Travel Spots

Travel Spots Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel Spots, Travel Company, .

24/09/2021

কিভাবে সুন্দর SEO করবেন?

আসসালামু আলাইকুম! কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদেরকে অন পেইজ এস ই ও কি ? (On Page SEO) এই বিষয় নিয়ে আলোচনা করব।

প্রথমেই বলি যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে, এস ই ও কি ? এস.ই.ও কত প্রকার ও কি কি ? এস ই ও কিভাবে কাজ করে ? অন পেজ এস ই ও কি ? ইত্যাদি নিয়ে প্রশ্ন করেন।

তারা আমার এই অন পেইজ এস ই ও কি ? (On Page SEO) টিউটরিয়ালটি পড়েন। অনেক কিছু বুঝতে পারবেন।

চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

অন পেইজ এস ই ও কি ? (On Page SEO)
অন পেইজ এস ই ও হল আপনার ওয়েভসাইটের ভিতরের কাজ। অর্থ্যাৎ আপনার ওয়েভসাইটের ভিতরে যা যা করবেন তাই অন পেইজ এস ই ও এর অন্তর্ভক্ত।

অন পেইজ এস ই ও অনেক অনেক ভাবে করা হয়ে থাকে। আমি আজ এখানে মুল মুল বিষয় গুলো নিয়ে আলোচনা করছি।

অন পেইজ এস ই ও তে কি কি (On Page SEO) কাজ আছে ?
অন পেইজ এস ই ও তে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে।

এই বিষয় জনালেই আপনি বুঝতে পারবেন যে, অন পেইজ এস ই ও কি ? কিভাবে অন পেইজ এস ই ও করবেন।

Site –Structure কি ?
Site –Structure হল আপনি যে সাইটের এস ই ও করবেন তার একটা ওভারভিও। আপনার সাইটের মোট কতটি ব্যাকলিংক আছে। কি কি কী-ওয়ার্ড এর জন্য আপনার সাইটটি রেংক করতেছে।

সাইটের ডি এ ও পি এ কত? এই বিষয় গুলো আপনাকে জানতে হবে।

Permalink Structure কি ?
যখনই কোন একটা সাইটের পোস্টে আমরা ভিজিট করি, তখন আমাদের ব্রাউজারের Address বারে মূল সাইটের Address এর সাথে পোস্ট এর টাইটেলের কিছু অংশ দেখা যায়, এটাই Permalink

3. Title Optimization কি ?
আপনার সাইটে যে পোস্ট গুলো করেন তার যে একটা টাইটেল থাকে, এই টাইটেলটিকে এস ই ও এর জন্য ভাল ভাবে Optimization করাই হল Title Optimization

Use of visual media post কি ?
visual media হল ভাল ভাল ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদির ব্যবহার। এই visual media গুলো আপনি যত বেশি ব্যবহার করবেন, আপনার সাইট তত ভাল ভাবে রেংক করবে।

আমার সাইটে আপনারা খেয়াল করছেন যে আমি আমরা ওয়েভসাইটের প্রতিটা পোস্টেই ইমেজ, ভিডিও ইত্যাদির ব্যবহার করেছি।

5.Regular Content কি ?
Regular Content কী-ওয়ার্ড রিসার্জ করে ভাল ভাল আর্টিকেল নিয়মিত পাবলিশ করা আপনি ওয়েভসাইট করে আজ ১০ টি আর্টিকেল দিলেন এর পর ৩ মাস আর কোন খবর নাই আবার ৩ মাস পরে এসে আরও ১০ আর্টিকেল দিলেন তাহলে আপনার সাইটের এস ই ও হবে না।

কেননা সার্চ ইঞ্জিন গুলো এটা পছন্দ করে না। যে ওয়েভসাইট নিয়মিত হালনাগাদ করা হয় সার্চ ইঞ্জিন সেই ওয়েভ সাইট গুলোকেই রেঙ্ক করে থাকে। তাই রেঙ্ক পেতে চাইলে নিয়মিত আর্টিকেল পোস্ট করতে হবে।

External linkin কি ?
External linking হল আপনার সাইটের ভিতরে আপনার নিশ রিলেটেড সাইটের লিংক দেয়া। এ সম্পর্কে আপাতত এত টুকুই জানেন। External linking পরে আরও বিস্তারিত আলোচনা করব।

Keyword Dropping কি ?
Keyword Dropping হল আপনি যে কী-ওয়ার্ড এর জন্য সার্চ ইঞ্জিনে রেঙ্ক করতে চান সেই কী-ওয়ার্ড গুলোকে ঠিক ভাবে আপনারা আর্টিকেলে দিয়াই হল Keyword Dropping । আশা করি বুঝতে পারছেন।

LSI কি ?

