Travelia

Travelia ঘোরার নেশার সাথে আলগা হয়ে গিয়েছে বেশ কিছু গল্প।তবে কিছু নেশা ধরে রাখতে হয়,সেই কারনেই
"TRAVELIA" Hello everyone..this is NITU..

Every tourist spot has its own story....
and Travelia is here to find out that...

https://youtu.be/XW6n8Gme41oবোলপুর থেকে একদিনের জন্য ঘুরে আসলাম মালদা থেকে দেখলাম প্রায় ১৫ থেকে ১৬ খানা স্পট।টোটাল খরচা...
22/06/2024

https://youtu.be/XW6n8Gme41o
বোলপুর থেকে একদিনের জন্য ঘুরে আসলাম মালদা থেকে দেখলাম প্রায় ১৫ থেকে ১৬ খানা স্পট।
টোটাল খরচা হল ৮০০ টাকা।
মে মাসেরই একটি দিন দেখে চলে গিয়েছিলাম মালদা ভ্রমণে।
বর্ধমান থেকে সকাল ছটার অমৃত ভারত এক্সপ্রেস এ চড়ে সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেলাম মালদা স্টেশন।
মালদা স্টেশনে নেমেই টোটো চেপে চলে আসলাম রথবাড়ি মোড়।
এই রথবাড়ি মোড়ে এসে সকালের ব্রেকফাস্ট সারলাম পুরো সবজি দিয়ে এবং তারপর কিছুটা হেঁটেই এগিয়ে গিয়ে পেলাম ট্রেকার। ট্রেকারে চেপে প্রায় 40/ ৪৫ মিনিটের যাত্রা শেষ করে নামলাম গৌড়ে।
নেমেছিলাম লুকোচুরি মোরে,যদিও যেখান থেকে গৌড় ঘোরার জন্য টোটো বা অটো পাওয়াটা খুবই দুষ্কর ছিল। তবে সৌভাগ্যবশত একজন টোটো কাকুর নাম্বার আমার কাছে ছিল তাকেই ফোন করাতে সে তার ছেলেকে দিয়ে পাঠিয়েছিল আমাদেরকে ট্যুরটা করানোর জন্য।
পরে কথায় কথায় জানতে পারলাম আমাদেরকে নামতে হতো পিয়াসবাড়িতে, সেখান থেকে টোটো পাওয়াটা সহজ ছিল।

দুপুরবেলা বারোটার সময় ট্যুরটা শুরু করেও আমরা বিকেল বিকেল সাড়ে ৩টের মধ্যে গৌড়ে ১৪ খানা স্পট দেখেছিলাম।
এবং তারপর পিয়াস বাড়ি থেকে রথবাড়ির উদ্দেশ্যে টোটো ধরলাম আদিনা যাওয়ার জন্য।

রথ বাড়ি এসে সেখান থেকে আদিনা যাওয়ার জন্য বাস ধরলাম।
৪০ থেকে ৪৫ মিনিট সময় লেগেছিল। ভাড়া কুড়ি টাকা।
তবে আমাদের ভাগ্যটা বোধহয় খারাপই ছিল।
কারণ আদিনা এখন বন্ধ। (আপনারা গেলে খোঁজ নিয়ে যাবেন অবশ্যই)
কোন মেনটেনেন্স এর কাজ চলছে যা শুনলাম কিন্তু বাইরে থেকে দেখে মনে হল না যে কোন মেনটেনেন্স এর কাজ চলছে আদেও। যাইহোক মনটা একটু খারাপই হলো ।
তবুও সেখান থেকে দু কিলোমিটার দূর রয়েছে একলাখি মসজিদ একটি টোটো চেপে চলে গেলাম একলাখি মসজিদে।
সেটা দেখে সেখান থেকে পায়ে হেঁটে চলে গেলাম পান্ডুয়া বাসস্টপে, বিকেল হয়ে গিয়েছিল তাই হেঁটেই নিলাম।

