মেঘ পদবীর মেয়ে—Megh padabir meye

  • Home
  • মেঘ পদবীর মেয়ে—Megh padabir meye

মেঘ পদবীর মেয়ে—Megh padabir meye মেঘ পদবীর মেয়ে

আপনি কোথায় কোথায় ভিজিট করেছেন?সবসময় ঘুরতে যেতেই হবে এমন না, কাজের সূত্রে, পড়াশোনার জন্য অথবা কোনো বিশেষ দরকারে একবার...
19/03/2024

আপনি কোথায় কোথায় ভিজিট করেছেন?
সবসময় ঘুরতে যেতেই হবে এমন না, কাজের সূত্রে, পড়াশোনার জন্য অথবা কোনো বিশেষ দরকারে একবার বা বহুবার গিয়েছেন।

গনগনি : বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন
18/03/2024

গনগনি : বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন

18/03/2024
।।গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন ।।সেদিন আমরা বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে গড়বেতার বাস ধরতে গেছিলাম। গনগনি যা...
17/03/2024

।।গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন ।।
সেদিন আমরা বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে গড়বেতার বাস ধরতে গেছিলাম। গনগনি যাব জানতে পেরে একজন জানান পাশের বাসটি ১২ঃ১০ এ ছাড়বে, 'ডিরেক্ট' গনগনি যাবে।
বাস স্ট্যান্ড --> ধলডাঙ্গা --> জগদ্দলা --> রতনপুর --> তালডাংরা --> পঞ্চমুরা -->

এরপর গ্রামের রাস্তা। পঞ্চমুরা এরপর থেকে গ্রাম এবং জঙ্গল শুরু হয়। এখানে কোন কোন গ্রাম দিয়ে বাস গেছে মনে নেই।

কখন বাঁকুড়া শেষ হয়ে পশ্চিম মেদিনীপুর এসেছে
ধরা যায়নি।

হেম নগরের পথে
03/03/2024

হেম নগরের পথে

Location: DarjeelingWestbengal, India.
14/06/2023

Location: Darjeeling
Westbengal, India.

Location:DarjeelingWestbengal, India.
13/06/2023

Location:Darjeeling
Westbengal, India.

Location:Lepcha Jagat, 23West bengal, India
12/06/2023

Location:Lepcha Jagat, 23
West bengal, India

Location: batasia loopWest bengal, India.
12/06/2023

Location: batasia loop
West bengal, India.

কালিম্পংপশ্চিমবঙ্গভারত, ২০২৩মেঘ পদবীর মেয়ে—Megh padabir meye
01/06/2023

কালিম্পং
পশ্চিমবঙ্গ
ভারত, ২০২৩

মেঘ পদবীর মেয়ে—Megh padabir meye

মন হাওয়া
01/06/2023

মন হাওয়া

31/05/2023
নেপাল
28/05/2023

নেপাল

27/05/2023
,লক্ষীকান্তপুরদক্ষিণ 24 পরগণাপশ্চিমবঙ্গ (ভারত)
18/05/2023

,লক্ষীকান্তপুর
দক্ষিণ 24 পরগণা
পশ্চিমবঙ্গ (ভারত)

জলদস্যুএই নৌকাটি জলদস্যুদের। নদী-জঙ্গল অঞ্চলে নৌকা ডাকাত বা মধু ডাকাতদের অত্যাচার খুব। পেটের দায়ে মানুষ ছোটো-ছোটো দল বে...
14/05/2023

জলদস্যু
এই নৌকাটি জলদস্যুদের।
নদী-জঙ্গল অঞ্চলে নৌকা ডাকাত বা মধু ডাকাতদের অত্যাচার খুব। পেটের দায়ে মানুষ ছোটো-ছোটো দল বেঁধে, প্রান হাতে নিয়ে জঙ্গলে যায় মধু আনতে, কতজন আর ঘরে ফেরে না।

বাঘের মুখ থেকে মধু নিয়ে ফেরার পথে যখন নদীতে হাওয়া ওঠে, ক্লান্ত শরীর যখন স্বপ্ন দেখে অভাবের সংসারে একটু আলোর—তখন সেখানে কোপ বসায় নৌকা ডাকাতরা। মূহূর্তে লুটপাট করেই, হাওয়া ।

তারা বেশীরভাগ সময় সুন্দরবন থেকে মধু বাংলাদেশের দিকে পাচার করে দ্যায়। এই ছোট্ট নৌকায় নাকি পাঁ-চ-জন ডাকাত ছিল। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ডাকাত সমেত আটক করার পর, ছোটো-মোল্লাখালির খেয়াঘাটের পাশেই নৌকাটা পড়ে আছে বহুদিন ধরে।
#সুন্দরবন

