ফেনীর দর্শনীয় স্থান / Feni's Tourist Spot

  • Home
  • ফেনীর দর্শনীয় স্থান / Feni's Tourist Spot

ফেনীর দর্শনীয় স্থান / Feni's Tourist Spot ফেনীসহ দেশের যে কোন স্থানের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও ম্যাসেজ করুন।

 #ফেনী জেলার সদর উপজেলার মোটবী ইউনিয়নের দর্শনীয় স্থান (১) #কালা_ফকিরের_মাযারঃওলি আওলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ।অসংখ্য ও...
31/08/2019

#ফেনী জেলার সদর উপজেলার মোটবী ইউনিয়নের দর্শনীয় স্থান (১)

#কালা_ফকিরের_মাযারঃ

ওলি আওলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ।অসংখ্য ওলি-আওলিয়া, ফকির-দরবেশ ইসলাম প্রচারের জন্য এদেশে আগমন করেন।শাহজালাল, শাহপরান, খাজা মাঈন উদ্দিন চিশতি, বয়েজিদ বোস্তামি ও চট্টগ্রামের বার আওলিয়া ইসলাম ধর্ম প্রচারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন।

কালা ফকির ও গোরা ফকির দু’ ভাই ধর্ম প্রচারের জন্য আজ থেকে ৪০০ বছর আগে এ চট্টগ্রামে আসেন বলে জানা যায়। ইসলাম প্রচার করতে তিনি প্রায় ৪শ’ বছর আগে লস্করহাটের এ স্থানটিতে বিশ্রাম নেন কালা ফকির।এর আগে এখানকার মানুষ কালা ফকিরের বিভিন্ন কেরামতি ও তার অধ্যাতিক জ্ঞান সম্পর্কে জানতো বলে তার এস্মৃতি চিহ্নটি স্মরণ করে রেখে দেয় তার ভক্ত ও শুভাঙ্কাখিরা। কালের বিবর্তনে এ স্থানটুকু কালা ফকিরের মাযার হিসেবে চিহ্নিত হয়ে আসছে।

#কিভাবে যাওয়া যায়ঃ

ফেনী শহর থেকে সিএনজি যোগে লস্করহাট বাজারের উত্তর পশ্চিমে এ মাযারটি পাওয়া যাবে।

#অবস্থানঃ

লস্করহাট বাজার।

#শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

31/08/2019

#ফেনী_জেলার_ফেনী_সদর_উপজেলার_ছনুয়া______ইউনিয়নের_ঐতিহাসিক_কচুয়া_জামে_মসজিদঃ

#ঐতিহাসিক কচুয়া জামে মসজিদটি ১৮১৫ সালের দিকে তৎকালীন বাংলার শাসক প্রতিষ্ঠা করেন। এই মসজিদটি প্রাচীণ ঐতিহ্য বাহন করে আসছে । ছনুয়া ইউনিয়নের মধ্যে এই মসজিদটি খুব প্রাচীন মসজিদ ও মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত । এই মসজিদের পাশে এই মসজিদের প্রথম খতিবের মাজার রয়েছে। এই মাজারে অনেক লোক পূর্ণ লাভের আশায় যিয়ারতে আসেন । এই খানে প্রতিবছর ১লা মহরম ওরশ অনুষ্ঠিত হয় । এ সময় দেশ-বিদেশের অনেক লোকের সমাগম হয়।

#কিভাবে_যাওয়া_যায়ঃ

ফেনী সদর উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ৫কিলোমিটার। সদর উপজেলা কমপ্লেক্স থেকে সিএনজি যোগে হাজীআলীনেওয়াজকোম্পানি বাজারে আসা যায়। উপজেলা থেকে ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা: (১) রিক্সা ভাড়ার হার : ৬০-৭০ টাকা। (২) সিএনজি ভাড়ার হার : ২০-২৫ টাকা।

