Bd Easy Travel

  • Home
  • Bd Easy Travel

Bd Easy Travel কম সময়ে, সহজে গন্তব্যে পৌঁছা। Save Time, Save Life.

13/01/2024

বাইক চালাতে চালাতে এমন অবস্থা হয়ে গেছে হাটতে গিয়েও এখন লুকিং গ্লাস খুজি।

ফুড ভিলেজ নিয়ে আপডেটঃহানিফ ফুড ভিলেজে শাহ্ ফতেহ্ আলী পরিবহন আর যাত্রাবিরতি দিবে না। পরিপ্রেক্ষিতে হোটেল ফুড গার্ডেনে যা...
21/12/2023

ফুড ভিলেজ নিয়ে আপডেটঃ
হানিফ ফুড ভিলেজে শাহ্ ফতেহ্ আলী পরিবহন আর যাত্রাবিরতি দিবে না। পরিপ্রেক্ষিতে হোটেল ফুড গার্ডেনে যাত্রাবিরতি দেওয়া হচ্ছে।

🟢পাশাপাশি ফুড ভিলেজেও যাত্রাবিরতি দেওয়া হচ্ছে। অর্থাৎ,ফুড ভিলেজ এবং ফুড গার্ডেন দুই জায়গা মিলেই শাহ্ ফতেহ্ আলী পরিবহনের বাস গুলো যাত্রাবিরতি দিচ্ছে।

হানিফ ফুড ভিলেজ নিয়ে অনেক যাত্রীর অভিযোগ ছিলো। সেইসকল যাত্রীদের অভিযোগের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

পরিবহন সম্পর্কে যেকোনো তথ্য এবং আপডেট জানতে আমাদের Bd Easy Travel পেজটি ফলো করুন

-

28/09/2023

🥰ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, "তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাবে যে বলি !"

ছাত্রী বললো, "কি বলবেন, বলেন,
কোন সমস্যা নেই"

আমি বললাম, "না থাক, আরেক দিন বলবো ।"

এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, "স্যার
আপনি না আমাকে কি যেনো বলতে
চেয়েছিলেন, আজকে বলেন!"

আমি এখনও উত্তর দেই, "আরেকদিন বলবো ।"

পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, "স্যার, কালকে দুপুর বেলা পড়তে পারবনা, আমরা বেড়াতে যাব । ওখান থেকে সন্ধার সময় আসবো । সন্ধ্যার পরে পড়বো ।"

আমি বললাম, "আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো ।"

পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক ! বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই ! আরও অবাক হয়ে লক্ষ্য
করলাম ,যে ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে ! একেবারে কড়া সাজ দিয়েছে ! এমনিতেই
তো মেয়েটা অনেক সুন্দর, সাজার
কারনে আজকে আরও বেশী সুন্দর
লাগছে ।

আমি জিজ্ঞেস করলাম, "তোমার পরিবারের লোকজন কই ?? তাদের কে দেখছি না কেনো?

লাজুক হেসে ছাত্রী জবাব দিলো, "সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে !
সবার আসতে আসতে রাত ১১ টা বেজে যাবে। আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি !"

আমি বললাম, "আর আমাকে মিথ্যে
বলেছ যে দুপুরে তোমরা বেড়াতে যাবে ! এত মিথ্যে কথা শিখে গেছো ?!"

আমার কথা শুনে ছাত্রী খিল খিল
করে হাঁসতে লাগলো । বললো, "আপনার জন্যই তো এমন করলাম।
আপনি অনেক দিন ধরেই আমাকে কী যেনো একটা বলতে চাইছেন! অথচ লজ্জায় বলতে পারছেন না! আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার । কি বলতে চান ???"

আমি বললাম, "আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি ! আমার
লজ্জা করছে । কিছু মনে করবে না
তো ?"

ছাত্রী বললো, "আপনার যা খুশি বলতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করবো না । আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার
দিকে আসতে বলেছি !"

আমি বললাম,"আসলে কথাটা হচ্ছে …
না থাক তুমি যদি ভুল কিছু মনে করো !"

ছাত্রী বললো , "প্লীজ স্যার বলেন, আমি কিছুই মনে করবো না ।"

বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের
দিকে তাকিয়ে রইলো !

আমি বললাম, "মানে কথাটা হচ্ছে
ইদানিং হাতটা খুব টানা টানি যাচ্ছে । তোমাদের এখানে প্রায় তিন মাসের বেতন আটকে আছে

: #সংগ্রিহিত

সব বিক্রির ধান্দা
01/09/2023

সব বিক্রির ধান্দা

এমন হলে আপনি কি করতেন?
31/08/2023

এমন হলে আপনি কি করতেন?