পান্ডুয়া বাসস্টপ থেকে বাস ধরে দিয়ে চলে আসলাম রথবাড়ি মোর। সেখান থেকে আবারো টোটো করে চলে আসলাম মালদা রেল স্টেশন।
এদিন লাঞ্চ করেছিলাম বিরিয়ানি দিয়ে।
রাতের জন্য নিয়ে নিয়েছিলাম কিছু স্নাক্স কারণ ডিনারটা বোলপুরে নেমেই করব।
আমরা যখন স্টেশনে পৌছালাম তারপরে ও ট্রেন আসতে প্রায় দেড় ঘন্টা মতো সময় ছিল। তাই সেই সময়টুকু একটু রেস্ট নিলাম এসি লাউঞ্জে (১ন প্লাটফর্মে) ।
প্রায় সাড়ে আটটা নাগাদ ২ নম্বর স্টেশনে আসলো যোগবানী এক্সপ্রেস । রাত সাড়ে এগারোটা নাগাদ ঢুকলাম বোলপুর স্টেশন।
আজকে ট্যুরটি এখানেই শেষ হলো খরচের হিসেবটা আমাদের ঠিক এইরকম হয়েছিল .....

• Train Tickets- 350/- (up /dn) (SL)
• Malda stn to rathbari - Toto -10/-
• Breakfast - 40/-
• Trekker -30/- (rath bari -Lukochuri more)
• Toto resrv- 125/- (250/- for 2person) (Gour)
• Nimbu pani - 10/-
• Toto - 30/- (Piyasbari - Rathbari)
• Bus - 20/- (Rath bari - Adina)
• Toto - 10/- (Adina - Eklakhi )
• Bus - 20/-(Adina - Rathbari)
• Biriyani- 100/-
• chips - 20/-
• Toto -10/- (Rathbari - Malda stn)
• AC Lounge - 20/- (1hr)
* আমাদের টোটো ভাইয়ের নম্বর
Bishal Das ৯৫৪৭৫১৩৫৮৩
এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, ইচ্ছে হলে দেখতে পারেন
https://youtu.be/XW6n8Gme41o

22/05/2024

জল থেকে উঠে এলো দেবীর হাত! কাটোয়ার ক্ষীরগ্রাম। Katwa kshirgram..Jogadya Mandir

02/05/2024

Basukinath Dham । बाबा बासुकिनाथ धाम। বাসুকিনাথ ধাম।বৈদ্যনাথ ধামের সাথে বাসুকিনাথের কি সম্পর্ক ?

01/05/2024

ঘুরে আসুন রাজগিরের পাওয়াপুরি থেকে।।

ঘাঘর ' থান 'এ গভীর রাতে শোনা যায় ঘুঙ্গুরের শব্দ । https://youtu.be/le0uwY-1_do পশ্চিমবাংলায় এমন বিভিন্ন লৌকিক দেবীর পূজা...
26/04/2024