#অবস্থানঃ

ছনুয়া ইউনিয়ন।

24/08/2019

#ফেনী_সদর_উপজেলার_লেমুয়া_ইউনিয়নের_একমাত্র_দর্শনীয়_স্থানঃ

#নিহাল_পল্লী_বাগান_বাড়ীঃ

#কিভাবে_যাওয়া_যায়ঃ

ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে যে কোন স্থান হইতে কসকা বাজার বাস স্ট্যান্ড হইতে একটু পশ্চিমে এবং কাজীদিঘী বাজার বাস ষ্ট্যান্ড হইতে একটু দক্ষিণে নিহাল পল্লী অবস্থিত।

#অবস্থানঃ

৯নং লেমুয়া ইউনিয়ন, কসকা বাজারে বাস ষ্ট্যান্ডনের পশ্চিম পার্শ্বে কাজিরদিঘী বাজারের বাস ষ্ট্যান্ডনের দক্ষিণ পার্শ্বে অবস্থিত।

23/08/2019

#ফেনী_জেলার_সদর_উপজেলার_ধলিয়া_ইউনিয়নের_দর্শনীয়_স্থানঃ

#ধলিয়া_বাজার_জামে_মসজিদঃ

ধলিয়া মসজিদ টি প্রচীণকাল তথা ১৫২৩ সালের দিকে প্রতিষ্ঠিত হয় বলে জনমুখে শুনা যায়। এই মসজিদকে কেন্দ্র করে এখানে বাজার হয়েছে বলে জানা যায়। মুসলমানদের ধর্মীয় দিক থেকে এই মসজিদের গুরুত্ব অপরিসীম।

#কিভাবে_যাওয়া_যায়ঃ

ফেনী টাউন থেকে সিএনজি যোগে ধলিয়া বাজার । মহিপালা থেকে সিএজি অথবা টাউন সার্ভিস করে যাওয়া যায়।

#অবস্থানঃ

ধলিয়া বাজর সংল্গন।

22/08/2019

#ফেনী_জেলার_সদর_উপজেলার_বালিগাঁও_ইউনিয়ন_এর_দর্শনীয়_স্থানঃ

#হকদি_জামে_মসজিদঃ

হকদি মসজিদটি ১৮৩৫ সালের দিকে তৎকালীন বাংলার শাসক প্রতিষ্ঠা করেন। এই মসজিদটি প্রাচীণ ঐতিহ্য বাহন করে আসছে । বালিগাঁও ইউনিয়নের মধ্যে এই মসজিদটি খুব প্রাচীন মসজিদ ও মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত । এই মসজিদের পাশে এই মসজিদের প্রথম খতিবের মাজার রয়েছে। এই মাজারে অনেক লোক পূর্ণ লাভের আশায় যিয়ারতে আসেন । এই খানে প্রতিবছর ১লা মহরম ওরশ অনুষ্ঠিত হয় । এ সময় দেশ-বিদেশের অনেক লোকের সমাগম হয়।

#কিভাবে_যাওয়া_যায়ঃ

ফেনী থেকে সিএনজি করে হকদি বাজার । হকদি বাজার থেকে একটু হেটে ২০ গজ পশ্চিম দিকে । মহিপাল থেকে সিএনজি করে হকদি বাজার। হকদি বাজার থেকে একটু হেটে ২০ গজ পশ্চিম দিকে ।

#অবস্থানঃ

হকদি বাজর সংল্গন।

#শেয়ার_করে_অন্যকে_জানার_সুযোগ_করে_দিন।

22/08/2019

ফেনী জেলার সদর উপজেলার কালিদহ ইউনিয়ন এর দর্শনীয় স্থান ২টিঃ

০১। #কালিদা_পাহালিয়া_খালঃ

কালিদাস পাহালিকা খালটি প্রাচীণকাল থেকে স্থানীয় লোকজনের কাছে কালি খাল নামে পরিচিত। এই খালের অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানে প্রচুর দেশীয় জাতের মাছ পাওয়া যায়। এই খালটি খুব গবির।১৯৮০ সালের দিকে মেজর জেনারেল জিয়াউর রহমান এই খালটি সর্বশেষ খনন করেন বলে জানা যায়।

