়ের মাঝে নিরিবিলি পরিবেশে সেজে উঠেছে, বেলপাহাড়ীর নতুন ঠিকানা।।
🌿❤️
এই শীতকালে বেলপাহাড়ী বেড়াতে আসতে চান ??
ভাবছেন কোথায় থাকবেন ?? 🌿
চিন্তা নেই, পাহাড়িয়া ইকো রিসোর্ট আছে তো 😊❤️
পাহাড়ের কোলে মনোরম পরিবেশে, নতুন রূপে সেজে উঠেছে পাহাড়িয়া ইকো রিসোর্ট ।। ❤️
বেলপাহাড়ী থেকে মাত্র 5 মিনিটের রাস্তা ।। ❤️
এখানে সম্পূর্ণ নিরাপদে থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে ।।
🔵বুকিংয়ের জন্য যোগাযোগ করুন :- @9635654409 // 9800033633

Address

Belpahari
721501

Telephone

+919339115498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belpahari Tour Travels And Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Belpahari Tour Travels And Guide:

Videos

Share