23/02/2019
"এত গুলো মানুষকে আল্লাহ কেন এত কষ্ট দিলেন..."
_____________
মানুষের সুখ এবং দুঃখ দু'টোই মহান পরাক্রমশালী আল্লাহ ﷻ এর দুনিয়াবী পরীক্ষা। এই পুরো দুনিয়াটাই একটি পরীক্ষাগার। আল্লাহ এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন ক্ষানিক সময়ের জন্য। প্রকৃত মুমিনের গন্তব্য এই মরিচিকাময় মোহ'চ্ছন্ন দুনিয়াটি নয়। আমাদের সকলের গন্তব্য জান্নাত। জান্নাতের শান্তি, জান্নাতের নহর, জান্নাতের বাতাস, জান্নাতের বাগান, জান্নাতের আনন্দ... এমন সু-ঘ্রাণ যার সুগন্ধ এত এত বছরের দূরত্বের পথ থেকেও পাওয়া যায় (১) - তাইই তো আমাদের গন্তব্য।
দুনিয়ার এই আগুন, আর এই আগুনের চেয়েও ৭০ গুন বেশি জাহান্নামের আগুন তা কোনটাই আমাদের গন্তব্য নয়। (২) আমাদের গন্তব্য জান্নাত, আর জান্নাতের ছায়া, জান্নাতের ফোয়ারা। এমন জান্নাত যে জান্নাতে প্রতি জুমু'আ বার জান্নাতের হাটে ঘুড়তে যাওয়া যায়। আর সেখানে হিমেল শীতল বাতাসে রূপ-লাবন্য সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। (৩) জাহান্নামের পোড়া কয়লা, জাক্কুম বৃক্ষ তা আমাদের গন্তব্য নয়। (৪) গন্তব্য সেই জান্নাত যার একটি গাছের ছায়া অতিক্রম করতে ১০০ বছর সময় লাগে একটি জান্নাতী ঘোড়ার পিঠে চরে। (৫)
মহান আল্লাহ ﷻ বলেন, "(আল্লাহ) যিনি সৃস্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে যে তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে শ্রেষ্ঠ।" (সুরাহ মুলক, আয়াত : ২)
তাই প্রকৃত একজন বিশ্বাসী মুসলিমের দায়িত্ব বিপদে পড়লে সবর করা। আর তথাপি সুখে থাকলে শোকর করা। একটি মুসলিমের পায়ে কাঁটা বিধলেও আল্লাহ তার প্রতিদান সু-বিনিময় দেন।
রাসূল ﷺ বলেন, "মুমিনের অবস্থা কতইনা চমৎকার! তার সব অবস্থায়তেই কল্যাণ থাকে। এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য যে, যখন সে আনন্দের উপলক্ষ্য পায়, আল্লাহর শুকরিয়া আদায় করে। ফলে তা হয় তার জন্য কল্যাণবাহী। আর যখন সে কষ্টের সম্মুখীন হয়, তখন সবর করে এবং ধৈর্যে অটল থাকে। ফলে এটিও তার জন্য কল্যাণ বয়ে আনে।" (সহীহ মুসলিম, ৭৬৯২)
চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে কতগুলো মানুষ মহান রবের কাছে চলে গেলেন। কত বেশি আর্তনাদ, দুঃখ কষ্ট সহ্য করছে নিহত-আহত পরিবারের মানুষ গুলো। তাদের এই শোকের সময় যদি তারা সবর করেন অবশ্যই এর প্রতিদান তাদের প্রতিপালক দেবেন যিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু।
একজন মুসলিম মা সন্তান হারিয়ে যদি সবর করেন, একজন মুসলিম ভাই যদি ভাই হারিয়ে সবর করেন, একজন স্বামী যদি তার স্ত্রী হারিয়ে সবর করেন, কতইনা উত্তম হয়। কেননা,
"যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ধৈর্যধারণ করে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।" (সূরাহ ইউসুফ, আয়াত : ৯০)
— বিশ্বাস করুন ভাই আমার!
