Trips N' Travel

  • Home
  • Trips N' Travel

Trips N' Travel Trips N' Travel

05/11/2022

MRT-Burj khalifa and Dubai Moll

বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল "সাফ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২" এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমরা সত্যি...
22/09/2022

বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল "সাফ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২" এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমরা সত্যি অনেক গর্ভিত ও আন্তরিক অভিনন্দন সমস্ত খেলোয়াড়দের।

Congratulations Bangladesh Women's National Football Team in "SAFF Women's Championship 2022".🏆🥇⚽

Pattaya, Thailand
20/09/2022

Pattaya, Thailand

15/08/2022

দুবাই মল এবং বুজ খলিফা।

আমার খুব অদ্ভুত মনে হলো, একপাশে মসজিদ দেখতে পাচ্ছেন, আর সামনের দিকে মন্দির। একটি দেওয়ালে। এটা আরব দেশের মত দেশে।
14/08/2022

আমার খুব অদ্ভুত মনে হলো, একপাশে মসজিদ দেখতে পাচ্ছেন, আর সামনের দিকে মন্দির। একটি দেওয়ালে। এটা আরব দেশের মত দেশে।

আপনারা যারা ভাবছেন ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখতে, তাহলে একটি বার Institute of Neurosciences Kolkata হাসপাতালে দেখাতে পারেন।
04/08/2022

আপনারা যারা ভাবছেন ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখতে, তাহলে একটি বার Institute of Neurosciences Kolkata হাসপাতালে দেখাতে পারেন।

18/07/2022

Family Trips🌹🌹🌹

15/07/2022

একটি বর্ডারের আত্মকাহীনি....

উপরের চিত্র গুলোতে যাদের দেখছেন এরা ত্রান নিতে লাইনে দাঁড়ায়নি,এরা কোন দেশের শরনার্থী ও না, এরা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা ,ব্যাবসা, ভ্রমণ এবং পড়াশোনা করতে যেতে চাচ্ছেন ,আর ভারতে যাওয়ার জন্য বর্তমানে যে বর্ডারটি সবার জন্য উন্মুক্ত আছে তা হলো বেনাপোল বর্ডার।সাথে আরো কিছু বর্ডার উন্মুক্ত থাকলে ও বেনাপোল বর্ডারটাই ভারতে যাবার জন্য সবচেয়ে কাছে হবার কারনেই সবাই এদিকেই ঝুকছে।

বাংলাদেশ থেকে ভারতে বাইরোডে যাওয়ার জন্য বেশ কিছু বর্ডার বন্ধ আছে তার মধ্যে উল্লেখ যোগ্য হলো গেদে,ফুলবাড়ী, মাহদীপুর সহ আরো বেশ কিছু বর্ডার যার জন্য বাংলাদেশীদের এখন একমাত্র উপায় হলো এই বেনাপোল বর্ডার ,আর এই বেনাপোল বর্ডার পার হতে এতোটাই চাপ বেড়েছে যে,ভোর রাত ০৩ টায় এই
বর্ডার পার হবার জন্য লাইনে দাড়িয়ে বিকাল হয়ে যায় পার হয়ে ভারতে প্রবেশ করতে, ঠিক তেমনি সকাল ০৬ টায় বর্ডারে দাড়িয়ে সন্ধ্যা ০৬ টায় বাংলাদেশে প্রবেশ করতে পারছে বাংলাদেশিরা ।

ভারতের সাথে বাংলাদেশের অন্যান্য বর্ডারগুলো চালু
থাকলে এই বেনাপোল বর্ডারের উপরে এতোটা চাপ পরতো না এবং যাত্রীদের ও এমন ভোগান্তি হতো না।
আশাকরি যথাযথ কতৃপক্ষ এই দিকে বিশেষ নজর দিবেন এবং বাংলাদেশের সাথে বন্ধ থাকা ভারতের সকল বর্ডার গুলো দ্রুত চালু করে বেনাপোল বর্ডারের উপর থেকে চাপ কমাবে এবং এতে করে বাংলাদেশি যাত্রীদের হয়রানি এবং কষ্ট লাঘব হবে।
১৫.০৭.২০২২

দারুন খবর :- শিয়ালদহ মেট্রোর দরজা খুলে দিয়েছে। শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোয় পা দিলেই খসাতে হবে নূন্যতম দশ টাকা । শিয়ালদহ...
13/07/2022