ঘাঘর ' থান 'এ গভীর রাতে শোনা যায় ঘুঙ্গুরের শব্দ ।
https://youtu.be/le0uwY-1_do

পশ্চিমবাংলায় এমন বিভিন্ন লৌকিক দেবীর পূজা হয়ে থাকে যার অধিকাংশই পূজিত হন দেবী চন্ডী রূপে। ঘাঘরবুড়ী মাতা চন্ডী ও তার ব্যাতিক্রম নয় । ঘাঘরবুড়ী মাতা চন্ডীকে নিয়ে বহু জনশ্রুতি রয়েছে । ঘাগড়া পরিহিত মায়ের দর্শন , স্বপনাদেশ ও অরণ্য ঘেরা ঘাঘর ' থান 'এ গভীর রাতে ঘুঙ্গুরের শব্দ।
ঘাগড়া ও ঘুঙ্গুরের থেকেই মায়ের নামকরণ হয়েছে বলে গবেষকদের ধারনা ।
রাঢ় বঙ্গের এক জাগ্রত দেবী ঘাঘর বুড়ি কে চন্ডীর এক রূপ বলে কল্পনা করা হয়।
জায়গীরদার নকড়ি ও রামকৃষ্ণ রায়ের পৃষ্ঠপোষকতায় সাঁওতাল প্রজাদের প্রিয় দেবী ‘ঘাঘরবুড়ীর ' থান’ প্রসিদ্ধি লাভ করলে ধর্মপ্রান মানুষের ভিড় জমতে থাকে। নকড়ি ও রামকৃষ্ণ রায়ের তত্ত্বাবধানে ঘাঘর বুড়ীর থানে মন্দির নির্মান ও নিত্যপূজার জন্য পুরোহিত নিয়োগের চেষ্টা করা হয়।কিন্তু গ্রামস্থ পুরোহিতরা কেহই জঙ্গলাকীর্ণ ঘাঘর থানে এসে নিয়মিত মায়ের পূজো করতে রাজি ছিলেন না। এই ছন্নছাড়া গ্রামগুলোতে যজমানি করতেন এক গরীব ব্রাহ্মণ – কাঙালীচরণ চক্রবর্তী।
প্রতিদিন তখনকার নুনিয়া নদী(আজকের শীর্ণকায়, খাল সদৃশ, নুনিয়া নয়) পেরিয়ে ওধারের গ্রামগুলিতে যেতেন পুজো অর্চনা করতে।
এরকমই এক শীতের দিনে – দিনটি ছিল ১লা মাঘ, যজমানের ঘরে পুজো করে সেদিন কিছুই পাওয়া যায়নি। নুনিয়া নদী পেরিয়ে এসে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত কাঙালীচরণ এক গাছতলার শীতল ছায়ার নীচে শুয়ে পড়লেন। কাতরভাবে ডাকতে লাগলেন মা চণ্ডীকে। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কীসের আওয়াজে ধড়মড়িয়ে উঠে বসলেন। এই জনহীন প্রান্তরে কে যেন লাঠি ঠুক ঠুক করে আসছে। বুঝতেই পারেননি যে এত বেলা হয়ে গেছে। যখন জেগে ছিলেন তখন সূর্যদেব মাথার ওপরে ছিলেন, আর এখন প্রায় অস্তাচলে। কিন্তু বাঁশের লাঠির ঠুক ঠুক ছাড়া তো আর কোনো শব্দও শোনা যাচ্ছে না। নুনিয়া নদীর গর্জনও থেমে গেল কী করে, আশ্চর্য!
অন্ধকারের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে – এক ঘাগরা পরিহিত বুড়ি ঠুক ঠুক করতে করতে বাঁশের লাঠি নিয়ে ওঁর দিকেই তো এগিয়ে আসছেন। সেই বুড়ি কিছু না বলে কাঙালীচরণের সামনে এসে দাঁড়ালেন। কাঙালীচরণের চোখ যেন ঝলসে গেল, সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ ঝলক বয়ে গেল। ব্যস, আর কিছু মনে নেই। ঘুমের অতলে ডুবে গেলেন। ঘুমের মধ্যেই দেখলেন সেই বুড়িকে আবার। পরিষ্কার শুনতে পেলেন – 'তোর আর উঞ্চবৃত্তির দরকার নেই, তোর কোলেই দেখবি তিনটি ছোট পাথরের ঢিবি রেখে এসেছি। মাঝখানে আমি– মা ঘাগরবুড়ি, আমার বাঁয়ে মা অন্নপূর্ণা, ডাইনে পঞ্চানন মহাদেব। এইখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আর কোথাও যেতে হবে না। '
তারপর গাছতলায় পুজো শুরু হয়, পরবর্তীতে মন্দির হয়।
মা ঘাগরবুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় ১৬২০ সালে।এই পাথরের ঢিবিগুলিকেই ফুল এবং রুপোর গয়নায় সাজানো হয়। আর সেই ১৬২০ সালের ১লা মাঘকে স্মরণ করে প্রতি বছর মন্দিরের সামনের মাঠে বসে ঘাগরবুড়ি চণ্ডীমাতার মেলা। ঐদিন দুপুর ২টোর পর মন্দিরের দায়িত্ব সেদিনের জন্য তুলে দেওয়া হয় সাঁওতাল সমাজের হাতে ।
ঘাঘরবুড়ী মাতা চন্ডী লৌকিক দেবী না , বৈদিক দেবী এ প্রশ্ন ভূলে বাংলা , বিহার ,ঝাড়খন্ড থেকে সাধারন মানুষের সাথে সাঁওতাল সমাজের প্রচুর মানুষজনের সমাবেশ ঘটে এই মেলা প্রাঙ্গনে । ।

