ঘুরেফিরে - GhureFire

  • Home
  • ঘুরেফিরে - GhureFire

ঘুরেফিরে - GhureFire ঘুরেফিরে, ভালবাসি প্রকৃতিরে!

নকশি পিঠার উৎপত্তিস্থল নরসিংদী জেলা। জানা গেছে, নরসিংদীর মেঘনা তীরবর্তী একটি গ্রামে চালের গুঁড়া দিয়ে আলপনা রাঙানো হয়।...
30/01/2024

নকশি পিঠার উৎপত্তিস্থল নরসিংদী জেলা। জানা গেছে, নরসিংদীর মেঘনা তীরবর্তী একটি গ্রামে চালের গুঁড়া দিয়ে আলপনা রাঙানো হয়। তা দেখে একটি মেয়ে চালের গুঁড়া সিদ্ধ করে সেদ্ধ চাল হাতে খেলে রুটির মতো তালগাছের কাঁটা দিয়ে সুন্দর নকশা তৈরি করে। তার মা, দাদিসহ বাড়ির সকল সদস্যই সেই নকশা দেখে অবাক! গ্রামের সবাই নকশা করা চালের গুঁড়া দেখতে এসেছে। অনেক গবেষণার পর, নকশা রুটি তেলে ভাজা হয় এবং এর স্বাদ উন্নত করতে গুড়ের শরবতে ডুবানো হয়। এই পিঠাটি 'নকশী পিঠা' নামে পরিচিত, যা ব্রিটিশ শাসনামল থেকেই ডিজাইন করা হয়েছে।

নকশি পিঠাকে অনেকে আন্দেশ পিঠা, কাটা পিঠা বলে। বিশেষ ধরনের কাট দিয়ে হাত দিয়ে ডিজাইন করা হয় বলে একে বলা হয় কাটা পিঠা।

এই পিঠাতে সাধারণত চালের গুঁড়া ব্যবহার করা হয় তবে ময়দাও ব্যবহার করা যেতে পারে। কই বা মন্ড তৈরির জন্য গুঁড়ো সিদ্ধ করা হয়। একটু মোটা রুটি বানিয়ে প্রথমে বিভিন্ন আকারে কেটে নিন। তারপর আপনার নিজস্ব শৈল্পিক বোধ দিয়ে ডিজাইন করতে হবে।

আর এই পিঠা দুবার ভাজতে হবে। এই পিঠা ভাজার একটা বিশেষত্ব আছে। এই পিঠা প্রথমবার বেক করার পর অনেকদিন সংরক্ষণ করা যায়। পরের বার ভাজি খেতে হবে। এ সময় ভেজে গুড় বা চিনির সিরায় ডুবিয়ে রাখতে হবে।

নকশার বৈশিষ্ট্য অনুযায়ী পিঠার বিভিন্ন নাম দেওয়া হয়, যেমন শঙ্খলতা, কাজললতা, চিরল বা চিরনপাতা, হিজলপাতা, সাজনেপাতা, উড়িয়াফুল, বাঁক বা ভাত ফুল, পদ্মদিঘি, সাগরদিঘি, সরপুস, চম্পাবরণ, কন্যামুখ, জামিমুখ, জামুচমুচ ইত্যাদি ।

সিরিঞ্জ পিঠা নাম দেওয়ার কারণ হল এই পিঠা সিরিঞ্জের সাহায্যে তৈরি করা হয় তাই এই পিঠার নাম সিরিঞ্জ পিঠা। ব্রাহ্মণবাড়িয়া...
29/01/2024

সিরিঞ্জ পিঠা নাম দেওয়ার কারণ হল এই পিঠা সিরিঞ্জের সাহায্যে তৈরি করা হয় তাই এই পিঠার নাম সিরিঞ্জ পিঠা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন অনুষ্ঠানে পিঠা তৈরি করা হয়। গ্রামের অনেক মেয়ে ইংরেজি সিরিঞ্জ শব্দটা ঠিকমতো বলতে পারে না। তাই কেউ বলে 'সিরিঞ্চ' বা 'সিরিঞ্চ' আবার কেউ বলেন 'চীনা' পিঠা।

এই পিঠা তৈরি করতে প্রথমে সিদ্ধ চাল দুই দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেদ্ধ চালের গুঁড়া পানিতে সেদ্ধ করে সামান্য লবণ ও পানি দিয়ে থেঁতো করে নিন। তারপর গোলাকার প্লাস্টিকের সিরিঞ্জে সিরিঞ্জে চেপে কলা বা যেকোনো পাতা বা শক্ত কাগজে ভরে হাত ঘুরিয়ে পিঠার প্যাটার্ন তৈরি করুন। এই পিঠার সৌন্দর্য বা নকশা সম্পূর্ণরূপে নির্মাতার শৈল্পিকতার উপর নির্ভর করে।

পাতা বা কাগজের নকশাযুক্ত পিঠাগুলো পাতায় ভাপানো হয়। তারপর নামিয়ে দুই/তিন দিন রোদে শুকানো হয়। ভালো করে শুকিয়ে গেলে সংরক্ষণ করা যায়। যে কোনো সময় শুকনো পিঠা তেলে ভাজা হলে তা ফোলা ও কুঁচকে যায়।

সাধারণত চালের বলগুলিতে কোন রঙ যোগ করা হয় না। তবে কেউ কেউ রাইস বলের সঙ্গে বিভিন্ন খাবারের রঙ মিশিয়ে পিঠার নকশা তৈরি করতে পারেন। ইদানীং চালের গুঁড়ার বদলে সাগু দিয়ে সিরিঞ্জ পিঠা তৈরি করেন কেউ কেউ।

আতিক্কা মানে হঠাৎ। অর্থাৎ বাড়িতে হঠাৎ অতিথি এলে এই পিঠা সহজেই তৈরি করে নাস্তা হিসেবে পরিবেশন করা হয়। এছাড়া এই পিঠাকে ...
28/01/2024

আতিক্কা মানে হঠাৎ। অর্থাৎ বাড়িতে হঠাৎ অতিথি এলে এই পিঠা সহজেই তৈরি করে নাস্তা হিসেবে পরিবেশন করা হয়। এছাড়া এই পিঠাকে বিন্নি চাল বা কলা পিঠাও বলা হয়। আটিক্কা পিঠা তৈরি করতে বিন্নি চাল, নারকেল কুঁচি, নারকেল পাতা, গুড়, চিনি ও লবণ লাগে।

পিঠা তৈরির জন্য প্রথমে বিন্নি চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর নারকেল কুচি করে গুড় ভেঙ্গে গুঁড়ো করে নিতে হবে। তাহলে আপনার পাকা কলা লাগবে। চট্টগ্রামের মানুষ পিঠা তৈরিতে মূলত বাংলা কলা ব্যবহার করে। কারণ বাংলার কলার স্বাদ আলাদা। পাকা কলা, নারকেল ফ্লেক্স এবং গুড় একসাথে মিশিয়ে নিন।

