Eurosiatrip

Eurosiatrip Eurosiatrip is largest B2B TravelTech company providing travel partners with single dashboard to sea
(3)

উজবেকিস্তানের ভিসা এতটাই সহজ যা আপনি নিশ্চিত পাবেন। উজবেকিস্তান বিনা শর্তে ই-ভিসা চালু করেছে ভ্রমণ পিপাসুদের জন্য। তাই আ...
20/06/2024

উজবেকিস্তানের ভিসা এতটাই সহজ যা আপনি নিশ্চিত পাবেন। উজবেকিস্তান বিনা শর্তে ই-ভিসা চালু করেছে ভ্রমণ পিপাসুদের জন্য। তাই আর দেরি না করে আজই নিশ্চিত করুন আপনার নেক্সট ডেসটিনেশন উজবেকিস্তানের ভিসাটি। উজবেকিস্তানের রাজধানীর নাম তাসকেন্ট। তাস্কেন্টের পাশেই খাজাখস্তান যার রাজধানীর নাম আস্তানা। খাজা খস্তানের পাশের দেশ রাশিয়া। বুঝতেই পারছেন ব্যাপারটা আপনার জন্য কতটা অ্যাডভেঞ্চার হতে পারে। উজবেকিস্তানের ই-ভিসা করতে শুধুমাত্র পাসপোর্টের বায়ো পেজ স্ক্যান কপি ও এক কপি ছবি (স্ক্যান কপি) প্রয়োজন হবে। একটি হোটেল বুকিং দিয়ে নিচের লিংক থেকে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন উজবেকিস্তানের ই-ভিসা।

https://e-visa.gov.uz/

এই লিংকে আবেদন করলে আপনার ২১.৫০ ডলার খরচ হবে এবং ৩ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন।

10/04/2024

ইউরোশিয়া পরিবার এর পক্ষ থেকে ঈদের শুভেচছা।
ঈদ মোবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

31/12/2023

স্বাগত ২০২৪! সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আসছে বছরটি যেন আমাদের সবার জন্য বয়ে নিয়ে আসে অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। পরিবারের সবাইকে নিয়ে ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন এই প্রত্যাশায় সবাইকে আবারো জানাই ইংরেজি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা।

ইউরোশিয়া পরিবার ।

01/10/2023

Trip Page Hanoi Travel Recommendations for 2023 (Updated in Oct) has chosen travel pictures related to travel guides for you. These tour pictures to help you learn more about destination attractions, hotels near attractions, tourist routes, transportation, and food. These pictures are real and relia...

22/04/2023
ঢাকা মেট্রোরেল এর MRT Pass সংগ্রহের আবেদন ফরম। ফর্মটি পূরণ করে আগারগাঁও অথবা উত্তরা উত্তর স্টেশনে জমা দিয়ে এমআরটি পাস সং...
29/12/2022

ঢাকা মেট্রোরেল এর MRT Pass সংগ্রহের আবেদন ফরম। ফর্মটি পূরণ করে আগারগাঁও অথবা উত্তরা উত্তর স্টেশনে জমা দিয়ে এমআরটি পাস সংগ্রহ করা যাবে।


02/05/2022

সকলকে Eurosia পরিবারের পক্ষ থেকে ঈদ-উল-ফিতরের অগ্রীম শুভেচ্ছা 🤩

মনে আসুক বসন্ত,সুখ হোক অনন্ত!স্বপ্ন হোক জীবন্ত………….আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!************শুভ নববর্ষ**********...
13/04/2022

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত………….
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!
************শুভ নববর্ষ**************

"আসুন সবাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি" 🌙 ইউরেশিয়া গ্রুপের পক্ষ থেকে স...
30/03/2022

"আসুন সবাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি"
🌙 ইউরেশিয়া গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 🌙

আজ ১৭ মার্চ। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনেই গোপালগঞ্জের টুঙ্গিপ...
16/03/2022

আজ ১৭ মার্চ। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আজকের দিনটিতেই আবার জাতীয় শিশু দিবস। ইউরোশিয়া গ্রুপের পক্ষ্য থেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা সবাইকে।

" ইউরোশিয়া গ্রুপ"

অমর ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউরোশিয়া গ্রুপের পক্ষ থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদ...
20/02/2022

অমর ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউরোশিয়া গ্রুপের পক্ষ থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি




— at Eurosia Group.

