20/06/2024
উজবেকিস্তানের ভিসা এতটাই সহজ যা আপনি নিশ্চিত পাবেন। উজবেকিস্তান বিনা শর্তে ই-ভিসা চালু করেছে ভ্রমণ পিপাসুদের জন্য। তাই আর দেরি না করে আজই নিশ্চিত করুন আপনার নেক্সট ডেসটিনেশন উজবেকিস্তানের ভিসাটি। উজবেকিস্তানের রাজধানীর নাম তাসকেন্ট। তাস্কেন্টের পাশেই খাজাখস্তান যার রাজধানীর নাম আস্তানা। খাজা খস্তানের পাশের দেশ রাশিয়া। বুঝতেই পারছেন ব্যাপারটা আপনার জন্য কতটা অ্যাডভেঞ্চার হতে পারে। উজবেকিস্তানের ই-ভিসা করতে শুধুমাত্র পাসপোর্টের বায়ো পেজ স্ক্যান কপি ও এক কপি ছবি (স্ক্যান কপি) প্রয়োজন হবে। একটি হোটেল বুকিং দিয়ে নিচের লিংক থেকে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন উজবেকিস্তানের ই-ভিসা।
https://e-visa.gov.uz/
এই লিংকে আবেদন করলে আপনার ২১.৫০ ডলার খরচ হবে এবং ৩ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন।