নরসিংদী ট্রাভেলস। Narsingdi Travels

  • Home
  • নরসিংদী ট্রাভেলস। Narsingdi Travels

নরসিংদী ট্রাভেলস। Narsingdi Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নরসিংদী ট্রাভেলস। Narsingdi Travels, Tour Agency, .

28/12/2022

উদ্বোধনের আগেই স্বপ্নে মেট্রোরেল ভ্রমণ 🚄🚄🚆🚆

24/07/2022

ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া ৯০০ টাকা। রাতের বাসে উঠবেন সকালে আপনাকে নামিয়ে দিবে কক্সবাজার ।

১ম দিন :
১. সকালে বাস থেকে নেমে সুগন্ধা পয়েন্টে চলে যাবেন । সেখানে অনেক হোটেল পাবেন । আপনি ১টা কাপল বেডের রুম ৮০০-১০০০ টাকায় ভালভাবেই পাবেন ।
২ রাতের জন্য একসাথে রুম নিয়ে নিবেন। ধরেন ২ হাজার টাকা যাবে হোটেল খরচে ।

২. ফ্রেশ হয়ে হালকা রেস্ট নিয়ে নাস্তা করে নিবেন । সুগন্ধা পয়েন্টে অনেক রেস্টুরেন্ট পাবেন । নাস্তা করে বিচে চলে যাবেন । সুগন্ধা বিচে । হালকা কিছুক্ষন ঘুরে রোমে এসে রেস্ট নিয়ে নিবেন দুপর পর্যন্ত । দুপরের পরে বিচে গিয়ে গা ভিজিয়ে আসতে পারেন । আর দুপরের খাবার টা সুগন্ধা পয়েন্টেরেই কোন রেস্টুরেন্ট এ খান । খাবার খাওয়ার আগে অবশ্য দাম জেনে নিবেন । আর মাছের ভর্তা ট্রাই করবেন ।

৩. বিকালে রেস্ট নিয়ে সন্ধ্যার কলাতলির দিকে বিচে গিয়ে সূর্যাস্ত দেখে আসুন । রাতে বিচে হাটাহাটি করে নিবেন ।

২য় দিন :

১. ৮-৯ টার দিকে ঘুম থেকে উঠে ্ফ্রেশ হয়ে নাস্তা করে ডলফিন মুড়ে চলে যাবেন । ডলফিন মুড় থেকে ইজি বাইক বা সিএনজি পাবেন । লোকালে চলে যবেন হিমছড়ি ভাড়া নিবে ৪০-৫০ টাকার মত পার পার্সন । হিমছড়ি তে ঘুরে সব দেখে নিচে এসে এই রোটের দারালে সিএনজি বা এজি বাইক বা যে ট্রান্সপোর্টেই পান সেটা দিয়ে ইনানি পর্যন্ত যাবেন । যাওয়ার রোট টাই মেরিন ড্রাইভ রোট । এই রোট দেখতে দেখতে যাবেন । কোথাও ভালো লাগলে নেম পরবেন । পরে সেখানে ঘুরে আবার রাস্তাই এসে সেখান থেকে আবার ট্রান্সপোর্ট পাবেন । ইনানি পর্যন্ত যাবেন । ইনানি বিচ টা সুন্দর সেখানে ঘুরে বিকালের দিকে আস্তে আস্তে ব্যাক করেন ।

২. কক্সবাজার এসে রোমে গিয়ে ফ্রেশ হবেন। সেখানেই দুপরের খাবার খাবেন । রেস্ট নিয়ে সূর্যাস্ত দেখে আসুন । আর রাতে আপনাদের মত করে কাটান

৩য় দিন :

এই দিন চাইলে আপনারা কক্সবাজারেই কাটাতে পারেন । যদি কক্সবাজারে কাটান তাহলে তহ আর প্লান লাগবে না । নরমালি কাটান আর যদি সে দিন বান্দরবান ও একটু ফিল নিয়ে আসতে চান তাহলে প্লান

১. সকালে ৮ টার দিকে মনে হয় প্রথম ট্রিপ কক্সবাজার থেকে বান্দরবন যায় পূরবি নামের বাস পাবেন । ভাড়া পার পার্সন ২৫০ টাকা নিবে ।
২.বাস বান্দরবন ঢুকার আধা ঘন্টার মত আগে বা বাস উঠার সময় ড্রাইভার বা সার্ভিসে যে থাকে তাকে বলে রাখবেন যেনো আপনাদের কে বান্দরবন না নিয়ে বান্দর যাওয়ার আগে মেঘলা পর্যটক কেন্দ্র এর সামনে নামিয়ে দিতে । মেঘলা পর্যটন এর সামনে নেম ঢুকার এন্ট্রি ফি দিয়ে ভেতরে বিকালের আগ পর্যন্ত ঘুরে নিবেন ।

৪. এইখানে ঘুরা শেষ করে পর্যটন কেন্দ্রের বাহিরে এসে অনেক সিএনজি পাবেন । প্রথমে আলাপ করে নিবেন যে লোকালে নিলাচল যাবে কিনা গেলে পার পার্সন ৫০ টাকা করে নিলাচল যেতে পারবেন। আর না হলে ২ জনে রিজার্ভ নিয়ে নিবেন ভাড়া পরবে ২৫০-৩০০ টাকা । নিলাচল সন্ধ্যা পর্যন্ত ঘুরুন। সন্ধ্যার দিকে নিলাচল থেকে বের হয়ে অনেক সিএনজি পাবেন । লোকাল পেলে আবার ৫০ টাকায় আর না হলে রিজার্ভ ২০০-২৫০ টাকায় বান্দরবন শহরে চলে আসবেন । এই ২ টা পর্যটন বান্দরবন ঢুকার আগে পরেছে । আপনি যদি বান্দরবন প্রথমে গিয়ে আবার সেখান থেকে এইগুলা দেখতে আসেন তাহলে ১২০০-১৮০০ টাকা চলে যাবে । আর আমার দেয়া প্লানে গেলে ৪/৫ শত তে হয়ে যাবে ।

বান্দরবন বাস স্টেশন থেকে শ্যামলি বাস পাবেন ।শ্যামলি বাসে রাতে ঢাকা ব্যাক করুন ।

09/05/2022

Mountain

06/05/2022
06/05/2022

ইন্ডিয়ান বিজনেস ভিসার প্রয়োজনীয় কাগজপত্র -

১. ফর্ম
২. এন আই ডি কপি
৩. বিদুৎ বিলের কপি
৪. কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট
৫. পারসনাল ব্যাংক স্টেটমেন্ট
৬. ইন্ডিয়ান ইনভাইটেশন লেটার
৭. কভার লেটার
৮.স্যালারি সার্টিফিকেট
৯. এন ও সি (৮/৯ যদি জব করেন)
১০. ট্রেড লাইসেন্স
১১. টিন,
১২. ভেট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট

এভাবে ক্রমনুসারে ফাইল সাজাবেন

05/05/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নরসিংদী ট্রাভেলস। Narsingdi Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share