গয়না - A Floating Paradise of Tangua

  • Home
  • গয়না - A Floating Paradise of Tangua

গয়না - A Floating Paradise of Tangua Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গয়না - A Floating Paradise of Tangua, Boat Tour Agency, .

04/03/2024

এগিয়ে চলেছে গয়না - A Floating Paradise of Tangua এর কাজ।
হাওড়ে এবার নতুন কিছু নিয়ে হাজির হতে যাচ্ছি আমরা।

এগিয়ে চলেছে আমাদের প্রিমিয়াম হাউজবোট গয়না - A Floating Paradise of Tangua  এর। ইনশাআল্লাহ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আম...
29/02/2024

এগিয়ে চলেছে আমাদের প্রিমিয়াম হাউজবোট গয়না - A Floating Paradise of Tangua এর।
ইনশাআল্লাহ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা সার্ভিসে এসে পরবো।

27/02/2024

শুরু হয়ে গিয়েছে আমাদের প্রিমিয়াম হাউজবোট গয়না - A Floating Paradise of Tangua এর কাজ।
৯১ ফিট লম্বা এবং ২২ ফিট প্রস্থের বিশাল বড় হাউজবোট নিয়ে আসছি আমরা।

27/02/2024

শুরু হয়ে গিয়েছে আমাদের প্রিমিয়াম হাউজবোট গয়না - A Floating Paradise of Tangua এর কাজ।
আজকে মিলাদ এবং দুয়া মাহফিল এর মাধ্যমে বোটের কাজের উদ্বোধন করা হয়েছে।

ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে আমাদের প্রিমিয়াম হাউজবোট এর কাজ।এখন থেকে নিওমিত পেজ থেকে বোটের আপডেট পেতে থাকবেন।ভালো কিছুর প...
07/02/2024

ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে আমাদের প্রিমিয়াম হাউজবোট এর কাজ।
এখন থেকে নিওমিত পেজ থেকে বোটের আপডেট পেতে থাকবেন।
ভালো কিছুর প্রত্যাশা নিয়ে আসবো আমরা।

Shout out to my newest followers! Excited to have you onboard! Tanjid Hossain, Eamamul Komol
21/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Tanjid Hossain, Eamamul Komol

কর্মনিষ্ঠতা,আত্মবিশ্বাস ও প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে গয়না - A Floating Paradise of Tangua  এর কাজ।সবার দো...
21/01/2024

কর্মনিষ্ঠতা,আত্মবিশ্বাস ও প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে গয়না - A Floating Paradise of Tangua এর কাজ।
সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

14/01/2024

ইনশাল্লাহ খুব দ্রুত ভালো কোন কিছু হতে যাচ্ছে।

24/05/2022

বিশাল এলাকাজুড়ে টকটকে লাল রঙের শিমুল ফুলের বাগান। বড় বড় শিমুল গাছ যেন বসন্তে পূর্ণযৌবণা হয়ে ওঠে। বসন্ত আসতেই গাছে শিমুল ফুল ফুটতে শুরু করে। উপর থেকে দেখলে মনে হবে লাল চাদর ছড়িয়ে রাখা হয়েছে মাটিতে।

লাল টকটকে শিমুল ফুলের সৌন্দর্য দেখতে তাই তো দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় জমায় দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে। বলছি সুনামগঞ্জের শিমুল বাগানের কথা। এটি ১০০ বিঘারও বেশি জায়গাজুড়ে অবস্থিত।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও এলাকায় এই শিমুল বাগানের অবস্থান। যাদুকাটা নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এই বাগানই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান বলে পরিচিত।
তবে হ্যা এই সময় বর্ষা সীজনে শিমুল বাগানে শিমুল ফুল থাকে না । শুধু চির যৌবনা সবুজ পাতায় ভরপুর গাছ গুলো দেখে মনে হয় এ যেন আরেক সবুজের সমারোহ । এ সময়ে শিমুল বাগান এক অন্য রকম আকর্ষন ।

ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান। শিমুল বাগান ভ্রমণে গিয়ে চারপাশের এসব সৌন্দর্যও উপভোগ করতে পারবেন ।

টাংগুয়ার হাওড় ভ্রমনের এটিও একটি উল্লেখ যোগ্য ভ্রমন স্পট ! যা প্যাকেজ এর মধ্যেই থাকে ।

ভিডিও ক্লিপস এ দেখে নিন ২০ মে ২০২২ শিমুল বাগান এর অবস্থা !