RiMi Travelগাইবান্ধা
20/06/2023

RiMi Travel
গাইবান্ধা

 #বালাসী_ঘাট:বালাসী ঘাট (Balashi Ghat) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয...
14/04/2023

#বালাসী_ঘাট:
বালাসী ঘাট (Balashi Ghat) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান। গাইবান্ধা শহর থেকে বালাসী ঘাটের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। বর্ষায় নদী পানিতে ভরে থাকলেও শীতকালে এখানে বালুর চর ভেসে উঠে। বর্তমানে বালাসী ঘাটের চমৎকার প্রাকৃতিক পরিবেশের জন্য প্রায় প্রতিদিনই ভ্রমণপিয়াসু মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠছে। নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর নৈসর্গিক প্রকৃতি আগত দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে তোলে। এছাড়া বালাসী ঘাটে ঘোড়ায় চড়া, নৌকা ভ্রমণ কিংবা রেলওয়ের ফেরি থেকে নদীর বুকে সূর্যাস্থের অপূর্ব দৃশ্যও উপভোগ করা যায়।
Bd Easy Travel
আর সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, এক সময় এই বালাসী ঘাট দিয়ে বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি চলাচল করতো। পুরো একটি ট্রেন নদী পার হত বিশ্বের অন্যতম এই রেল ফেরিতে! রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ১৯৩৮ সালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। তৎকালীন ইংরেজরা গাইবান্ধা জেলাকে ফুলছড়ি ঘাটের নামে জানতো। ১৯৯০ সালের পর যমুনা নদীর নাব্যতা কম যাওয়ায় ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে সরিয়ে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বালাসী নামক জায়গায় স্থানান্তর করা হয়। আর তখন থেকেই ঘাটটি বালাসী ঘাট নামে পরিচিত হয়ে উঠে। রেলওয়ে ফেরির ১৩ টি লাইনে ৩টি করে ছোট বগি বা ওয়াগন ধরে।
Sarker Muhabbul Hassan
গাইবান্ধা পৌরপার্ক:
https://m.facebook.com/story.php?story_fbid=213636431277489&id=100078934003472&mibextid=Nif5oz

 #গাইবান্ধা_পৌর_পার্ক: গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রনাধীন সামাজিক বিনোদন কেন্দ্র হিসাবে অতি সুপরিচিত একটি উন্মুক্ত স্থান। গ...
13/04/2023

#গাইবান্ধা_পৌর_পার্ক:

গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রনাধীন সামাজিক বিনোদন কেন্দ্র হিসাবে অতি সুপরিচিত একটি উন্মুক্ত স্থান। গাইবান্ধা জেলা শহরে বসবাসকারীদের চিত্তবিনোদনের কথা বিবেচনা করে ১৯২৭ সালে জমিদার গোবিন্দ লাল রায়ের দান করা ১ একর ৭ শতক জমিতে গাইবান্ধা পৌর পার্ক (Gaibandha Pouro Park) যাত্রা শুরু করে। একটি পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠা পার্কে বিভিন্ন রকমের ফুল, ফল ও বনজ গাছ রয়েছে। আর পুকুরের মাঝখানে পানির ফোয়ারা এবং এক পাশে সান বাধানো ঘাট আছে। শান্ত সুন্দর এই পুকুরের পাড়ে বসে নিশ্চিন্তে একটি বিকেল কাটিয়ে দেয়া যায় তাই বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থীর সংখ্যাও বাড়তে থাকে।

পুকুর ঘাট, রঙিন মাছ, সারি সারি বেঞ্চ, ক্যান্টিন, গ্যালারি এবং বিভিন্ন প্রানীর প্রতিকৃতির সাথে খোলা আকাশ এবং বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ সকল বয়সী মানুষকে গাইবান্ধা পৌরপার্কে টেনে আনে।

#কিভাবে_যাবেন :
গাইবান্ধা জেলায় যাওয়ার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান হতে এসি/নন-এসি বেশকিছু বাস চলাচল করে। এদের মধ্যে শ্যামলী পরিবহন, আল হামরা পরিবহন, এস আর ট্রাভেলস প্রাঃ লিঃ এবং অরিন ট্রাভেলস উল্লেখযোগ্য। জনপ্রতি বাস ভাড়া বাসের ধরণ অনুযায়ী ৫০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত।এছাড়া ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস নামে দুইটি ট্রেন সকাল এবং রাতে যাত্রা করে।

গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড হতে রিক্সা, অটোরিক্সা দিয়ে সহজেই গাইবান্ধা পৌরপার্ক যাওয়া যায়।
Bd Easy Travel
Sarker Muhabbul Hassan

