09/06/2022
কাশ্মির ভ্রমন নিয়ে কিছু কথা - স্বপ্ন যেন সত্যি হওয়ার পথে। আমার বিদেশের মাটিতে প্রথম সফর।
১০ তারিখে রওনা হলাম কোলকাতা পথে। ১১তারিখে বর্ডার ক্রস করে কোলকাতা পৌছাতে বিকাল ৫টা। খাওয়া দাওয়া কেনাকাটা সেরে রাত ১০টায় হাওয়া ষ্টেশনে চলে গেলাম। আমাদের ট্রেন হিমগিড়ি এক্সপ্রেস কোলকাতা টু জম্বু কাশ্মীর। ট্রেন ছাড়লো রাত ১১টা ৫৫ মিনিটে। পরদিন সকালে ট্রেন উত্তরপ্রদেশ। একে একে লখনৌ, চন্ডিগড়, পাটনা, পাঞ্জাব হয়ে ৪৬ ঘন্টা পর পৌছায় জম্মুতে। জম্মু হতে প্রাইভেট জিপে করে ১২ ঘন্টা পর অবশেষে স্বপ্নের শ্রীনগর। আমরা ৬দিন কাশ্মীর ছিলাম। ১ম দিন ডাললেকের হাউসবোটে থাকা ও রাইড করায় চলে যায়। পরদিন সোনমার্গ চলে যাই সেখান হতে যোযিলা পাস, ১৪ হাজার ফিট উপরে, লেহ কার্গিল রোড, অক্সিজেন স্বল্প গাছপালাহীন জিরো পয়েন্ট। ৩য় দিন গন্তব্য গুলমার্গ, সেখানে ঘুরে রাতে চলো যাই গুলমার্গ হতে ১৫০কিলো দূরে পেহেলগাম, ১৫ তারিখে কাশ্মীর হরতাল তাই পেহেলগাম একটু সেইফ। পেহেলগাম সবচেয়ে সুন্দর আমরা পেহেলগামে ১ম দিন যাই আরু ভ্যালি যেখানে বাজরাঙ্গির সুটিং স্পট, তারপর বেতাব ভ্যালি ও চন্দনওয়ারী। পরদিন ঘোড়ায় চড়ে বাইসারান যা মিনিসুইজারল্যান্ড বলা হয়। সবশেষে আসি শ্রীনগর সেখানে বাল মসজিদ যেখানে হযরত মুহাম্মদ স এর চুল মোবারক আছে, নিশাত গার্ডেন, শালিমার গার্ডেন, ইন্দ্রিরা গান্ধী গার্ডেন সব ঘুরে ফিরে শরীরের অবস্থা যখন করুন।
এয়ারপোর্টে চলে যাই ১৮ তারিখে দুপুরে ৫টায় বিমান উড়লো আকাশে ৬.৫০ এ দিল্লি পৌছাই ২ঘন্টা ট্রনজিট তারপর বিমান পরিবর্তন করে ৯টায় বিমান ছাড়ে কোলকাতা ল্যান্ড করে রাত ১২ টায়।আমরা শ্রীনগর টু কোলকাতা আকাশে ছিলাম সাড়ে ৫ঘন্টা। আপনারা চাইলে আসা যাওয়া এয়ারে করতে পারেন খরচ একই হবে ১মাস আগে টিকিট কাটবেন।এতে সময় বাচবে কষ্ট কম হবে।
রাতটা এয়ারপোর্টে কাটিয়ে দেই সকালে কোলকাতা পার্ক স্টিটে হোটেল নিয়া সারাদিন ঘুরাঘুরি শপিং, স্টিডফুট খাওয়া কোলকাতা কাটাই ১দিন। তারপর সকাল ৬টায় বাস "দেশ ট্রাভেল" কোলকাতা টু ঢাকা। মতিঝিল বাসায় পৌছায় রাত ১০ টার সময়।
#আমাদের ট্যুর অনুযায়ী আপনাকে মোটামুটি একটা ট্যুর প্লান দিচ্ছি।
#১মদিন
