Nasimul Haramain Hajj Kafela

  • Home
  • Nasimul Haramain Hajj Kafela

Nasimul Haramain Hajj Kafela Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nasimul Haramain Hajj Kafela, Travel Company, .

24/03/2023
07/07/2022
আজ ২৯ জুন সন্ধ্যায়সৌদি আরবের আকাশে জিলহজ্জ-১৪৪৩ হিজরী মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ পহেলা জিলহজ...
29/06/2022

আজ ২৯ জুন সন্ধ্যায়
সৌদি আরবের আকাশে জিলহজ্জ-১৪৪৩ হিজরী মাসের চাঁদ দেখা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ পহেলা জিলহজ্জ।

৮ জুলাই পবিত্র আরাফাহ দিবস
৯ জুলাই পবিত্র ঈদুল আজহা

06/03/2022

🇸🇦_ব্রেকিং_নিউজ
আলহামদুলিল্লাহ সৌদি আরব। আজ থেকে করোনকালীন সব বাধ্যতামূলক নিয়ম শিথিল করা হচ্ছে -
১. বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া হচ্ছে।
২. সৌদি আসা-যাওয়া যাত্রীদের জন্য আর পিসিআর টেস্টের বাধ্যকতা থাকছে না।
৩.🕋 মক্কা,🕌 মদিনা এবং সব মসজিদে দূরত্ব রেখে দাঁড়ানোর নিয়ম শিথিল করা হয়েছে
দূরত্ব বজায়ে দাঁড়াতে না হলেও মসজিদে মাস্ক পরিধান করতে উৎসাহিত করা হচ্ছে এখনও।
৪. সব দেশের নাগরিক এবং সবধরনের ফ্লাইট সৌদি আরবের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
সূত্র : সৌদি প্রেস এজেন্সি!

02/12/2021

ব্রেকিং নিউজ।
আলহামদুলিল্লাহ…
একদিন আগে সৌদিআরবে প্রথম ‘ওমিক্রন’ আক্রান্ত পাওয়ার খবরে বাইতুল্লাহ গমনেচ্ছু কোটি কোটি মুসলিম উদ্বেগ বোধ করছেন। না জানি আবার লকডাউন আসে।
আলহামদুলিল্লাহ গেল রাতে সৌদি স্বাস্থবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে : ইনশাআল্লাহ আমরা আর লকডাউনে ফিরব না।’
আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মহামারি উঠিয়ে নেন এবং তাঁর ঘর আমাদের সবার জন্য উন্মুক্ত রাখেন।

27/11/2021

ব্রেকিং নিউজ
আলহামদুলিল্লাহ

'ওমরাহের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি : হজ মন্ত্রণালয়'

গেল বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়, ওমরাহের জন্য বয়সের সীমা ১৮-৫০ এর মধ্যে হতে হবে। সংবাদ প্রকাশের পর পঞ্চাশোর্ধ্ব ওমরাহ করতে আগ্রহী আল্লাহপ্রেমী চরমভাবে আশাহত হন।

সেই পরিপ্রেক্ষিতে আজ সৌদি হজ মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৮ ঊর্ধ্ব যেকোনো বয়সী লোক ওমরাহ করতে পারবেন। ঊর্ধ্ব বয়স বেঁধে দেওয়ার সংবাদটি সঠিক নয়।

আশা করি এর মাধ্যমে এ বিষয়ে সবধরনের ধোঁয়াশা কেটে যাবে।

04/11/2021

#হজ্ব_ও_উমরাহ_বুকিং_চলছে.....