12/05/2023

অঞ্চলটার নাম তারা-নগর, ওই নদীটা পেরলেই রাধা নগর। বিকেলে এর জল হাঁটুতে নামে। এই নদীতে কুমির থাকে, মাঝে মাঝে হাঁস মুরগি টেনে নিয়ে যায়।

ছোটো বেলার বইয়ের সেই ছড়াটার মতো—
আমাদের ছোটো নদী চলে আঁকে-বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।।
#সুন্দরবন

07/05/2023

আলো ঝলমলে জীবন থেকে বহুদূরে এখনও মানুষ লড়াই করে বাঁচে। নোনা-হাওয়ার দেশের মানুষের এই জীবন-যাপন আমাকে নবজাতকের মতো মুগ্ধ করে তোলে। এই বৈচিত্র্যময় জীবন-যাপন দেখে দু'দন্ড থমকে দাঁড়াই— মানুষ এই ভাবেও বাঁচে কালীদা।

আমরা তখন হেমনগর হয়ে ফিরছি। রায়মঙ্গল পেরিয়েছি কিনা ঠিক ঠাওর করতে পারি না। আমাদের গন্তব্য থেকে বেঁকে, মাঝি একটা জায়গায় নৌক থামালো। মাথার উপর ঝাঁঝা রোদ, দূরের কোনো কিছুর দিকে ভালো করে তাকানো যায় না।

খানিক পরে বহুদূর থেকে কিছু লোকজন উদ্বিগ্নের সাথে ধীরে-ধীরে নৌকার কাছে আসছে। লম্বা বাঁশে একটা জালের মতো, আর সেই ফাঁক-ফাঁক জালের কোলের ভিতর গুটিয়ে আছে এক বৃদ্ধ। প্রথমটায় প্রানহীন দেহ মনে হলেও নৌকায় আনতে বুঝলাম এখনও 'প্রান' আছে।

ওরা ছোটো মোল্লাখালির স্বাস্থ্যকেন্দ্রে যাবে।
বাঁশের এই জিনিসটাকে হ্যালনা বলে।
স্থান:সুন্দরবন, পশ্চিমবঙ্গ, (ভারত)
#সুন্দরবন

06/05/2023

সন্ধ্যা নামার মুখে
গোসাবা, পশ্চিমবঙ্গ, (ভারত)

06/05/2023

ঝড়ের পূর্বে

05/05/2023

ঝড়ের পূর্বে নদী যেভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে

নটবর খেয়াঘাটের সামনে এই একটি মাত্র দোকান। বেচাকেনা কম। মানুষ আসে কই? জিনিস কিনবে কে? এক-একটা খেয়া এলে একটুখানি  আশার আ...
05/05/2023

নটবর খেয়াঘাটের সামনে এই একটি মাত্র দোকান। বেচাকেনা কম। মানুষ আসে কই? জিনিস কিনবে কে? এক-একটা খেয়া এলে একটুখানি আশার আলো, লোক আসবে লোক। কেনা-বেচা হবে।

আমরা খেয়া করে নটবর যাই। নটবর সুন্দরবনের একটি অংশ। সুন্দরবনের কিছুটা অংশ বাংলাদেশে, কিছুটা উত্তর ২৪ পরগনা, কিছুটা দক্ষিণ...
05/05/2023

আমরা খেয়া করে নটবর যাই। নটবর সুন্দরবনের একটি অংশ। সুন্দরবনের কিছুটা অংশ বাংলাদেশে, কিছুটা উত্তর ২৪ পরগনা, কিছুটা দক্ষিণ ২৪ পরগনার অবস্থিত। এই হেমনগর, নটবর—উত্তর ২৪ পরগণায় অবস্থিত।
ছবিগুলো শেষ থেকে দেখার অনুরোধ রইলো।

হেমনগর ও নটবর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, সুন্দরবন।
(ভারত)

নদীর নাম রায়মঙ্গল। ওই যে ওই প্রান্ত থেকে বাংলাদেশের জাহাজ আসে, এদেশের জাহাজ যায় ওই দেশে। স্থান:সুন্দরবন, পশ্চিমবঙ্গ, (...
05/05/2023

নদীর নাম রায়মঙ্গল। ওই যে ওই প্রান্ত থেকে বাংলাদেশের জাহাজ আসে, এদেশের জাহাজ যায় ওই দেশে।
স্থান:সুন্দরবন, পশ্চিমবঙ্গ, (ভারত)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ পদবীর মেয়ে—Megh padabir meye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share