শ্রীনগর এয়ারপোর্ট হতে ডাল লেক যাবেন গাড়ী ভাড়া নিবে ৬০০ রুপি। ডাল লেকে হাউজবোটে রুম নিবেন, এখন অফ সিজেন, রুম ভাড়া খুব কম পারবে ৫০০ থেকে ৬০০ রুপি এরমধ্যে।
ফ্রেশ হয়ে ঐদিন লোকাল সাইড ঘুরবেন গাড়ী ১০০০--১৫০০রুপি নিবে সারাদিন। নিশাত গার্ডেন, সালিমার গার্ডেন, হযরত বাল মসজিদ, চাশমেশালী এগুলো।
#২য়দিন
শ্রীনগর হতে চলে যান সোনমার্গ গাড়ী নিবে ৩০০০ রুপি সারাদিন দরদাম করে নিবেন। সোনমার্গ গিয়ে গাড়ী সাইড করে রেখে লোকাল গাড়ী নিন ৪০০০ রুপি , জোজিলা পাস, জিলো পয়েন্ট, ফিস পয়েন্ট, লেহ কার্গিল রোড ঘুরিয়ে বিকাল ৪টায় আবার সোনমার্গ আনবে, তারপর আগের গাড়ী করে আবার চলো আসুন শ্রীনগর ।
#৩য়দিন
শ্রীনগর হতে সকাল সকাল গুলমার্গ চলে যান,গুলমার্গ পায়ে হেটেই ঘুরতে পারবেন গাড়ী/ঘোড়ার প্রয়োজন নেই। গন্ডলা-ক্যাবল কার ২স্টেপ এখানকার মুল আকর্ষন এজন্য গুনতে হবে ১৭০০ রুপি। সারাদিন ঘুড়ে সন্ধায় গুলমার্গ হতে রওনা হয়ে রাতে পেহেলগাম পৌছে দিবে এমন বলে গাড়ী ঠিক করবেন ৪০০০ রুপি। গুলমার্ক ছোট তাই লোকাল গাড়ী ছাড়া আপনি হেটেই ঘুরতে পারবেন সারাদিন।
রাতে চলে যান পেহেলগাম বাজারে। হোটেল পাবেন অনেক, ৫০০/৬০০রুপিতে। আমরা হোটেল নূর মহলে ছিলাম বড় ২রুম ১৭০০ রুপি ভাড়া ছিলো।
#৪র্থদিন
পেহেলগাম ট্যাঙ্কি স্টান হতে গাড়ী নিন অরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারী ৩প্লেস গাড়ী ভাড়া ২৫০০ নিছে আমাদের সারাদিন, ১৮০০ রুপিতেও পাবেন তবে প্রতিটা প্লেসে তারা ১ঘন্টা করে টাইম দিবে । অরু ভ্যালিতে পৌছে ঘোড়ায় চড়ে দেখুন ঘোড়া ৫০০রুপি নিবে, ২ঘন্টা দেখাবে সব প্লেস। তারপর চন্দনওয়ারী, এখানে ওয়াটার ফল লিডার নদী। নিচেই বেতাব ভ্যালি, সবচেয়ে সুন্দর পার্ক এটি এন্ট্রি ফি ১০০রুপিতে উপভোগ করুন এরসৌন্দর্য।
#৫মদিন
পেহেলগামের বাইসারান ঘোড়ায় ৭০০ রুপি। তবে আমরা পায়ে হেটে গিয়েছিলাম সময় লেগেছিলো ৪০মিনিটের মতো কারন ঘোড়া মিলে ১/২ঘন্টা পর চলে আসার জন্য তাগিদ দেয় পায়ে হেটে গেলে সারাদিন বসে বাইসারানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন নিরিবিলি ।
#৬ষ্টদিন
পেহেলগাম হতে আবার চলে আসুন শ্রীনগর ৩০০০ রুপিতে। শ্রীনগর চাইলে সরাসরি দুধপাত্রী যেতে পারবেন, আমাদের সময়ের অভাবে সেখানে যাইনি । সন্ধায় চলে যান এয়ারপোর্টে, ৫০০রুপিতে। দিল্লি ২ঘন্টা ট্রানজিট হলে রাত ১২টার মধ্যেই ই কোলকাতা পৌছে যাবেন।
