Weekend Trip Travel Group

  • Home
  • Weekend Trip Travel Group

Weekend Trip Travel Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Weekend Trip Travel Group, Travel Company, .

আমরা ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে রওনা হয়ে শুক্রবার সারাদিন ঘুরে ৭ ফেব্রুয়ারী  রাত ১১ টায় বাসে উঠে পড়বো! ৮ ফেব্রুয়ারী ভ...
30/01/2020

আমরা ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে রওনা হয়ে শুক্রবার সারাদিন ঘুরে ৭ ফেব্রুয়ারী রাত ১১ টায় বাসে উঠে পড়বো! ৮ ফেব্রুয়ারী ভোরে ঢাকায় থাকবো।

এই ট্রিপে যাওয়ার সময় আমরা ট্রেন এ যাবো, আসার সময় বাসে আসবো যাতে ট্রেন বাস দুইটা ভ্রমণ ই আমরা উপভোগ করতে পারি।

➡️ ট্যুরের সময়কালঃ ২ রাত ১ দিন
➡️ ট্যু্রের তারিখঃ ৬ ফেব্রুয়ারী রাতে রওনা হবো। ৮ ফেব্রুয়ারী ভোর ৬ টার ভেতর ঢাকায় থাকবো।
➡️ ট্যুর প্যাকেজঃ ১৮০০ টাকা (জনপ্রতি)

যা যা দেখবোঃ
১)চন্দনাথ পাহাড়।
২) চন্দনাথ মন্দির।
৪)মহামায়া লেক কায়াকিং
৫) গুলিয়াখালী বিচ

➡️ যা যা থাকছে প্যাকেজেঃ
১) যাওয়ার সময় ট্রেন এর ভাড়া
২) আসার সময় বাসের ভাড়া (সীতাকুণ্ড টু ঢাকা)
৩) সকল ধরণের লোকাল ট্রান্সপোর্ট খরচ (অটো + লেগুনা + CNG)
৪) ৮ তারিখ সকালের নাস্তা
৫) পাহাড়ে উঠার সময় পানি,স্যালাইন।
৬) দুপুরের খাবার
৬)রাতের খাবার

➡️ যা যা থাকছেনাঃ
১)যাওয়ার দিন রাতের খাবার।
১। যাওয়া ও আসার সময় হাইওয়েতে খাবার।
২। কোন ব্যক্তিগত খরচ
৩। কোন ধরণের বীমা
৪। প্যাকেজের বাইরের কোন খাবার বা সার্ভিসের খরচ

বিস্তারিত :
আমরা কমলাপুর রেলস্টেশন থেকে মেইল ট্রেনে উঠবো রাত ১০ঃ৩০ টায়। ভোরে ৫/৬ টার দিকে সীতাকুণ্ড বাজার নেমে যাবো। সেখানে নেমে ফ্রেশ হয়ে পাশে হোটেল আছে, সকালের নাস্তা খেয়ে নিবো। তারপর সেখানে পাহাড় মন্দির দেখতে দেখতে রাস্তা দিয়ে চন্দ্রনাথ পাহাড় এর আগ পর্যন্ত হেঁটে যাবো।
আশেপাশের সবকিছু দেখার জন্য হেঁটে যাবো। কেউ চাইলে সিএনজি তে যেতে পারবেন। তারপর সকাল ৭ টার দিকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠা শুরু করবো, পাহাড়ে উঠার আগে পানি, স্যালাইন নিয়ে নিবো সবার জন্য, তারপর পাহাড়ে উঠে দেন আবার নামতে নামতে আনুমানিক ১১ টা বাজবে যেহেতু সবার ট্রেকিং ক্ষমতা এক না তাই। তারপর পাহাড় থেকে নেমে সবাই সেখান থেকে আবার সিএনজি রিজার্ভ করে মহামায়া লেক আসবো। সেখানে লেক এর পানিতে কায়াকিং করবো। সেখানে কিছুক্ষণ ঘুরবো, আড্ডা দিবো। তারপর দুপুরের খাবার খেয়ে আমরা আবার গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা হবো! গুলিয়াখালীতে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে তারপর আমরা আবার সীতাকুণ্ড বাজার ফিরে আসবো! দেন সীতাকুণ্ড শহর টায় কিছুক্ষণ ঘুরে, রেস্ট নিয়ে রাতের বাসে আবার ঢাকা চলে আসবো।

❑ ভ্রমণের খরচঃ ১৮০০ টাকা (বিকাশের খরচ ব্যতীত)
❑ বুকিং এর জন্য অগ্রিম পাঠাতে হবেঃ ৫১০ টাকা ( বিকাশ খরচ সহ)