দারুন খবর :-
শিয়ালদহ মেট্রোর দরজা খুলে দিয়েছে। শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোয় পা দিলেই খসাতে হবে নূন্যতম দশ টাকা । শিয়ালদহের পূর্ব এবং পশ্চিম দু’দিকের পরবর্তী স্টেশনের দূরত্বই দু’কিলোমিটারের বেশি হওয়ায় সর্বনিম্ন পাঁচ টাকার টোকেন এই স্টেশনে থাকছে না।

আজ উদ্বোধন হয়ে শিয়ালদহ থেকে যাত্রী নিয়ে ছোটা শুরু করলো মেট্রো। একদিকে ফুলবাগান, অন্যদিকে এসপ্ল্যানেড। দুই স্টেশনেরই দূরত্ব দু’কিলোমিটারের বেশি। যে কারণে শিয়ালদহ থেকে একটা স্টেশন যেতে গেলেও খরচ হবে দশ টাকা। সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। মেট্রোর ভাড়ার তালিকা অনুযায়ী প্রথম দু’কিলোমিটার দূরত্বের ভাড়া পাঁচ টাকা। তারপর দুই থেকে পাঁচ কিলোমিটারের ভাড়া দশ টাকা। শিয়ালদহ থেকে যেহেতু ফুলবাগান স্টেশনের দূরত্ব ২.৩৩ কিলোমিটার এবং এসপ্ল্যানেডের ২.৪৫ কিলোমিটার, তাই এখান থেকে ট্রেনে চাপলেই যাত্রীদের খসবে দশ টাকা।

বিপুল সংখ্যক যাত্রী ওঠানামা হবে ধরে নিয়েই তাদের সুবিধার জন্য দুটি লাইনের জন্য শিয়ালদহ স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম। মানে তৈরি হয়েছে আইল্যান্ড প্ল্যাটফর্ম। দু’পাশেই বসেছে স্ক্রিনডোর। ভিড়ের কথা মাথায় রেখে ট্রেনের দু’দিক দিয়ে ওঠানামা করার জন্য ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম থাকছে। নির্মাণকারী সংস্থার প্রতিনিধি রূপক সরকার জানিয়েছেন, "আগামী দিনে হাওড়া অবধি এই পরিষেবা চালু হয়ে গেলে আরও যাত্রী হবে। তাই স্টেশন অনেক বেশি প্রশস্ত করেছি আমরা। তবে বউবাজারের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আপাতত একটি প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। বাকি বউবাজারের কাজ শেষের পরে অপারেশনাল করা হবে।"

মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে শিয়ালদহ অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে। সেই কারণেই যাত্রীদের ভিড় সামলাতে ও তাঁদের সুরক্ষার কথা ভেবে শিয়ালদহ স্টেশনে বিশেষ প্ল্যাটফর্ম রাখা হয়েছে। যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ২৭টি টিকিট কাউন্টার। এছাড়াও, বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকছে বিশেষ লিফট। লোকাল ট্রেন থেকে নেমে যাত্রীরা যাতে মেট্রো স্টেশনে চলে আসতে পারেন, সেব্যবস্থাও করা হয়েছে। মেট্রো স্টেশন চত্বর থেকেই কাটা যাবে লোকাল ট্রেনের টিকিটও। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ মেনে এই স্টেশনে থাকছে শৌচালয়।
Trips N'travel

কলকাতা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসছে সৌহার্দ্য বাসদীর্ঘ প্রায় ২৭ মাস পর সড়কপথে সৌহার্দ্য বাস পরিষেবার মাধ্যমে কলকাতার...
28/06/2022

কলকাতা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসছে সৌহার্দ্য বাস

দীর্ঘ প্রায় ২৭ মাস পর সড়কপথে সৌহার্দ্য বাস পরিষেবার মাধ্যমে কলকাতার সঙ্গে যুক্ত হলো ঢাকা ও আগরতলা। প্রথম যাত্রাতেই পদ্মা সেতু পাড়ি দেবে সৌহার্দ্য। এতে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে প্রায় ৪ ঘণ্টার।

সোমবার (২৭ জুন) সকাল ৭টায় নির্দিষ্ট সময়ে কলকাতা সংলগ্ন সল্টলেকের করুণাময়ীর শ্যামলী বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বাস। প্রথম দিনের যাত্রী ছিলেন মাত্র ১৬ জন। এরপর বেলা সাড়ে ১২টায় ৯ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলার উদ্দেশে ছেড়ে যাবে দ্বিতীয় বাস।

