06/02/2023
সন্মানিত ফেইজবুক ব্যাবহারকারীগন,
এটি একটি ভ্রমন ও গাইড, হোটেল/রিসোর্ট সংক্রান্ত তথ্য প্রদান সহ যাবতীয় সেবাদানকারী পানলিক পেইজ। এখানে সকলে তার নিজ নিজ দ্বায় দ্বায়িত্বে আপলোড করবেন। অন্যথায় কোন প্রকার ক্ষয় ক্ষতির জন্যে এই পেইজের ডোমেইন দায় থাকবে না। কোন প্রকার রাষ্ট্র বিরোধী বা সংবিধান বহির্ভূত কর্মকান্ড সংক্রান্ত কোন কিছু করা এবং ভেরিফায়েড ডোমেইন ছারা অন্যত্র কোথাও অর্থ আদান প্রদান থেকে বিরত থাকুন। অন্যথায় পেইজ ডোমেইন এর জন্যে কোন প্রকার দায় ভার গ্রহন করবে না।
ধন্যবাদ
- পেইজ ডোমেইন