07/11/2021
হাস্থানগড় প্যাকেজ ট্যুরঃ ( ২ দিন ১ রাত )
এস এ জাহিদ সরকার। 01882 400 600
সকাল ৯ টায় বগুড়া শহর থেকে আমাদের গাড়ি মহাস্থানগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।প্রতি বছর মহাস্থানগড় ভ্রমনে পর্যটকদের অধিক উৎসাহের কারনে মহাস্থানগড় অতিরিক্ত লোকের সমাগম ঘটে,তাই ভ্রমনের নুন্যতম ২/৩ সপ্তাহ পুর্বে বুকিং করলে ভালো হয় । তাই পুর্বেই আপনার নির্ধারিত তারিখ অনুযায়ী বুকিং দিন। সম্পুর্ন সাস্থবিধি মেনে এই ট্যুর পরিচালনা করা হয়।
–
ফোনে/অনলাইনে বা সরাসরি যে ভাবেই যেখানেই বুকিং দিন, বুকিং এর পুর্বে ভালোভাবে খোঁজ নিয়ে, বিস্তারিত ভালো করে জেনে তারপর বুকিং কনফর্ম করুন।কারন কথা বা জানার ক্ষেত্রে কোন গ্যাপ থাকলে যেমন আপনার ভ্রমণের আনন্দটাই নষ্ট হবে,আবার ঠিক তেমনি আমাদেরও সুনাম নষ্ট হতে পারে। যা আমাদের কারোই কাম্য নয়।
একটি সুন্দর ভ্রমন হোক আপনার জীবনের সুন্দর সৃতি।ধন্যবাদ আপনাকে।
–
❑ #ভ্রমন খরচঃ ( ২ দিন ১ রাত )
——————————————-
আমাদের ভ্রমণ খরচ গাড়ি ও সেবার মান ভেদে ৫০০০/- থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত রয়েছে।
★ ইকোনমিঃ ৫০০০/-
★ ইকোনমি স্টান্ডার্ডঃ ৬,৫০০/-
★ স্টান্ডার্ডঃ ৭,৫০০/-(৩* হোটেল এ থাকা)
★ ডিলাক্সঃ ৮,৫০০/- থেকে ৯০০০/-(৪* হোটেল এ থাকা)
★ প্লাটিনামঃ ১০,০০০/- (৫* হোটেল এ থাকা)
–
❑ ভ্রমনের তারিখ সমুহঃ ( ২ দিন ১ রাত )
————————————————-
নোটঃ প্রতি সাপ্তাহে আমাদের প্যাকেজ রয়েছে। (এছাড়াও যেকোনো দিন আমরা গ্রুপ ট্যুর ও কর্পোরেট ট্যুর করে থাকি)
আগামী ভ্রমন সিডিউলঃ ( বগুড়া সদর টু মহাস্থানগড় )
–
নিন্মোক্ত সিডিউলে নিয়মিত প্যাকেজ রয়েছেঃ-
–
❑ ডিসেম্বর ২০২১
★ ০১,০২,০৩ ডিসেম্বর (সাপ্তাহিক ছুটি )
★ ০৮.০৯,১০ ডিসেম্বর (সাপ্তাহিক ছুটি )
★ ১২,১৩,১৪ ডিসেম্বর (সাপ্তাহিক ছুটি )
★ ১৫,১৬,১৭ ডিসেম্বর (সাপ্তাহিক ছুটি )
★ ২২,২৩,২৪ ডিসেম্বর (সাপ্তাহিক ছুটি )
★ ২৯,৩০,৩১ ডিসেম্বর (সাপ্তাহিক ছুটি )
❑ জানুয়ারি ২০২২
★ ০১,০২,০৩ জানুয়ারি (সাপ্তাহিক ছুটি )
★ ০৮.০৯,১০ জানুয়ারি (সাপ্তাহিক ছুটি )
★ ১২,১৩,১৪ জানুয়ারি (সাপ্তাহিক ছুটি )
★ ১৫,১৬,১৭ জানুয়ারি (সাপ্তাহিক ছুটি )
★ ২২,২৩,২৪ জানুয়ারি (সাপ্তাহিক ছুটি )
★ ২৯,৩০,৩১ জানুয়ারি (সাপ্তাহিক ছুটি )
–
❑ ফেব্রুয়ারী ২০২২
★ ০৫,০৬,০৭ ফেব্রুয়ারী (সাপ্তাহিক ছুটি )
★ ১২,১৩,১৪ ফেব্রুয়ারী (সাপ্তাহিক ছুটি )
★ ১৯,২০,২১ ফেব্রুয়ারী (সাপ্তাহিক ছুটি )
★ ২২,২৩,২৪ ফেব্রুয়ারী (সাপ্তাহিক ছুটি )
★ ২৬,২৭,২৮ ফেব্রুয়ারী (সাপ্তাহিক ছুটি )
–
❑ মার্চ ২০২২
★ ০৫,০৬,০৭ মার্চ (সাপ্তাহিক ছুটি )
★ ১২,১৩,১৪ মার্চ (সাপ্তাহিক ছুটি )
★ ১৯,২০,২১ মার্চ (সাপ্তাহিক ছুটি )
★ ২২,২৩,২৪ মার্চ (সাপ্তাহিক ছুটি )
★ ২৬,২৭,২৮ মার্চ (সাপ্তাহিক ছুটি )