সপ্তাহে তিন দিন সোম-বুধ-শুক্রবার আপাতত কলকাতা-ঢাকা রুটে সরাসরি চলবে সৌহার্দ্য বাস পরিষেবা এবং কলকাতা-ঢাকা-আগরতলা রুটে সপ্তাহের সাত দিনই চলবে এই বাস পরিষেবা। সরাসরি কলকাতা থেকে ঢাকার ভাড়া পড়বে ১৪০০ রুপি, কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলার ভাড়া পড়বে ১৮০০ রুপি। দীর্ঘ ২৭ মাসের ব্যবধানে পেট্রোপণ্যের দাম বাড়লেও বাড়ানো হয়নি টিকিটের দাম।

এদিকে প্রথম যাত্রাতেই পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে পাড়ি দেবে সৌহার্দ্য। আর এতেই উচ্ছ্বসিত যাত্রীরা। ঢাকার একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে ১২ জনের একটি মডেলিং টিম আসছে। পদ্মা সেতু পাড়ি দেয়ার ব্যাপারে উচ্ছ্বসিত তারা। উচ্ছ্বাস গোপন রাখতে পারেনি সৌহার্দ্য বাস পরিষেবার উদ্যোক্তা শ্যামলী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ।

২০২০ সালের মার্চ মাসে করোনা অতিমারির কারণে বন্ধ হয়ে যায় কলকাতা-ঢাকা সরাসরি সৌহার্দ্য বাস পরিষেবা। এর আগে চলতি মাসের ১০ তারিখ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে আগরতলা-ঢাকা-কলকাতা রুটে শুরু হয় ত্রিপুরা স্টেস্ট ট্রান্সপোর্ট এবং রয়েল কোচের যৌথ উদ্যোগে সরাসরি বাস পরিষেবা। পরদিন ১১ জুন শুরু হয় ঢাকা-কলকাতা থেকে সরাসরি বাস পরিষেবা।

পদ্মা সেতু দিয়ে ঢাকা টু বেনাপোলে সকল এসি বাস চলবে এবং সময় আগে থেকে অনেক কম লাগবে। দেশ ট্রাভেল বাস, গ্রীন লাইন, শ্যামলী বাস এবং সোহাগ পরিবহন চলবে।

28/06/2022
22/06/2022

আজকে আমার নতুন একটি এক্সপেরিয়েন্স হলো, ইন্ডিয়া কলকাতা শহরে গরুর মাংস কিনা। যদি আমি নিউ মার্কেটের পাশে থাকতাম তহলে, কলিন লেন থেকে গরুর মাংস ক্রয় করতাম। কলিন লেন গরুর মাংস প্রতি কেজি ২৪০ রুপি, কলিজা ১৮০ রুপি কেজি। যেহেতু এবার দামদামে উঠেছি, সেহেতু আমি বেলগাছিয়া বাজার থেকে গরুর মাংস ক্রয় করলাম। বেলগাছিয়া গরুর মাংস ২২০ রুপি কেজি, কলিজা ১৪০ রুপি কেজি, গরুর বুডি ৪০ রুপি কেজি। তাই এবার আমি ১০ কেজি গরুর মাংস ক্রয় করলাম ২২০০ রুপিতে।

16/06/2022

২য় দিনে সিটি ট্যুর সিংগাপুর

সিলেট গামী ৭০৯/পারাবত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন।আল্লাহ হেফাজত করুন সবাইকে।আমিন।
11/06/2022

সিলেট গামী ৭০৯/পারাবত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন।

আল্লাহ হেফাজত করুন সবাইকে।
আমিন।

বাংলাদেশ বিমানের ওয়েব চেক-ইন শুরু 🛫 সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি ১ জুন, ২০২২ তারিখ থেকে...
10/06/2022

বাংলাদেশ বিমানের ওয়েব চেক-ইন শুরু 🛫

সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি ১ জুন, ২০২২ তারিখ থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করেছে। এর মাধ্যমে সম্মানিত যাত্রীবৃন্দ নিজেরাই তাদের পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাশ বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ২৪ ঘন্টা এবং সর্বনিম্ন ৩ ঘন্টার মধ্যে ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোন যাত্রী ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাশ বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার সর্বনিম্ন এক ঘন্টা পূর্বে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ০১ জুলাই, ২০২২ তারিখ থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে।
Trips N'Travel

বাংলাদেশ-ভারত বাস সার্ভিস চালু🚌প্রকাশিত : ১০ জুন ২০২২ |  আপডেট: ০৯:০৮, ১০ জুন ২০২২ 🚎করোনা ভাইরাসের কারণে প্রায় ২৭ মাস বন...
10/06/2022

বাংলাদেশ-ভারত বাস সার্ভিস চালু🚌
প্রকাশিত : ১০ জুন ২০২২ | আপডেট: ০৯:০৮, ১০ জুন ২০২২ 🚎