 #জামালপুর_শাহী_মসজিদ_গাইবান্ধাগাইবান্ধা জেলা সদর থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে সাদুল্লাপুর উপজেলার অন্তর্গত বড় জামালপুর গ্...
13/04/2023

#জামালপুর_শাহী_মসজিদ_গাইবান্ধা

গাইবান্ধা জেলা সদর থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে সাদুল্লাপুর উপজেলার অন্তর্গত বড় জামালপুর গ্রামে জামালপুর শাহী মসজিদের (Jamalpur Shahi Masjid) অবস্থান। জনশ্রুতি রয়েছে, প্রায় ৬০০ বছর পূর্বে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইরাক থেকে ৩৬০ জন আউলিয়া বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন। এদের মধ্যে গাইবান্ধা শহরে আগমনকারী সুফি হযরত শাহ জামাল (রঃ) এর তত্ত্বাবধানে এই ঐতিহাসিক শাহী মসজিদটি নির্মিত হয় এবং তাঁর নামানুসারে ইউনিয়ন পরিষদ ও মসজিদের নামকরণ করা হয়। মসজিদের উত্তর পাশে হযরত শাহ জামালের মাজারের অবস্থান।

জামালপুর শাহী মসজিদটি দীর্ঘদিন মাটির চাপা পড়েছিল। পরবর্তীতে ৬০ শতকে গাইবান্ধা মহকুমা প্রশাসক হক্কানী কুতুবউদ্দিন নামের এক ব্যাক্তি মসজিদ অনুসন্ধানের চেষ্টা করেও ব্যর্থ হন। হঠাৎ প্রচন্ড ঝড়ে মসজিদের স্থানে গজিয়ে উঠা বটগাছ ভেঙ্গে পড়লে স্থানীয় লোকজন মসজিদটি দেখতে পায়। এ কারণে অনেকে একে গায়েবি মসজিদ হিসেবে অবহিত করেন। মসজিদের সামনে একটি বিশালাকারের দিঘী রয়েছে, আর দীঘিটিকে ঘিরে নানা লোককথা প্রচলিত আছে।

জামালপুর শাহী মসজিদের নিচের দেয়াল ৭২ ইঞ্চি ও উপরের দেয়াল ৫৬ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট। মসজিদের ভিতরে মাত্র ২ কাতারে নামায আদায় করার সুযোগ ছিল তাই মূল অবকাঠামো ঠিক রেখে মসজিদ সম্প্রসারণ ও সংস্কার করা হয়। বর্তমানে দ্বিতল এই শাহী মসজিদে একত্রে প্রায় ৫০০-৭০০ মুসল্লি নামায আদায় করতে পারেন।

#কিভাবে_যাবেন :
ঢাকা থেকে এস আর ট্রাভেলস, আল হামরা পরিবহন, অরিন ট্রাভেলস, শ্যামলী পরিবহণের এসি/নন-এসি বাসে গাইবান্ধা যেতে পারবেন। এসি/নন-এসি এসব বাসের ভাড়া লাগবে ৬০০ থেকে ১১০০ টাকা। এছাড়া ঢাকাস্থ কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রংপুর অথবা লালমনি এক্সপ্রেস ট্রেনে গাইবান্ধা যাওয়া যায়। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর ইউনিয়নের সিনিয়র আলীম মাদরাসার কাছে জামালপুর শাহী মসজিদের অবস্থান। গাইবান্ধা থেকে বাসে সাদুল্লাপুর পৌঁছে অটোরিক্সা বা সিএনজিতে জামালপুর শাহী মসজিদে পৌঁছাতে পারবেন।

#কোথায়_থাকবেন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাধারণ মানের কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। আর গাইবান্ধা শহরে হোটেল আর-রহমান, হোটেল আল- সাইফুল, গণউন্নয়ন কেন্দ্র, হোটেল স্কাই ভিউ এবং বিলাসবহুল এসকেএসইন রিসোর্টের মত আবাসনের ব্যবস্থা রয়েছে।

#কোথায়_খাবেন :
সাদুল্লাপুর উপজেলায় সাধারণ মানের কিছু দেশীয় খাবারের হোটেল আছে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

#দৃষ্টি_আকর্ষণ :
যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
Sarker Muhabbul Hassan

 #এসকেএস_ইন_রিসোর্টগাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্টের নাম এসকেএস ইন (SKS Inn)। শহর থেকে মা...
10/04/2023