#কিভাবে_যাওয়া_যায়ঃ

ট্রাংকরোড থেকে সিএনজি যোগে লস্করহাট যাওয়ার পথে রেলওয়ে ষ্টেশন থেকে ১৫গজ পূর্বদিকে কালিদাস পাহাড়িকা খাল। সিএনজি ভাড়া-২০ টাকা।

#অবস্থানঃ

কালিদহ রেলওয়ে ষ্টেশনের পাশে।

০২। #কালিদহ_রেলওয়ে_ষ্টেশনঃ

কালিদহ রেলওয়ে ষ্টেশনটি ব্রিটিশ শাসনকাল তথা ১৮২০ সলের দিকে প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। এই ষ্টেশন থেকে ঢাকা,চট্রগাম সহ দেশের সকল স্থানের রেল এই স্থান থামে এবং খুব সহজে দেশের যে কোন প্রান্তে যাতায়াত করা যায়।

#কিভাবে_যাওয়া_যায়ঃ

ট্রাংকরোড থেকে সিএনজি করে কালিদহ রেলওয়ে ষ্টেশন যাওয়া যায়। সিএনজি ভাড়া-১৫ টাকা।

#অবস্থানঃ

কালিদহ ইউনিয়নের পাশে।

15/08/2019

ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন এর দর্শনীয় স্থানসমূহঃ

০১। দোস্ত টেক্সটাইল মিল।

দর্শনীয় স্থানঃ

কাজিরবাগ দোস্ত টেক্সটাইল মিলস লি: স্বাধীনতা পূবে ৬৫ খেকে ৬৮ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর পর এটি পুরো পুরি চালু করা হয়। প্রায় ১০/১১ একর জায়গার উপর কাজিরবাগ গ্রামে এটি প্রতিষ্ঠিত হয়।১১ শত শ্রমিক এ মিলটিতে কাজ করত।সমগ্র বাংলাদেশে ৪৬টি বাংলাদেশ বস্ত্রমিল্প করপোরেশন এর মধ্যে এটি একটি ও অন্যতম।

কিভাবে যাওয়া যায়ঃ

সদর হাসপাতাল থেকে রিক্সা ২০টাকা, সিএনজি ১০টাকা ভাড়ায় আসা যায়।

অবস্থানঃ

রানীর হাট বাজারের সামনে।

০২। কাজিরবাগ ইকো পার্ক

দর্শনীয় স্থানঃ

কাজিরবাগ ইকো পার্ক।

কিভাবে যাওয়া যায়ঃ

সদর হাসপাতাল মোড থেকে রিক্সা ভাড়া জনপ্রতি ২০ টাকা,সিএনজি ভাড়া ১০টাকা।

অবস্থানঃ

কাজিরবাগ মজিদ মিয়ার বাজার এর পূর্ব পাশে সাবেক ফরেষ্ট অফিস।

০৩। তৃপ্তি এগো পাক

কিভাবে যাওয়া যায়ঃ

সদর হাসপাতাল খেকে সিএনজি অখবা রিক্সায় যাওয়া যায়।

অবস্থানঃ

৫নং কাজিরবাগ ইউনিয়নের মালীপুর গ্রামে ফেনী কম্পিউটার কলেজের ৫০গজ পূবে অবস্থিত।

15/08/2019

ধর্মপুর ইউনিয়ন এর দর্শনীয় স্থানঃ

চৌধুরী গার্ডেন পার্কঃ

দর্শনীয় স্থান

কিভাবে যাওয়া যায়

ফেনী সদর হাসপাতাল থেকে সিএনজি যোগে আশ্রয়ন প্রকল্প পাশ। ফেনী ফুড গার্ডেন সামনে সিএনজি যোগে আমিন টু চৌধুরী গার্ডেন পার্ক।