এবারের বিষয় হল LSI আগেই জেনে নেন যে

LSI কি ?

LSI হল Latent Semantic Indexing

সহজ ভাবে বলতে গেলে আপনি গুগুলে যখন কোন কিছু লিখে সার্চ দেন তখন দেখবেন যে গুগুল নিচের দিকে কিছু সাজেশন দেয়। এই সাজেশনের ওয়ার্ড গুলোকেই Latent Semantic Indexing বলে।

এই কী-ওয়ার্ড গুলোকে ব্যবহার করাকেই LSI এর ব্যবহার বলে। পরে আরও বিস্তরিত বলব।

ALT Tag কি ?

এবারের বিষয় হল ALT Tag

ALT Tag হল Alternative Tag. আপনি আপনার ওয়েভসাইটে যে ছবি গুলো দেন সেখানে ALT Tag নামে যে অপশন আছে, তাকেই ALT Tag বলে। অন পেইজ এস ই ও এর জন্য ALT Tag এর ব্যবহার আজকের দিনে অনেক জরুরী।

10. Loading Speed কি ?
Loading Speed হল আপনার ওয়েভসাইটে যখন কোন ভিজিটর আসবে, তখন আপনার সাইটা কত তাড়াতাড়ি লোড হবে। যদি আপনার সাইটটি তাড়াতাড়ি লোড না হয়।

তাহলে আপনি কোন ভিজিটর আশা করতে পারেন না।

কেননা আপনার সাইটের লোডিং স্পিড ভাল্ না থাকলে, আপনার সাইট লোড না হওয়ার করণে আপনার সাইটের ভিজিটর হারাবেন। আশা করি ভাল ভাবে বুঝতে পারছেন।

অন পেইজ এস ই ও কি

Enable Social Share কি ?
Enable Social Share হল আপনার সাইট থেকে Social Media তে আর্টিকেল গুলো কে পোস্ট করার জন্য সোশ্যাল বাটন এড করা।

কেননা আপনার আর্টিকেলটি যদি ভাল লাগে তাহলে ভিজিটাররা নিয়মিত আপনার আর্টিকেল গুলোকে Social Share এর মাধ্যমে আপনার সাইটের ভিজিটর বাড়বে।এটাই হল Enable Social Share

Responsiveness কি ?
Responsiveness হল আপনার সাইটি মোবাইল, ট্যাব, ইত্যাদি সব ডিভাইসে ভাল লোড হওয়া। যদি ভাল ভাবে আপনার সাইটটি লোড না হয়, তাহলে আপনার সাইটিতে ভিজিটররা আসলেও তার অবস্থায় করবে না।

কেননা আপনার সাইটে তারা আসলেও পড়তে সমস্যায় পড়বে। তাই তারা চলে যাবে। তাই আপনার সাইট কে সব ডিভাইস Responsiveness করাই হল Responsiveness

Internal linking কি ?
Internal linking হল আপনার ওয়েভসাইটের একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেল কে লিংক দেয়া। এই কাজটির অনেক গুরুত্ব আছে।

আপনি যদি উইকিপিডিয়া ওয়েভসাইটে ভিজিট করেন, তাহলে দেখবেন যে সেখানে অনেক অনেক Internal linking করা আছে।

এই কারণেই এই ওয়েভসাইটে এত এত ভিজিটর। তাই আপনার সাইটের ভিজিটর বেশি পেতে হলে বেশি বেশি Internal linking করুন।

SSL কি ?
SSL হল secure sockets layer

সহজ কথায় বলতে গেলে আপনার সাইটে কোন ধরণের হ্যাকিং রিলেটেড কোন কিছু আছে কিনা তা যাচাই করে একটা সার্টিফিকেড দেয়াই হল secure sockets layer

অনলাইনে অনেক অনেক ওয়েভসাইট আছে যারা আপনাকে SSL সার্টিফিকেট দিবে। আজকের দিনে SSL ছাড়া আপনার ওয়েভসাইট আর রেঙ্ক হবে না।