এরপর ভেজানো বিন্নি চাল পানিতে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিন এবং পিঠা তৈরির উপকরণ তৈরি হয়ে যাবে। এরপর কলা পাতায় মিশ্রিত উপকরণগুলো মুড়িয়ে ভাপ দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিন্নি চালের আতিক্কা পিঠা।

এমনকি কলা পাতা ছাড়া, এই পিঠা অন্য কোনো উপায়ে ভাপানো যেতে পারে। কলা পাতা ব্যবহার করা হয় কারণ এটি স্বাদ এবং গন্ধ উভয়ই বাড়ায়।

পিঠা হলো বাংলাদেশের একটি অভিজাত সাংস্কৃতিক সম্পত্তি। সারা বাংলাদেশে বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা রয়েছে। সব অঞ্চলের পিঠারই নি...
22/01/2024

পিঠা হলো বাংলাদেশের একটি অভিজাত সাংস্কৃতিক সম্পত্তি। সারা বাংলাদেশে বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা রয়েছে। সব অঞ্চলের পিঠারই নিজস্ব লোক ঐতিহ্য রয়েছে। দেশে শতাধিক ধরনের পিঠা তৈরি হয় বলে ধারণা করা হয়। এর প্রায় নব্বই শতাংশ শীতকালে তৈরি হয়। বিয়ের পর মেয়ে শ্বশুরবাড়ি গেলে বিশাল ডাল ভর্তি বা পিঠার হাঁড়ি পাঠানো হয়। নাইওরীর সাথে আত্মীয় স্বজনরাও এসেছেন হাড় ভর্তি পিঠা নিয়ে। এখানে বাংলাদেশে পাওয়া ঐতিহ্যবাহী পিঠার মধ্যে বাংলাদেশের সেরা দশটি পিঠা রয়েছে।

বিশেষভাবে বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার সময় বা অন্যান্য উৎসবে, বড় পর্বে বড় জল্পনা ও হাস্য প্রদর্শনের জন্য হাড়ি ভর্তি পিঠা অত্যন্ত জনপ্রিয়। যেখানে অসংখ্য ঐতিহ্যবাহী পিঠা মূলত আমাদের সামাজিক অনুষ্ঠানের অভিজাত। প্রতি অঞ্চলে আপনার চোখে পড়বে একে অপরের থেকে আলাদা, একে অপরের সাথে মেলে এক ভিন্ন অর্থে। বিভিন্ন শৈলীতে তৈরি হওয়া পিঠা বাংলাদেশের বৈশিষ্ট্যমূলক রীতি-নীতির সৃষ্টির চেষ্টা।

ঐতিহ্যবাহী পিঠা সম্পর্কে একটি গল্প বলা হয়। কাঙ্কনমালার ধূর্ততার কাছে পরাজিত হলে রানী কাঞ্চনমালার জীবন অন্ধকার ও সমস্যায় পড়বে। কিন্তু পাটরানির আভিজাত্য তো গেল না! এই কাঞ্চনমালা হারানো সম্মান ফিরে পেতে অনেক চেষ্টা করেছিলেন। শেষে থ্রেডারের সাহায্যে চন্দ্রপুলি, মোহনবশী, ক্ষীরমুরলিকে পিঠা বানিয়ে কাঞ্চনমালা প্রমাণ করলেন তিনিই আসল রানী!

'পিঠা' শব্দটি সংস্কৃত শব্দ 'পিষ্টক' থেকে এসেছে আবার পিষ্টক 'পিশ' ক্রিয়াপদ থেকে গঠিত 'পিষ্ট' শব্দ থেকে এসেছে পিষ্ট অর্থ পিষ্ট, প্রহার করা, নিপীড়িত। হরিচরণ বন্দোপাধ্যায় বাংলা অভিধানে লিখেছেন, পিঠা হল চালের গুঁড়া, ডাল বাটা, গুড়, নারকেল ইত্যাদির মিশ্রণে তৈরি একটি মিষ্টি। আর এই পিঠা সম্পর্কে ঘুরেফিরে পেজে আপনি পেয়ে যাবেন বাংলাদেশে সেরা ১০ পিঠার বিস্তারিত।

18/01/2024
কুতুবদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার একটি ছোট উপজেলা, এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পূর্ণিত। পৌরাণিক ইতিহাস...
15/01/2024

কুতুবদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার একটি ছোট উপজেলা, এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পূর্ণিত। পৌরাণিক ইতিহাস, সাহিত্য, এবং প্রাচীন ঐতিহ্য এই দ্বীপটিকে একটি আদর্শ পর্যটন স্থানে রূপান্তর করেছে।

কুতুবদিয়া দ্বীপের একটি মুখ্য আকর্ষণ হলো প্রাচীন বাতিঘর। পোস্টকার্ডে দেখা যাচ্ছে যে এই বাতিঘরের ধ্বংসাবশেষ অত্যন্ত মহত্ত্বপূর্ণ এবং ইতিহাসমূলক। এটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজের নাবিকদের জন্য একটি নেভিগেশন মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।

দ্বীপটির উত্তরপ্রান্তে অবস্থিত একটি লাইট হাউসও এখানে অন্য একটি আদর্শ দর্শনীয় স্থান। এটি সমুদ্র যানবাহনের জন্য একটি প্রধান নেভিগেশন চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এখানে আসন্ন যাত্রীদের জন্য একটি চমৎকার দৃশ্য তৈরি করে।

দ্বীপের অধিকাংশ একত্রে পৌঁছানোর জন্য চকোরিয়ার মাগনামা ঘাট থেকে কুতুবদিয়া চ্যানেল পার হতে হবে। এই প্রকৃতি সৌন্দর্যে মুগ্ধকর দ্বীপটি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান।

দ্বীপের ছোট আয়তনের পরিসরে রয়েছে নির্জন সমুদ্র সৈকত, বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র, প্রাকৃতিক ভাবে লবণ চাষের স্থান এবং কুতুব আউলিয়ার মাজার। এই সব আকর্ষণীয় স্থানগুলি দ্বীপে ভ্রমণকারীদের জন্য একটি অনৌপচারিক শহর থেকে অদলবদল করে দিয়েছে।

কুতুবদিয়া দ্বীপ একটি অদ্ভুত স্থান যেখানে প্রাচীন ঐতিহ্য, ঐতিহাসিক বাতিঘর, এবং সুস্থির প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলে যাচ্ছে।

বাগেরহাট জেলা সুন্দরবন দেখতে আগ্রহী ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। জেলার প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে ষাট গম্ব...
14/01/2024

বাগেরহাট জেলা সুন্দরবন দেখতে আগ্রহী ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। জেলার প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে ষাট গম্বুজ মসজিদ, নয় গম্বুজ মসজিদ, ছয় গম্বুজ মসজিদ, মঙ্গলা বন্দর, খান জাহান আলীর মাজার, কোদলা মঠ, ঘোড়ার দীঘি, রণবিজয়পুর মসজিদ, জাদুঘর, খাঞ্জেলি দীঘি, চুনাখোলা মসজিদ, বিবি বেগনি মসজিদ এবং চন্দ্রমহল ইকো পার্ক।

জেনারেল খান জাহান আলীর নির্মিত এই মসজিদগুলো তাদের চিত্তাকর্ষক স্থাপত্যের জন্য বিখ্যাত। গোসাইরখালী, পানগুচি, মংলা নদী, মধুমতি নদী, দরাটানা, হরিণঘাটা, বলেশ্বর, পশুর নদী এবং বাংড়ার মতো নদী সহ বিভিন্ন মনোরম স্থানের আবাসস্থল বাগেরহাট জেলা।
জেলার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে বাগেরহাটে আসা পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে।

“সুন্দরবন” বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট।১০ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত যা বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথভাবে অবস্থিত।...
08/01/2024

“সুন্দরবন” বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট।
১০ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত যা বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথভাবে অবস্থিত। ইউনেস্কো ১৯৯৭ সালে সুন্দরবনকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়।

সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। বাংলাদেশের মধ্যে সুন্দরবন যে জেলা গুলোর মধ্যে তা হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা।

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত।

এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮ টি উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়।

সুন্দরবন যাওয়ার উপযুক্ত সময়
সুন্দরবনে যাওয়ার উপযুক্ত সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি। যখন নদী ও সমুদ্র শান্ত থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখার সুযোগ সৃষ্টি হয়। খুলনা ও মোংলা থেকে সহজেই এসে সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। কিন্তু ভ্রমণের অমূল্য স্বাদ, সুন্দরবন প্রাণীদের দর্শন ও প্রাকৃতিক উদ্ভিদের সমাহার দেখতে চাইলে গহীনের স্থানে যেতে হবে।

রাঙ্গামাটিআয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি প্রাকৃতিক বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। প্রচুর কা...
07/01/2024

রাঙ্গামাটি
আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি প্রাকৃতিক বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। প্রচুর কার্পাস তুলার কারণে জেলাটি মূলত কার্পাস মহল নামে পরিচিত ছিল। বর্তমানে, এটিকে প্রায়শই 'পাহাড়ের রানী' হিসাবে উল্লেখ করা হয়, যেখানে পাহাড়, নদী, হ্রদ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি বৈচিত্র্যময় জনসংখ্যা রয়েছে।

রাঙামাটিতে বসবাসকারী জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বম, খুমি, খেয়াং, চাক, পাংখওয়া, লুসাই, সুজে সাওতাল এবং রাখাইন। উপরন্তু, কিছু অসমিয়া এবং গুর্খা সম্প্রদায়ও রাঙ্গামাটিকে বাড়ি বলে।

রাঙ্গামাটির উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:

1. কাপ্তাই ওয়াটার পাওয়ার প্ল্যান্ট স্পিলওয়ে
2. কর্ণফুলী লেক
3. পর্যটন মোটেল এবং সাসপেনশন ব্রিজ
4. সুবলং ঝর্না
5. শুকনাছড়া ঝর্ণা
6. ধুপ্পানি ঝর্না
7. মুপ্পোছড়া ঝর্না
8. পেদা টিং টিং
9. টুকটুক ইকো ভিলেজ
10. রায়ংখ্যং পুকুর
11. রাজবন বিহার
12. ঐতিহ্যবাহী চাকমা রাজার প্রাসাদ
13. কর্ণফুলী ওয়াটার পাওয়ার প্ল্যান্ট
14. চিৎমারাম বৌদ্ধ বিহার
15. সাজেক উপত্যকা
16. না-কাবা রমা ঝর্না
17. বেতবুনিয়া জিওসেটেলাইট সেন্টার
18. কাট্টলী বিল
19. ত্রিটিলা বনবিহার

কীভাবে রাঙামাটি যাবেন:

- ঢাকা থেকে: ফকিরাপুল মোড়/সৈয়দাবাদ টাউনশিপে অসংখ্য বাস কাউন্টার রয়েছে। বাসগুলি সকাল 8:00 AM থেকে 9:00 AM এবং 8:30 PM থেকে 11:00 PM এর মধ্যে ছাড়ে৷ ভাড়া 620 টাকা থেকে এসি 900 টাকা।
- চট্টগ্রাম থেকে: অক্সিজেন এলাকায় রাঙামাটি বাস টার্মিনালের দিকে যান। পাহাড়িকা বাসের ভাড়া 110 টাকা, এবং লোকাল বাসের ভাড়া 85 টাকা। ভ্রমণের সময় 2.5 থেকে 3.5 ঘন্টা, সকাল 7 টা থেকে রাত 8 টা পর্যন্ত বাস পাওয়া যায়। বিলাসবহুল বাস সার্ভিসের (আলম, ইউনিক, হানিফ, বিআরটিসি) খরচ 100-120 টাকা এবং সময় লাগে 2.5-3 ঘন্টা।
- ব্যক্তিগত পরিবহন: রাঙ্গামাটি পৌঁছানোর জন্য আপনি আপনার গাড়ি ব্যবহার করতে পারেন বা মাইক্রো, গাড়ি বা ক্যাব ভাড়া করতে পারেন।

রাঙ্গামাটিতে থাকার ব্যবস্থা:

রাঙ্গামাটি বিভিন্ন আবাসনের মধ্যে রয়েছে:
- ভালো মানের হোটেল: হোটেল সুফিয়া, নিডস হিল ভিউ, মোটেল জর্জ, হোটেল গ্রীন ক্যাসেল, শাইনিং হিল গেস্ট হাউস, টুকটুক ইকো ভিলেজ, হোটেল আনিকা। ভাড়া 500 থেকে 2000 টাকা পর্যন্ত।
- বাজেট হোটেল: মধুমিতা, সৈকত, শাপলা, মর্যাদা, সমতা সহ অন্যান্য, ভাড়া 300 টাকা পর্যন্ত।
- পর্যটন মোটেল: ভাড়া 1200 থেকে 2500 টাকা, ছোট কটেজ সহ প্রতি রাতে 3000-5000 টাকা। সরকারী মালিকানাধীন রেস্ট হাউস, গেস্ট হাউস এবং বাংলো ভাড়ার জন্য উপলব্ধ।

