Efti Travelling 0.7

  • Home
  • Efti Travelling 0.7

Efti Travelling 0.7 Welcome to my fecbook page

পুরুষের জীবন              লেখা: নিজের বয়স ১৯ খুব একটা বেশি না তারপরেও এই ছোট্ট জীবনে কত কিছু হইতে দেখলাম কত কিছু শিখলাম...
02/01/2024

পুরুষের জীবন
লেখা: নিজের

বয়স ১৯ খুব একটা বেশি না তারপরেও এই ছোট্ট জীবনে কত কিছু হইতে দেখলাম কত কিছু শিখলাম। ছেলে মানুষের জীবন আসলেই অদ্ভুত, তাদের সাথে তাদের কত আপনজন তাদের কত কাছের মানুষ বেইমানি করে চলে দিনের পর দিন।
তাদের জীবনটা আসলেই আজব প্রকৃতির কত মানুষ তাদেরকে কথা দেয় কত কথায় না বলে যে তোমাকে ছাড়া আমি অর্থহীন। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এগুলো আসলে বলার জন্যই বলে,কতশত প্রমিস করা, কত গা ছুয়ে ওয়াদা দেওয়া। কখনো কষ্ট দিব না কিন্তু একটা সময়ে ঠিকই তারা কষ্ট দেয়, ঠিকই তারা ছেড়ে যাই, ঠিকই তারা এগুলা করে ভালো থাকে।

পুরুষ মানুষ সবকিছু সহ্য করতে পারে কিন্তু তার প্রিয় মানুষ তার প্রিয় শখের নারীর বেইমানি কখনো ভুলতে পারে না। সারাটি জীবন তাদের মনের মধ্যে একটি দাগ কেটে থাকে প্রতিটি পদে পদে বলতে থাকে সে আমাকে কষ্ট দিয়ে, সে আমাকে ছেড়ে গিয়ে, ঠিক করেনি।

কোন নারী যদি পুরুষের এই যন্ত্রণা কাছ থেকে উপলব্ধি করে তবে সে কখনো পুরুষকে ছেড়ে যাওয়ার দুঃসাহস দেখাবে না।

"""""""""""" ( ইফতি ) """""""""

06/03/2023

couple Dance2023 03

01/03/2023

24/02/2023

New couple dance 2023 #2023

22/02/2023
19/02/2023
19/02/2023

🤕
★ স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে
স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না ★
😍

17/02/2023

🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়,
তুমি মানুষ কোনো রোবট নও।
পরে যাও ওঠো দৌড়াও,
নিজেকে গড়ে তোলে।

16/02/2023

ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো
★ চেষ্টা ★

12/02/2023

মধ্যবিত্ত ছেলের আর্তনাদ
Writer Hafiz 01

আমার সাদ আছে সাদ্য নাই। দামি জিনিস ঠিকি দেখি দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে। আমি কাঁদিও ভেবে, কেন জানেন? কারণ আমি একজন মধ্যবিত্ত।

09/02/2023

সারাজীবন পাশে থাকার আশ্বাস"

ছেলে. আই এম সরি
মেয়ে. কেন?
ছেলে. না,মানে সেদিন যে আমি বলেছিলাম
মেয়ে. কি কথা বলেছিলে?
ছেলে. যে আমি তোমাকে ভালোবাসি না
মেয়ে. আর এখন কি আমাকে ভালোবাসো?
ছেলে. হুম
মেয়ে. কবে থেকে?
ছেলে. অনেক আগে থেকে।
মেয়ে. আমাকে কষ্ট দিবে?
ছেলে. না
মেয়ে. বকা দিবে?
ছেলে. না
মেয়ে. আমি যা বলবো সব কথা শুনবে?
ছেলে. না
মেয়ে. না?
ছেলে. কারণ তুমি যদি বলোআমাকে, তোমাকে
ভুলে থাকতে সেটা তো আমি পারব না।

06/02/2023

পারস্যের এক প্রতাপশালী সম্রাট ছেলের শিক্ষার জন্যে তিনি একজন শিক্ষক নিয়োগ করলেন। ছেলেটির বয়স তখন অনেক বেড়ে গেছে।

একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে কাছে ডাকলেন। তারপর অকস্মাৎ বিনা কারণে, বিনা দোষে সম্রাটের ছেলেকে ভীষণভাবে শাস্তি দিলেন। অকারণে এই শাস্তি ভোগ করায় সম্রাটের ছেলেটি শিক্ষকের ওপর দারুণভাবে রেগে গেলো। কিন্তু মুখে কিছুই বলতে পারলো না। হাজার হোক শিক্ষক তো!
কিছুদিন যেতে না যেতেই পারস্যের সম্রাট রোগে ভুগে ইন্তেকাল করলেন। পিতার ইন্তেকালের পর পারস্যের সিংহাসনে নতুন সম্রাট হিসেবে বসলো সেই ছেলেটি। সম্রাটের আসনে বসে এবার সে তার শিক্ষককে ডাকালও। যথাসময়ে শিক্ষক দরবারে এসে হাজির হলেন। পারস্যের নতুন সম্রাট তার শিক্ষককে জিজ্ঞেস করলো, আপনি অমুক দিন আমাকে বিনা দোষে, বিনা কারণে শাস্তি দিয়েছিলেন কেন?

সম্রাট অপলকে তাকিয়ে আছে শিক্ষকের দিকে। শিক্ষক বলল, তাতে কি হয়েছে? তাই বলে আপনি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেবেন?

শিক্ষক একটু হাসলেন। তার চোখে-মুখে ভয়ের লেশমাত্র নেই। জবাবে বললেন, হ্যাঁ। আপনাকে সে দিন অন্যায়ভাবে শাস্তি দিয়েছি এই জন্যে যে, আপনি যাতে করে বুঝতে পারেন- বিনা কারণে, বিনা অপরাধে কাউকে শাস্তি দিলে বা কারো ওপর জুলুম করলে তার কতোটা কষ্ট হয়। সেই কষ্টের স্বাদটা সে দিন আমি আপনাকে দিয়েছিলাম যাতে করে আপনি বুঝতে পারেন, মজলুমের কষ্টটা কতো বড় যন্ত্রণাদায়ক । আর সেই বোধ থেকেই যেন আপনি সম্রাট হয়েও কখনো কারো ওপর জুলুম এবং অন্যায়ভাবে শাস্তি না দেন।

শিক্ষকের এই নৈতিক শিক্ষা দেবার অভিনব কৌশল জেনে সম্রাট খুব খুশি হলও এবং শাস্তির পরিবর্তে অনেক মূল্যবান উপটোকন দিয়ে শিক্ষককে অতি সম্মানের সাথে বিদায় জানালো।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Efti Travelling 0.7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share