মে মাসের শেষ এই সপ্তাহে ও জুন মাসে যাদের বোট লাগবে তারা দ্রুত যোগাযোগ করে বুকিং করে নিন । বেশ চাপ যাবে সামনের মাস এ। এছাড়া আমাদের নিজস্ব ইভেন্ট ও রয়েছে ।

#শিমুল_বাগান !

আমাদের হাওড়েরর অন্যতম হ্যাপি ক্লাইন্ড 😎
01/05/2022

আমাদের হাওড়েরর অন্যতম হ্যাপি ক্লাইন্ড 😎

হাওড়ে আপনার পরিবার নিয়ে ঘুরতে যাবার জন্য অন্যতম মাধ্যম হতে পারে আমাদের ক্লাসিক বোট জলকিশতি। যেখানে আপনি পাবেন আরামদায়ক ব...
30/04/2022

হাওড়ে আপনার পরিবার নিয়ে ঘুরতে যাবার জন্য অন্যতম মাধ্যম হতে পারে আমাদের ক্লাসিক বোট জলকিশতি।
যেখানে আপনি পাবেন আরামদায়ক বিছানা, সুস্বাদু খাবার, প্রশিক্ষিত স্টাফ, হাই কমোড- লো কমোড,সব সাইট ভিউ ফ্যাসিলিটি।
ছবিটি জলকিশতি বোট থেকে তোলা।
হাওড়ে আমাদের বুকিং শুরু শুরু হয়ে গিয়েছে।
বিস্তারিত জানতে কল করুন
০১৬১১৪৪০৪০৪
অথবা
পেজের ইনবক্সে নক করুন।

এগুলাকে বলে হাওড়ের খানা দানা।এবার রেডি তো আপনারা হাওড়ে এরকম খানা দানার জন্য। ৩৮০০টাকার ইভেন্ট আসছে হাওড়ে ইদের পরে।সাথে থ...
29/04/2022

এগুলাকে বলে হাওড়ের খানা দানা।এবার রেডি তো আপনারা হাওড়ে এরকম খানা দানার জন্য।
৩৮০০টাকার ইভেন্ট আসছে হাওড়ে ইদের পরে।সাথে থাকবে ভরপুর খাওয়া। খাবেন আর ঘুরবেন।

হাওড়ে বুকিং শুরু হয়ে গিয়েছে। এবার সিজনে আমাদের জলকিশতি আপনাদের সব টুকু দিতে প্রস্তুত।
29/04/2022

হাওড়ে বুকিং শুরু হয়ে গিয়েছে।
এবার সিজনে আমাদের জলকিশতি আপনাদের সব টুকু দিতে প্রস্তুত।

যে গরম পরেছে তাতে হাওড় ট্রিপে এভাবে পানিতে ডুব দেয়ার সময় হয়েছে।এদিকে আমাদের বোটের বুকিং শুরু হয়ে গিয়েছে। বুকিং সংক্রান্ত...
27/04/2022

যে গরম পরেছে তাতে হাওড় ট্রিপে এভাবে পানিতে ডুব দেয়ার সময় হয়েছে।
এদিকে আমাদের বোটের বুকিং শুরু হয়ে গিয়েছে।
বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন
পেজের ইনবক্সে
অথবা কল করুন
০১৬১১৪৪০৪০৪
০১৭২৭২৮১৯০৪

27/04/2022
জলকিশতি তে এভাবেই হয়েছে আমাদের ইফতারি। হাওড়ের মনমুগ্ধ প্রকৃতি উপভোগ করতে আপনাকে অবশ্যই হাওড়ে আসতে হবে।আমাদের বুকিং শুরু ...
26/04/2022

জলকিশতি তে এভাবেই হয়েছে আমাদের ইফতারি।
হাওড়ের মনমুগ্ধ প্রকৃতি উপভোগ করতে আপনাকে অবশ্যই হাওড়ে আসতে হবে।
আমাদের বুকিং শুরু হয়ে গিয়েছে।
এছাড়া কাস্টমাইজড ট্যুর এরেঞ্জ করে থাকি আমরা।

এবার হাওড়ে এমন রুপ উপভোগ করতে আপনাকে অবশ্যই যেতে হবে জলকিশতি এর সাথে।এই ছবিটি গেলো সপ্তাহের। আমাদের বুকিং শুরু হয়ে গিয়েছ...
26/04/2022

এবার হাওড়ে এমন রুপ উপভোগ করতে আপনাকে অবশ্যই যেতে হবে জলকিশতি এর সাথে।
এই ছবিটি গেলো সপ্তাহের।
আমাদের বুকিং শুরু হয়ে গিয়েছে।