তাই আপনার সাইটের জন্য ভাল একটা SSL সার্টিফিকেট নিয়ে নিবেন।

অনলাইনে অনেক ফ্রি ও পেইড SSL সার্টিফিকেট পাওয়া যায়।

Power Word কি ?
Power Word হল এমন কিছু ইংরেজি শব্দ যে শব্দ গুলো আপনার সাইটের পোস্ট গুলোর টাইটেলে ব্যবহার করলে তা সার্চ ইঞ্জিন ফেন্ডলি হবে।

কেননা এই শব্দ গুলো ব্যবহারের মাধ্যমে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে গুরুত্ব দিবে। আশা করি বুঝতে পেরেছন। পরে আমি আরও বিস্তারিত লিখছি।

User Bookmarking কি ?
User Bookmarking হল আপনার ওয়েভসাইটে ভিজিটরদের জন্য কমেন্ট বা লাইক করার অপশন এড করা। কেননা ভিজিটররা যদি আপনার সাইটে কমেন্ট করে তাহলে সার্চ ইঞ্জিন মনে করবে যে আপনার সাইটটি ভাল।

তাই ভিজিটররা আসছে এবং কমেন্ট করছে। আশা করি বুঝতে পারছেন।

H1 থেকে H6 এর ব্যবহার
এবারের বিষয় হল H1 থেকে H6 এর ব্যবহার। অন পেইজ এস ই ও কি ? এই টিউটরিয়ালটিতে H1 থেকে H6 এর ব্যবহার জানা টা জরুরী।

আপনি যদি ভাল রেংকিং পেতে চান তবে আপনার আর্টিকেলে H1 থেকে H6 এর ব্যবহার করতে হবে। আপনার লিখাতে H1 দিয়ে একটা টাইটেল দিবেন, যাতে আপনি আপনার কী-ওয়ার্ড টি দিয়ে দিবেন।

কেননা H1 টাইটেলে কী-ওয়ার্ডের ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই রেঙ্ক পেতে পারেন।

এভাবে ছোট ছোট করে আপনি H1 থেকে H6 এর ব্যবহার করবেন।

পেরাগ্রাফ আকারে লিখুন
আপনার লিখিত আর্টিকেলটি অনেক বড় বড় করে না লিখে ছোট ছোট পেরাগ্রাফ আকারে লিখুন। কেননা বেশি বড় বড় পেরাগ্রাফ আকারে লিখলে আপনার সাইটের রেঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক কম ।

আর বেশি বড় বড় করে যদি কোন আর্টিকেল লিখা হয় তাহলে আপনার সাইটের যে ভিজিটর আছে, তারা বিরক্ত বোধ করবে। তাই ছোট ছোট পেরাগ্রাফ আকারে লিখুন ।

Meta Keyword কি ?
Meta Keyword হল আপনার সাইটের পরিচিতি। সার্চ ইঞ্জিন Meta Keyword পড়তে পারে। তাই আপনাকে বেশি থেকে বেশি পরিমাণ Meta Keyword এর ব্যবহার করতে হবে।

Singapore
22/09/2021

Singapore

Unseen city Singapore
22/09/2021

Unseen city Singapore

Dream city Singapore
22/09/2021

Dream city Singapore

22/09/2021

তাজমহলের অজানা ইতিহাস

তাজমহল ঃ
মুঘল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম এক বিষ্ময়কর স্থাপনা তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধী।তাজমহলের মত এমন নিদর্শন পৃথিবীতে আর দিতীয়টি খুজে পাওয়া যাবে না।সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি গভীর ভালবাসা প্রদর্শনের জন্য এই তাজমহল তৈরি করেছেন।