06/12/2021
14/08/2021

শোকবহ ১৫ আগস্ট অমর হোক!

20/07/2021

ব্যতিক্রম হলেও ঈদে আনন্দ থাকুক, সুস্থতায় কাটুক ঈদ”
ইউরোশিয়া গ্রুপ পরিবারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা” ঈদ মোবারক”

কুরবানি ঈদে পরিবেশ সচেতনতায় করণীয় ও বর্জনীয় :
---------------------------------------------------------------------
ঈদুল আযহা বা কুরবানি ঈদে খাবার-দাবারের প্রাচুর্য যেমন থাকে, তেমনি কুরবানি পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনাও বাড়ে পাল্লা দিয়ে। এই ময়লা পরিবেশের জন্য ক্ষতিকর। আবার পচে দুর্গন্ধ ছড়ায় যা অনেক সময় নানা রোগ বালাইও নিয়ে আসে। আমরা অধিকাংশ মানুষই পশু কুরবানির জন্য তেমন কোনো সতর্কতা অবলম্বন করি না। যেমন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নিজের কুরবানিকৃত পশুর বর্জ্যও কোনো রকমে ফেলে চলে আসি। অথচ এজন্য প্রত্যেকের সচেতনতা ও পরিচ্ছন্নতা জ্ঞান থাকার পাশাপাশি শহরের বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানেরও দায়িত্ব আছে।

কুরবানির সময় পরিবেশের পাশাপাশি স্বাস্থ্যের প্রতিও বিশেষ খেয়াল রেখে মাংস খাওয়া জরুরি। ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ ও কোলেস্টেরল আছে এমন মানুষের জন্য গরুর মাংস বাদ দেয়াই ভালো। নিতান্তই খুব অল্প পরিমাণে খেতে হবে। তাই সকল ক্ষেত্রেই সচেতনতা জরুরি। সচেতন থাকুন, পরিচ্ছন্নতার সাথে থাকুন সুস্থ ও সুন্দর।

জনসচেতনায়ঃ
ইউরোশিয়া গ্রুপ

29/03/2021

আজকে পবিত্র ও মহিমান্বিত শবে বরাত। সৃষ্টিকর্তার বরকতের মহিমায় সবার মাঝে সামাজিক হৃদ্যতা ও সৌহার্দের সম্পর্ক হোক আরও সুন্দর।

স্বাধীনতা দিবস বাঙালি জাতির অর্জিত অহঙ্কার,বাংলা মায়ের এ বিজয়কে রাখবো মোরা সমুন্নত,20 কোটি বাঙালি এ-হোক মোদের অঙ্গিকার...
25/03/2021

স্বাধীনতা দিবস বাঙালি জাতির অর্জিত অহঙ্কার,
বাংলা মায়ের এ বিজয়কে রাখবো মোরা সমুন্নত,
20 কোটি বাঙালি এ-হোক মোদের অঙ্গিকার।
সবাইকে ইউরোশিয়া পরিবারের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

নারী যেই রূপেই হোকনা কেনো, তা সে কখনো "মা", কখনো  "স্ত্রী", কখনো সে "বোন" আবার কখনো সে "মেয়ে" । প্রতিটি রূপেই এরা পারফেক...
08/03/2021

নারী যেই রূপেই হোকনা কেনো,
তা সে কখনো "মা",
কখনো "স্ত্রী",
কখনো সে "বোন"
আবার কখনো সে "মেয়ে" ।
প্রতিটি রূপেই এরা পারফেক্ট,
ত্যাগ আর মমতার মূর্ত প্রতীক ।
"Happy Women's Day"

অমর ২১ শে ফেব্রুয়ারি  সকল ভাষা শহীদদের প্রতি Eurosia Group পরিবার জানাচ্ছে তাঁর অকৃত্তিম শ্রদ্ধা ও অফুরাণ সম্মান । ❤ #ম...
20/02/2021

অমর ২১ শে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি Eurosia Group
পরিবার জানাচ্ছে তাঁর অকৃত্তিম শ্রদ্ধা ও অফুরাণ সম্মান । ❤
#মায়ের_ভাষার_জয়_হোক

13/02/2021

Eurosiatrip " we make travel easy

Traveling anywhere soon or later, book your desired flight at the Best Rate only from Eurosiatrip. Best Air ticket Deal ...
05/02/2021

Traveling anywhere soon or later, book your desired flight at the Best Rate only from Eurosiatrip. Best Air ticket Deal flight to Cox'Sbazar.