সম্ভাব্য সদস্য: ২০ জন।
***কনফার্ম করার শেষ সময় ৪ ফেব্রুয়ারী। আসন খালি থাকা সাপেক্ষে বুকিং চলবে।
কনফার্ম করার জন্য ৫১০/= টাকা জমা দিতে হবে (অফেরত যোগ্য)।

টাকা পাঠানোর বিকাশ নম্বর:
01765021520 (Bkash) (Personal)

বিকাশ করার আগে - পরে অথবা কোন দরকারে
📞 যোগাযোগঃ 01765021520(ফয়সাল) 01966966921 (মেহেদী)

➡️ কিছু শর্ত :
- একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে
- কনফার্ম করার আগে বিস্তারিত পড়ে নিবেন
- যেহেতু এটা গ্রুপ ট্যুর, তাই সকল পরিস্থিতি মানিয়ে নেয়ার মনমানসিকতা থাকতে হবে।
- কোনো রকম আইন বিরোধী কাজে সম্পৃক্ত থাকা যাবেনা।
- সমালোচনা বা মজার ছলে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা
- পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
- ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ ,গোলাযোগ ,রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন।
- বাসের আসন কনফার্ম করার ভিত্তিতে বন্টন করা হবে।
- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না।
- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলানো হতে পারে ।

➡️ সাথে যা যা নেয়া উচিতঃ
১। ভ্রমনের সময় যত কম জিনিস পত্র নেয়া যায়, ভ্রমণ ততই আরামদায়ক ।
২। কিছু শুকনা খাবার যেমনঃখেজুর/কিসমিস/বাদাম।বিস্কুট রাখা যেতে পারে ।
৩। সাথে গামছা এবং প্রয়োজনীয় জিনিস নিরাপদে রাখার জন্য ছোট ব্যাগ সঙ্গে রাখতে পারেন।
৪। সানগ্লাস, ব্রাশ, প্রয়োজনীয় ঔষধ, ক্যামেরার ব্যাটারি,পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখতে পারেন।

*যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো থেকে বিরত থাকবো*
হ্যাপি ট্রাভেলিং

চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এর পরে আমরা লেক এর পানিতে কায়াকিং করার মধ্য দিয়ে মহামায়া লেক এর সৌন্দর্য উপভোগ করবো।ট্যুর এর ডিট...
29/01/2020

চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এর পরে আমরা লেক এর পানিতে কায়াকিং করার মধ্য দিয়ে মহামায়া লেক এর সৌন্দর্য উপভোগ করবো।

ট্যুর এর ডিটেইলস জানতে ইভেন্ট লিংক : https://facebook.com/events/s/%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%95%E0%A6%A8%E0%A6%A1-%E0%A6%A1-%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%AA/490001941929300/?ti

আসন সীমিত!
ইন্টেরেস্টেড হলে ইভেন্ট লিংক এ গিয়ে ইন্টেরেস্টেড দিয়ে রাখেন।
বুকিং করতে যোগাযোগ করুন : 01765021520( ফয়সাল), 01966966921 ( মেহেদী)

Weekend Trip Travel Group  এর অফিশিয়াল ইভেন্টঃ গ্রুপ লিংক:https://www.facebook.com/groups/486416802280335/চাইলে এড হয়ে থ...
27/01/2020

Weekend Trip Travel Group এর অফিশিয়াল ইভেন্টঃ
গ্রুপ লিংক:https://www.facebook.com/groups/486416802280335/
চাইলে এড হয়ে থাকতে পারেন ।

এটি একটি বাজেট ট্যুর গ্রুপ! এই ট্যুর গ্রুপ থেকে কম বাজেটে প্রতি মাসে একটা অথবা দুইটা করে ট্যুর এরেঞ্জ করা হবে। ছেলে মেয়ে যে কেউ এটেন্ড করতে পারবেন।

আমরা ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে যাচ্ছি সীতাকুন্ড! সেদিন রওনা হয়ে শুক্রবার সারাদিন ঘুরে ৭ ফেব্রুয়ারী রাত ১১ টায় বাসে উঠে পড়বো! ৮ ফেব্রুয়ারী ভোরে ঢাকায় থাকবো।

বিস্তারিত জানতে ইভেন্ট লিংক : https://facebook.com/events/s/%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%95%E0%A6%A8%E0%A6%A1-%E0%A6%A1-%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%AA/490001941929300/?ti=cl

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Weekend Trip Travel Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share