Check In B A N G L A D E S H

  • Home
  • Check In B A N G L A D E S H

Check In B A N G L A D E S H Our aim is to represent the beauty of Bangladesh tourism, inspire people to travel Bangladesh ��

18/08/2021

A new place = a new life

📽
📍Shohosro Dhara Waterfall, Sitakunda

বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)২. বার্বাডোস (ছয় মাস)৩. ড...
13/07/2020

বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :
১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)
২. বার্বাডোস (ছয় মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)
১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো হলো:
১. ভুটান
২. বলিভিয়া (তিন মাসের ভিসা)
৩. কেপ ভার্দে
৪. কমোরোস
৫. গিনি বিসাউ (তিন মাস)
৬. মাদাগাস্কার (তিন মাস)
৭. মালদ্বীপ (এক মাস)
৮. মাওরিতানিয়া
৯. মোজাম্বিক (এক মাস)
১০. নেপাল (এক মাস)
১১. নিকারাগুয়া (তিন মাস)
১২. তিমরলেস্টে (এক মাস)
১৩. টোগো (সাত দিন)
১৪. তুভালু (এক মাস)
১৫. উগান্ডা
১৬. বুরুন্ডি
১৭. জিবুতি (এক মাস)
১৮. আজারবাইজান (এক মাস)
১৯. ম্যাকাউ (এক মাস)

বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :

১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)
২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)
৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)
৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)
৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)
৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)

সংগ্রহীত

09/07/2020

Beauty of
🎥 Hamza Mujtaba Films
🎥 Be there

08/07/2020

#মিঠামইন
#অষ্টগ্রাম
#ইটনা

এত্ত সুন্দর এই রাস্তাটা ! 🥰

08/07/2020

#কয়েক_ধরণের_ট্রাভেলারস_;-)

১) প্রথম ধাপে থাকে সত্যিকারের ভ্রমনপিপাসু মানুষ। টাকা এবং সময় এদের কাছে কোন ব্যাপার না। পকেটে ২০০ টাকা থাকলেও মেইল ট্রেনে ঢাকা-চট্টগ্রাম গিয়ে মেজবানের মাংস দিয়ে ভাত খেয়ে আবার মেইল ট্রেনে ঢাকা চলে আসে। এই ধরণের ভ্রমনকারির কাছে তাঁদের ভ্রমন অভিজ্ঞতার খুব একটা ছবি থাকে না, থাকে শ-খানেক রোমাঞ্চকর গল্প।

২) দ্বিতীয় ধাপে থাকে সৌখিন মানুষ। টাকা এবং সময় একসাথে মিলে গেলে এই দল ভ্রমন করে। পুরো ভ্রমণে থাকে অল্পকিছু ছবি যার বেশিরভাগ ল্যান্ডসক্যাপ।

৩) তৃতীয় স্তরে থাকে সেলফি প্রেমি মানুষ। ভ্রমনে কালা চশমা সহিৎ নিজের মুখের অনেকগুলা ক্লোজ এবং হাজারখানেক সেলফি তুলে ভ্রমন সমাপ্ত করে। সবগুলা ছবি ফেসবুকে না দেওয়া পর্যন্ত তারা নতুন করে আর কোথাও যায় না।

৪) এই ধরণের মানুষের কাছে "তিনাপ সাইতার যা, হিমছড়িও তা", কক্সবাজার যা, পদ্মাও তা। একটা ঝরনা দেখলে দুনিয়ার সব ঝরনার প্রতি আগ্রহ শেষ হয়ে যায় তাদের।

৫) পাঁচ নাম্বার ধরণের ট্রাভেলারস্ কখনোই ভ্রমনে যাবে না। কিন্তু যখন প্ল্যান করা হয়, তখন তারা খুব আগ্রহ নিয়ে শুনে, সায় দেয় এবং নিজে অনেক সিদ্ধান্ত দেয় - যেমনঃ অমুক বাসে যাবো না, রাতে যাবো না, তমুক হোটেলে থাকবো না, ভ্রমনে গিয়ে ওইটা না খাইলে যাবো না। ভ্রমণের ঠিক ২/৩ আগে তাদের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজে তারা আর যেতে পারে না।

৬) শেষধাপের ভ্রমণকারিরাও কখনো ভ্রমনে যায় না। ফেসবুকে ছবি দেখবে আর কমেন্ট করবে - ভাই কইলেন না, একলাই চলে গেলেন, মনে থাকবো। আবার ভ্রমণের আগে তাদের বললে বলে- ভাই, আমার তালতো ভাইয়ের খালা শ্বশুরের ভাগিনার বিয়ে ওইদিন। আপনে ২দিন আগে বললেও যাইতাম, অথচ তারে বলা হইছে ২ মাস আগে।

06/07/2020

#পতেঙ্গা

05/07/2020

Have you been there?

Always say yes to new adventures❤
05/07/2020

Always say yes to new adventures❤

Which district is more beautiful?
05/07/2020

Which district is more beautiful?

Cloud of Sajek Valley ❤Our aim is to promote beautiful Bangladesh and inspire people to travel.
26/06/2020

Cloud of Sajek Valley ❤
Our aim is to promote beautiful Bangladesh and inspire people to travel.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Check In B A N G L A D E S H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share