অবস্থান

ধর্মপুর ইউনিয়ন আশ্রয়ন কেন্দ্রের বিপরীতে।

14/08/2019

পাঁচগাছিয়া ইউনিয়ন এর দর্শনীয় স্থানঃ

বিএডিসি খামার ( নারিকেল বাগান)

দর্শনীয় স্থানঃ

দু পা এগুলে এক টুকরো অরণ্য:

♣ নারিকেল বীজ বাগান কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্য শস্য উইং কর্তৃক পরিচালিত একটি হর্টিকালচার সেন্টার।

♣ ♣ সবুজের সমারোহে শান্ত, ছায়াঘেরা আম, জাম, লিচু, আমলকী, হাজার হাজার সুপারী ও নারিকেল গাছের বিশাল সমৃদ্ধ বাগানের অনন্য স্নিগ্ধ পরিবেশে মুগ্ধ হয়ে যাবেন যে কেউ।



♣ ♣ ♣ এক কথায় বৃহত্তর নোয়াখালীর বীজ ভান্ডার ফেনী হর্টিকালচার সেন্টার। ফুল, ফল, সব্জি আর শস্য বলতে যা বোঝায়-তার সবই রয়েছে এখানে। ভেতরে বাঁ দিকে হাজার হাজার নারকেল আর সুপারী গাছ। ভেতরে দক্ষিণ দিকটায় নানারকম ফুল, ফল, সব্জি আর শস্যের বেড বা বিছানা। রয়েছে ফলের চারা, ফলের কলম, মসলা চারা, বনজ চারা, সবজি চারা (শীতকালীন, গ্রীষ্মকালীন), ঔষধী চারা, নারকেল, সুপারী, শোভাবর্ধনকারী বৃক্ষ ও ফুলের চারা অগনিত সমাহার। শুধু বাংলাদেশের উদ্ভিদই নয়, আছে বিদেশী বহু জাতের ফুল, ফল, সব্জি। এখানে চলছে চারা উৎপাদন, পরীক্ষা-নীরিক্ষা, গবেষণা। এখানকার কর্মকর্তারা প্রতিনিয়ত নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য নিরলস গবেষণা করে চলেছেন। এখানে কৃষকদের হাতে কলমে বিভিন্ন কলম তৈরীর পাশাপাশি বিভিন্ন ধানের আপদকালীন বীজতলা, ভিনিয়ার কলম তৈরী পদ্ধতি, গুটি কলম তৈরীর পদ্ধতি, নাশপাতি গাছে গুটি কলম, শীতাকে মাশরুম চাষ পদ্ধতি, ড্রাগন গাছের ফুল ও চাষ পদ্ধতি শেখানোর পাশাপাশি কৃষকদের সবরকমের সহায়তা, সাহায্য ও পরামর্শ দিচ্ছেন। ফেনী হর্টিকালচার সেন্টার বা ফেনী বীজ উৎপাদন খামার ঘুরে দেখতে ভীড় জমান বিভিন্ন এলাকার চাষী ও প্রকৃতি প্রেমী দর্শনার্থীরাও। অনেকেই আসেন এখানকার তৈরী বীজ সংগ্রহের জন্য। পাশেই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) খামার। চলছে নানা জাতের ধান নিয়ে গবেষণায় ব্যস্ত সেখানকার কৃষিবিদরা।



♣ ♣ ♣ ♣ অল্প দামে পেতে পারেন সবঃ যে কেউ এখান থেকে অল্পমুল্যে যেকোন বীজ সংগ্রহ করতে পারেন। এখানে স্বল্পদামে ফল, ফুল, ধান ও সবজির চারা কিনতে পারা যায়।

কিভাবে যাওয়া যায়ঃ

মহিপাল চৌরাস্তা হতে পশ্চিম দিকে পাঁচগাছিয়া রোডে 2/1 কিঃমি। রিক্সা ভাড়া দশ টাকা।

