Hodophile The Travel & Trek Page

  • Home
  • Hodophile The Travel & Trek Page

Hodophile The Travel & Trek Page Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hodophile The Travel & Trek Page, Travel Company, .

শীতের বা বসন্তের পুরুলিয়া তো সুন্দর বটেই। কিন্ত মন কেড়ে নেয় ঘোর বর্ষায় ঘন সবুজ পুরুলিয়ার রূপ। পুরুলিয়ার নদী আর ঝর্ণা এই ...
24/07/2023

শীতের বা বসন্তের পুরুলিয়া তো সুন্দর বটেই। কিন্ত মন কেড়ে নেয় ঘোর বর্ষায় ঘন সবুজ পুরুলিয়ার রূপ। পুরুলিয়ার নদী আর ঝর্ণা এই সময়ে থাকবে তাদের ভরভরন্ত যৌবনে। রূপসী বাংলার এই অনবদ্য রূপের নির্যাস আহরণ করতে এবারে আমরা বেরিয়ে পড়ছি বর্ষার পুরুলিয়ার উদ্দেশ্যে। সঙ্গে চাই আপনাদের মতো প্রকৃত ভ্রমণপিপাসুদের। যাঁরা একটা ছোট্ট ছুটিতে হারিয়ে যেতে চাইছেন প্রকৃতির একেবারে অন্দরমহলে। কেমন সাজিয়েছি এবারে আমরা আমাদের বর্ষাস্নিক্ত পুরুলিয়া ভ্রমণ! একবার চোখ বুলিয়ে নিন।

বৃহস্পতিবার রাতে বারোটা নাগাদ আমাদের ট্রেন ছাড়বে হাওড়া থেকে।

Day 1 : শুক্রবার একদম সকাল সকাল পৌঁছানো বরাভূম স্টেশন।
এরপর গাড়ি আমাদের pick করে নিয়ে চলে যাবে সোজা ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলের সেই শান্ত, নিবিড় রিসর্টে। সেখানে ব্রেকফাস্ট করে আমরা হৈ হৈ করে বেরিয়ে পড়বো। প্রথম ভাগে আমরা দেখে নেবো,
পাখি পাহাড়,
মাঠা পাহাড়,
বানজারা পাহাড়,
পারডি লেক।
এরপর দুপুরে রিসর্টে ফিরে গরম গরম খাবার দিয়ে লাঞ্চ সেরে আবার বেরোবো। দেখে নেবো সেই বিখ্যাত মুখোশ গ্রাম চড়িদা।
এরপর দিনান্তের সূর্যকে বিদায় জানাতে হাজির হবো খয়রাবেড়া লেকের পাশে। শান্ত, নির্জন পাহাড় জঙ্গল ঘেরা লেকে সূর্যাস্ত উপভোগের পর ফিরে আসা রিসর্ট-এ।
ফিরে এসে চা, স্ন্যাকস আর আড্ডায় জমে যাবে সন্ধ্যে।
রাতে নানারকম খাবার সহযোগে ডিনার সেরে ঘুমোতে যাওয়ার পালা।

Day 2 : এদিন ঘুম থেকে উঠে পড়া একটু সকাল সকাল। কারণ এত কিছু দেখার রয়েছে সারাদিন জুড়ে। পথেই করে নেবো ব্রেকফাস্ট। আর বিকালের আগেই রিসর্টে ফিরে লাঞ্চ। কি কি দেখবো সেদিন তা লিখে দিলাম এক এক করে।
কেষ্টবাজার ড্যাম
লহরিয়া শিব মন্দির
লোয়ার ড্যাম
আপার ড্যাম
ময়ূর পাহাড়
মুরগুমা লেক
তারপানিয়া লেক
মার্বেল লেক
বামনী ফলস
তুরগা ফলস
লাঞ্চের পর রিসর্টে একটু বিশ্রাম। তারপরেই সন্ধ্যের চা পকোড়ার সঙ্গে বসে যেতেই পারে একটা ছোউ নাচের আসর। কিংবা ট্রাইবাল ডান্স। তার জন্য অবশ্য যৎসামান্য খরচা প্রত্যেককে দিতে হবে।
এরপর ডিনার শেষে রাতের ঘুম।
Day 3: আজ ফেরার পালা। যদিও ঘুম থেকে ওঠার খুব তাড়া নেই। তবে মোটামুটি একটা সময়ের মধ্যে ব্রেকফাস্ট সেরে নিতে হবে। ফেরার কষ্টে মনটা যে হালকা হালকা কষ্টে ছিল তা দূর করতেই বেরিয়ে পড়বো
ঘাগকোচা ফলস
তুরগা ড্যাম
এরপর লাঞ্চ সেরে পুরুলিয়া কিংবা বরাভূম পৌঁছানো।
তারপর ট্রেনে চেপে কলকাতা ফেরা অনেক সুন্দর বেড়ানোর স্মৃতি আর বর্ষায় সিক্ত সবুজ সতেজ পুরুলিয়ার স্নিগ্ধ ছবি মনে নিয়ে।