#এসকেএস_ইন_রিসোর্ট
গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্টের নাম এসকেএস ইন (SKS Inn)। শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে কলেজ রোডের এই এসকেএস ইন রেস্ট হাউজ অ্যান্ড রেস্টুরেন্ট উত্তর জনপদের মানুষের রুচিশীলতার প্রতীক। সবুজের মায়ায় ঘেরা প্রায় ১০ একর জায়গাজুড়ে নির্মিত নজরকাড়া প্রাকৃতিক পরিবেশের এসকেএস ইন রিসোর্টে আছে নানা প্রজাতির বৃক্ষ, কৃত্রিম ফোয়ারা, জিম, গেম জোন, উন্মুক্ত মঞ্চ, কিডস জোন, সুইমিংপুল, রেস্টুরেন্ট, সেমিনার কক্ষ, দৃষ্টিনন্দন পুকুর এবং কটেজ সহ বিভিন্ন আধুনিক স্থাপনা।

এসকেএস ইন রিসোর্টে প্রবেশ পথের ডান দিকে রয়েছে জলধারা নামক রেস্টুরেন্ট এবং একটি কৃত্রিম ঝর্ণা। রেস্টুরেন্ট- ঝর্ণা পেরিয়ে সামনে এগিয়ে গেলে পুকুর পাড়ে গাইবান্ধার বিখ্যাত স্থান, ফুল ও ফলের নামের রিসোর্ট চোখে পড়বে। প্রতিটি কটেজের সামনের পুকুরে আছে মাছ ও হাঁস আকৃতির বোট। অতিথিরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব বোটে চড়তে পারেন।

#খরচ
এসকেএস ইন রিসোর্টের ডিলাক্স কাপল রুমের ভাড়া ৪৫০০ টাকা, ডিলাক্স টুইন রুম ও ডিলাক্স কটেজের ভাড়া ৫০০০ টাকা, ওয়াটার কটেজের ভাড়া ৫৫০০ টাকা এবং ফ্যামিলি সুইটের ভাড়া ৬০০০ টাকা।৩৫ জন ধারণক্ষমতার কোন সেমিনার আয়োজন করতে ভাড়া লাগবে ৩৫০০ টাকা। আর ৭০ জনের জন্য স্ট্যান্ডার্ড এসি কনফারেন্স রুমের একদিনের জন্য ভাড়া ৭০০০ টাকা। এছাড়া ২০০ জন ধারণক্ষমতার ব্যাকুয়েট হলের একদিনের জন্য ভাড়ার পরিমাণ ১৫ হাজার টাকা।প্রতিটি কক্ষে আছে সৌখিন ও রুচিসম্মত ফার্ণিচার, মিনি ফ্রিজ, রুম হিটার, টিভি, ঠান্ডা ও গরম পানির সুব্যবস্থা। এসকেএস ইন রিসোর্টে ছোটদের ও বড়দের জনপ্রতি প্রবেশ মূল্য যথাক্রমে ৩০ ও ৫০ টাকা।

#যোগাযোগ
কলেজ রোড, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা – ৫৭০০
ফোন: +88-0541-51399
মোবাইল: +88-01853-332974, +88-01856-450253
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.sksinn.com

#কোথায়_খাবেন
এসকেএস ইন রিসোর্টের জলধারা রেস্টুরেন্টে বিভিন্ন ধরণের বাঙালি ও চাইনিজ খাবার পাওয়া যায়। এখানে ২০০ থেকে ৫০০ টাকায় বিভিন্ন সেট মেন্যু নিতে পারবেন।

#কিভাবে_যাবেন:
গাইবান্ধা জেলায় যাওয়ার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান হতে এসি/নন-এসি বেশকিছু বাস চলাচল করে। এদের মধ্যে শ্যামলী পরিবহন, আল হামরা পরিবহন, এস আর ট্রাভেলস প্রাঃ লিঃ এবং অরিন ট্রাভেলস উল্লেখযোগ্য। জনপ্রতি বাস ভাড়া বাসের ধরণ অনুযায়ী ৫০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। এছাড়া ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস নামে দুইটি ট্রেন সকাল এবং রাতে যাত্রা করে।গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড হতে রিক্সা, অটোরিক্সা দিয়ে সহজে এসকেএস ইন রিসোর্টে যেতে পারবেন।

#দৃষ্টি_আকর্ষণ :
যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
#সতর্কতাঃ
হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।
Everyone Products

জানার আছে অনেক কিছু........!১। চিত্র(১) যদি বিভাজিতমাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারব...
01/11/2022

জানার আছে অনেক কিছু........!

