প্রবাসীদের কথা

  • Home
  • প্রবাসীদের কথা

প্রবাসীদের কথা প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখ ও মনের ?

প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট পায়না আর রোহিংগা দের পাসপোর্ট দেয়া শুরু হইছে
13/07/2023

প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট পায়না আর রোহিংগা দের পাসপোর্ট দেয়া শুরু হইছে

লস অ্যাঞ্জেলেসে গৃহহীনদের সংখ্যায় রেকর্ড;যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গৃহহীনদের সংখ্যা বেড়েছে রেকর্ড মাত্রায়।...
02/07/2023

লস অ্যাঞ্জেলেসে গৃহহীনদের সংখ্যায় রেকর্ড;
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গৃহহীনদের সংখ্যা বেড়েছে রেকর্ড মাত্রায়। সবশেষ তথ্য অনুযায়ী, সেখানে রাস্তায় বসবাস করছে এমন মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজারের বেশি। যদিও এই সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ। খবর ব্লুমবার্গের।

লস এঞ্জেলেস কাউন্টি হোমলেস সার্ভিসেস অথরিটির বার্ষিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে জানুয়ারিতে পরিচালিত একটি সমীক্ষারভিত্তিতে। এর স্বেচ্ছাসেবকরা বেশ কয়েক রাত ধরে শহরের রাস্তায় ঘুরে গাড়িতে, ফুটপাতে ও গলিতে ঘুমিয়ে থাকা লোকদের গণনা করেছে।

বৃদ্ধা মায়ের ইচ্ছা ছিল, তার হাত দিয়ে খেজুর গাছ থেকে খেজুর ছিড়ে খাওয়া পুত্র মায়ের জন্য এভাবেই ব্যবস্হা করে দিলেন.!'💙ছবিটা...
10/05/2023

বৃদ্ধা মায়ের ইচ্ছা ছিল, তার হাত দিয়ে খেজুর গাছ থেকে খেজুর ছিড়ে খাওয়া পুত্র মায়ের জন্য এভাবেই ব্যবস্হা করে দিলেন.!'
💙

ছবিটা আরবের একটি শহরের।

13/04/2023

সিঙ্গাপুর টেক্কারহাটে হাজারো প্রবাসীর ইফতার

19/03/2023
18/03/2023

Green Street in London

যে দেশে পাসপোর্ট বানান লিখতে ভুলবাল লিখে পোস্টার বানায়, সেই দেশের পাসপোর্ট হবে বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্ট!
13/03/2023

যে দেশে পাসপোর্ট বানান লিখতে ভুলবাল লিখে পোস্টার বানায়, সেই দেশের পাসপোর্ট হবে বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্ট!

06/03/2023

মালয়েশিয়া থেকে হজ্বে যেতে খরচ ২,৫৮,৬০০ টাকা, ইন্দোনেশিয়া -২,৩৮,৪৫৩ টাকা,
ভারত -৩,০০,০০০ টাকা।
বাংলাদেশ থেকে লাগবে-৬,৮৩,০১৮ টাকা❗

পরিবারের জন্য এক লক্ষ টাকা দিয়ে খাট কেনা প্রবাসীরা ঘুমাচ্ছেন খাট ছাড়াই। ভেবে দেখেন তো কোন প্রবাসীর পরিবার কি এভাবে ঘুমায়...
27/01/2023

পরিবারের জন্য এক লক্ষ টাকা দিয়ে খাট কেনা প্রবাসীরা ঘুমাচ্ছেন খাট ছাড়াই। ভেবে দেখেন তো কোন প্রবাসীর পরিবার কি এভাবে ঘুমায়?

22/11/2022

বাংলাদেশে প্রবাসী আয়, হুন্ডি অথবা ব্যাংকিং ওয়ে যেভাবে আসে আসুক,!! সরকারকে নজর দিতে হবে যাতে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার না হয়ে যায় !

সেতুবন্ধন (সিংগাপুর ও মালয়েশিয়া)
09/11/2022

সেতুবন্ধন
(সিংগাপুর ও মালয়েশিয়া)

25/08/2022

সবারই স্বপ্ন থাকে নিজের একটি স্থায়ী আবাসের। নিজের একটা বাসস্থান মানুষের আত্মবিশ্বাস ও মর্যাদা বাড়িয়ে দেয়। বর্ত.....

মহানবী (সা:)কে অবমাননা করায় রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত
09/06/2022

মহানবী (সা:)কে অবমাননা করায় রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত

17/05/2022

প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায়,
আর দেশ থেকে চোরেরা পাচার করে বিদেশে নিয়ে যায় !!

11/05/2022

♥️প্রবাসী ভাইদের টাকা-পয়সা, সম্পদ নিয়ে খুব ভালো একটা প্রশ্নের উত্তর !

01/05/2022

সুইডেনে কোরআন অবমাননা (কোরআনে আগুন দিয়ে পোড়ানো) শয়তান রাসমুস পালো দানের উপর হামলা

16/04/2022

কোপেনহেগেনের চেরি ফুলের সমাহার

25/01/2022

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অবৈধভাবে ত....

জেদ্দা সবজি মার্কেট
24/12/2021

জেদ্দা সবজি মার্কেট

06/12/2021

তথ্য প্রতিমন্ত্রী টাকলূ মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর !!

