24/07/2023
শীতের বা বসন্তের পুরুলিয়া তো সুন্দর বটেই। কিন্ত মন কেড়ে নেয় ঘোর বর্ষায় ঘন সবুজ পুরুলিয়ার রূপ। পুরুলিয়ার নদী আর ঝর্ণা এই সময়ে থাকবে তাদের ভরভরন্ত যৌবনে। রূপসী বাংলার এই অনবদ্য রূপের নির্যাস আহরণ করতে এবারে আমরা বেরিয়ে পড়ছি বর্ষার পুরুলিয়ার উদ্দেশ্যে। সঙ্গে চাই আপনাদের মতো প্রকৃত ভ্রমণপিপাসুদের। যাঁরা একটা ছোট্ট ছুটিতে হারিয়ে যেতে চাইছেন প্রকৃতির একেবারে অন্দরমহলে। কেমন সাজিয়েছি এবারে আমরা আমাদের বর্ষাস্নিক্ত পুরুলিয়া ভ্রমণ! একবার চোখ বুলিয়ে নিন।
বৃহস্পতিবার রাতে বারোটা নাগাদ আমাদের ট্রেন ছাড়বে হাওড়া থেকে।
Day 1 : শুক্রবার একদম সকাল সকাল পৌঁছানো বরাভূম স্টেশন।
এরপর গাড়ি আমাদের pick করে নিয়ে চলে যাবে সোজা ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলের সেই শান্ত, নিবিড় রিসর্টে। সেখানে ব্রেকফাস্ট করে আমরা হৈ হৈ করে বেরিয়ে পড়বো। প্রথম ভাগে আমরা দেখে নেবো,
পাখি পাহাড়,
মাঠা পাহাড়,
বানজারা পাহাড়,
পারডি লেক।
এরপর দুপুরে রিসর্টে ফিরে গরম গরম খাবার দিয়ে লাঞ্চ সেরে আবার বেরোবো। দেখে নেবো সেই বিখ্যাত মুখোশ গ্রাম চড়িদা।
এরপর দিনান্তের সূর্যকে বিদায় জানাতে হাজির হবো খয়রাবেড়া লেকের পাশে। শান্ত, নির্জন পাহাড় জঙ্গল ঘেরা লেকে সূর্যাস্ত উপভোগের পর ফিরে আসা রিসর্ট-এ।
ফিরে এসে চা, স্ন্যাকস আর আড্ডায় জমে যাবে সন্ধ্যে।
রাতে নানারকম খাবার সহযোগে ডিনার সেরে ঘুমোতে যাওয়ার পালা।
Day 2 : এদিন ঘুম থেকে উঠে পড়া একটু সকাল সকাল। কারণ এত কিছু দেখার রয়েছে সারাদিন জুড়ে। পথেই করে নেবো ব্রেকফাস্ট। আর বিকালের আগেই রিসর্টে ফিরে লাঞ্চ। কি কি দেখবো সেদিন তা লিখে দিলাম এক এক করে।
কেষ্টবাজার ড্যাম
লহরিয়া শিব মন্দির
লোয়ার ড্যাম
আপার ড্যাম
ময়ূর পাহাড়
মুরগুমা লেক
তারপানিয়া লেক
মার্বেল লেক
বামনী ফলস
তুরগা ফলস
লাঞ্চের পর রিসর্টে একটু বিশ্রাম। তারপরেই সন্ধ্যের চা পকোড়ার সঙ্গে বসে যেতেই পারে একটা ছোউ নাচের আসর। কিংবা ট্রাইবাল ডান্স। তার জন্য অবশ্য যৎসামান্য খরচা প্রত্যেককে দিতে হবে।
এরপর ডিনার শেষে রাতের ঘুম।
Day 3: আজ ফেরার পালা। যদিও ঘুম থেকে ওঠার খুব তাড়া নেই। তবে মোটামুটি একটা সময়ের মধ্যে ব্রেকফাস্ট সেরে নিতে হবে। ফেরার কষ্টে মনটা যে হালকা হালকা কষ্টে ছিল তা দূর করতেই বেরিয়ে পড়বো
ঘাগকোচা ফলস
তুরগা ড্যাম
এরপর লাঞ্চ সেরে পুরুলিয়া কিংবা বরাভূম পৌঁছানো।
তারপর ট্রেনে চেপে কলকাতা ফেরা অনেক সুন্দর বেড়ানোর স্মৃতি আর বর্ষায় সিক্ত সবুজ সতেজ পুরুলিয়ার স্নিগ্ধ ছবি মনে নিয়ে।