রাঙ্গামাটির প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিস্ময়গুলি ঘুরে দেখুন এবং এর বিভিন্ন আবাসনের একটিতে আরামদায়ক অবস্থান উপভোগ করুন।

#রাঙ্গামাটি #এক্সপ্লোরবাংলাদেশ #প্রাকৃতিক_বৈচিত্র #সাংস্কৃতিক_ঐতিহ্য #ভ্রমণ_টিপস #ঘুরেফিরে

বান্দরবানমেঘ ছোঁয়ার কথা মনে হলেই যে জায়গাটা মনে আসে তা হল বান্দরবান।শীতে পার্বত্য জেলা বান্দরবানে বেড়াতে যাওয়ার একটা...
06/01/2024

বান্দরবান
মেঘ ছোঁয়ার কথা মনে হলেই যে জায়গাটা মনে আসে তা হল বান্দরবান।
শীতে পার্বত্য জেলা বান্দরবানে বেড়াতে যাওয়ার একটা আলাদা আবেদন থাকে। সাঙ্গু নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পাহাড়ি সারি নিয়ে বান্দরবান মেঘের সাথে পর্যটকদের হাতছানি দেয়।

আদিবাসী বোমাং রাজার বাড়ি থেকে জাদির পাহাড়ের উপরে স্বর্ণ মন্দির, নীলাচল, নীলগিরিস, ক্লাউডস পর্যটন কমপ্লেক্সের লেক, ঝুলন্ত সেতু এবং ছোট চিড়িয়াখানা, চিম্বুক পাহাড়, শৈল প্রপাত, আদিবাসী গ্রাম, ভ্রাম্যমাণ বাজার ইত্যাদি সবই বান্দরবানকে বাংলাদেশের সব জায়গা থেকে অনন্য করে তোলে।

বান্দরবানের কিছু হোটেলের ভাড়া নিচে দেওয়া হল:
হোটেল হিল ভিউ: শহরের কাছাকাছি এই হোটেলের ভাড়া রুম প্রতি 1000-4000 টাকা।
পর্যটন মোটেল: প্রতি রুম ভাড়া 1000 টাকা থেকে 2000 টাকা। হলি ডে ইন: প্রতি রুম ভাড়া 1500-3000 টাকা। হিলসাইড রিসোর্ট: রুম ভাড়া 1500-4000 টাকা প্রতি রুম। সাকুরা হিল রিসোর্ট: প্রতি রুম ভাড়া 1500-3000 টাকা।

হোটেল ফোর স্টার: এটি বান্দরবান বাজারে অবস্থিত। রুম প্রতি ভাড়া 400-1200 টাকা ।হোটেল থ্রি স্টার: এটি বান্দরবান বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত। এটি 8/10 জনের জন্য একটি 4 বেডের ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট-2500 টাকা, এসি-3000 টাকা।

শ্রীমঙ্গল চা বাগানের বাংলোতে বসে চা গাছে ঘিরে থাকা পরিবেশে শীতের হিম হাওয়া মেখে গরম চায়ের পেয়ালা হাতে বসে থাকা অদ্ভুত রো...
05/01/2024

শ্রীমঙ্গল

চা বাগানের বাংলোতে বসে চা গাছে ঘিরে থাকা পরিবেশে শীতের হিম হাওয়া মেখে গরম চায়ের পেয়ালা হাতে বসে থাকা অদ্ভুত রোমাঞ্চের জন্ম দেয়। বনপ্রেমিদেরও হতাস হওয়ার কারণ নেই। বাইক্কা বিলের পাখির অভয়াশ্রম কিংবা লাউয়াছড়া জাতীয় উদ্যানে জীববৈচিত্র দেখতে দেখতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবেন না।

শীতকালে সিলেটের পানিবেষ্টিত স্থানগুলো তেমন আকর্ষণীয় মনে না হলেও চায়ের শহর শ্রীমঙ্গল কিন্তু শীতকালে ভ্রমণের জন্য দারুণ এক জায়গা। শহরটি তার চা শিল্পের জন্য পরিচিত যা বিশ্বব্যাপী স্বীকৃত। এটি ৪২৫.১৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে । উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে বাইক্কা বিল, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, নীলকণ্ঠ সেভেন কালার টি, নয়নাভিরাম মাধবপুর লেক, ৭১ এর কসাইখানা, দৃষ্টিনন্দন জান্নাতুল ফেরদৌস মসজিদ, শিটস বাবুর চিড়িয়াখানা, চা গবেষণা কেন্দ্র।

শ্রীমঙ্গলে বিভিন্ন সবুজ চা বাগান, খাসিয়া পল্লী, কবরস্থান, হরিণছড়া গলফ কোর্স, চা মেডেন ভাস্কর্য, নিমাই শিববাড়ি মন্দির, লালটিলা মন্দির, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, সমৃদ্ধ শিল্প ও কারুশিল্পের মণিপুরি, হোটেল গ্র্যান্ড সুলতান এবং ভার্শি জোরার বাড়ি। দর্শনার্থীরা ইকোপার্কে স্থানীয় উপজাতিদের জীবনধারা ও সংস্কৃতির দেখতে পাবেন।

শ্রীমঙ্গলে যেতে হলে ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য শহর থেকে নন এসি বাসে যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল এবং সয়দাবাদ থেকে শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার পর্যন্ত নন এসি বাসের ভাড়া ৪০০ থেকে ৪৫০ টাকা। সিএনজি, বাস, অটোরিকশা বা ট্যাক্সিতে করে পর্যটন স্পটগুলোতে পৌঁছানো যায়। সাথে একজন পদর্যটক গাইড নিতে পারেন যাতে সকল স্পট সহজে ঘুরে দেখতে পারেন।

Happy New Year✨🥰
01/01/2024

Happy New Year✨🥰

কুয়াকাটা 🏖 দক্ষিণ বাংলাদেশের একটি রত্ন শহর। এ সৈকতটি ১৮ কিলোমিটার দীর্ঘ ও ৩ কিলোমিটার চওড়া বিস্তৃত বালুকাময় পাড় বিশিষ...
30/12/2023

কুয়াকাটা 🏖
দক্ষিণ বাংলাদেশের একটি রত্ন শহর। এ সৈকতটি ১৮ কিলোমিটার দীর্ঘ ও ৩ কিলোমিটার চওড়া বিস্তৃত বালুকাময় পাড় বিশিষ্ট। এখান থেকেই দেখা যায় বঙ্গোপসাগরে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়েরই নিরবচ্ছিন্ন একটি দৃশ্য, যা গোটা বিশ্বে বিরল। পাহাড়, বন ঘুরে যদি মন সাগরের পানে ছুটে যেতে চায় তবে সাগরকন্যা কুয়াকাটা আছে আপনার অপেক্ষায়। কুয়াকাটা এমন এক বিশেষ স্থান যার একই জায়গা হতে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ই দেখা যায়।

