15/09/2022
বোলপুর শান্তিনিকেতনে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হলো খোয়াইয়ের হাট । এই হাট প্রথমের দিকে শনিবার শুরু হতো এবং রবিবার সকাল পর্যন্ত চালু থাকতো ; সেইজন্য এটি শনিবারের হাট নামেও পরিচিত । বর্তমানে এই হাট প্রাত্যহিক হাটে পরিণত হয়েছে এবং প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভীড়ে হাটে বিকিকিনি ও জমে উঠেছে । কোপাই নদীর তীরে সোনাঝুরি গাছের জঙ্গল ঘেরা প্রান্তরের এই হাটে আপনি পাবেন স্থানীয় হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী । এছাড়া ধামসা মাদলের সুরে আদিবাসী নৃত্যগীত আপনাকে নিয়ে যাবে অন্য জগতে । কোথাও বাউলের গান, কোথাও বাঁশিওয়ালার সুর আপনাকে মোহিত করে দেবে ।
's_Haat is a popular haat at , . Since this haat was held on Saturdays during its inception, it is popularly known as Saturday...