— বিশ্বাস করুন মা আমার!
— বিশ্বাস করুন বোন আমার!
— বিশ্বাস করুন বাবা আমার!
আপনাদের সবরের উত্তম পুরষ্কার মহান রব আপনাদের দেবেন। বিশ্বাস করুন — আপনার পুরুষ্কার একটুও বিনষ্ট হবে না। জান্নাতে গিয়ে ঠিকই আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী-সন্তান সবাইকেই পাবেন ইন শা আল্লাহ যদি তারা মুসলিম ভাবে আল্লাহর কাছে চলে গিয়ে থাকেন। যদি তাদের ঈমান ও আকিদা পরিশুদ্ধ থাকা অবস্থায় মৃত্যুবরণ তারা 'শহীদ' মর্যাদার অনুরূপ পুরুস্কার ও পাবেন ইন শা আল্লাহ।
দুনিয়াটা একদমই আমাদের জন্য শান্তির আবাস করে গড়ে তোলা হয়নি। খুবই তুচ্ছ-নগন্য করে বানানো হয়েছে এই দুনিয়াটাকে। এই দুনিয়াতে শান্তি করবে কাফেররা, আমরা মুসলিমরা না। আমরা তো শান্তি করবো — জান্নাতে গিয়ে। যেখানে আমাদের আদি মুসলিম পিতা সর্বপ্রথম ছিলেন। জান্নাতই আমাদের প্রথম এবং শেষ গন্তব্য।
একদিন ইমাম আহমাদ (রহ.)-কে তাঁর ছেলে প্রশ্ন করলেন, “বাবা, আমরা কবে শান্তি পাবো?” জবাবে ইমাম আহমদ উত্তর দিলেন, “জান্নাতে আমাদের প্রথম পদচিহ্নটি রাখার মূহুর্তটি থেকেই...” (ইন শা আল্লাহ!)
আর হ্যাঁ কাফের-ফাসেক যারা তারা সুখে থাকার সময় হয়ে যায় আত্মহারা, আর যখন বিপদ তাদের গ্রাস করে নেয় তখন তারা হয়ে উঠে দিশেহারা। (৬) মুমিনরা তার একদমই বিপরীত। তারা জানে আল্লাহ যার কল্যান চান তাকে বিপদে ফেলেন। (৭) মুমিনরা তো মহান আল্লাহ ﷻ এর জান্নাতের মেহমান। তাদের অভ্যর্থনার জন্য মহান আল্লাহ ﷻ এর কতই না আয়োজন... দুনিয়াতে ক'টা দিনের কষ্ট তখন আর মনেও থাকবে না। জান্নাতের নেবার আগেই আমাদের মহান রব সব কষ্ট, দুঃখ ভুলিয়ে দেবেন...
আর সেখানে (জান্নাতে) যাবার পর তো,
"তারা সেখানে কখনও কোন দুঃখ-কষ্টের সম্মুখীন হবে না এবং কোনদিন সেখান থেকে তাদেরকে বের করে দেয়া হবে না।" (সূরাহ হিজর, আয়াত : ৪৮)
❒ ফুটনোটঃ
_____________
[১] সহীহ মুসলিম, ২১২৮।
[২] সহীহ মুসলিম, ৬৯০২।
[৩] সহীহ মুসলিম, ৬৮৮৩।
[৪] সূরাহ সাফফাত, ৬২; সূরাহ আদ-দুখান, ৪৩-৪৪; সূরাহ ওয়াকিয়া, ৫২।
[৫] সহীহ বুখারি, ৩২৫২।
[৬] সূরাহ কাহফ, ৩২-৪২।
[৭] সহীহ বুখারী ও রিয়াদুস স্বালিহিন, ৩৯।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
লেখাঃ মুহা. রচি আহমেদ বিন মনজুর (আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
#ওহী (Seeking The Way To Jannah)