Traveler Hunt Emran

  • Home
  • Traveler Hunt Emran

Traveler Hunt Emran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Traveler Hunt Emran, Tourist Information Center, See my real-time location on Maps: https://maps. app. goo. gl/f8h79uHWX9NVqz7V 6, .

Todays best photo! 🤧🥴
04/06/2024

Todays best photo! 🤧🥴

31/05/2024

যেদিন এই ভার্সিটি থেকে বের হবো, ঐদিন মার্কড সেইফ স্ট্যাটাস দিব 💁.







তেমন কিছু না, মিষ্টি মিষ্টি  কথা বলা মানুষের মন🥱🌚 ゚
30/05/2024

তেমন কিছু না, মিষ্টি মিষ্টি কথা বলা মানুষের মন🥱🌚

আস্তাগফিরুল্লাহ!!ভূমিকম্প টের পেয়েছেন কে কে?!
29/05/2024

আস্তাগফিরুল্লাহ!!

ভূমিকম্প টের পেয়েছেন কে কে?!

29/05/2024

ভেঙে পড়ার কিছু নাই জগতে যা কিছু হারিয়ে যায়.. তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই তা অন্য পথে অন্য রুপে তোমার দরজায়।❤️

29/05/2024

আলহামদুলিল্লাহ ❤️
২৮/০৫/২০২৪খ্রি.
ফিলিস্তিন স্বাধীন দেশের স্বীকৃতি পেয়েছে 🇵🇸

28/05/2024

পোষ্টটি যেহেতু আপনি পড়ছেন তার মানে আপনি আমাদের একজন সম্মানিত এক্টিভ ফলোয়ার জানতে পারি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন

ভাইরাল জায়গায় এখনো কে কে যান নি🥴?!
04/01/2024

ভাইরাল জায়গায় এখনো কে কে যান নি🥴?!

03/12/2023

প্রকৃতির সৌন্দর্য বাড়তে থাকে পাহাড় থেকে 💖🌍।



゚viral

ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র.....🙂🚩
03/12/2023

ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র.....🙂🚩

সমাজ স্বীকৃত একমাত্র নেশার নাম  #ভ্রমণ_____💕😎Maldives
22/11/2023

সমাজ স্বীকৃত একমাত্র নেশার নাম #ভ্রমণ_____💕😎

Maldives




সমাজ স্বীকৃত একমাত্র নেশার নাম  #ভ্রমণ_____💕😎Maldives
20/11/2023

সমাজ স্বীকৃত একমাত্র নেশার নাম #ভ্রমণ_____💕😎

Maldives






10/11/2023
🤎❤️🤎
08/11/2023

🤎❤️🤎

07/11/2023

সততা হচ্ছে এক ধরনের আলো যা মানুষের অন্তরে জ্বলে থাকে।

সুখবর ইন্ডিয়ান ভি.সা আপডেট 🇮🇳🇧🇩ইন্ডিয়ান ভিসা এপয়েন্টমেন্ট ভোগান্তি কমাতে, যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে নতুন ...
10/10/2023

সুখবর ইন্ডিয়ান ভি.সা আপডেট 🇮🇳🇧🇩

ইন্ডিয়ান ভিসা এপয়েন্টমেন্ট ভোগান্তি কমাতে, যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে নতুন করে এগিয়ে দেওয়া হচ্ছে!

আপনার মেসেজ চেক করুন দেখুন নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট এসেছে কিনা?

বর্তমানে ঢাকা যমুনা ফিউচার পার্ক ivac এর অবস্থা!

মেডিকেল ভিসা পেতে সময় লাগতেছে তিন থেকে সাত দিন!

টুরিস্ট ভিসা পেতে সময় লাগতেছে ৭থেকে ২০দিন!

অ্যাপয়েন্টমেন্ট একটু লেট হলেও ভিসা ডেলিভারি খুব দ্রুত দিচ্ছে!
আগামীতে ভিসা পাওয়া যাবে এক সপ্তাহের ভিতর যে কোন টাইপের ভিসা!

যদি এপয়েন্টমেন্ট সল্ট ভোগান্তি টা আরেকটু কমায় তাহলে সেই আগের মত দ্রুত সময়ে ভিসা পাওয়া যাবে!
ইন্ডিয়ান ভিসার ভিতরে নির্ভর করছে ইউরোপ যাত্রীদের ভবিষ্যৎ!

আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া বাংলাদেশ অনারাইবেল ভিসার যে পরিকল্পনাটি করেছে, যদি বাস্তবায়িত হয় দুই দেশের, অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে, ব্যবসা-বাণিজ্য চিকিৎসা ভ্রমণ দুই দেশের নাগরিক ই সুবিধা পাবে!

ভিসা বিষয়ে যেকোন তর্থ্যের জানতে ইনবক্স করুন আশা করি সমাধান করতে পারবো।😊

আপনি যদি আপনার স্থানে আবদ্ধ থাকেন। তাহলে আপনি শুধুমাত্র জীবনের একটি পৃষ্ঠা পড়তে পারবেন। ‌ আর ভ্রমণ করলে পুরো পৃথিবীটাকে...
09/10/2023

আপনি যদি আপনার স্থানে আবদ্ধ থাকেন। তাহলে আপনি শুধুমাত্র জীবনের একটি পৃষ্ঠা পড়তে পারবেন। ‌ আর ভ্রমণ করলে পুরো পৃথিবীটাকে একটি বই স্বরূপ দেখতে পাবেন।

Traveler Hunt Emran

07/10/2023

শেষ টুর কোথায় দিয়েছিলেন_____?? 💖

-

-

-

-

-

-

-

-

📍ভিয়েতনাম  ভ্রমণ 🇻🇳পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনামভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস...
07/10/2023

📍ভিয়েতনাম ভ্রমণ 🇻🇳

পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস্ট থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।

এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই

আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন

https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফি

Single entry 25 USD

Multiple 50 USD (3 Months)

এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে।
সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ডিপেন্ড করে কম বেস হয়।উপরের দেওয়া লিংকটি গভারমেন্ট
ভিত্তিক।

Documents required

1)Passport Scan copy
2)Dgital photo

টিকেট বুকিং লাগবেনা।

Processing time

নরমালি তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন।

e-visar ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।

কেউ যদি Visa sticker/Visa level নিতে চান।

সে ক্ষেত্রে on arrival কাউন্টারে থেকে এক্সট্রা
২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে হবে।

অন্যথা আপনি এই ই ভিসা নিয়েই প্রবেশ করতে পারবেন।

ভ্রমণে প্রথমে তোমাকে নির্বাক করে দেবে, তারপর তোমাকে গল্প বলতে বাধ্য করবে।🍁🍁
06/10/2023

ভ্রমণে প্রথমে তোমাকে নির্বাক করে দেবে,

তারপর তোমাকে গল্প বলতে বাধ্য করবে।🍁🍁

  🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🔛🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩থাইল্যান্ডের নাম শুনে নি এমন মানুস খুব কমই আছে।পৃথিবীর প্রায় সব দেশের পর্যটকরা প্রায় সারাবছর ভিড়...
30/09/2023


🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🔛🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
থাইল্যান্ডের নাম শুনে নি এমন মানুস খুব কমই আছে।
পৃথিবীর প্রায় সব দেশের পর্যটকরা প্রায় সারাবছর ভিড় করে এই দেশে।প্রকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এই দেশে রয়েছে পর্যটকদের জন্য পর্যাপ্ত সেফটি এবং বিনোদনের সকল আয়োজন।

আজকে শেয়রা করবো থাইল্যান্ড ভিসার জন্য যা যা লাগবে 📍থাইল্যান্ড ভিসার প্রয়োজনীয় ডকুমেন্ট🇹🇭
১।ভিসা আবেদন ফর্ম
২।35"x45" ছবি মেটেড পেপার সাদা ব্যাকগ্রাউন্ড
৩।ব্যাংক স্টেটম্যান্ট(৬ মাসের)
৪।ব্যাংক সলভেন্সি
৫।চাকুরীজিবী হলে NOC, ব্যাবসায়ী হলে প্যাড,ভিসিটিং কার্ড,ট্রেড লাইসেন্স(নোটারী)
৬।স্ত্রী সাথে গেলে ম্যারিজ সার্টিফিকিট
৭।ভ্যালিড পাসপোর্ট (৬মাস মেয়াদ থাকতে হবে)
৮।ট্রাভেল আইটিনারি
৯।রিটার্ন এয়ার টিকিট বুকিং