করোনা ভাইরাসের কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় বাস সার্ভিস। প্রথমে চলবে ঢাকা-কলকতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো। তবে এখনই শুরু হচ্ছে না ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস চলাচল।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, চারটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। এসব রুটে বিআরটিসির তত্ত্বাবধানে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।
Trips N' Travel

10/06/2022

ওমরাহ ভিসা আরও অনেক সহজ করা হলো।

কাশ্মির ভ্রমন নিয়ে কিছু কথা - স্বপ্ন যেন সত্যি হওয়ার পথে। আমার বিদেশের মাটিতে প্রথম সফর। ১০ তারিখে রওনা হলাম কোলকাতা প...
09/06/2022

কাশ্মির ভ্রমন নিয়ে কিছু কথা - স্বপ্ন যেন সত্যি হওয়ার পথে। আমার বিদেশের মাটিতে প্রথম সফর।

১০ তারিখে রওনা হলাম কোলকাতা পথে। ১১তারিখে বর্ডার ক্রস করে কোলকাতা পৌছাতে বিকাল ৫টা। খাওয়া দাওয়া কেনাকাটা সেরে রাত ১০টায় হাওয়া ষ্টেশনে চলে গেলাম। আমাদের ট্রেন হিমগিড়ি এক্সপ্রেস কোলকাতা টু জম্বু কাশ্মীর। ট্রেন ছাড়লো রাত ১১টা ৫৫ মিনিটে। পরদিন সকালে ট্রেন উত্তরপ্রদেশ। একে একে লখনৌ, চন্ডিগড়, পাটনা, পাঞ্জাব হয়ে ৪৬ ঘন্টা পর পৌছায় জম্মুতে। জম্মু হতে প্রাইভেট জিপে করে ১২ ঘন্টা পর অবশেষে স্বপ্নের শ্রীনগর। আমরা ৬দিন কাশ্মীর ছিলাম। ১ম দিন ডাললেকের হাউসবোটে থাকা ও রাইড করায় চলে যায়। পরদিন সোনমার্গ চলে যাই সেখান হতে যোযিলা পাস, ১৪ হাজার ফিট উপরে, লেহ কার্গিল রোড, অক্সিজেন স্বল্প গাছপালাহীন জিরো পয়েন্ট। ৩য় দিন গন্তব্য গুলমার্গ, সেখানে ঘুরে রাতে চলো যাই গুলমার্গ হতে ১৫০কিলো দূরে পেহেলগাম, ১৫ তারিখে কাশ্মীর হরতাল তাই পেহেলগাম একটু সেইফ। পেহেলগাম সবচেয়ে সুন্দর আমরা পেহেলগামে ১ম দিন যাই আরু ভ্যালি যেখানে বাজরাঙ্গির সুটিং স্পট, তারপর বেতাব ভ্যালি ও চন্দনওয়ারী। পরদিন ঘোড়ায় চড়ে বাইসারান যা মিনিসুইজারল্যান্ড বলা হয়। সবশেষে আসি শ্রীনগর সেখানে বাল মসজিদ যেখানে হযরত মুহাম্মদ স এর চুল মোবারক আছে, নিশাত গার্ডেন, শালিমার গার্ডেন, ইন্দ্রিরা গান্ধী গার্ডেন সব ঘুরে ফিরে শরীরের অবস্থা যখন করুন।
এয়ারপোর্টে চলে যাই ১৮ তারিখে দুপুরে ৫টায় বিমান উড়লো আকাশে ৬.৫০ এ দিল্লি পৌছাই ২ঘন্টা ট্রনজিট তারপর বিমান পরিবর্তন করে ৯টায় বিমান ছাড়ে কোলকাতা ল্যান্ড করে রাত ১২ টায়।আমরা শ্রীনগর টু কোলকাতা আকাশে ছিলাম সাড়ে ৫ঘন্টা। আপনারা চাইলে আসা যাওয়া এয়ারে করতে পারেন খরচ একই হবে ১মাস আগে টিকিট কাটবেন।এতে সময় বাচবে কষ্ট কম হবে।
রাতটা এয়ারপোর্টে কাটিয়ে দেই সকালে কোলকাতা পার্ক স্টিটে হোটেল নিয়া সারাদিন ঘুরাঘুরি শপিং, স্টিডফুট খাওয়া কোলকাতা কাটাই ১দিন। তারপর সকাল ৬টায় বাস "দেশ ট্রাভেল" কোলকাতা টু ঢাকা। মতিঝিল বাসায় পৌছায় রাত ১০ টার সময়।

