21/03/2021
মালদ্বীপ ভ্রমণ টিপস-
👉 মালদ্বীপে যেতে হলে আগে থেকে ভিসা নেওয়ার দরকার হয় না, এখানে ৩০ দিন মেয়াদের অন এ্যারাইভাল ভিসা পাওয়া যায়।
👉 জব করলে NOC, বিজনেস করলে ট্রেড লাইসেন্স ও স্টুডেন্ট হলে আইডি কার্ড ও দরকারি কাগজের ফটোকপি সঙ্গে রাখতে হবে।
👉 জানুয়ারী থেকে মার্চ এই তিন মাস মালদ্বীপ যাওয়ার জন্য উপযুক্ত সময়। তবে অফ সিজনে গেলে খরচ কম হবে।
👉 বিমানের টিকিটের ক্ষেত্রে ১-২মাস আগে বুকিং দেওয়ার চেষ্টা করুন তাতে বিমানের টিকেট কম মূল্যে পাওয়া যাবে।
👉 মালদ্বীপ যেতে হলে শ্রীলঙ্কা হয়ে যেতে হয়। তাই সময় থাকলে শ্রীলঙ্কা ঘুরে তারপর মালদ্বীপ গেলে দুটো দেশই ঘোরা হয়ে যাবে।
👉 টুরিস্ট সিজনে মালে আইল্যান্ডে ঘুরতে হলে আগে থেকেই হোটেল বুকিং দেওয়া ভালো, তাতে খরচ কম হবার সাথে সাথে শেষ সময়ের বাড়তি ঝামেলাও এড়ানো যায়।
👉 মালদ্বীপের ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে বিভিন্ন হোটেল বা রিসোর্ট বুকিং দিলে কিছু স্পেশাল অফার পাওয়া যায়।
👉 মালে আইল্যান্ড হেঁটে দেখার জন্য কম হিলের হাটার মতো স্যান্ডেল বা জুতা সাথে নিবেন।
👉 ঢাকা থেকে পৌঁছাতে রাত হয়ে যাবার কারনে রাতে মালে থাকার জন্য যে কোনো কম খরচের হোটেলে থাকার চেষ্টা করুন যদি পরের দিন অন্য কোন আইল্যান্ডে যেতে চান।
👉 বিলাসবহুল দেশ হিসেবে পরিচিত হলেও একটু বুদ্ধি করে যাতায়াত সহ শপিং খরচ কম করলে টাকা সাশ্রয় হবার সাথে সাথে ভালো ভাবে ঘোরা যাবে।
👉 মালদ্বীপের মালের কিছু রিসোর্টে-ডে ট্রিপেরও ব্যবস্থা করে থাকে তাই রিসোর্ট ভাড়ার সাথে ট্রিপের প্যাকেজ নিলে খরচ কমের মধ্যে হয়ে যাবে।
👉 এখানে স্কুবা ডাইভিং না জানলে তার কোর্স করার ব্যবস্থা আছে।
👉 রিসোর্টে থাকলে খাবার খরচ প্যাকেজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। আর বাইরে খেলে মেন্যু বার থেকে লোকাল খাবার বেছে খাবেন, এখানে লোকাল খাবারের দাম কম।
👉 এখানকার অধিকাংশ ক্যাফে এলকোহল মুক্ত।
যোগাযোগের ঠিকানা:
সিলভার স্কাই হলিডেইজ
লেভেল: ২, ব্লক: সি, শপ নং: ০৪৩এ
যমুনা ফিউচার পার্ক, বারিধারা
ঢাকা- ১২১৩।
Mobile + WhatsApp : 01705476093, 01705476095, 01705476096
Web: www.silverskyholidays.com