এছাড়া শুটকি পল্লী, ফাতরার বন, গঙ্গামতির জংগল ও লাল কাঁকড়ার দ্বীপ কুয়াকাটার অন্যতম আকর্ষণ। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্তজোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রায় সারা বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা যায়। সৈকতে চাইলে মটর সাইকেল ও ঘোড়া ভাড়া করতে পারেন।

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল শুভ সকাল 🌅
30/12/2023

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল
শুভ সকাল 🌅

বর্তমানে রাঙ্গামাটি জেলার সবচেয়ে জনপ্রিয় স্থানের নাম সাজেক ভ্যালি। রাঙ্গামাটির ছাদ খ্যাত সাজেক ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে...
29/12/2023

বর্তমানে রাঙ্গামাটি জেলার সবচেয়ে জনপ্রিয় স্থানের নাম সাজেক ভ্যালি। রাঙ্গামাটির ছাদ খ্যাত সাজেক ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি সুন্দর পর্বতমালা ও সাদা তুলোর মতো মেঘ আপনাকে মুগ্ধ করবেই। এটি ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ জায়গা।

প্রধান আকর্ষণ কংলাক পাহাড়, শেষ গ্রাম কংলাক পাড়া লুসাই, যেটি কর্ণফুলী নদীর উৎস স্থল। দর্শনার্থীরা কমলাক ঝর্ণাও দেখতে পারেন। যা পিদাম তাইসা ঝর্ণা বা সিকাম তাইসা ঝর্না নামেও পরিচিত।

সাজেকের অবশ্যই দেখার মতো হেলিপ্যাডের সাথে একটি সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। এলাকাটি আদিবাসীদের জীবনের আবাসস্থল ও সাজেক উপত্যকা থেকে ফেরার পথে এটি পরিদর্শন করা যেতে পারে। সাজেক ভ্রমণের সেরা সময় আগস্ট থেকে ডিসেম্বর যখন মেঘের খেলা বেশি থাকে।

সাজেক পৌঁছানোর জন্য যাত্রীরা ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত বাসে যেতে পারেন। নন-এসি বাসে ৭০০ টাকা এবং এসি বাসের দাম ১২০০ থেকে ১৭০০ টাকা। রাঙ্গামাটি বা কক্সবাজার থেকে সাজেক ভ্রমণ বিভিন্ন পরিবহনের মাধ্যমে করা যেতে পারে। কদমাতলী থেকে প্রতিদিন বিআরটিসি এসি বাস চলাচল করে এবং জংশন থেকে প্রতি ঘণ্টায় শান্তি পরিবহনের বাস চলাচল করে। রাঙামাটি থেকে সমুদ্র বা সড়কপথে বাঘাইছড়ি যাওয়া যায়, ভাড়া ১৫০-২৫০ টাকা। বাসটি রাঙ্গামাটি বাস টার্মিনাল থেকে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে ছাড়ে যার ভাড়া জনপ্রতি ২০০ টাকা। বাঘাইছড়ি থেকে জীপ বা মোটরবাইকে করে সাজেক ভ্যালি যাওয়া যায় জনপ্রতি ভাড়া ৩০০/- টাকায়।

সাজেকে শতাধিক রিসোর্ট ও কটেজ পাওয়া যায়। যার দাম এক রাতের জন্য ১৫০০ থেকে ১৫,০০০ টাকা। কম দামে উপজাতীয় কটেজ পাওয়া যায়। সাজেকের রিসোর্ট ও কটেজ গুলোর মধ্যে রয়েছে রুংরাং, সাজেক রিসোর্ট, রানময় রিসোর্ট, মেঘপুঞ্জি রিসোর্ট ও ম্যাডভেঞ্চার রিসোর্ট। প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে ও ইকো-সজ্জিত কটেজ ও প্রিমিয়াম দম্পতি রুম সহ বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা করে।

সেন্ট মার্টিন দ্বীপ নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিট...
26/12/2023

সেন্ট মার্টিন দ্বীপ নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি অনন্য নীল আকাশ, সমুদ্রের জল, নারকেল গাছের সারি সহ একটি সুন্দর পর্যটন গন্তব্য।

সেন্টমার্টিন যেতে হলে প্রথমে ঢাকা থেকে বাসে বা বিমানে কক্সবাজার জেলার টেকনাফে পৌঁছাতে হবে। ঢাকা থেকে সোনার বাংলা, তূর্ণা-নিশীথা, সুবর্ন এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধুলী, এবং ট্রেনে চট্টগ্রাম যান। টেকনাফ থেকে একটি লোকাল বাস বা মাইক্রো/জিপ ভাড়া করুন, যা শর্তের উপর নির্ভর করে প্রায় এক থেকে দুই ঘন্টা সময় নেয়। টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত জাহাজ প্রতিদিন জেটি ঘাট থেকে ছেড়ে যায় এবং সেন্ট মার্টিন থেকে বিকাল ৩.০০ -৩.৩০ টায় ফিরে আসে।

ডে-ট্রিপারদের পুরো দ্বীপটি ঘুরে দেখার জন্য অন্তত একদিন সেন্ট মার্টিনে থাকা উচিত। শীত মৌসূম ছাড়া বাকি সময় সাগর উত্তাল থাকে, তাই এই সময়ে ভ্রমণ নিরাপদ নয়। সেন্ট মার্টিন কাঁকড়া, সুন্দরী পোয়া, ইলিশ, রূপচাঁদা, গলদা চিংড়ি এবং কালাচাঁদা সহ বিভিন্ন ধরণের সামুদ্রিক খাবারের স্বাদ নেওয়া যায়।

দর্শকনার্থীরা জানুয়ারী বা ফেব্রুয়ারিতে স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করতে পারেন। হোটেল ও রেস্তোরাঁর মধ্যে রয়েছে কেরি মারজান রেস্তোরাঁ, বিচ পয়েন্ট, হোটেল আল্লার দান, বাজার বিচ, আসাম হোটেল, সি বিচ, সেন্ট মার্টিন, কুমিল্লা রেস্টুরেন্ট, রিয়েল রেস্তোরাঁ, হাজী সেলিম পার্ক, সেন্ট মার্টিন ট্যুরিস্ট পার্ক, হোটেল সাদেক, ইউরো বাংলা হোটেল এবং এশিয়া বাংলা হোটেল।