আগামী ২৪ নভেম্বর ২০২১ তারিখে আমাদের উমরাহ কাফেলা মক্কাপানে ছুটবে ইনশাআল্লাহ।

♦সম্পূর্ণ উমরাহ প্যাকেজ মূল্যঃ ১,৪৫,০০০/-

♦প্যাকেজের অন্তর্ভূক্ত সুবিধাসমূহঃ

১। ১৫ দিনের প্যাকেজ। (মক্কায় ৮ দিন, মদিনায় ৬ দিন)।
২। সরাসরি ফ্লাইট। চট্টগ্রাম টু জেদ্দা, মদিনা টু চট্টগ্রাম।
৩। উন্নত মানের খাবার ও নাস্তার ব্যবস্থা।
৪। মক্কা নদিনা যিয়ারাহ।
৫। হেলথ ইন্সুইরেন্স।
৬। সৌদিতে পিসিআর টেস্ট।
৭। উমরাহ ভিসা (ইন্সুরেন্স সহ)
৮। অভিজ্ঞ ওলামায়ে কেরামের গাইডলাইন।
৯। অতি স্বল্প দূরত্বে হোটেল সুবিধা।
১০। ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা।

♦এবছরের বর্তমান উমরাহ নীতিমালার কিছু অংশ-
➡️ ১৮ বছরের নিচে কেউ উমরাহ করতে যেতে পারবে না।
➡️ অনুমোদিত ভ্যাক্সিনসমূহ- মর্ডানা, ফাইজার, এস্ট্রোজ্যানকা, জনসন।
➡️ ২য় ডোজ ভ্যাক্সিন গ্রহণের ১৪ দিন পর ট্রাভেল করা যাবে।
➡️ এক রুমে সর্বোচ্চ ২ জন আবাসন।
➡️ একটি বাসে সর্বোচ্চ ৩৫ জন যাত্রী থাকবে।
➡️ মোবাইলে তাওয়াক্কালনা এবং ইতমারনা নামে দুটি এপস ইন্সটল রাখতে হবে, যার মাধ্যমে বিভিন্ন উমরাহ কার্যক্রমের বুকিং দিতে হয়। (এ ব্যাপারে এজেন্সী যথেষ্ট সহযোগিতা করবে)
➡️ পাসপোর্টের মেয়াদ ৭-৮ মাস থাকতে হবে।

(হজ্বের প্রাক নিবন্ধন চলছে)

♦সার্বিক সহযোগীতায়ঃ
নাসীমুল হারামাইন হজ্জ কাফেলা।
01818953682
01811673547
01834037563

✅অফিসঃ
তাজ ভবন, ৪র্থ তলা, বহদ্দারহাট, চট্টগ্রাম।

আপনিও আমাদের এই বরকতি উমরাহ কাফেলায় সফর সঙ্গী হতে পারেন।

🕋ওমরাহ বুকিং চলছে।ফ্লাইট ৩১ অক্টোবর ২০২১ ১৫ দিনের  ওমরা গ্রুপ প্যাকেজ।প্যাকেজে অন্তর্ভুক্ত :* ওমরা ভিসা(মোফা)* সৌদি বা ব...
23/10/2021

🕋ওমরাহ বুকিং চলছে।

ফ্লাইট ৩১ অক্টোবর ২০২১

১৫ দিনের ওমরা গ্রুপ প্যাকেজ।

প্যাকেজে অন্তর্ভুক্ত :
* ওমরা ভিসা(মোফা)
* সৌদি বা বিমান বাংলাদেশের এয়ার টিকেট।
* আধুনিক ও নিকটবর্তি হোটেল সুবিধা।
* যিয়ারাহ।
* তিন বেলা খাবার সুবিধা।
* ট্রান্সপোর্ট সুবিধা।
* অভিজ্ঞতা সম্পন্ন গাইড।
* কোয়ালিটি ম্যান্টেইন।

সব ধরনের সহযোগিতায় নাসীমুল হারামাইন হজ্জ কাফেলা আপনাদের সাথে আছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

☎️ 01816- 000849
☎️ 01774-701320

অফিসঃ তাজ ভবন, ৪র্থ তলা, বহদ্দারহাট, চট্টগ্রাম।

17/10/2021

আলহামদুলিল্লাহ।
দীর্ঘ দের বছর পর পবিত্র মক্কা ও মদীনার হারামাইন শরীফাইনে সামাজিক দুরত্বের নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।

