06/09/2020
#বাংলাদেশ_একটি_ভ্রমণ_সম্ভাবনাময়_দেশ
মন খারাপ থাকলে পাহাড়ের উপর অথবা সমুদ্রের পাড়ে দাঁড়ান, মন ভালো হয়ে যাবে। ভ্রমণ হচ্ছে সাধারণ জ্ঞানের অন্যতম উৎস। হাজার বার শোনার চেয়ে ১ বার দেখা ভালো। ভ্রমণ আপনাকে আঘাত দিতে পারে কিন্তু, একাকীত্ব আপনাকে হত্যা করবে। এসব কথা বিবেচনা করেই আমরা ২ দিনের ভ্রমণে যাচ্ছি কক্সবাজার।
#ভ্রমণ স্থান: কক্সবাজার
#তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২০ ইং, বৃহস্পতিবার।
#যাত্রার স্থান: জিইসি মোর, চট্টগ্রাম। সময়: সন্ধা ৭ টা।
#ফেরার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২০ বেলা ৩ টা।
#ভ্রমণ পরিকল্পনা:
১৭ সেপ্টেম্বর ২০২০ ইং, বৃহস্পতিবার: জিইসি মোর হতে হালকা নাস্তা করে, নন এসি বাসে করে বিখ্যাত নৈসর্গিক সৌন্দর্য্যের উপভোগ করার জন্য কক্সবজারের উদ্দেশ্যে রওনা হবো এবং বাস বিরতিতে ডিনার । নিয়ত আছে রাত ১১.৩০ টার মধ্যে কক্সবাজার পৌঁছে হোটেল চেক ইন (এসিরুম)।
১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার: সাকালে নাস্তা সের দৃষ্টিনন্দন হিমছড়ি ও ইনানী সমুদ্র সৈকত পরিদর্শণ।এ সময়ে হিমছড়ির ঝর্ণাকে অনেক বেশি জীবন্ত ও প্রাণবন্ত বলে মনে হয়। ভঙ্গুর পাহাড় আর ঝর্ণা এখানকার প্রধান আকর্ষণ। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বামদিকে সবুজঘেরা পাহাড় আর ডানদিকে সমুদ্রের নীল জলরাশি মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে। হিমছড়িতে পাহাড়ের চূড়ায় একটি রিসোর্ট আছে যেখান থেকে সাগরের দৃশ্য অপার্থিব মনে হয়। আর এর ভিউটা এতো এতো সুন্দর লাগে সত্যি অতুলনীয়। অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ সমুদ্র এক নজরে দেখা যায়। হিমছড়ির প্রধান আকর্ষণ এখানকার ক্রিসমাস ট্রি। সৈকত সংলগ্ন আকর্ষণীয় এলাকাগুলোর মধ্যে রয়েছে ইনানী সমুদ্র সৈকত যা হিমছড়ির উপর দিয়ে যেতে হয়। পরিষ্কার পানি ও বড় বড় পাথর, প্রবালের জন্য জায়গাটি পর্যটকদের কাছে সমুদ্রস্নানের জন্য উৎকৃষ্ট বলে বিবেচিত (আপনারা চাইলে এখানে পরিষ্কার টলটলে পানিতে সমুদ্রস্নান করতে পারবেন)।(যারা জুম্মার নামাজ পড়তে চান সমুদ্র সৈকতের পাশেই মসজিত আছে, নামাজ সেড়ে নিতে পারবেন)
কলাতলীতে দুপুরের খাবার শেষ করে বেলা ৩ টার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় পযর্টন কেন্দ্র কক্সবাজার ভ্রমণ এবং বিকালে সূর্যাস্থ উপভোগ করা।
১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার : সাকালে নাস্তা সেরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দর্শণের উদ্দেশ্যে রওনা, সমুদ্রস্নান, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং দুপুরে খাবার সেরে ফ্রেস হবার জন্য হোটেলে আগমন।
কলাতলীতে দুপুরের খাবার শেষ করে বেলা ৩ টার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় পযর্টন কেন্দ্র কক্সবাজার ভ্রমণের সমাপ্তি।
২ দিন ২ রাত ভ্রমণের জন্য জন প্রতি ৫০০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিন বেলা খাবার, হোটেল ও বাস ভাড়া।
কেউ যদি Sea pearl water park swimming pool গোসল করতে চান তাহলে 550/= টাকা আলাদাভাবে দিতে হবে। (Optional)
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন।
Afsana Akter-01676772909
#ভ্রমণের খরচঃ ৫,০০০ টাকা। বুকিং ফিঃ ১৫০০ টাকা বিকাশ নম্বর ঃ #রাহাদ 01676772909 or 01913213822 (bKash personal)