থাইল্যান্ড ভিসা জমা নেয় সায়মন সেন্টার এবং ভিএফএস।
সকল ডকুমেন্ট নিয়ে নির্ধারিত জায়গায় গিয়ে ভিসা ফি ৪৬০০ টাকা দিয়ে জমা দিয়ে অপক্ষা করবেন ৭-১০ কর্মদিবস।বেশিরভাগ ক্ষেত্রে ভিসা অফিস থেকে ফোনে কল দিয়ে তথ্য নেয় তাই এক্টিভ ফোন নাম্বার দিবেন।
নিজের ভিসা নিজে জমা দেয়াই বেস্ট😎

There are few of person who has not heard of Thailand Beauti and entertainment.
Tourists from almost all countries of the world travel to this country almost all year round. Surrounded by natural beauty, this country has sufficient safety and entertainment arrangements for tourists.

Today I am sharing some things you need for Thailand visa. 🇹🇭
📍Required Documentsfor Thailand Visa 🇹🇭
✅ Passport (Minimum 06 Months Valid)
✅ Two Copies of Recent (35"×45") Size Photo MATT Paper with White Background.
✅ Bank Statement (Last 06 Months) with Solvency Certificate.
✅ Trade License with Translation & Notarized (If Business)
✅ Company Pad
✅ NOC Latter & Office ID Card (If Service Holder)
✅ Visiting Card.
✅ Marriage Certificate (For Spouse)
✅ Student ID card/Birth Certificate (For Child/Student)
✅ Processing time (7-10) Working Days

যারা ইন্ডিয়ার বিকল্প হিসেবে নেপালে অবস্থিত ইউরোপের বিভিন্ন দেশের  VFS অথবা এম্বাসিতে ফাইল সাবমিট করতে যাবেন তারা ভুলেও ই...
11/09/2023

যারা ইন্ডিয়ার বিকল্প হিসেবে নেপালে অবস্থিত ইউরোপের বিভিন্ন দেশের VFS অথবা এম্বাসিতে ফাইল সাবমিট করতে যাবেন তারা ভুলেও ইমিগ্রেশন বা কোথাও বলবেন না যে আপনি বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতে এসেছেন তা হলে নেপালের ইমিগ্রেশন আপনাকে রিটার্ন করে দিতে পারে। কারন নেপাল বাংলাদেশীদের জন্য শুধুমাত্র টুরিস্ট ভিসা ইস্যু করে। ২০২৩ সালের আগস্ট মাসের ২৭ তারিখ থেকে নেপাল সরকার ETA (Electronic Travel Authorization) ভিসা চালু করেছে যা ভিসা প্রসেসিং ফি ছাড়াই প্রদান করে। ছয় মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়ে থাকে কিন্তু আপনি নরমালি ৩০ দিনের বেশি অবস্থান করতে পারবেন না আর এর বেশি দিন অবস্থান করতে চাইলে আপনাকে নেপালের ইমিগ্রেশন থেকে মেয়াদ বাড়িয়ে নিতে হবে। যদি নিজে ভিসা প্রসেসিং করতে ঝামেলা মনে করেন তা হলে পাসপোর্ট এক কপি পিকচার আর ন্যাশনাল আইডি কার্ডের কপি শাহাজাদপুর বাশবাড়ি রোডে ভিসা প্রসেস করে এমন কয়েকটি দোকান আছে সে ক্ষেত্রে তারা ১০০০ থেকে ২০০০ টাকা ফি নিবে। আর নিজে করতে চাইলে এপ্লিকেশন ফর্ম, হোটেল রিজার্ভেশন, পিকচার, এয়ার টিকেট, ব্যাবসা করলে ট্রেড লাইসেন্স চাকরি করলে NOC লাগবে ধন্যবাদ।

কালেক্টেড @
💕

এখন থেকে নেপাল ভ্রমনে চালু হলো (ETA) 😊😊
02/09/2023

এখন থেকে নেপাল ভ্রমনে চালু হলো (ETA) 😊😊

পর্যটক ফি অর্ধেক করলো ভুটান,বিস্তারিত কমেন্টে।
29/08/2023

পর্যটক ফি অর্ধেক করলো ভুটান,

বিস্তারিত কমেন্টে।

সৌদিতে ওমরাহ করতে পারবেন এখন সবাই। যেকোনো মূহুর্তে ......☺️
28/08/2023

সৌদিতে ওমরাহ করতে পারবেন এখন সবাই। যেকোনো মূহুর্তে ......☺️

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন। #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূ...
10/08/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।
#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।