#আমাদের ট্যুর অনুযায়ী আপনাকে মোটামুটি একটা ট্যুর প্লান দিচ্ছি।

#১মদিন
শ্রীনগর এয়ারপোর্ট হতে ডাল লেক যাবেন গাড়ী ভাড়া নিবে ৬০০ রুপি। ডাল লেকে হাউজবোটে রুম নিবেন, এখন অফ সিজেন, রুম ভাড়া খুব কম পারবে ৫০০ থেকে ৬০০ রুপি এরমধ্যে।
ফ্রেশ হয়ে ঐদিন লোকাল সাইড ঘুরবেন গাড়ী ১০০০--১৫০০রুপি নিবে সারাদিন। নিশাত গার্ডেন, সালিমার গার্ডেন, হযরত বাল মসজিদ, চাশমেশালী এগুলো।

#২য়দিন
শ্রীনগর হতে চলে যান সোনমার্গ গাড়ী নিবে ৩০০০ রুপি সারাদিন দরদাম করে নিবেন। সোনমার্গ গিয়ে গাড়ী সাইড করে রেখে লোকাল গাড়ী নিন ৪০০০ রুপি , জোজিলা পাস, জিলো পয়েন্ট, ফিস পয়েন্ট, লেহ কার্গিল রোড ঘুরিয়ে বিকাল ৪টায় আবার সোনমার্গ আনবে, তারপর আগের গাড়ী করে আবার চলো আসুন শ্রীনগর ।

#৩য়দিন
শ্রীনগর হতে সকাল সকাল গুলমার্গ চলে যান,গুলমার্গ পায়ে হেটেই ঘুরতে পারবেন গাড়ী/ঘোড়ার প্রয়োজন নেই। গন্ডলা-ক্যাবল কার ২স্টেপ এখানকার মুল আকর্ষন এজন্য গুনতে হবে ১৭০০ রুপি। সারাদিন ঘুড়ে সন্ধায় গুলমার্গ হতে রওনা হয়ে রাতে পেহেলগাম পৌছে দিবে এমন বলে গাড়ী ঠিক করবেন ৪০০০ রুপি। গুলমার্ক ছোট তাই লোকাল গাড়ী ছাড়া আপনি হেটেই ঘুরতে পারবেন সারাদিন।
রাতে চলে যান পেহেলগাম বাজারে। হোটেল পাবেন অনেক, ৫০০/৬০০রুপিতে। আমরা হোটেল নূর মহলে ছিলাম বড় ২রুম ১৭০০ রুপি ভাড়া ছিলো।

#৪র্থদিন
পেহেলগাম ট্যাঙ্কি স্টান হতে গাড়ী নিন অরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারী ৩প্লেস গাড়ী ভাড়া ২৫০০ নিছে আমাদের সারাদিন, ১৮০০ রুপিতেও পাবেন তবে প্রতিটা প্লেসে তারা ১ঘন্টা করে টাইম দিবে । অরু ভ্যালিতে পৌছে ঘোড়ায় চড়ে দেখুন ঘোড়া ৫০০রুপি নিবে, ২ঘন্টা দেখাবে সব প্লেস। তারপর চন্দনওয়ারী, এখানে ওয়াটার ফল লিডার নদী। নিচেই বেতাব ভ্যালি, সবচেয়ে সুন্দর পার্ক এটি এন্ট্রি ফি ১০০রুপিতে উপভোগ করুন এরসৌন্দর্য।

#৫মদিন
পেহেলগামের বাইসারান ঘোড়ায় ৭০০ রুপি। তবে আমরা পায়ে হেটে গিয়েছিলাম সময় লেগেছিলো ৪০মিনিটের মতো কারন ঘোড়া মিলে ১/২ঘন্টা পর চলে আসার জন্য তাগিদ দেয় পায়ে হেটে গেলে সারাদিন বসে বাইসারানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন নিরিবিলি ।

#৬ষ্টদিন
পেহেলগাম হতে আবার চলে আসুন শ্রীনগর ৩০০০ রুপিতে। শ্রীনগর চাইলে সরাসরি দুধপাত্রী যেতে পারবেন, আমাদের সময়ের অভাবে সেখানে যাইনি । সন্ধায় চলে যান এয়ারপোর্টে, ৫০০রুপিতে। দিল্লি ২ঘন্টা ট্রানজিট হলে রাত ১২টার মধ্যেই ই কোলকাতা পৌছে যাবেন।