একাধিক হোটেল এবং কটেজে রাতারাতি থাকার ব্যবস্থা রয়েছে। যার দাম একক রুমের জন্য ৯০০-১০০০ টাকা থেকে ডাবল রুমের জন্য ৮০০-১০০০ টাকা। কিছু জনপ্রিয় আবাসনের মধ্যে রয়েছে প্রসাদ প্যারাডাইস, কোরাল ভিউ, কোরাল ব্লু, মারমেইড, সি কোরাল, নীল দিগন্ত, সায়রি, সি ইন, হোটেল সাগর পার, রিয়াদ গেস্ট হাউস, হোটেল স্বপ্ন কোরাল, শ্রাবণ বিলাস, ব্লু লেগুন, সানসেট ভিউ এবং সরকারী ব্যবস্থাপনা মেরিন।

কক্সবাজার সমুদ্র সৈকত 🏖বাংলাদেশের একটি মূল্যবান পর্যটন স্থল হিসেবে পরিচিত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত...
23/12/2023

কক্সবাজার সমুদ্র সৈকত 🏖

বাংলাদেশের একটি মূল্যবান পর্যটন স্থল হিসেবে পরিচিত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর ও পর্যটন কেন্দ্র। এই সমুদ্র সৈকতটি বিশ্বের দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত । শীতকালে সমুদ্র পাড়ে বছরের সবচেয়ে ব্যস্ত সময়।

এখানে সামুদ্রিক আবহাওয়ার জন্য ঠান্ডার প্রকোপ তুলনামূলক কম থাকে। শান্ত সমুদ্র ও বিশাল সাগরের ঢেউয়ের অভিজ্ঞতা এখানে পর্যটকদের মন কাড়ে। কক্সবাজারের মেরিন ড্রাইভ একটি সুবিশাল রাস্তা, যা ভ্রমণের জন্য একটি বাড়তি আকর্ষণ।

কক্সবাজার সমুদ্র সৈকত (লাবনী, সুগন্ধা ও কলাতলী বীচ)
রামু (বিভিন্ন বৌদ্ধ বিহার)
মেরিন ড্রাইভ
দরিয়া নগর
হিমছড়ি
ইনানী সমুদ্র সৈকত
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
মহেশখালী (আদিনাথ মন্দির, রাখাইন পাড়া ও স্বর্ণ মন্দির)

ধরুন, আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান।
বাসে:
- বিভিন্ন বাস সারাদেশে যাত্রা করছে, যেগুলি কক্সবাজারে যাচ্ছে। উল্লেখযোগ্য কিছু কোম্পানির মধ্যে রয়েছে সৌদিয়া, এস আলম মার্সিডিজ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস.আলম পরিবহন, মডার্ন লাইন, ইত্যাদি।

ট্রেনে:
- ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রামে ট্রেনে যেতে পারেন এবং চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে কক্সবাজারে যেতে পারেন।

বিমানে:
- বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইনস ইত্যাদির ফ্লাইট নিতে পারেন ঢাকা থেকে কক্সবাজারে।

থাকার জন্য হোটেল:
- কক্সবাজারে বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে। উল্লেখযোগ্য হোটেলগুলো মারমেইড বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইজ, লং বীচ, কক্স টুডে, হেরিটেজ, সী প্যালেস, সী গাল, কোরাল রীফ, নিটোল রিসোর্ট, আইল্যান্ডিয়া, বীচ ভিউ, সী ক্রাউন, ইউনি রিসোর্ট ইত্যাদি।

কোথায় খাবেন:
- প্রায় সকল হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট থাকে, এছাড়া বাইরেও প্রায় সকল ধরণের রেস্টুরেন্ট পাওয়া যায়। কক্সবাজারের জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি, বোগদাদিয়া ইত্যাদি উল্লেখযোগ্য।

আশা করি, এই তথ্যগুলি আপনার কক্সবাজার ভ্রমণের সহায়ক হতে পারে।

বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত । দেশের সমৃদ্ধ ইতিহাস,  বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এটিকে প্রকৃতিপ্রেমীদে...
22/12/2023

বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত । দেশের সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। পাহাড়, সমুদ্র, মাঠ, বিশাল নীল আকাশ সহ 1,47,570 বর্গ কিলোমিটারের পরিচিত অপরিচিত দর্শনীয় স্থানের অভাব নেই।

দেশের শীতকালীন ভ্রমণের শীর্ষ দশটি পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে রাজকীয় পাহাড়, জলপ্রপাত, বন, সমুদ্র ও নদী। শীতকালে দর্শনার্থীরা দেশের পর্যটন আকর্ষণগুলো বেশি ঘুরে দেখেন। তাই ঘুরেফিরে পেজে আপনি পেয়ে যাবেন শীতকালীন সেরা ১০টি পর্যটন স্পটের বিস্তারিত। 🥰🥶

Winter Bird 🥰
19/12/2023

Winter Bird 🥰

 িসেম্বর১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
16/12/2023

িসেম্বর
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

গ্রামীণ কুয়াশাচ্ছন্ন শীতের সকাল 🥰🥶
15/12/2023

গ্রামীণ কুয়াশাচ্ছন্ন শীতের সকাল 🥰🥶

𝐌𝐚𝐫𝐢𝐧𝐚 𝐁𝐚𝐲 𝐒𝐚𝐧𝐝𝐬 𝐢𝐬 𝐚𝐧 𝐢𝐜𝐨𝐧𝐢𝐜 𝐢𝐧𝐭𝐞𝐠𝐫𝐚𝐭𝐞𝐝 𝐫𝐞𝐬𝐨𝐫𝐭 𝐢𝐧 𝐒𝐢𝐧𝐠𝐚𝐩𝐨𝐫𝐞, 𝐤𝐧𝐨𝐰𝐧 𝐟𝐨𝐫 𝐢𝐭𝐬 𝐝𝐢𝐬𝐭𝐢𝐧𝐜𝐭𝐢𝐯𝐞 𝐝𝐞𝐬𝐢𝐠𝐧 𝐚𝐧𝐝 𝐩𝐫𝐨𝐦𝐢𝐧𝐞𝐧𝐭 𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧...
14/12/2023

𝐌𝐚𝐫𝐢𝐧𝐚 𝐁𝐚𝐲 𝐒𝐚𝐧𝐝𝐬 𝐢𝐬 𝐚𝐧 𝐢𝐜𝐨𝐧𝐢𝐜 𝐢𝐧𝐭𝐞𝐠𝐫𝐚𝐭𝐞𝐝 𝐫𝐞𝐬𝐨𝐫𝐭 𝐢𝐧 𝐒𝐢𝐧𝐠𝐚𝐩𝐨𝐫𝐞, 𝐤𝐧𝐨𝐰𝐧 𝐟𝐨𝐫 𝐢𝐭𝐬 𝐝𝐢𝐬𝐭𝐢𝐧𝐜𝐭𝐢𝐯𝐞 𝐝𝐞𝐬𝐢𝐠𝐧 𝐚𝐧𝐝 𝐩𝐫𝐨𝐦𝐢𝐧𝐞𝐧𝐭 𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐜𝐢𝐭𝐲'𝐬 𝐬𝐤𝐲𝐥𝐢𝐧𝐞.