#খরচ-শুধু কাশ্মির ৫ জনের গ্রুপে আমাদের ৬দিনে খরচ হয়েছিল ৭৩০০ রুপি। প্রতিদিন খরচ মোটামুটি ১৫০০রুপিতে সামাল দিতে পারবেন। ট্রেন টিকিট, ২দিন খাওয়া ট্রেনে, জম্মু টু শ্রীনগর ভাড়া ৮০০ রুপি সব মিলিয়ে খরচ ছিল যাওয়া ৪০০০রুপি। আর আর্জেন্ট বিমান টিকিট শ্রীনগর টু কোলকাতা আসার টিকিট করি ৮২০০রুপি। আপনারা চাইলে ২মাস আগে রিটার্ন টিকিট করতে পারবেন বিমানে ১১০০০ রুপিতে আর এটাই সবচেয়ে ভালো হয়।
কোলকাতা ১দিন থাকার খরচ ছিলো আরও ১০০০ রুপি।
সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিলো ২১হাজার রুপির মতো যা ২৬-২৭হাজার টাকার মতো। তাও আবার ওয়ান ওয়ে বিমানে।
#খাবারদাবার- কাশ্মিরি ওয়াজওয়ান মাষ্ট ট্রাই করবেন। এছাড়া বকরির মাংস দিয়ে তৈরি "রগান জোস" টাও অসাধারন।👌
#সাবধানতা-
১.কাশ্মিরের তাপমাত্রা দিনে ৪/৫বার পরিবর্তন হয় মাইনাসে চলে যায় তাই অসুস্থ হওয়া হতে সতর্ক থাকবেন।
২.কাশ্মিরী লোক ৯৯% মুসলমান। ট্যুরিষ্ট তাদের দেশের অর্থনীতির মূল উৎস তাই পুরোপুরি নিরাপত্তা পাবেন আপনি যদি বৈধ ভাবে যান। তারা খুবই সহজ সরল। তারা বাঙালী মুসলিমদের খুব সম্মান করে।তাই এমন কিছু করবেন না যেন নিজের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তারা বাঙালিদের খুব ভালোবাসে বিশেষ করে ক্রিকেটার ও সাকিব আল হাসানের ভক্ত সবাই।
৩.কাশ্মিরে মানুষের চেয়ে আর্মি বেশি। রাস্তায় মোড়ে মোড়ে আর্মি গার্ড, ট্যাংক, শুট পজিশনে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তবে কারও সাথে কোন রাজনৈতিক আলাপ হতে বিরত থাকবেন। আপনি স্রেফ ট্যুরিস্ট।
৪.৬/জন গ্রুপ নিয়ে ট্যুর দিবেন তাহলে খরচ কম পরবে। আর সবকিছু দামাদামি করে নিবেন।
#অনুরোধ-বাহিরে ভ্রমনের ক্ষেত্র আপনি আমরা সবাই এক একজন বাংলাদেশ, একজন বিদেশী হয়তো তার সারাজীবনে কোনদিন বাংলাদেশ দেখবে না দেকবে আমাদের ব্যাবহার। তাই অবশ্যই দেশের ভাবমূর্তি বিনষ্ট হয় এমন কিছু করবেন না এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
❤
সবার প্রতি অনুরোধ জীবনে একবার হলেও কাশ্মির দেখে আসবেন আল্লাহর কুদরত কি নিজেই বুঝতে পারবেন।
Trips N'Travel
ইনশাআল্লাহ আবার ঘুরে আসবো নতুন কোন জায়গায় 😊