তাজমহল নির্মানের ইতিহাস ঃ
তাজমহলের নির্মাতা শাহজাহান ছিলেন মুঘল সম্রাট। তিনি ৫ ই জানুয়ারি ১৫৯২ সালে জন্মগ্রহণ করেন। এবং ২২ ই জানুয়ারি ১৬৬৬ সালে পরলোক গমন করেন। তিনি তার স্ত্রী মমতাজের প্রতি গভীর ভালবাসা প্রদর্শনের জন্য ১৬৩২ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। এটি তৈরি করতে ২২ হাজার শ্রমিকের ২২ বছর সময় লেগেছিল। এর চারদিকের ইমারত ও বাগান তৈরি করতে আরো পাচ বছর সময় লেগেছিল। যদিও তিনি তাজমহলের নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। কারন নির্মাণ কাজ শেষ হবার আগেই তিনি তার ছেলে আওরংগজেবের হাতে বন্দি হয়ে যান। এর পরে বাকী নির্মাণ কাজ তার ছেলে সম্পূর্ণ করেন। তাজমহল যখন নির্মান করা হয়েছিল সেই সময় বেশির ভাগ মুঘল দালান তৈরি হত লাল বালু এবং পাথর দিয়ে।কিন্তু সম্রাট শাহজাহান প্রথম শেত পাথর দিয়ে তাজমহল নির্মান শুরু করেন। তাজমহলের এই শেত পাথর গুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়।তাজমহলের মিনার এবং গম্বুজ মুসলমানদের মসজিদের মত। এবং গম্বুজ এর উপর ত্রিশুলটি হিন্দু ধর্মের শিব মন্দিরের মত। তাজমহল তৈরিতে লোহার কোনো ব্যবহার নেই। সম্পুর্ণ পাথরের উপর পাথর সাজিয়ে এই স্থাপনা তৈরি করা হয়েছিল। তাজমহলের চারপাশে চারটি মিনার রয়েছে। মিনারগুলো ১৩০ ফিট পর্যন্ত উচু।এবং প্রত্যেকটি মিনার তিন ভাগে বিভক্ত। এই মিনারগুলো বাহিরের দিকে একটু কাত করে দেয়া হয়েছে। যাতে করে মিনারগুলো যদি কোন কারণে ভেঙে যায় তবে যেন মুল সমাধী এর উপর না পরে।
তাজমহল এর ভিতর মমতাজের সমাধীস্থলের পাশেই সম্রাট শাহজাহান এর সমাধীস্থল দেখতে পাবেন।
এখন অনেকে ভাবতে পারেন যে তাজমহল তৈরী করেছেন সম্রাট শাহজাহান। কিন্তু তার আগে মমতাজের কথা বলা হল কেন? এখানে আপনাদের বলে রাখি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের ১৪ তম বাচ্চা জন্ম দেয়ার সময় সম্রাট শাহজাহান এর আগেই স্ত্রী মমতাজ মারা জান। আর এজন্যই মমতাজের কথা আগে বলা হয়েছে।

তাজমহলের দর্শনার্থী ঃ
ভারতের সবচেয়ে জনপ্রিয় এই দর্শনীয় স্থানটি দেশী বিদেশী পর্যটকদের কাছে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। আর তাই প্রতি বছর প্রায় ২০ থেকে ৩০ লাখ লোক এই তাজ দর্শনের জন্য আসে।ভারতের বাইরে পৃথিবীর অন্য দেশ থেকে প্রায় ২ লাখ লোক তাজ দর্শনে আসে। সবচেয়ে বেশি লোক আসে অক্টোবর থেকে ফেব্রুয়ারী এই কয় মাসে। এই সময় প্রচুর শীত থাকে। আর এই জন্যই এই সময় বেশি লোক আসে।

কিভাবে যাবেন এই তাজমহল?
বায়ু দূষনকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ। তাই পর্যটকদের গাড়ী রাখার স্থান থেকে পায়ে হেটে বা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়। এই অল্প সময়টুকু ভালবাসার মানুষকে সাথে নিয়ে পায়ে হেটে তাজমহলে আসার অনুভূতি আলাদা।

তাজমহল দর্শনের টিকেট খরচ কত?
বর্তমানে তাজমহল দর্শনের জন্য ভারতীয় নাগরিকদের খরচ করতে হবে মাত্র ৪০ রুপি। এবং সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য টিকেট খরচ ৫৪০ রুপি।এবং বাকী পৃথিবীর অন্য নাগরিকদের জন্য টিকেট খরচ ১১০০ রুপি। এছাড়া মূল সমাধী এর ভিতর প্রবেশ করতে হলে ২০০ রুপি মূল্যের টিকেট কাটতে হবে। ২০১৪ সাল থেকে তাজমহল দর্শনে আসা নাগরিকদের সুবিধার জন্য অনলাইন টিকেট এর ব্যবস্থা করেছে আরকেলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Spots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share