গতকাল রাত পবিত্র কাবা ঘরের সামনের বেষ্টনী ব্যারিকেট সরানো হলো,
আজ থেকে হাজীরা আগের মতো, ওমরা ও তাওয়াফ করতে পারবে।

🕋 সামাজিক দূরত্বের সমাপ্তি ঘটল আজ।স্বাভাবিকিকরণের পথে আরেকধাপ এগুলো পবিত্র কা’বা।মাসজিদুল হারামের অভ্যন্তরে দীর্ঘ দের বছ...
17/10/2021

🕋 সামাজিক দূরত্বের সমাপ্তি ঘটল আজ।

স্বাভাবিকিকরণের পথে আরেকধাপ এগুলো পবিত্র কা’বা।
মাসজিদুল হারামের অভ্যন্তরে দীর্ঘ দের বছর যাবত আরোপিত বিধি নিষেধ গুলো পূর্বের ন্যায় স্বাভাবিক করে ফেলা হয়েছে।

বায়তুল্লাহর পাশে থাকা সাদা ব্যারিকেট গুলো সরিয়ে ফেলা হয়েছে। তুলে ফেলা হয়েছে বাইতুল্লাহর মাত্বাফে তাওয়াফের জায়গাগুলোতে লাগানো সামাজিক দূরত্বের সকল প্রকার স্টিকার, মাসজিদুল হারামের প্রতিটি ফ্লোরে এবং ছাদের উপরে নামাজের স্থানগুলোতে লাগানো সকল প্রকারের স্টিকার গুলোও উঠিয়ে ফেলা হয়েছে।
আজ ফযরের পর থেকে আর থাকছে না সামাজিক দূরত্ব।
একই সাথে ওমরাহ গমনে ইচ্ছুকদেট জন্যও পথ প্রসস্ত হল।

সুখবর!  সুখবর!   সুখবর!চট্টগ্রামে 'মাআলা মুস্তফা' দাওয়াহ সংস্করণ(প্রতি কপি ১০০৳) পাওয়া যাচ্ছে 'নাসীমুল হারামাইন হজ্জ কাফ...
08/12/2020

সুখবর! সুখবর! সুখবর!

চট্টগ্রামে 'মাআলা মুস্তফা' দাওয়াহ সংস্করণ(প্রতি কপি ১০০৳) পাওয়া যাচ্ছে 'নাসীমুল হারামাইন হজ্জ কাফেলা'র অফিসে।

ফুরিয়ে যাওয়ার আগেই নিজের কপি সংগ্রহ নিশ্চিত করুন।

যোগাযোগঃ
নাসীমুল হারামাইন হজ কাফেলা, তাজভবন ৪র্থ তলা (হোটেল জামানের বিপরীতে) বহদ্দারহাট, চট্টগ্রাম।

📲 01774-701320
📲 01817-249595
📲 01811-673547
📲 01834-037563
📲 01818-953682

বি. দ্রঃ অনুবাদকের অনুদিত আরো দু'টি চমৎকার বই 'বিজয়ী কাফেলা' ও 'কীর্তিমানদের ছেলেবেলা' ও সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।

14/11/2020

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

হারামাইন এর সুবাতাস ছড়িয়ে দিতে আপনাদের পাশে আছে-
'নাসীমুল হারামাইন হজ্জ কাফেলা'

২০২০ সালে আন্তর্জাতিকভাবে হজ্জ স্থগিত হওয়ায় আগামী কয়েক বছর হজ্জে অংশগ্রহনের সুযোগ পাওয়া খুবই প্রতিযোগীতামূলক হবে। ২০২২ সাল অথবা পরবর্তী বছরগুলোর জন্য হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম চলছে। ২০২২ সাল অথবা পরবর্তী বছরগুলোতে হজ করতে ইচ্ছুক আপনাদের আত্মীয় স্বজন, সহকর্মী ও পরিচিতদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে অতিসত্ত্বর যোগাযোগ করুন।

🕋 নাসীমুল হারামাইন হজ্জ কাফেলা

তাজ ভবন ৪র্থ তলা(হোটেল জামানের বিপরীতে) বহদ্দারহাট, চট্টগ্রাম।
যোগাযোগ নাম্বারঃ
📱01774 70 13 20

📱01811 67 35 47

📱 01818 95 36 82

📱01817 24 95 95

06/11/2020

আওয়ার ইসলাম: আট মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে পবিত্র ও্মরা চালুর তৃতীয় ধাপে ১৩টি দেশের যাত্রীরা যাওয়া শুরু করেছ...