#খরচ-শুধু কাশ্মির ৫ জনের গ্রুপে আমাদের ৬দিনে খরচ হয়েছিল ৭৩০০ রুপি। প্রতিদিন খরচ মোটামুটি ১৫০০রুপিতে সামাল দিতে পারবেন। ট্রেন টিকিট, ২দিন খাওয়া ট্রেনে, জম্মু টু শ্রীনগর ভাড়া ৮০০ রুপি সব মিলিয়ে খরচ ছিল যাওয়া ৪০০০রুপি। আর আর্জেন্ট বিমান টিকিট শ্রীনগর টু কোলকাতা আসার টিকিট করি ৮২০০রুপি। আপনারা চাইলে ২মাস আগে রিটার্ন টিকিট করতে পারবেন বিমানে ১১০০০ রুপিতে আর এটাই সবচেয়ে ভালো হয়।
কোলকাতা ১দিন থাকার খরচ ছিলো আরও ১০০০ রুপি।
সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিলো ২১হাজার রুপির মতো যা ২৬-২৭হাজার টাকার মতো। তাও আবার ওয়ান ওয়ে বিমানে।

#খাবারদাবার- কাশ্মিরি ওয়াজওয়ান মাষ্ট ট্রাই করবেন। এছাড়া বকরির মাংস দিয়ে তৈরি "রগান জোস" টাও অসাধারন।👌

#সাবধানতা-
১.কাশ্মিরের তাপমাত্রা দিনে ৪/৫বার পরিবর্তন হয় মাইনাসে চলে যায় তাই অসুস্থ হওয়া হতে সতর্ক থাকবেন।
২.কাশ্মিরী লোক ৯৯% মুসলমান। ট্যুরিষ্ট তাদের দেশের অর্থনীতির মূল উৎস তাই পুরোপুরি নিরাপত্তা পাবেন আপনি যদি বৈধ ভাবে যান। তারা খুবই সহজ সরল। তারা বাঙালী মুসলিমদের খুব সম্মান করে।তাই এমন কিছু করবেন না যেন নিজের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তারা বাঙালিদের খুব ভালোবাসে বিশেষ করে ক্রিকেটার ও সাকিব আল হাসানের ভক্ত সবাই।
৩.কাশ্মিরে মানুষের চেয়ে আর্মি বেশি। রাস্তায় মোড়ে মোড়ে আর্মি গার্ড, ট্যাংক, শুট পজিশনে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তবে কারও সাথে কোন রাজনৈতিক আলাপ হতে বিরত থাকবেন। আপনি স্রেফ ট্যুরিস্ট।
৪.৬/জন গ্রুপ নিয়ে ট্যুর দিবেন তাহলে খরচ কম পরবে। আর সবকিছু দামাদামি করে নিবেন।

#অনুরোধ-বাহিরে ভ্রমনের ক্ষেত্র আপনি আমরা সবাই এক একজন বাংলাদেশ, একজন বিদেশী হয়তো তার সারাজীবনে কোনদিন বাংলাদেশ দেখবে না দেকবে আমাদের ব্যাবহার। তাই অবশ্যই দেশের ভাবমূর্তি বিনষ্ট হয় এমন কিছু করবেন না এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।

সবার প্রতি অনুরোধ জীবনে একবার হলেও কাশ্মির দেখে আসবেন আল্লাহর কুদরত কি নিজেই বুঝতে পারবেন।
Trips N'Travel
ইনশাআল্লাহ আবার ঘুরে আসবো নতুন কোন জায়গায় 😊

সুখবর  সুখবর সুখবর বাংলাদেশি ভ্রমন কারিদের জন্য সুখবর..... 🛬🛫ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট ঘোষণা করেছে দেশটির রা...
08/06/2022

সুখবর সুখবর সুখবর বাংলাদেশি ভ্রমন কারিদের জন্য সুখবর..... 🛬🛫

ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট ঘোষণা করেছে দেশটির রাজতন্ত্রের জাতীয় বিমান সংস্থা ড্রুক এয়ার।

আগামী ১ জুলাই থেকে ঢাকা থেকে ভুটানের দ্বিতীয় বৃহত্তর শহর পারোর উদ্দেশে চলাচল করবে ড্রুকের ফ্লাইট। প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এর আগে করোনার কারণে দীর্ঘ সময় এই রুটে ড্রুকের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