𝐌𝐚𝐫𝐢𝐧𝐚 𝐁𝐚𝐲 𝐒𝐚𝐧𝐝𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐚𝐧 𝐢𝐜𝐨𝐧𝐢𝐜 𝐬𝐲𝐦𝐛𝐨𝐥 𝐨𝐟 𝐒𝐢𝐧𝐠𝐚𝐩𝐨𝐫𝐞'𝐬 𝐦𝐨𝐝𝐞𝐫𝐧𝐢𝐭𝐲 𝐚𝐧𝐝 𝐢𝐬 𝐚 𝐩𝐨𝐩𝐮𝐥𝐚𝐫 𝐝𝐞𝐬𝐭𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐭𝐨𝐮𝐫𝐢𝐬𝐭𝐬 𝐚𝐧𝐝 𝐥𝐨𝐜𝐚𝐥𝐬 𝐚𝐥𝐢𝐤𝐞. 𝐈𝐭 𝐜𝐨𝐦𝐛𝐢𝐧𝐞𝐬 𝐞𝐧𝐭𝐞𝐫𝐭𝐚𝐢𝐧𝐦𝐞𝐧𝐭, 𝐥𝐮𝐱𝐮𝐫𝐲 𝐚𝐜𝐜𝐨𝐦𝐦𝐨𝐝𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐬𝐡𝐨𝐩𝐩𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐝𝐢𝐧𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐚 𝐮𝐧𝐢𝐪𝐮𝐞 𝐚𝐧𝐝 𝐯𝐢𝐬𝐮𝐚𝐥𝐥𝐲 𝐬𝐭𝐮𝐧𝐧𝐢𝐧𝐠 𝐞𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭.

দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত যা তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলপথের জন্য পরিচিত। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য এব...
05/12/2023

দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত যা তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলপথের জন্য পরিচিত।

কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য এবং টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক শহরে ভিড় জমায়। ব্রিটিশ শাসনামল থেকেই শহরটি একটি জনপ্রিয় অবকাশ যাপনের স্থান, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এশিয়া থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করে।

টাইগার হিল মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘার একটি শ্বাসরুদ্ধকর সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। একটি সুন্দর ট্রেন রুট, পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়া যায়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা "দার্জিলিং টয় ট্রেন" নামেও পরিচিত, এটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ।

দার্জিলিং চিড়িয়াখানা একটি ৬৭.৫৬ একরের পার্ক, বিরল প্রাণী এবং একটি বন্যপ্রাণী যাদুঘর। অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে নাইটিংগেল পার্ক, দার্জিলিং রক গার্ডেন এবং সিঙ্গালিয়া জাতীয় উদ্যান। হ্যাপি ভ্যালি টি স্টেট, দার্জিলিং-এর দ্বিতীয় প্রাচীনতম চা বাগান, শহরের একটি মনোরম দৃশ্য দেখা যায়। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যা মানুষকে পর্বতারোহণের বিষয়ে উৎসাহিত করে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত প্রাচীন এই মন্দিরের ১৫ ফুট উচ্চতা বিশিষ্ট বৌদ্ধ মূর্তি ও এখান থেকে সুন্দর সূর্যোদয় দেখা যায় । ঢাকা থেকে বাসে : সড়ক পথে যেতে চাইলে আপনার ভিসা কোন পোর্ট দিয়ে করা তার উপর নির্ভর করবে। ফুলবাড়ি দিয়ে ভিসা করা থাকলে ঢাকা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ইমিগ্রেশনের কাজ শেষে ফুলবাড়ি থেকে বাসে শিলিগুড়ি জংশন যেতে হবে। চেংড়াবান্ধা দিয়ে ভিসা করা থাকলে ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারি সী্মান্তে ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ চ্যাংড়াবান্দা থেকে বাসে শিলিগুড়ি চলে আসুন। যেভাবেই যান তারপর শিলিগুড়ি জিপ স্টেশন থেকে দার্জিলিংগামী টাটা সুমো বা কমান্ডার জিপের টিকিট কেটে সরাসরি দার্জিলিং চলে আসতে পারবেন। শিলিগুড়ি থেকে দার্জিলং যেতে আড়াই ঘন্টা সময় লাগে।

ঢাকা থেকে বিমানে: ঢাকা থেকে বিমানে যেতে চাইলে ঢাকা – কলকাতা – বাগডোগরা ফ্লাইটে যেতে হবে। বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে ট্যাক্সিতে দার্জিলিং যেতে পারবেন।

পর্যটকদের মধ্যে জনপ্রিয় নিউ সিঙ্গালিয়া পার্ক হোমস্টে, হিমশিখা হোমস্টে, ফ্রাতেরনিতি হোমস্টে, মাউন্টেইন হোমস্টে এর মতো হোম স্টে গুলোতে ১৫০০-২৫০০ টাকার মধ্যে দুই জন থাকতে পারবেন।

দার্জিলিং এর স্থানীয়রা ভাতের সাথে গরুর মাংস এবং মসুর ডাল খেতে খুব পছন্দ করেন। রেস্টুরেন্টের মধ্যেকুঙ্গা, হাস্টি টেস্টি, পেনাং, সোনামস কিচেন, কেভেন্টার’স,গ্লেনারিস, শাংরি লা, কেভেন্টারস, লুনার এর মতো রেস্টুরেন্ট গুলোতে দার্জিলিং এর স্থানীয় খাবারের পাশাপাশি থাই, ইন্ডিয়ান বা বাঙ্গালি খাবার পাবেন। আর জনপ্রিয় স্থানীয় খাবারের মধ্যে গানড্রাক (গাঁজানো সরিষা পাতা), মম (মাংস বা সবজি দিয়ে পিঠার মত খাবার), থুপকা (মাংস, নুডলস, ডিম ও সবজি দিয়ে তৈরি ঘন স্যুপ), আলু দম, নাগা প্ল্যাটার এবং চ্যাং (স্থানীয় বিয়ার) খেয়ে দেখবেন। আর অবশ্যই মাটির ছোট কাপে দার্জিলিং এর স্পেশাল চা ও দার্জিলিং এর কমলা খেতে ভুলবেন না।