সাশ্রয়ী মূল্যে আভ্যন্তরীণ টিকেট  বুকিং চলছে!
27/10/2020

সাশ্রয়ী মূল্যে আভ্যন্তরীণ টিকেট বুকিং চলছে!

আভ্যন্তরীণ ও যে কোন দেশের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আজই যোগাযোগ করুন।
21/10/2020

আভ্যন্তরীণ ও যে কোন দেশের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আজই যোগাযোগ করুন।

সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তা'য়ালা তাঁর মাধ্যমে দেশ ও জাতিকে আরো বেশি বেশি ...
06/10/2020

সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তা'য়ালা তাঁর মাধ্যমে দেশ ও জাতিকে আরো বেশি বেশি উপকৃত করুন।

আলহামদুলিল্লাহ! দীর্ঘ সাত মাস পর গতকাল থেকে সীমিত পরিসরে, সামাজিক দূরত্ব বজায় রেখে উমরাহ চালু হয়েছে।রাব্বুল কা'বা দ্রুত ...
05/10/2020

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ সাত মাস পর গতকাল থেকে সীমিত পরিসরে, সামাজিক দূরত্ব বজায় রেখে উমরাহ চালু হয়েছে।

রাব্বুল কা'বা দ্রুত বিশ্ব মুসলিমের জন্য কা'বার দ্বার কে উন্মুক্ত করে দিন।

আলহামদুলিল্লাহ!
16/09/2020

আলহামদুলিল্লাহ!

মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পবিত্র ওমরাহ অবশেষে সীমিত পর্যায়ে চালু হচ্ছে। তবে প্রথমেই সৌদি .....

যদি সম্ভব হয় আগামীকাল শনিবার ও রবিবার (৯,১০) অথবা রবি ও সোমবার(১০,১১) মুহাররম রোযা রাখতে পারেন। ইন শা আল্লাহ! অনেক সওয়াব...
28/08/2020

যদি সম্ভব হয় আগামীকাল শনিবার ও রবিবার (৯,১০) অথবা রবি ও সোমবার(১০,১১) মুহাররম রোযা রাখতে পারেন।
ইন শা আল্লাহ! অনেক সওয়াবের অধিকারী হবেন।

মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে আজকে ঈদ সেখানে অবস্থানরত প্রবাসী ভাইদের  জানাই 'পবিত্র ঈদুল আযহার' শুভেচ্ছা। تقبل الله منا ومنكم...
30/07/2020

মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে আজকে ঈদ সেখানে অবস্থানরত প্রবাসী ভাইদের জানাই 'পবিত্র ঈদুল আযহার' শুভেচ্ছা।
تقبل الله منا ومنكم صالح الأعمال

30/07/2020

🛕 *إنه يوم عرفة*🛕

📍وهو ليس يوما لتنظيف البيوت
📍ولا يوما للتسوّق ،
📍ولا يوما للنوم
📍ولا يوما للراحة

◼️إنّه يوم شرّفه الله
◼️إنّه يوم عظّمه الله
◼️إنَه يوم يباهي الله فيه بأهل عرفة أهل السماء
◼️إنّه يوم العتق من النيران
◼️إنّه يوم الطاعة والاجتهاد في العبادة
◼️وأفضل الدعاء ،، *دعاء يوم عرفة* .

🌴فاجتهد ألا يخلو نَفَسٌ من أنفاسِكَ إلا في عمل طاعة أو قربة تتقرب بها ، فإنها لو كانت معك جوهرة من جواهر الدنيا لساءك ذهابها ،
‼️فكيف تضيِّع أفضل أيام الدُّنيا ..