মন্দিরের পেছনের দিকে একটি নদী রয়েছে কিন্তু সেখানে আর যাওয়া যায় না আগে যাওয়া যেত।
প্রত্যেকদিন বহু ভক্ত এই জায়গায় অঞ্জলি দিয়ে পুজো দেন , তবে মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা একেবারেই নিষিদ্ধ ।
এই জায়গায় যেতে চাইলে আসানসোলের আগে স্টেশন কালিপাহাড়ীতে নামতে হবে সেখান থেকে টোটো করে অনায়াসে কিন্তু যেতে পারবেন। ভাড়া নেবে ২০ টাকা মাথাপিছু, স্টেশন নেমে ১নম্বর প্লাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে অটো কে বলুন ঘাগরবুড়ি মন্দির যাবেন। ব্যাস তাহলেই হবে।। আগের বছর November মাস নাগাদ গিয়েছিলাম এই জায়গায়।
এই মন্দিরে ঢোকার পথেই ডানদিকে একটা দোকানে দারুন চা বিক্রি হয় আপনারা চাইলে সেখানে অবশ্যই একবার চা টা খেয়ে দেখতে পারেন। আশা করি দারুন লাগবে।।

*( দুর্ভাগ্যবশত আমার কাছে তোলা ছবিগুলি কোনক্রমে ডিলিট হয়ে যায় তাই গুগল থেকে দুটো ছবি দিলাম তবে চায়ের ছবিটি আবার নিজের। )

এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনাদের ইছহে হলে দেখতে পারেন ।
https://youtu.be/le0uwY-1_do

22/04/2024

SARBAMANGALA MANDIR BURDWAN । খুবই জাগ্রত মা দুর্গা ! Sarbamangala Temple

Send a message to learn more

26/03/2024


বিষ্ণুপুরের অন্যান্য ইতিহাস গুলোর মতই মুন্ডমালা ঘাটের যুদ্ধ এক্কেবারে অন্যতম। এই জায়গার ঘটনা এখনো মানুষকে শিহরিত করে।
বলছি বিষ্ণুপুরের জাগ্রত দেবী বা মল্লভূমির কুল দেবী মামৃণময়ীর কথা।।

27/08/2023

মা এখানে জীবন্ত । Kamalakanta Kalibari । অলৌকিক কাহিনী এই জায়গায়। Komolakanta kalibari

08/08/2023
08/08/2023

এই ভাবে ঘুরে দেখুন । স্বামী নারায়ণ মন্দির । pailan mandir BAPS
https://youtu.be/-EBDxfcfp_I

04/07/2023

নিউ জলপাইগুড়ি থেকে বাসে করে সিকিম যাবেন ভাবছেন ??
গ্যাংটকের ভাড়া মাত্র ১৯০। কখন ছাড়ে? কোথা দিয়ে ছাড়ে? কিরকম Experience ?দেখুন।


https://youtu.be/nyzozYXUW5oএকদিনের জন্য এই আশ্রমে থাকুন।থাকা খাওয়া‌ ৬০০ টাকা ।
23/06/2023

https://youtu.be/nyzozYXUW5o
একদিনের জন্য এই আশ্রমে থাকুন।
থাকা খাওয়া‌ ৬০০ টাকা ।

22/06/2023

লাহেরী আশ্রমের জগন্নাথ দর্শন । রথ যাত্রা । West bengal Rath Yatra status

https://youtu.be/blEF3ozxyWoঝটপট দেখে নিনহুগলির সবচেয়ে মন্দির ??? সত্যি ??
04/06/2023

https://youtu.be/blEF3ozxyWo
ঝটপট দেখে নিন
হুগলির সবচেয়ে মন্দির ??? সত্যি ??

19/04/2023

https://youtu.be/VU3s8Dffk1A
নামচি - রাবাংলা, ছাঙ্গু- বাবা মন্দির সহ ৪৩০০/- টাকায়

09/04/2023

সারা ভারত বিখ্যাত কালনার নব কৈলাস মন্দির
https://youtu.be/Wtp3asps4DQ

ফাগুনের আগুন 🔥 #বসন্ত         🍂 Sahabazar, Suri , Birbhum'23
11/03/2023

ফাগুনের আগুন 🔥

#বসন্ত

🍂 Sahabazar, Suri , Birbhum'23

Address

Baikunthapur Tribeni

712503

Alerts

Be the first to know and let us send you an email when Travelia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share