–
বগুড়া সদর থেকে যাত্রা শুরুঃ
গাড়ী ছাড়ার সময়ঃ সকাল ৯ টা
গাড়ী ছাড়ার স্থানঃ হোটেলের সামনে হতে।
–
❑ এই ভ্রমন প্যাকেজে যা থাকছেঃ
————————————-
বগুড়া সদর -মহাস্থানগড়- ভ্রমন। ( A/C – Non A/C গাড়ী )
তিন বেলার খাবার ( ৩ দিন ১ রাত )।
বিকালে নাস্তা।
দুপুর ১২ টায় আবার নাস্তা।
সফট ড্রিংকস,ফল ইত্যাদী।
চা-কফি (Available)।
বার-বি-কিউ পার্টি।
স্পট পরিদর্শন।
স্পটের এন্ট্রি ফি।
দক্ষ গাইড।
ক্যাটারিং সুবিধা।
❑ এই ভ্রমনে প্যাকেজে যা থাকছে নাঃ
—————————————
বাসে যাত্রা বিরতিতে খাবার।
ব্যাক্তিগত খরচ।
লন্ড্রী খরচ।
ফরেনারদের ক্ষেত্রে অতিরিক্ত ভ্রমন ট্যাক্স
( ফরেষ্ট রেভিনিউ ) টাকা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি এমন খরচ।
বুকিং এর জন্য কল করুনঃ এস এ জাহিদ সরকার 01717201518
❑ পরিদর্শেনের স্থানঃ
——————————-
বিহার ধাপ।
মহাস্থানগড়।
পরশুরাম এর প্রাসাদ।
মানকালীর কুন্ড(জীয়ন্ত কুপ)।
গোকুল মেধ (বেহুলার বাসরঘর)
ভাসু বিহার ।
ভীমের জাঙ্গল ।
প্রেম যমুনা ঘট।
মম ইন বিনোদন পার্ক।
❑ শিশু পলিসিঃ
————————-
৩ বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রী, ৩+ থেকে ৭ বছর পর্যন্ত ৫০% খরচ বহন করতে হবে, সেক্ষেত্রে বাচ্চারা অভিভাবকদের সাথে সকল কিছু শেয়ার করবে।
❑ খাবারঃ
—————–
ওয়েলকাম ড্রিংকস সহ তিন বেলা ডবল মেন্যুর খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস, বিকালে নাস্তা সহ প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার স্বাদ। আরও থাকছে চা/ কফির ব্যাবস্থা। মহাস্থান এর "কটকটি" বগুড়ার দই।
–
নোটঃ খাবারের মেন্যু জানতে বা মহাস্থানগড়ের,হোটেল রুমের ছবি দেখতে কেউ আগ্রহী থাকলে,তবে আপনার ইমেইল আইডি আমাদের ইনবক্সে বা কমেন্টস বক্সে সেন্ড করুন,আমরা আপনাকে খাবারের মেন্যু ও মহাস্থানগড়ের ছবি সহ আরো বিস্তারিত আপনার ইমেইলে পাঠাবো।খাবারের মেন্যু বা হোটেল রুমের ছবি আগে থেকে দেখা বা জানা থাকলে ভ্রমনের সময় আমাদের সার্ভিসের সাথে মিলিয়ে নিতে পারবেন।
❑ নিরাপত্তাঃ
—————-
★সার্কের সাংস্কৃতিক রাজধানী হওয়ায় এবং টুরিস্ট পুলিশ থাকায় নিরাপত্তার অভাব নাই। বিধায় এই ভ্রমন ১০০% নিরাপদ।
★ টুরিস্ট পুলিশ ও আনসার বাহিনি থাকে বিধায় এই ভ্রমন ১০০% নিরাপদ।
★ সুদক্ষ গাইড ও ফরেষ্টের নির্দেশনা থাকার কারনে আকর্ষনীয় ও নিরাপদ স্থান সমুহে গমন করা যায়।
★ আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে যে কোন দুর্ঘটনায় টুরিস্ট পুলিশ বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়।
★ নিরাপত্তা ও হসপিটালিটির কারনে মহাস্থানগর ট্যুরিজম এ প্রচুর মাহিলা ট্যুরিষ্ট ভ্রমন করেন।
–
বগুড়া জেলা ভ্রমন এ – আমাদের ট্যুরিজম দিচ্ছে সবচাইতে কম খরচে ভ্রমনের নিশ্চয়তা।
–