জলকিশতি উড়নচণ্ডী এর নিজস্ব ক্লাসিক বোটএখানে আপনি পাবেন এক সাথে ১৮জন থাকার সুবিধা। ★মানে ১৮ জন একদম হেসে খেলে থাকতে পারবে...
24/04/2022

জলকিশতি
উড়নচণ্ডী এর নিজস্ব ক্লাসিক বোট
এখানে আপনি পাবেন এক সাথে ১৮জন থাকার সুবিধা।
★মানে ১৮ জন একদম হেসে খেলে থাকতে পারবেন, সর্বোচ্চ ২২জন থাকা যাবে।
★এছাড়া রয়েছে বোট এর পক্ষ থেকে ৬ ঘন্টা জেনারেটর ব্যাকআপ।
★১০টা চার্জিং পয়েন্ট।
★৪৫ ওয়াট ক্ষমতা সম্পন্ন ৫টা ফ্যান
৪ টা এডজাস্ট ১ টা প্লাগ সিস্টেম
★২০টা লাইফ জ্যাকেট
১টা বয়া
★আগুন নির্বাপক যন্ত্র
★সার্বক্ষনিক পানির ব্যাবস্থা
★সকাল বিকাল বোট এর পক্ষ থেকে রঙ চা এর ব্যাবস্থা
★দক্ষ মাঝি এবং প্রশিক্ষিত গাইড
★বোট এর ভিতরের উচ্চতা প্রায় সাড়ে ৪ ফিট, যার জন্য আপনি আরামে ভিতরে বসতে এবং চলাফেরা করতে পারবেন।
এছাড়া ভিতরে প্রস্থ সাড়ে ১২ফিট প্রায়
★হাই কমোড এবং লো কমোড সুবিধা।
★ফাস্ট এইড বক্স
★লকার সিস্টেম
★আয়না
আরও বিস্তারিত সহ আজকের ভিতর জলকিশতি এর নিজস্ব পেজ এ বিস্তারিত পেয়ে যাবেন।
বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ
০১৭২৭২৮১৯০৪
নম্বরে

23/04/2022
23/04/2022
 #জলকিশতি তে যা যা থাকছেঃ ★১৮-২০ জনের রিল্যাক্স ভাবে ঘুমানোর ব্যবস্থা। এটাকে নিজেরা চাইলে ২০ থেকে ২২ জন পর্যন্ত করা যাবে...
23/04/2022

#জলকিশতি তে যা যা থাকছেঃ

★১৮-২০ জনের রিল্যাক্স ভাবে ঘুমানোর ব্যবস্থা। এটাকে নিজেরা চাইলে ২০ থেকে ২২ জন পর্যন্ত করা যাবে।

★নৌকায় মেয়েদের জন্য ৬ ফুট উচ্চতার একটি #চেঞ্জিং_রুম করা হয়েছে,যেখানে আরাম করে দাঁড়িয়ে চেঞ্জ করা যাবে।
★বোট এর ভিতরের উচ্চতা সাড়ে৪ ফিট এবং প্রস্থ সাড়ে ১২ফিট। যার ফলে আপনার ভিতরে বসতে সমস্যা হবে না এবং দুই পাশে পা সোজা হয়ে শুতে পারবেন।

★একটি হাই কমোড ওয়াশরুম ও একটি লো কোমড ওয়াশরুম দেওয়া হয়েছে।

★নৌকার উপরে প্লাস্টিকের ঘাসের কার্পেট দেওয়া হয়েছে যাতে উপরে খালি পায়ে হাটার সময় পায়ে গরম না লাগে। যত গরম ই হোক উপরে বসে সবাই চিল করতে পারবেন(বৃষ্টি, খাবার এর সময় ও সন্ধার পর কার্পেট টি উঠিয়ে রাখতে হবে),ঘাসের কার্পেটের উপরে সিগারেট খাওয়া যাবেনা ও জুতা নিয়ে উঠা যাবেনা।

★নৌকার ভিতরে #বিশাল_একটা_আয়না দেওয়া হয়েছে,যেখানে বসে মেকাপ করতে পারবেন,আপু টুরিস্ট দের কথা চিন্তা করেই এই আয়না টি দেওয়া হয়েছে।