ডলার সাশ্রয়ে দেশে সেপ্টেম্বর থেকে টাকা-রুপির ডেবিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কার্ড দিয়ে দেশের ...
19/06/2023

ডলার সাশ্রয়ে দেশে সেপ্টেম্বর থেকে টাকা-রুপির ডেবিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ কার্ড দিয়ে দেশের ভেতরে টাকা দিয়ে কেনাকাটাসহ বিভিন্ন বিল পরিশোধ করা যাবে এবং পাশাপাশি ভারত ভ্রমণের সময় রুপিতে খরচ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

রোববার (১৮ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণার সময় এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

গভর্নর বলেন, 'আমরা টাকার একটি পে-কার্ড চালু করছি। এটাকে ভারতের রুপির সঙ্গে সংযুক্ত করে দেব। এ কার্ড থাকলে গ্রাহকরা বাংলাদেশে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। যেকোনো কেনাকাটা করতে পারবেন। আবার যখন ভারতে যাবেন তখনও এ কার্ড দিয়েই ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার খরচ করতে পারবেন।

'ফলে দুইবার মানি চেঞ্জে যে লস হচ্ছে, তা আর হবে না। অর্থাৎ ভ্রমণে যেতে হলে প্রথমে টাকা থেকে ডলারে কনভার্ট করতে হয়, পরে ভারতে গিয়ে ডলার রুপিতে কনভার্ট করতে হয়। টাকার পে-কার্ড নিলে দুইবার মানি চেঞ্জ করতে হবে না।'

এতে করে কমপক্ষে ৬ শতাংশের মতো খরচ কমবে বলে জানান গভর্নর।

তিনি বলেন, ভারতে প্রতি বছর অনেক বাংলাদেশি পর্যটক ঘুরতে যান। তাদের জন্য এ কার্ড অনেক সুবিধাজনক হবে।

যেসব দেশ থেকে বেশি সংখ্যায় পর্যটক ভারতে গেছে, তার শীর্ষে আছে বাংলাদেশ। ২০১৭ সালে বাংলাদেশ থেকে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন বাংলাদেশি পর্যটক ভিসায় ভারতে গিয়েছিল।

গভর্নর আব্দুর রউফ তালুকদার আরও বলেন, বাংলাদেশ ও ভারত তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেনের একটি অংশ নিজ নিজ মুদ্রায় নিষ্পত্তি করতে একটি চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তির লক্ষ্য ডলারের রিজার্ভের ওপর চাপ কমানো।

তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের রপ্তানি আয় আসে প্রায় ২ বিলিয়ন ডলার; এই পরিমাণ বাণিজ্য লেনদেন রুপিতে নিষ্পত্তি করা হবে।
ধন্যবাদ গ্রুপের সবাইকে।

হ্যাঁ প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি......সত্যি এটা অবিশ্বাস্য!  এই গুগল আর্থ মানচিত্রের সবুজ বিন্দুগুলি সারা বিশ্বের র...
23/04/2023

হ্যাঁ প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি......

সত্যি এটা অবিশ্বাস্য! এই গুগল আর্থ মানচিত্রের সবুজ বিন্দুগুলি সারা বিশ্বের রেডিও স্টেশনগুলিকে উপস্থাপন করে। বিন্দুগুলির যে কোনও একটিতে ক্লিক করুন এবং আপনি তৎক্ষনাৎ খুব ভাল অভ্যর্থনা সহ গান বাজনা শুনতে পাবেন। আপনারা যারা বহুভাষিক তিনি অবশ্যই এটি উপভোগ করবেন।
👉 লিঙ্কটি ক্লিক করুন:

Explore live radio by rotating the globe.

Address

See My Real-time Location On Maps: Https://maps. App. Goo. Gl/f8h79uHWX9NVqz7V 6

3400

Alerts

Be the first to know and let us send you an email when Traveler Hunt Emran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveler Hunt Emran:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share