World 🌎 Dangerous Airport 🛫🛬✈️
নেপাল এবং বিমান দুর্ঘটনা :
আবারো একটি বিমান দুর্ঘটনা ঘটে গেছে নেপালে। বিমান দুর্ঘটনা মনে অনেক মৃত্যু, অনেক কষ্ট, অনেক দুঃখ । ৭২ জন আরোহী নিয়ে আজ কাঠমুন্ডু থেকে ২০০ কিলোমিটার দূরে পোখরা যাচ্ছিল ইয়েটি এয়ারলাইনসের ANC ATR 72 বিমানটি। নেপালের অভ্যন্তরিন রুটে চলাচলকারী বিমানগুলি আপ টু দি মার্ক না থাকার ফলে প্রায়শ দুর্ঘটনার শিকার হয়। নেপালে ছোট-বড় মিলিয়ে বিমানবন্দর রয়েছে প্রায় 43 টি এবং এর মধ্যে অনেক বিমানবন্দর পাহাড়ের পাদদেশে অবস্থিত যেখানে বিমান উড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছোট রানওয়ে এবং পাশে বিশাল উঁচু পাহাড়ের কারণে বিমান অবতরণ কঠিন হয়ে পড়ে।
ইউরোপ সহ অনেক উন্নত দেশ নেপালে বিমান ভ্রমণের ক্ষেত্রে সর্তকতা জারি করেছে অনেক আগেই তারপরও নেপাল তাদের পুরনো এবং ঝুঁকিপূর্ণ বিমান দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে।
দুর্ঘটনায় নিহতদের ও আহতদের জন্য গ
পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী জিরাফ। একটি জিরাফ প্রায় ১৯ ফুট পর্যন্ত লম্বা হয়।জন্মের সময় একটি জিরাফ প্রায় ৬ ফুট লম্বা হয় এবং এর ওজন থাকে গড়ে ৬৮ কেজি। জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী। তবে আক্রান্ত হলে যুদ্ধংদেহী রূপ ধারণ করে। আক্রমণের ভয়ে জিরাফ কখনো বসে ঘুমায় না বা বিশ্রাম নেয় না। কারণ জিরাফের বসতে যেমন সময় লাগে প্রচুর, তেমনি বসা থেকে দাঁড়াতেও অনেক সময় নেয়। এছাড়া প্রকৃতিগতভাবেই জিরাফ লম্বা হওয়ায় বসতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। খুব নিচু আওয়াজে এরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে। এদের গলার আওয়াজ ২০ হার্জেরও নিচে। ফলে জিরাফের আওয়াজ মানুষ শুনতে পায় না। জিরাফ সাধারণত নিজেদের মধ্যে লড়াই করে না। জিরাফের প্রধান খাদ্য গাছের পাতা। বিশেষ করে অ্যাকাশিয়া গাছের পাতা এদের খুব প্রিয়।স্বাভাবিকভাবে একটানা সাতদিন জল না খেলেও এদের কোন