আমাদের এই ভ্রমন প্যাকেজে এই প্যাকেজ মূল্যের বাইরে কোন প্রকার সার্ভিস চার্জ / হিডেন চার্জ নাই।
–
বিশেষ কিছু কথাঃ
——————————–
আমাদের কাছে সকল অতিথির মর্যাদাই সমান। আমরা পূর্ণ আন্তরিকতা দিয়ে অতিথিদের সেবা করতে চেষ্টা করি এবং কথা রাখতেও আমরা চেষ্টা করি।
আমরা কেবল উন্নত, উদার মানুসিকতা সম্পন্ন ও পর্যটনবান্ধব অতিথিই প্রত্যাশা করি। একটি গ্রুপ ট্যুরে একে অপরকে আপন ভাবার প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ।
খাবারের মেন্যু পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার ক্ষমতা টিম লিডারের থাকবে।
খাবারের মেন্যু নির্ধারণ করতে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত।
খাবারের সম
You sent
খাবারের মেন্যু নির্ধারণ করতে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত।
খাবারের সমালোচনা না করে পরামর্শ কাম্য।
ভ্রমন চলাকালীন যেকোন সমস্যা হতে পারে। তা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।
যেকোন সমস্যা অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন।
সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করতে হবে।
কোন ভাবেই অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন,লেনদেন করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বা কাজ করা যাবে না।
সকল সমস্যা শান্তিপূর্ন ভাবে মিটানোর চেষ্টা থাকতে হবে।
ভ্রমনের সময় ব্যাগ বা মালামাল নিজ দায়িত্বে রাখবেন, মালামাল হারালে বা খোয়া গেলে এর দায় ভার আপনাকেই নিতে হবে।
কোন প্রকার মাদক এর সাথে সম্পৃক্ত থাকা যাবে না বা বহন করা যাবেনা।
ধুমপায়ীগন অধুমপায়ীদের থেকে নির্দিষ্ট দূরত্বে থেকে ধুমপান করবেন।
অসুস্থ / মহিলা / বাচ্চাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার মন মানসিকতা রাখবেন।
নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
–
দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটির বা যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে ভ্রমন বাতিল বা উঠতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের খরচ বা নতুন টিকেট ক্রয় /তারিখ পরিবর্তন খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গ্রাহককে বহন করতে হবে।
ফোনে/অনলাইনে বা সরাসরি যে ভাবেই যেখানেই বুকিং দিন, বুকিং এর পুর্বে ভালোভাবে খোঁজ নিয়ে, বিস্তারিত ভালো করে জেনে তারপর বুকিং কনফর্ম করুন।কারন কথা বা জানার ক্ষেত্রে কোন গ্যাপ থাকলে যেমন আপনার ভ্রমণের আনন্দটাই নষ্ট হবে,আবার ঠিক তেমনি আমাদেরও সুনাম নষ্ট হতে পারে। যা আমাদের কারোই কাম্য নয়।
একটি সুন্দর ভ্রমন হোক আপনার জীবনের সুন্দর সৃতি।তাই ভ্রমনের পুর্বে বিস্তারিত জানতে আমাদের প্রতিষ্ঠানে এক কাপ চায়ের আমন্ত্রণ রইলো। ধন্যবাদ আপনাকে।