![♦আমরা অনেক fort এর কথা শুনেছি , আর বেশীর ভাগ FORT বানানো হয়েছিল মধ্যযুগীয় সময়কালে , কিন্তু আজ যেটার কথা আমরা শুনবোসেটা হ...](https://img3.travelagents10.com/687/871/116943716878711.jpg)
05/11/2020
♦আমরা অনেক fort এর কথা শুনেছি , আর বেশীর ভাগ FORT বানানো হয়েছিল মধ্যযুগীয় সময়কালে , কিন্তু আজ যেটার কথা আমরা শুনবো
সেটা হোলো BUXA FORT , যেটা অবাক করার বিষয় হল যে এটি বানানো হয়েছিল আধুনিক যুগে এটা বানিয়েছিল তখনকার সময় এর ভূটান রাজা ♦
♦কিন্তু এ কোন সাধারন fort নয় , এতে রয়েছে এক রহস্ময় ইতিহাস , যার ইতিহাস দুটো সাম্রাজ্য কে ঘিরে রয়েছে ,
♦ #ভূটানরাজা এই টি বানিয়েছিল তৎকালীন সময় ভারত আর তিব্বত এর মধ্যে সিল্ক রোড কে সুরক্ষিত রাখার জন্য । এ পথ দিয়ে অনেক তীর্থযাত্রী এবং মুনিঋষি রা ও
জেত তিব্বত এ ভূটান রাজার সময় কালে । ভারত স্বাধীন হবার পর ও অনেক তীর্থ যাত্রী মানস সরাবর জেত এ পথ ধরে । দুরগম এ পথ ছিল খুব ভয়ানক তৎকালীন সময় এ
Buxa fort ছিল বিস্রাম নেবার জায়গা তীর্থ যাত্রী দের ।
♦ #ব্রিটিশ সাসন কালে এ fort টি পরিনত হয়েছিল বিপ্লবি দের কারাঘার (জেল) হিসাবে । বিপ্লবিদের নিরবাসনের ২টি জায়গায় ছিল একটি আন্দামান অন্যটি Buxa Fort । এখানে
নেতাজি সহ আর অনেক বিপ্লবিদের ইতিহাস আর সাক্ষ্য রয়েছে এ BUXA FORT । চারদিক গভীর অরণ্য দুর্গম পথ বন্য জন্তু তার মধ্যে এ Buxa FORT ।
♦নেতাজি কে পাঠাণো রবীন্দ্রনাথ এর এক চিঠি রয়েছে যখন নেতাজী বন্ধী ছিলেন ফলক সরূপ যেটা পুরাতত্ত্ব বিভাগ এর সংরক্ষণ আ আছে । ১৫ AUGUST স্বাধীনতা দিবস
খব ভ্লো করে আদিবাসী সম্প্রদায় রা উৎযাপন করেন Buxa FORT এ ।
♦ FORT সংলগ্ন এক বিসাল মাঠ আছে জেটি ছিল আগে এক বিসাল lake পরবর্তী সময় এ ব্রিটিশ সরকার সেটি কে বুজিয়ে ফেলায় মাঠ এ পরিনত করে ।
কিন্তু মজার বিষয় হল এয় মাঠ আর নিচের জলাসয় এখন ও রয়েছে যেটা থাকে জরনার মত জল বেরহয় । জেটি বেস মজার ,আর এ জল ই আদিবাসি সম্প্রদায় আর একমাত্র
পানিও জলের উৎস ।
♦সব কিছুর মধ্যে সবুজ পাহাড় , খন জঙ্গল সকাল এর সূর্যের কিরণ যখন উঁচু গাছের পাতা ভেড করে জঙ্গল এ প্রবেশ করে তা জেনো এক অনবদ্য অলঙ্কার লাগিয়ে দিয়ে যায়
। মাঝে মাঝে দাখা যায় হরিন আর দল , এয় গভির জঙ্গল এ রয়েছে Himalayan Bear .
♦এ FORT সংলগ্ন জঙ্গলে কাটানো এক দিন জেন নিয়ে যাবে এক অনন্য পৃথিবী তে , আদিবাসি জন জাতিদের সঙ্গ কাটানো এক দিন ভুলিয়ে দেয় নিজের
পরিচয় , ভুলে যাবে নিজের আত্তহঙ্কার , নিজকে এক নতুন রুপে খুজে পাবে ,মনের সমস্ত দ্বিধা , মনের ক্লান্তি মুছে যাবে ।
♦ চলুন বেরিয়ে পরি আমন এক রহস্য ভরা এর রহস্য বেড় করতে ,
#কি রয়েছে সেই অবাক করা ইতিহাস ? #কেন এ বা ব্রিটিশ সাম্রাজ্যের সেটি ছিল সাস্তির
আস্তানা ? , #কি এমন আছে এতে ? #কি এমন ভূটান রাজার সাথে ছুক্তি হয়েছিল ব্রিটিশ সরকারের ? এতো ভয়ানক জঙ্গল দুরগম পথ থকা সত্তে ও কি রয়েছে #ইতিহাস ?
রাত এর আধারে কি এমন #শোনা যায় জেটি এখন ও কেউ #রহস্য খুঁজে পায় নি ? মন কি সত্যি চায় #রহস্য বের করতে ?♦
♦তাহলে ত চলে আস্তেয় হয় এমন করতে আর সন্দর মন্মুগ্ধ মন সবজ জঙ্গল এ একটা দিন কাটাতে নিজেকে নতুন রুপে খুঁজে পাওয়ার জন্য
। দেখা জাক নিজকে কতটা খুঁজে পায় নিজের মধ্যে ।
♦চলে এসো একবার এ
♦কি করে আসবে ।
Nearst railway Station - AlipurDuar Junction
Train - Kanchon Konna
Nearst Airport - Bagdorga .
♦কোথায় থাকবে । -
সবুজ পাহাড় র জঙ্গল এর মধ্যে রয়েছে থাকার সুবন্দবস্ত জায়গা
**** Shankha Chil Resort ******
পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে আসুন #ডুয়ার্সে। # BuxaFort
🔶 আপনার #ইচ্ছে অনুযায়ী ট্যুর প্ল্যান।
🔶 আপনার #পছন্দসই সময় ও #সাধ্য অনুযায়ী প্যাকেজ ট্যুর।
🔶 #ট্রেনের #টিকিট, #জঙ্গল সাফারি সহ আপনার ট্যুর এর সমস্ত দায়িত্ব আমাদের।
♦ ২ রাত্রি ৩ দিনের #প্যাকেজ-ট্যুর ♦
♦ ৩ রাত্রি ৪ দিনের #প্যাকেজ-ট্যুর ♦
♦ ৪ রাত্রি ৫ দিনের #প্যাকেজ-ট্যুর ♦
♦ ৫ রাত্রি ৪ দিনের #প্যাকেজ-ট্যুর ♦
♦ #বুকিংয়ের জন্যে যোগাযোগ করুন
Sankha Chil Group Of Resort
: 9564266404 / 8967430540 / 7002986957 / 9933674647
: 9564266404