অবস্থানঃ

পাঁচগাছিয়া হাই স্কুল সংলগ্ন।

14/08/2019

চার শত বছরের পুরাতন মসজিদ



দর্শনীয় স্থান

ফেনী জেলায় ফেনী সদর উপজেলার 1নং শর্শদি ইউনিয়নের বাজারের পাশে শর্শদি মাদ্রাসার ভিতরে অবস্থিত। এটি চার শত বছরের পুরাতন মসজিদ।ফেনী জেলায় ফেনী সদর উপজেলার 1নং শর্শদি ইউনিয়নের বাজারের পাশে শর্শদি মাদ্রাসার ভিতরে অবস্থিত। এটি চার শত বছরের পুরাতন মসজিদ।

কিভাবে যাওয়া যায়

ফেনী জেলায় ফেনী সদর উপজেলার ১নং শর্শদি ইউনিয়নের বাজারের পাশে শর্শদি মাদ্রাসার ভিতরে অবস্থিত। এটি চার শত বছরের পুরাতন মসজিদ।

অবস্থান

শর্শদি ইউনিয়ন।

14/08/2019

সোনাগাজী মুহুরী সেচ প্রকল্পঃ

দর্শনীয় স্থানঃ

১৯৭৭-78 অর্থ বছরে শুরু হয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১৯৮৫-৮৬ অর্থ বছরে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। ফেনী নদী, মুহুরী নদী এবংকালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে 40 ফোক্ট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরী করে ফেনী জেলার ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিয়দংশ এলাকায় বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও আমন ফসলে অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল মুহুরী সেচ প্রকল্প । সিডা, ইইসি, বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় জাপানের সিমুজু কোম্পানী 168 কোটি টাকা ব্যয়ে এই সেচ প্রকল্প নির্মাণ করে । এর ফলে ২০,১৯৪ হেক্টর এলাকায় সেচ সুবিধা এবং ২৭,১২৫ হেক্টর এলাকা সম্পুরক সেচ সুবিধার আওতায় আসে।মুহুরী সেচ প্রকল্পকে ঘিরে গত আড়াই দশকে গড়ে ওঠে বিনোদন ও পিকনিক স্পট । শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ভ্রমণ পিপাসু লোক এবং পর্যটক বেড়াতে আসে । প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুহুরী রেগুলেটরের চারদিকে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি,বনায়ন,মাছের অভয়ারণ্য, পাখির কলকাকলি,বাঁধের দুপাশে নীচ থেকে পাথর দিয়ে বাঁধানো এবং উপরদিকে দুর্বা ঘাসের পরিপাটি বিছানা । মুহুরীর জলরাশিতে নৌভ্রমণের সময় খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির হাঁস এবং প্রায় ৫০ জাতের হাজার হাজার পাখির দেখা পাওয়া যায় ।

কিভাবে যাওয়া যায়ঃ

১) ফেনী লালপোল হতে বাস যোগে (মিল্লাত পরিবহন, ফারাবি ট্রান্সপোর্ট,জয় পরিবহন, প্রতিশ্রুতি পরিবহন ইত্যাদি) , সোনাগাজী উপজেলা সদর পর্যন্ত অত:পর সোনাগাজী উপজেলা সদর হতে বাস যোগে বাদামতলী পর্যন্ত অত:পর বাদামতলী হতে রিক্সা যোগে দর্শনীয় স্থানে পৌঁছা যায়।
২) ফেনী মহিপাল মোড় হতে সিএনজি অটোরিক্সা যোগে দর্শনীয় স্থানে যাওয়া যায়।