★হাওড়ে মোবাইল চার্জ টা একটা গুরুত্বপূর্ণ বিষয়,সোলার দিয়ে মোবাইল ফুল চার্জ করতে করতে ট্যুরের সময় চলে যায় ও সোলার এর ফ্যান ঠিক মত বাতাস দেয়না,,তাই সব চিন্তা মাথায় রেখে ৩ কিলোওয়াটের একটি ব্রান্ড নিউ #জেনারেটর দেওয়া হয়েছে, জেনারেটর চলাকালীন সময়ে শব্দ হলেও ঘুম ও মোবাইল চার্জ টা আরামে দেওয়া যাবে।
জেনারেটর এর ভাইব্রেট কম হওয়ার জন্য জেনারেটর এর নিচে লোহার ফ্রেম করা হয়েছে।

#বিঃদ্র - জলকিশতি কতৃপক্ষ থেকে ৫ থেকে ৬ ঘন্টা চলার মত জেনারেটর রে ডিজেল দেয়া হবে,বাকি ডিজেল ক্লায়েন্ট তার চাহিদা মত কিনে নিবে,তবে দুই ঘন্টা পরপর জেনারেটর এক ঘন্টা র জন্য অফ রাখতে হবে।

★নৌকা তে ৫ টি ফ্যান ৪৫ওয়াট ও ৬ টি লাইট ও ১০ টি মোবাইল চার্জ দেওয়ার ব্যাবস্থা রয়েছে, এবং রাতে উপরে খাওয়া দাওয়া করার জন্য ১০০ওয়াট এর হ্যালুজিন এল ই ডি লাইট রয়েছে।

★ছাদের উপরে দুই দিকে আলাদা বসার যায়গা রয়েছে।

★নৌকায় অভিজ্ঞ বাবুর্চি ও অভিজ্ঞ মাঝি থাকবে।

★রান্না এবং খাবারের সকল সরঞ্জাম যেমন ২০ জনের জন্য হাড়ি-পাতিল, চুলা, প্লেট, বোল-বাটি, গ্লাস, সব থাকবে নৌকায়।

★রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ও থাকবে।

★সময় কাটানোর জন্য প্লেয়িং কার্ড, লুডু ও দাবার বোর্ড আছে।

★মেঘালয়ের পাহাড় দেখার জন্য ১ টা দুরবীন আছে।

★হাওড়ের গোসল শেষ করে নৌকায় উঠার জন্য নরমালি সবাই গাছের গুড়ি ও ছোট ছোট ভাড়ার নৌকা ইউজ করে, কিন্তু আমাদের জলকিশতিতে তে মেয়ে ও বয়স্কদের কথা মাথায় রেখে লোহার সিড়ি দেওয়া হয়েছে,,যেটা ব্যবহার করলে একটা সুইমিংপুল সুইমিংপুল ফিল পাবেন,এবং কোন নৌকায় উঠা নামার সময় কোন প্রকার ব্যাথা পাবেন না।

★নৌকা তে ২০ জনের জন্য লাইফ জ্যাকেট থাকবে, সাথে একটি বয়া।

★নৌকার ছাদে রোদ না লাগার জন্য সামিয়ানা থাকবে।

#বুকিং_রেন্ট -

নরমালি নৌকার রেন্ট এর সময় হল প্রথম দিন সকাল থেকে দ্বিতীয় দিন বিকেল পর্যন্ত হয়।

★তাহিরপুর টু তাহিরপুর - (শুক্রুবার ও শনিবার) - ২০০০০/-
★সপ্তাহের মাঝখানে তাহিরপুর টু তাহিরপুর - ১৭০০০/-
★ডে ট্যুরের জন্য - ১৩০০০/-

স্পট -
★টাঙ্গুয়ার হাওড়
★ওয়াচ টাওয়ার
★টেকেরঘাট
★নিলাদ্রি লেক
★যাদুকাটা নদি
★বারিক্কা টিলা
★শিমুল বাগান(যদি নদির স্রোত বেশি থাকে তাহলে নৌকা যাদুকাটা যাবেনা)।

এই রেট এর মধ্যে একমাত্র খাবার ছাড়া সব পাবেন।

#জলকিশতির- কোন ম্যানেজার না নেওয়া পর্যন্ত বুকিং এর জন্য আপাতত আমার নাম্বার ই থাকছে - +8801611440404,01727281904

আর যারা একাউন্টে বুকিং মানি পাঠাবেন তাদের জন্য -

Tauhidul islam
Sonali Bank
Dhaka University corporate branch
ACC- 4405701025689

বিঃদ্রঃ - এই প্রজেক্টটি উড়নচণ্ডী এর একটি সিস্টার কন্সার্ন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when গয়না - A Floating Paradise of Tangua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গয়না - A Floating Paradise of Tangua:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share