ড্রুক এয়ার জানায়, ১ জুলাই থেকে ঢাকা-পারো রুটে প্রতি রোববার ও বুধবার ফ্লাইট চলবে। এই দুইদিন দুপুর ১টায় ঢাকা থেকে রওনা হয়ে ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভুটানে পৌঁছাবে। পারো থেকে এই দুইদিন সকাল ১১টায় ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে।
তবে এখনও এই রুটের ভাড়া ঘোষণা করেনি ড্রুক এয়ার।ড্রুক বর্তমানে ভুটানের কয়েকটি অভ্যন্তরীণ রুট ছাড়া ও ভারতের দিল্লি ও ব্যাংককে ফ্লাইট পরিচালনা করছে।

ড্রুক এয়ার আরও জানায়, বাংলাদেশি যাত্রীদের জন্য ভুটান অন অ্যারাইভাল ভিসার সুবিধা দেবে। এজন্য তাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। ভিসা পেতে আর কোনো কাগজপত্র লাগবে না।
Trips N' Travel

মিতালি এক্সপ্রেসের দার্জিলিং ভ্রমনঃ-পাহাড়ের শহর দার্জিলিং। হিমালয়ের কোল ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহর চা-বাগান...
07/06/2022

মিতালি এক্সপ্রেসের দার্জিলিং ভ্রমনঃ-

পাহাড়ের শহর দার্জিলিং। হিমালয়ের কোল ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহর চা-বাগানের জন্যও বিখ্যাত। জনপ্রিয় এই পর্যটন শহর প্রায় পুরো বছর জুড়েই শীতল থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিংয়ে ভ্রমণের সাধ যেন প্রতিটি বাঙালির চিরদিনের স্বপ্ন।

ভ্রমণপিপাসু বাংলাদেশিরা দীর্ঘদিন ধরেই দার্জিলিংকে তাদের পছন্দের গন্তব্যের তালিকায় রাখলেও আগে সেখানে যেতে সময় লাগত প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা। তবে দীর্ঘদিন পর চালু হওয়া মিতালী এক্সপ্রেসের কারণে দীর্ঘ এই ভ্রমণের সময় কমেছে অনেকটা। অর্থাৎ মিতালী এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা থেকে সহজেই পৌঁছানো যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে ট্যাক্সিতে ৩ ঘণ্টায় পৌঁছে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিংয়ে।

দীর্ঘ ৫৭ বছর পর চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী তৃতীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহে দু’দিন এই রুটে চলাচল করে। শিডিউল অনুযায়ী, প্রতি রোববার ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত প্রতি সোমবার ও বৃহস্পতিবার চলাচল করে।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি রোববার ও বুধবার মিতালী এক্সপ্রেস ছাড়ে বেলা ১১টা ৪৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৩০ মিনিটে। আবার প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে এই ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে ও পরের দিন ভারতে পৌঁছায় সকাল ৭টা ১৫ মিনিটে। ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট।

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের দিকের স্টেশন হলদিবাড়িতে এবং বাংলাদেশের দিকে চিলাহাটিতে চালক পরিবর্তনের জন্য ১০ মিনিটের বিরতি দেয়। এছাড়া এটির আর কোনো বিরতি নেই। এই যাত্রার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন এবং কলকাতা রেলওয়ে স্টেশনের বিদেশি যাত্রী সংরক্ষণ ব্যবস্থা কাউন্টারে ট্রেনের টিকিট পাওয়া যায়। বাংলাদেশের কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনে টিকিট পাওয়া যায়।

মিতালী এক্সপ্রেসে ভ্রমণ করতে ভারতীয় ভিসায় BY RAIL NEW JALPAIGURI পোর্ট উল্লেখ থাকতে হবে।

মিতালী এক্সপ্রেস ট্রেনের ভাড়া

এসি বার্থ ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৪৯০৫ টাকা, এসি সিট ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩৮০৫ টাকা ও এসি চেয়ার ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২৭০৫ টাকা। উল্লেখ্য, ৫ বছর বয়স পর্যন্ত ৫০ শতাংশ ভাড়া প্রযোজ্য হবে।
Trips N' Travel

07/06/2022

আলহামদুলিল্লাহ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে ই-গেট (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা)। আজ থেকে একজন যাত্রী মাত্র ১৮ সেকেন্ডে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের ডিপার্চার (বহির্গমন) এলাকায় মোট ১২টি এবং অ্যারাইভাল (আগমনী) এলাকায় ৩টি ই-গেট স্থাপন করা হয়েছে। রবি ও সোমবার পরীক্ষামূলকভাবে এ গেট ব্যবহার করা হয়েছিল। এতে দেখা গেছে মাত্র ১৮ সেকেন্ডেই একজন যাত্রী নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন। খবর ঢাকা পোস্ট