🔹إذا كانت ليلة القدر مجهولة‼️
🌱 *فأن يوم عرفة معلوم* 🌱
📕وإذا كانت ليلة القدر تتنزل فيها الملائكة .
☝🏻 *فإن الله ينزل يوم عرفة* ☝🏻
📑فاغتنموا الفرصة الفرصة 📑
💎واجتهدوا ما استطعتم 💎

📗📕📘📗📕📘📗📘📗📕
🗓️ *جدول مقترح في يوم عرفه أرسلوه لمحبيكم وهو يوم واحد في السنة* 🗓️

1⃣-نم ليلة عرفة مبكراً لتتقوى على طاعة الله ..

2⃣-قم قبل الفجر لتتسحر بنية صوم هذا اليوم .

3⃣-ثم صل ركعتين أو أربعًا على الأقل ثم أوتر وادع ربك وأنت ساجد بخيري الدنيا والآخرة واحمده أنه بلغك يوما تتنزل فيه الرحمات والمغفرة 🍁..

4⃣-قبل الفجر فرغ وقتاً للاستغفار حتى تكتب عند الله من المستغفرين بالأسحار◼️ .

5⃣-استعد لصلاة الفجر قبل الأذان بخمس دقائق واستشعر أن ذنوبك تخرج مع آخر قطرة أثناء الوضوء ..

6⃣-ثم قل دعاء ما بعد الوضوء..

7⃣-صل الفجر ثم ابدأ التكبير بعد السلام مباشرة .. وأكمل أذكار ما بعد الصلاة

8⃣-اجلس في مصلاك إلى ما بعد الشروق بـ15 دقيقة ..

9⃣-أنت الآن في مصلاك حتى الشروق تقرأ القرآن وتسبح وتهلل وتحمد الله ولاتنس أذكار الصباح ..

0⃣1⃣-بعد شروق الشمس وارتفاعها صل ركعتي الشروق لتكتب لك أجر حجة وعمرة تامة تامة تامة مع رسول الله صلى الله عليه وسلم وإياك أن تضيعها ..

1⃣1⃣-أنت الآن مخير إن استطعت ألا تنام اليوم تماما فلا تضيع ثانية واحدة إلا وأنت في ذكر ودعاء وكن على يقين بالإجابة ..

◼️أو تنام ساعة تنوي بها أن تتقوى على طاعة الله..

3⃣1⃣-ثم تقوم من النوم فتتوضأ وتصلي (4) ركعات على الأقل صلاة الضحى وتنوع في الطاعات حتى لا تمل .. 📕 *تكبير، ذكر، تلاوة،*📕

📑 *وأكثر من قول* :: لاإله الا الله وحده لاشريك له الملك وله الحمد وهو على كل شئ قدير ..

4⃣1⃣-صل قبل الظهر أربعاً ثم صل الظهر مع الجماعة ثم صل بعده ركعتين وكبر وسبح واقرأ شيئا من القرآن ..

6⃣1⃣-صل قبل العصر أربعاً ثم صل العصر مع الجماعة وكبر ثم اقرأ أذكار المساء..

7⃣1⃣-اقرأ القرآن الكريم أو كبر و سبح واذكر الله إلى ما قبل المغرب بساعة تقريبا .
💎 *ثم*💎
📗 *ابدأ الدعاء بخشوع واذكر وقوفك أمام الله ولا تنس الدعاء لإخوانك المسلمين في كل مكان ..*

8⃣1⃣-ادع الله ألا تغرب شمس عرفة إلا وأنت من عتقائه من النار ..

🤲🏻 *نسأل الله أن يوفقنا جميعا لصالح الأعمال ونسأل الله لنا ولكم القبول وجعلني الله وإياكم من عتقائه من النار ومن المقبولين* .
📗 *ذكر بها أهل بيتك وأصدقاءك* 📗
🔹وتذكر *(الدال على الخير كفاعله )*.‏اسعد الله صباحكم في هذا اليوم المبارك هذا اليوم يباه الله به عباده.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasimul Haramain Hajj Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasimul Haramain Hajj Kafela:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share