দার্জিলিং শহরের লাডেন-লা রোডে বেশকিছু ছোট-বড় মার্কেট ও দোকান রয়েছে। এইসব মার্কেট থেকে নিশ্চিন্তে প্রয়োজনীয় শীতের পোশাক, হাতমোজা, মাফলার, সোয়েটার, লেদার জ্যাকেট, নেপালি শাল, শাড়ি, লেদার সু ও প্রিয়জনদের জন্য গিফট আইটেম কিনতে পারেন। টাইগার হিলের বেশ কিছু লোকাল শপ থেকে অন্যান্য জিনিসের সাথে সাথে সুভেনিয়র ও কিনতে পারবেন। আর ভালো চা পাতা কেনার ক্ষেত্রে লোকাল কোনও দোকান থেকে কেনার চেয়ে ভালো কোনো ভালো টি ষ্টেট থেকে কেনা সবচেয়ে ভালো। দাম ও কম পাবেন ও বিভিন্ন গ্রেডের চা পাতাও খুঁজে পাবেন।

As the first rays of dawn caress the tranquil waters of Dal Lake in Kashmir, they awaken not just the world, but the dre...
29/10/2023

As the first rays of dawn caress the tranquil waters of Dal Lake in Kashmir, they awaken not just the world, but the dreams of a thousand souls, each ripple echoing the promise of a new day's beauty.

Birds fly in the golden color of the sunset. Reminding us that even in fading light there is beauty in movement and free...
20/10/2023

Birds fly in the golden color of the sunset. Reminding us that even in fading light there is beauty in movement and freedom.

কাশফুল: ঢাকার আশেপাশে কাশবনশরৎ মানেই নরম তুলোর মতো আকাশে ভেসে আসা সাদা মেঘ আর দিগন্তে মরুভূমিতে ফুলের অপরূপ দৃশ্য। প্রকৃ...
04/10/2023

কাশফুল: ঢাকার আশেপাশে কাশবন

শরৎ মানেই নরম তুলোর মতো আকাশে ভেসে আসা সাদা মেঘ আর দিগন্তে মরুভূমিতে ফুলের অপরূপ দৃশ্য। প্রকৃতি প্রেমীদের মন ইচ্ছে মতো আকাশে ভাসতে না পারলেও হারিয়ে যেতে পারে কাশফুলের রাজ্যে। তাই শহরের প্রাণকেন্দ্রে ব্যস্ততার অবসর সময়ে কাশফুলের বিস্তীর্ণ প্রান্তরের সৌন্দর্য উপভোগ করেন এমন মানুষের সংখ্যাও কম নয়। কাশফুলের শুভ্রতায় মনকে শান্ত করতে আজকে ঘুরেফিরে আপনাকে ঢাকার আশেপাশের কিছু কাশবনের তথ্য দিয়েছে।

#আফতাবনগর
রামপুরা ব্রিজ থেকে জহুরুল ইসলাম সিটির উত্তর-পূর্ব দিকে কাশবনের আরেক মহাসমুদ্র দেখা যায়। ঢাকার খুব কাছে আফতাবনগরের এই কাশবনটি জনপ্রিয়তার দিক থেকে সৌন্দর্যপ্রেমীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।

#হযরতপুর
কেরানীগঞ্জের হযরতপুরে কালীগঙ্গা নদীর বিস্তীর্ণ জমিতে ফুটেছে কাশফুল। বচিলা ব্রিজ পেরিয়ে আটিবাজার পেরিয়ে একটু দূরে হজরতপুর। নৌকায় নদী পার হলে দেখা মিলবে কাশবন।

#ধলেশ্বরী_নদী
ধলেশ্বরী নদীর দুই তীরে প্রতি বছর কাশফুল ফোটে। ঢাকা-মাওয়া সড়কের কুচিয়ামারা এলাকায় নদীতেও কাশফুল দেখা যাচ্ছে।

#পদ্মা_নদী
শরৎকালে পদ্মা নদীর চারপাশে অনেক জায়গায় কাশফুল ফোটে। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে মাওয়ায় শিমুলিয়া ঘাটে যেতে পারেন শুভ্রা। সেখান থেকে নৌকা ভাড়া করে কাশবনের চর খুঁজতে গিয়ে নদীতে ঘুরে আসুন।

#যমুনার_চর
মানিকগঞ্জের আরিচরের পুরাতন ফেরি ঘাট থেকে ইঞ্জিন বোটে করে যমুনার তীরে উঠে আসা চরের কাশবনে যেতে পারেন। গাবতলী থেকে শুভযাত্রা, অল্প ভাড়ায় বিলাসবহুল বাসে সরাসরি আরিচা যাওয়া যায়।

#দিয়াবাড়ি
গত কয়েক বছরে দিয়াবাড়ির জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। কাশবনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফটো সেশনের জন্য দিয়াবাড়ি একটি আদর্শ স্থান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বিনোদনপ্রেমীদের ভিড় বেড়েছে। আর কাশবনের পাশেই নদীতীরের ঠাণ্ডা বাতাস দর্শনার্থীদের নাড়া দেয়।

#মায়াদ্বীপ
মেঘনার বুকে ছড়িয়ে আছে কাশফুলের মায়া। এই দ্বীপে কাশফুলের সৌন্দর্য দেখার পাশাপাশি বোনাস হিসেবে এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কেও জানতে পারবেন। ঢাকার গুলিস্তান থেকে বাসে করে মোগরাপাড়া মোড় হয়ে বাইদ্দার বাজারে যেতে পারেন এবং সেখান থেকে ইঞ্জিন বোট ভাড়া করে মেঘনার ঘাট হয়ে মায়াদ্বীপে যেতে পারেন।

িট_সড়ক
প্রকৃতিপ্রেমী এবং ভোজন রসিকদের কাছে জনপ্রিয়, 300 ফুট রোডটি কাশফুল এবং রেস্টুরেন্টের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিল। তবে বিভিন্ন কারণে রেস্তোরাঁগুলো ৩০০ ফুট থেকে সরিয়ে নিলেও বন, নদী ও বিস্তীর্ণ উন্মুক্ত প্রান্তরের সৌন্দর্য অটুট রয়েছে। কালো সরু রাস্তার দুই পাশে শুভ্রতার সমাহার মনকে নিয়ে যায় কল্পনার রাজ্যে।

#মোহাম্মদপুর_বাঁধ
নদীর তীর ঘেঁষে বালুময় মরুভূমিতে শরতে কাশফুল ফুলের মেলা বসে। আর বুড়িগঙ্গার তীরে মোহাম্মদপুরের বাঁধ এমনই এক কাশফুলের রাজত্ব। এছাড়াও বসিলা সড়ক ধরে এগিয়ে গেলে ওয়াশপুরের বিভিন্ন খালি জমিতে কাশফুলের সমারোহ দেখা যায়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when ঘুরেফিরে - GhureFire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘুরেফিরে - GhureFire:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share