অচেনা ওড়িশায় ট্রেক! তাও বর্ষাকালে!সম্পূর্ণ নতুন রুটের সন্ধান :যাঁরা যেতে ইচ্ছুক যোগাযোগ করুন ২৬ শে july Wednesday হাওড়া ...
19/06/2023

অচেনা ওড়িশায় ট্রেক! তাও বর্ষাকালে!

সম্পূর্ণ নতুন রুটের সন্ধান :যাঁরা যেতে ইচ্ছুক যোগাযোগ করুন

২৬ শে july Wednesday হাওড়া থেকে ওড়িশার বর্ষাকালীন ডেস্টিনেশন কোরাপুটের ট্রেন ছাড়বে রাত ১০টা ২০।

২৭ শে july Thursday কোরাপুট পৌঁছানো এবং রাতে দমনজোড়ির জঙ্গলে একরাত কাটাবো।

২৮শে july Friday ভোরবেলা গাড়িতে বেরিয়ে ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালিতে ট্রেক করে যাওয়া। দেওমালি থেকে যাবো ওড়িশার সুইজারল্যান্ড বলে খ্যাত পুটসিল, সেখানেই হবে আমাদের রাতের টেন্ট ক্যাম্পিং, সাথে রান্না-খাওয়া। ঘন জঙ্গল আর ভ্যালির মধ্যে অবস্থিত পুটসিল যেহেতু stargazing এর জন্য বিখ্যাত রাতের আকাশ পরিষ্কার থাকলে আমাদের ভাগ্যও খুলে যেতেই পারে।

২৯july Saturday : আমরা যাবো ওড়িশার আরেক hidden gem কালিয়ামালি পিক জয় করতে। এক ঘন্টার ট্রেকে আমরা ছাড়া আর একটি মানুষও হয়ত চোখে পড়বে না। সঙ্গে পাবো অজস্র waterfalls। কালিয়ামালি জয় করে আমরা কিছুটা ক্লান্ত হয়ে যাবো টালা মেটিং ন্যাচারাল ইনফিনিটি পুল এ। Infinity pool ব্যাপারটার সঙ্গে আজকাল অনেকেই পরিচিত নিশ্চয়ই। কিন্ত সেটা যদি মানুষের বানানো না হয়ে প্রকৃতিসৃষ্ট হয় তাহলে তা যে কি অপূর্ব হয় তাইই দেখবো আমরা ওই স্পটে। ঘন জঙ্গলে আমরা এই পুলে স্নান সেরে ফ্রেশ হয়ে ফিরবো আমাদের দমনজুড়ার জঙ্গলের ভেতরে কফি প্ল্যানটেশনের সেই রিসর্টে। সেই রিসর্টএও আবার ট্রেকিং করেই পৌঁছাতে হয়। তো আমরা দুপুরের মধ্যে সেখানে ফিরে লাঞ্চ সেরে মারবো চূড়ান্ত আড্ডা।

30 শে জুলাই Sunday : এবারে ফেরার পালা। কোরাপুট থেকে ট্রেনে চড়ে সোজা হাওড়া সোমবার কাকভোরে।

এবং আবার next ট্রেকের অপেক্ষা।

বর্ষার trek! তাও ওড়িশার অজানা গন্তব্যে!8902833308
18/06/2023

বর্ষার trek! তাও ওড়িশার অজানা গন্তব্যে!
8902833308

চলো বেরিয়ে পড়ি....দুগ্গা দুগ্গা করে এবারের দুর্গাপুজোয়।
13/06/2023

চলো বেরিয়ে পড়ি....দুগ্গা দুগ্গা করে এবারের দুর্গাপুজোয়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hodophile The Travel & Trek Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share