অবস্থানঃ

ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।

13/08/2019

শিলুয়ার শীল পাথর

দর্শনীয় স্থান

ফেনীর পূর্বভাগে ছাগলনাইয়া উপজেলায় শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ । শিলামুর্তির গায়ে খৃষ্টপূর্ব দ্বিতীয় অব্দে প্রচলিত ব্রাক্ষ্মী হরফের লিপি থেকে এখানে আর্য সভ্যতা বিকাশের প্রমাণ পাওয়া যায় । ব্রিটিশ আমল থেকে এ প্রাচীন ঐতিহাসিক স্মৃতি চিহ্নটি প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত রয়েছে ।

কিভাবে যাওয়া যায়

১) ফেনী সদর হতে সিএনজি অটোরিক্সা এবং বাস যোগে দর্শনীয় স্থানে যাওয়া যায়

অবস্থান

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।

13/08/2019

রাজাঝীর দীঘিঃ

দর্শনীয় স্থানঃ

ফেনী শহরের জিরো পয়েন্টে এ দিঘীর অবস্থান । জনশ্রুতি আছে ত্রিপুরা মহারাজের প্রভাবশালী একজন রাজার কন্যার অন্ধত্ব দুর করার মানসে প্রায় ৫/৭ শত বছর পূর্বে এ দীঘি খনন করা হয় বলে । স্থানীয় ভাষায় কন্যা-কে ঝি বলা হয় । ১৮৭৫ সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হলে তার সদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাঝির দীঘির পাড়ে । দীঘির পাড়ে বর্তমানে ফেনী সদর থানা, ফেনী কোর্ট মসজিদ,অফিসার্স ক্লাব,জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গড়ে উঠেছে । মোট ১০.৩২ একর আয়তন বিশিষ্ট এ দীঘিটি ফেনীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের একটি ।

কিভাবে যাওয়া যায়ঃ
১) রেলওয়ে স্টেশন থেকে রিক্সা যোগে যাওয়া যায়।
২) মহিপাল বাস ষ্ট্যান্ড থেকে রিক্সা যোগে এবং সিএনজি যোগে আসা- যাওয়া করা যায় ।

অবস্থানঃ

ফেনী শহরের জিরো পয়েন্ট সংলগ্ন।

13/08/2019

বিলোনিয়া স্থল বন্দরঃ

দর্শনীয় স্থানঃ

কিভাবে যাওয়া যায়ঃ

ফেনী থেকে CNG/বাস দিয়ে পরশুরাম, পরশুরাম থেকে CNG দিয়ে বিলোনিয়া স্থল বন্দর যাওয়া যায়।

অবস্থানঃ

বাউরখুমা, পরশুরাম পৌরসভা।

13/08/2019

বিজয় সিংহ দীঘিঃ

দর্শনীয় স্থানঃ

বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি এ বিজয় সিংহ দীঘি । এ দীঘি ফেনী শহরের প্রায় ২ কিঃমিঃ পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। এ দীঘির আয়তন ৩৭.৫৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষ শোভিত । ১৯৯৫ সালে ফেনীর প্রাক্তন জেলা প্রশাসক জনাব এ,এইচ,এম নূরুল ইসলাম প্রচুর বৃক্ষ চারা রোপন করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করেন । ফেনীর ঐতিহ্যবাহী দিঘীর মধ্যে বিজয় সিংহ দীঘি অন্যতম । এ দিঘী দেখার জন্য জেলার এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসে ।

কিভাবে যাওয়া যায়ঃ

১) ট্রাংক রোড জিরো পয়েন্ট কিংম্বা রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে যাওয়া যায়।
২) রিক্সা যোগে মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে দক্ষিণ- পশ্চিম দিকে সার্কিট হাউজ রোড দিয়ে যেতে হবে।