For further information.

Traveling anywhere soon or later, book your desired flight at the Best Rate only from EurosiatripFor further information...
03/02/2021

Traveling anywhere soon or later, book your desired flight at the Best Rate only from Eurosiatrip
For further information.

31/12/2020

ইউরোশিয়া গ্রুপ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা -
হ্যাপি নিউ ইয়ার ২০২১

24/12/2020

Shake up the happiness! 🌟
Merry Christmas beautiful souls! Hope your hearts would be filled with as much love as you could get. As we celebrate the hoildays through these trying times I hope we constantly remind ourselves that we’re in this together! Sending prayers around the world.
Best Regards
Eurosia Group

15/12/2020

ইউরোশিয়া গ্রুপ পরিবারের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা |
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী দখলদার বাহিনী এই দিনে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়।

শিক্ষকরাই জাতির শক্তি . . .ইউরোশিয়া পরিবারের এর পক্ষ থেকে সকল শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা চাই দেশের প্রতিটা শি...
06/10/2020

শিক্ষকরাই জাতির শক্তি . . .
ইউরোশিয়া পরিবারের এর পক্ষ থেকে সকল শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
আমরা চাই দেশের প্রতিটা শিক্ষক সুখে শান্তিতে স্বাধীন ভাবে জীবন যাপন করুক। সু - শিক্ষায় তৈরী হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ ও এর প্রতিবাদ 🤜🤛পর্যটন খাতে দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে!! টেকনাফের প্রবাল দ...
19/08/2020

সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ ও এর প্রতিবাদ 🤜🤛

পর্যটন খাতে দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে!!

টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ হলে স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ প্রায় তিন লাখ মানুষ জীবিকা হারাবে। হুমকির সম্মুখীন হবে পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রায় দেড় হাজার কোটি টাকা। তাই সেন্টমার্টিন দ্বীপ নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
তারা বলেছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ সীমিতকরণ বা রাতযাপনে নিষেধাজ্ঞা আরোপিত হলে পর্যটন শিল্পে নিয়োজিত ৭-৮টি জাহাজ, তিন শতাধিক বাস-মাইক্রোবাস, ২০০ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ৪ শতাধিক টুরিস্ট গাইড এবং দ্বীপের ১২০টি হোটেল-কটেজ ও ৭০টি রেস্তোরাঁয় কর্মরতদের জীবন-জীবিকা বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে কথাগুলো উপস্থাপন করেছে পর্যটনভিত্তিক সংগঠন টুয়াক।
টুয়াক সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মফিজ। তিনি বলেন, সরকার ২০০৯ সালে পর্যটনকে থ‘শিল্প’ ঘোষণার পর থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় পর্যটন শিল্প বিকশিত হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে পর্যটন বিকশিত হওয়ার আগে স্থানীয় জনগোষ্ঠী সমুদ্র থেকে মাছ আহরণের পাশাপাশি প্রবাল উত্তোলন, প্রবাল পাথরকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য উত্তোলন করে বিক্রি, মাছের অভয়ারণ্য ধ্বংস, শামুক-ঝিনুক সংগ্রহ করে বিক্রি, কাছিমের আবাসস্থল নষ্ট করাসহ বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করত। সেন্টমার্টিনে পর্যটন শিল্প বিকশিত হওয়ার পর ওই জনগোষ্ঠী বিকল্প জীবিকায়ন হিসেবে কর্ম পাওয়ায় তাদের জীবনধারায় আমূল পরিবর্তন আসে এবং তারাই পরিবেশ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০১৬ ও ২০১৭ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করার ফলে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা উৎসাহিত হয়ে তাদের বাসা-বাড়ির এক-দুই রুম পরিবেশবান্ধব অতিথিশালা তৈরি করে পর্যটক সেবা প্রদান করে যাচ্ছে। দ্বীপকে ভালোবেসে বার্ষিক মাত্র ৫ মাসের ব্যবসা করার ঝুঁকি নিয়ে উদ্যোগক্তারা বিপুল বিনিয়োগ করেছেন। উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপকে প্রতিবেশ সঙ্কটপন্ন এলাকা ঘোষণার আগেই নির্মিত ৭-৮টি বিল্ডিং ছাড়া বাকি সব স্থাপনা সেন্টমার্টিন দ্বীপের ভারসাম্য রক্ষার উপযোগী ইকো টুরিজম ব্যবস্থাপনায় নির্মিত।
গত ৬ আগস্ট জুম মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে, প্রতিদিন মাত্র ১২৫০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপ দিবাকালীন ভ্রমণ করতে পারবে কিন্তু রাত যাপন করতে পারবেন না। সংবাদটি সেন্টমার্টিন দ্বীপনির্ভর পর্যটন ব্যবসায়ী এবং স্থানীয় জনগোষ্ঠীকে উদ্বিগ্ন ও বিস্মিত করেছে। পর্যটন মৌসুমে প্রতিদিন ৭-৮টি জাহাজের মাধ্যমে ৪-৫ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করেন। এর মধ্যে ৩০ শতাংশ পর্যটক সেখানে রাতযাপন করেন।
পর্যটন সংশ্লিষ্টরা বলেন, এমনিতেই করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দাভাবে আমরা পর্যটন ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির স্বীকার হয়েছি। এখনো পর্যন্ত সরকারি বা অন্য কোনো সংস্থা থেকে ক্ষতি পুষিয়ে নেয়ার সহায়তা বা প্রণোদনা পাইনি। দ্বীপকে ঘিরে পর্যটন ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলেও এখনো লগ্নিকৃত বিনিয়োগ উত্তোলনের সুযোগই আসেনি। তাই এই মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত দেশীয় পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি পর্যটন নির্ভর দ্বীপবাসিরা জীবিকা হারালে আবারো পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে।
সেন্টমার্টিন দ্বীপকে পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তবনাগুলো হলোÑ ১. পর্যটন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন ২৫০০ পর্যটক দিবাকালীন এবং ১৫০০ পর্যটক রাত যাপন ও ভ্রমণ অনুমতি প্রদান করলে পর্যটন ও পরিবেশ উভয়েই সুরক্ষিত থাকবে। ২. ইতোমধ্যে টুয়াক সেন্টমার্টিনকে প্লাস্টিক ফ্রি করার জন্য ‘প্লাস্টিক ফ্রি ইকো টুরিজম কক্সবাজার’ নামক একটি প্রকল্প গ্রহণ করেছে। যা বাস্তবায়িত হলে দ্বীপের প্রতিবেশগত ক্ষয়ক্ষতি হতে রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারি অনুমোদন ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। ৩. সেন্টমার্টিন দ্বীপে বসবাসকারী স্থানীয় প্রায় ১৫ হাজার জনগোষ্ঠীকে আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে দ্বীপ থেকে অন্যত্র পুনর্বাসন এবং পর্যটননির্ভর দ্বীপবাসী ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় বিকল্প জীবিকার ব্যবস্থা গ্রহণ। ৪. সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সম্পূর্ণ নিষিদ্ধ করার আগে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, পর্যটক পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী ও জাহাজ ব্যবসায়ীদের বিনিয়োগ ফিরে পাওয়ার ব্যবস্থা। ৫. সেন্টমার্টিন দ্বীপের প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকতে হোটেল-মোটেলের বর্জ্য সরাসরি সমুদ্রে পতিত হচ্ছে। হোটেলগুলোতে এসটিপি প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষার পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, উপদেষ্টা কামরুল ইসলাম, সৈয়দুল হক কোম্পানি, প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কিবরিয়া খান, সিনিয়র সহসভাপতি আনোয়ার কামাল, যুগ্ম সম্পাদক আল আমীন বিশ্বাস, মুনীবুর রহমান টিটু, এস এ কাজল উপস্থিত ছিলেন।

07/08/2020
05/07/2020

হাওর - এক প্রশান্তির জায়গা 😊😊

04/07/2020

যদি মন কাঁদে, তুমি চলে এসো -
এক বর্ষায়-

লোকশনঃ সাজেক ভ্যালী



Address


Alerts

Be the first to know and let us send you an email when Eurosiatrip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

EurosiaTrip

Traveling was never easier!

Eurosia trip makes it easier and comfortable for your to plan your journey not only locally but internationally. With proper guidance and experience team, we at EurosiaTrip strive to make your trip a memorable one. #eurosiatrip