১। চিত্র(১) যদি বিভাজিত
মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে
তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন।
২। চিত্র(২) যদি দাগ এক টানা হয়ে থাকে
তাহলে বুঝবেন ওভার টেক করা ঝুঁকিপূর্ণ।
৩। চিত্র(৩) যদি দাগ ডাবল ভাবে দেওয়া থাকে
তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না
এটা সম্পূর্ণ নিষিদ্ধ বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।

ছবিঃ সংগৃহীত

24/10/2022

Congratulations Bangladesh / 🐅 \ Teem.

No Caption
15/10/2022

No Caption

সকলেই সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন।Live Free,Ride Safe.Bd Easy Travel  পেজে পোস্ট করেছেন:  Sarker Muhabbul Hassan
12/10/2022

সকলেই সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন।
Live Free,Ride Safe.

Bd Easy Travel পেজে পোস্ট করেছেন: Sarker Muhabbul Hassan

09/10/2022

⛽🌱 তেল পাম্পের মালিক কে বিয়ার প্রস্তাব দেবার সর্টকার্ট টেকনিক 🌿⛽

তখন বৃষ্টি ছিল
27/09/2022

তখন বৃষ্টি ছিল

কালীগঞ্জ লালমনিরহাট২০১৮
26/09/2022

কালীগঞ্জ লালমনিরহাট
২০১৮

পজেটিভ ও নেগেটিভ দুটোই সমান
22/09/2022

পজেটিভ ও নেগেটিভ দুটোই সমান

21/09/2022
হেলমেট বড় না গার্লফ্রেন্ড বড় ? বাইকারদের মন বড়  😁😂Place: Dhaka bike show 2022.©
03/09/2022

হেলমেট বড় না গার্লফ্রেন্ড বড় ?
বাইকারদের মন বড় 😁😂
Place: Dhaka bike show 2022.

©

24/08/2022

হাওয়া দেখি বাতাস খাই । প্রাকৃতিক সৌন্দর্য। পর্ব ০১

بسم الله الرحمن الرحيمMay Almighty endows His numerous favors on you and your family on every Friday! #জুম্মা_মোবারক
12/08/2022

بسم الله الرحمن الرحيم
May Almighty endows His numerous
favors on you and your family
on every Friday!
#জুম্মা_মোবারক

জুম্মা মোবারক
05/08/2022

জুম্মা মোবারক

নিয়োগ বিজ্ঞপ্তি গাইবান্ধায় এইচএসসি পাশে চাকরির সুযোগ অরিন ট্রাভেলস নেবে কাউন্টার মাস্টার ও সুপারভাইজার আবেদনের শেষ তারিখ...
25/07/2022

নিয়োগ বিজ্ঞপ্তি

গাইবান্ধায় এইচএসসি পাশে চাকরির সুযোগ

অরিন ট্রাভেলস নেবে কাউন্টার মাস্টার ও সুপারভাইজার

আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২২

সূত্র : দৈনিক মাধুকর, ২৫ জুলাই,.২০২২

19/07/2022

১২ দিনের ঈদ যাত্রায় ৩২৪ জনের মৃত্যু।

17/06/2022

রাতের যমুনা সেতু

খুবই কর্মঠ!কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়। দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য এক ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, ...
10/06/2022

খুবই কর্মঠ!
কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়। দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য এক ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, সবাই যাতে ভালভাবে ঘুমাতে পারে সেজন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা রয়েছে ও পরিবেশ বানিয়ে দেয়।

কেন?

তারা কি বোঝে না যে ৭ দিনে ৭ দিন কিংবা ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মীকে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে?

একজন এই প্রশ্ন চাইনিজকে করেছিল, জবাবে উত্তর দিয়েছিলেন ৭ দিনে ৭ দিন বা ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গাধা পালবে। কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেন কে তুমি যত বৈচিত্র্য দিতে পারবে, প্রয়োজন মত বেস্ট দিতে পারবে, ক্রিয়েটিভ আউটপুট পাবে;

তোমার কোম্পানির কাজ যদি গাধার কাজ হয়, মানে ক্রিয়েটিভ বা বুদ্ধিমত্তার দরকার নাই শুধু মাল বহন করতে পারলেই হল, তাহলে ৭ দিনে পারলে ৭ দিনই কাজ করাও। যখন আর মাল বহন করতে পারবেনা তখন একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে নাও।

কিন্তু যদি ক্রিয়েটিভ কাজের প্রয়োজন হয়, বেস্ট আউটপুটের প্রয়োজন হয় তবে তাকে সাপ্তাহিক ছুটি, দুপুরে ঘুম বা রেস্টের একটু সময় ও পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে। #সংগৃহীত #আউল

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bd Easy Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Easy Travel:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share