অবস্থানঃ

ফেনী সার্কিট হাইজ সংলগ্ন।

13/08/2019

পাগলা মিঞাঁর মাজারঃ

দর্শনীয় স্থানঃ

দরবেশ পাগলা মিঞাঁর প্রকৃত নাম ছিল সৈয়দ আমীর উদ্দিন(রঃ) । ১৮২৩ সালে ফাযিলপুর ছনুয়া গ্রামে তাঁর জন্ম হয় এবং ১৮৮৭ সালে মাত্র ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন । প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবারে(তাঁর জন্মদিনে) তাঁর মাজারে ওরশ হয় । সেখানে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার লোক সমবেত হয় । তিনি আধুনিক ফেনী জনপদের মানুষের জীবন ও জীবিকার ওপর অপরিসীম প্রভাব রেখে গেছেন । তাঁর আধ্যাত্নিক শক্তি সম্পর্কে ফেনী অঞ্চলে বহু জনশ্রুতি প্রচলিত রয়েছে । এখনো প্রতিদিন তাঁর মাজারে মানুষ দলে দলে ফাতেহা পাঠ করে,জেয়ারত করে এবং ‘‘মানত’’করে ।

কিভাবে যাওয়া যায়ঃ

১) ফেনী রেলওয়ে ষ্টেশন হতে সিএনজি অটোরিক্সা এবং রিক্সা যোগে দর্শনীয় স্থানে যাওয়া যায়
2)ফেনী জিরো পয়েন্ট হতে রিক্সা যোগে যাওয়া যায়

অবস্থানঃ

ফেনী শহরের তাকিয়া রোডে(ফেনী বড় বাজার সংলগ্ন)।

13/08/2019

শমসের গাজী দিঘীঃ

দর্শনীয় স্থানঃ

কিভাবে যাওয়া যায়ঃ

ফেনী থেকে CNG/বাস দিয়ে পরশুরাম, পরশুরাম থেকে CNG দিয়ে শমসের গাজী দিঘী যাওয়া যায়।

অবস্থানঃ

সাতকুচিয়া, বক্সমাহমুদ ইউ.পি.।

13/08/2019

জংলী শাহ মাজারঃ

দর্শনীয় স্থানঃ

কিভাবে যাওয়া যায়ঃ

ফেনী থেকে CNG/বাস দিয়ে পরশুরাম, পরশুরাম থেকে CNG দিয়ে জংলী শাহ মাজার যাওয়া যায়।

অবস্থানঃ

উত্তর গুথুমা, পরশুরাম পৌরসভা।

13/08/2019

চৌধুরী বাড়ি মসজিদঃ

দর্শনীয় স্থানঃ

কিভাবে যাওয়া যায়ঃ

ফেনীর মহিপাল মোড় থেকে ফেনী-চৌমুহনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে প্রায় ১৭ কিলোমিটার দূরে রাস্তার ডান পাশে চৌধুরী বাড়ি মসজিদ। ৪ নং রামনগর ইউনিয়ন এলাকায় অবস্থিত।

অবস্থানঃ

৪ নং রামনগর ইউনিয়ন, দাগনভূঞা।

13/08/2019

ফেনীর প্রধান দর্শনীয় স্থানঃ

০১। আবদুল্লাহ শাহ মাজার
০২। চৌধুরী বাড়ি মসজিদ
০৩। জংলী শাহ মাজার
০৪। শমসের গাজী দিঘী
০৫। পাগলা মিঞাঁর মাজার
০৬। বিজয় সিংহ দীঘি
০৭ বিভিন্ন দর্শনীয় স্থান
০৮। বিলোনিয়া স্থল বন্দর
০৯। রাজাঝীর দীঘি
১০। শিলুয়ার শীল পাথর
১১। সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প

13/08/2019

আবদুল্লাহ শাহ মাজার

দর্শনীয় স্থানঃ

কিভাবে যাওয়া যায়ঃ
ফেনী থেকে CNG/বাস দিয়ে পরশুরাম, পরশুরাম থেকে CNG দিয়ে আবদুল্লাহ শাহ মাজার যাওয়া যায়।

অবস্থানঃ
উত্তর গুথুমা, পরশুরাম পৌরসভা।

Address

Doctor Para Road, Feni District

3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর দর্শনীয় স্থান / Feni's Tourist Spot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share