কামরুল ইসলাম বলেন, সোমবার পরীক্ষামূলকভাবে কিছু যাত্রীকে ই-গেটের মাধ্যমে সফলভাবে ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। মঙ্গলবার যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ১৮ সেকেন্ডে ই-পাসপোর্টধারী যাত্রী ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারেন।

আজ এ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, এবং ই-পাসপোর্ট ইমিগ্রেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত। তাদের সামনে ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-গেট চালুর স্বীকৃতি পেল।

এর আগে দেশের বিমানবন্দরে ২০১৯ সালে বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ই-গেট চালুর তাগিদ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ইমিগ্রেশন পুলিশ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে ই-গেট (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা)। আজ থেকে একজন যাত্রী মাত্র ...
07/06/2022

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে ই-গেট (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা)। আজ থেকে একজন যাত্রী মাত্র ১৮ সেকেন্ডে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের ডিপার্চার (বহির্গমন) এলাকায় মোট ১২টি এবং অ্যারাইভাল (আগমনী) এলাকায় ৩টি ই-গেট স্থাপন করা হয়েছে। রবি ও সোমবার পরীক্ষামূলকভাবে এ গেট ব্যবহার করা হয়েছিল। এতে দেখা গেছে মাত্র ১৮ সেকেন্ডেই একজন যাত্রী নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন। খবর ঢাকা পোস্ট

কামরুল ইসলাম বলেন, সোমবার পরীক্ষামূলকভাবে কিছু যাত্রীকে ই-গেটের মাধ্যমে সফলভাবে ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। মঙ্গলবার যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ১৮ সেকেন্ডে ই-পাসপোর্টধারী যাত্রী ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারেন।

আজ এ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, এবং ই-পাসপোর্ট ইমিগ্রেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত। তাদের সামনে ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-গেট চালুর স্বীকৃতি পেল।

এর আগে দেশের বিমানবন্দরে ২০১৯ সালে বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ই-গেট চালুর তাগিদ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ইমিগ্রেশন পুলিশ।

সম্মানীত ভারত গমনেচ্ছু যাত্রী দের সুবিধার্থে জানানো যাইতেছে যে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২৯/০৫/২০২২ ইং তারিখ হইতে ঢ...
07/06/2022

সম্মানীত ভারত গমনেচ্ছু যাত্রী দের সুবিধার্থে জানানো যাইতেছে যে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২৯/০৫/২০২২ ইং তারিখ হইতে ঢাকা ক্যান্টমেন্ট স্টেশন থেকে কলকাতা গামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন আবার চালু হবে। যাদের ভিসায় গেদে বাই রেল (রুট) লিখা আছে তারা মৈত্রী এক্সপ্রেস ট্রেন এর টিকেট ক্রয় করে ভারত গমণ করিতে পারিবেন।
Trips N' Travel

সম্মানিত পাসপোর্ট সেবাপ্রার্থী :-আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আজ ২৯.০৫.২০২২ খ্রিঃ থেকে ৩১.০৭.২০২২খ্রিঃ...
07/06/2022

সম্মানিত পাসপোর্ট সেবাপ্রার্থী :-

আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আজ ২৯.০৫.২০২২ খ্রিঃ থেকে ৩১.০৭.২০২২খ্রিঃ তারিখ পর্যন্ত শুধুমাত্র ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টের আবেদন করা যাবে। ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্টের আবেদন এই সময় বন্ধ থাকবে।

ট্রিপস এন ট্যাভেল..২৯.০৫.২০২২

আলহামদুলিল্লাহ....উমরাহর ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!! উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।যাত্রী নিজে নি...
07/06/2022

আলহামদুলিল্লাহ....

উমরাহর ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!! উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।

যাত্রী নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভিসা ইস্যু হয়ে যাবে। তাও আবার কোন এজেন্সির সহযোগিতা ছাড়াই!!

আরো একটি সুখবর হলো :-

আগে জিদ্দা, মক্কা আর মদীনা ছাড়া উমরাহ যাত্রীগণ অন্য কোথাও যেতে পারতেন না। এখন সৌদি আরবের যে কোন স্থানই উমরাহর যাত্রীগণের জন্য উন্মুক্ত! আগে ইস্যু হতো ১ মাসের ভিসা। এখন ইস্যু হবে ৩ মাসের উমরাহ ভিসা!

আগে ইস্যু হতো ১ মাসের ভিসা। এখন ইস্যু হবে ৩ মাসের উমরাহ ভিসা!
টিপস এন ট্যাভেল ০৭.০৬.২০২২

06/06/2022
06/06/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Trips N' Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share