02/12/2021

শীতের সকাল, কোপেনহেগেন, ডেনমার্ক

এই সেই ফ্রান্সের শয়তান  Éric Zemmour, সে ঘোষণা দিয়েছে যে, সে  যদি প্রেসিডেন্ট হতে পারে তাহলে ফ্রান্সে "মোহাম্মদ" নাম ন...
30/11/2021

এই সেই ফ্রান্সের শয়তান Éric Zemmour, সে ঘোষণা দিয়েছে যে, সে যদি প্রেসিডেন্ট হতে পারে তাহলে ফ্রান্সে "মোহাম্মদ" নাম নিষিদ্ধ করবে।

21/11/2021

🌎 বিদেশ থেকে শুল্কমুক্তভাবে—
👉 কি আনা যাবে? ✅
👉🏿 আর কি কি আনা যাবে না।🚫

📖 এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ প্রণয়ন করেছে। নতুন বিধিমালা প্রণীত না হওয়ায় এ বিধিমালাটি এখনো কর্যকর রয়েছে।

নিচে এ বিধিমালা অনুয়ায়ী বিদেশ হতে আগত ও বিদেশগামী যাত্রীর সচরাচর জিজ্ঞাসিত (শুল্কযুক্ত ও শুল্কমুক্ত) গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেয়া হলো:

▪️১. টেলিভিশন :
২৯" পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনা যাবে।
৩০"-৩৬" হলে ১০,০০০ টাকা,
৩৭"-৪২" হলে ২০,০০০ টাকা,
৪৩"-৪৬" হলে ৩০,০০০ টাকা,
৪৭"-৫২" হলে ৫০,০০০ টাকা,
৫৩" -৬৫" হলে ৭০,০০০ টাকা এবং
৬৬" এর বেশি হলে ৯০,০০০ টাকা
শুল্ক পরিশোধ করতে হবে।

▪️২. সিগারেট :
১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত সিগারেট বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

▪️৩. মদ ও মদ জাতীয় পানীয় :
বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিকদের জন্য মদ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। আনলে কাস্টমস তা আটক করবে। বিদেশী পাসপোর্টধারী নাগরিক হলে ২ বোতল বা সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন। আটককৃত মদ বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

▪️৪. ল্যাপটপ :
১ টি শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ২ টি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ১৬%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত ল্যাপটপ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️৫. স্বর্ণবার :
১ গ্রাম আনলেও শুল্ক-করাদি (প্রতি ১১.৬৭ গ্রাম এর জন্য ৩০০০ টাকা) পরিশোধ করতে হবে। এভাবে ঘোষণা প্রদানপূর্বক ২৩৪ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। ঘোষণা না দিয়ে গ্রীন চ্যানেল অতিক্রমকালে স্বর্ণবার বহনকারী ধরা পরলে তা চোরাচালান হিসেবে গণ্য হবে। বর্ণিত অপরাধের দায়ে শুল্ক করাদি আরোপসহ অতিরিক্ত হিসেবে পন্যমূলের দ্বিগুন জরিমানা আরোপ হতে পারে। এ ক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রীতায় পণ্যটি পেতে অনেক সময় লাগতে পারে। অথচ ঘোষণা প্রদানপূর্বক নির্ধারিত শুল্ককরাদি পরিশোধ করে খুব সহজেই আপনার বহনকৃত স্বর্ণবারটি নিয়ে যেতে পারেন।
স্বর্ণবার আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

▪️৬. স্বর্ণালংকার :
শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে একজন যাত্রী ১০০ গ্রাম পর্যন্ত (এক প্রকারের অলংকার ১২ টির অধিক হবে না) শুল্কমুক্ত স্বর্ণালংকার আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রাম এর জন্য প্রায় ২০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ(detention memo) বুঝে নিবেন। আটককৃত স্বর্ণালংকার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।

▪️৭. মোবাইল ফোন :
একজন যাত্রী নিজের ব্যবহৃতসহ সর্বমোট ২ টি মোবাইল ফোন শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে (প্রায় ৫৯%) ৩-৮টি পর্যন্ত মোবাইল আনতে পারবেন এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন Adjudication প্রক্রিয়ায় BTRC দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️৮. নতুন শাড়ী_অন্যান্য কাপড়_কসমেটিক্স : ব্যাক্তিগত বিবেচনায় যুক্তিসংগত পরিমাণ শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। আরও কয়েকটি শুল্ক-করাদি (প্রায় ১২৮/১৫০%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে বাণিজ্যিক বিবেচনায় কাস্টমস তা আটক করবে। আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন। আটককৃত পণ্য পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️৯. ঔষধ :
জরুরী বিবেচনায় প্রেসক্রিপশন দেখিয়ে যুক্তিসংগত পরিমাণ আনতে পারবেন। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত ঔষধ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️১০. বৈদেশিক মুদ্রা :
বিদেশে যাওয়ার সময় পাসপোর্টে এনডোরস [বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ক্ষেত্র ব্যাতিত] ব্যাতিত কোন বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন না। তবে বাংলাদেশী মুদ্রায় ৫,০০০ টাকা পাসপোর্টে এনডোরস ছাড়াই সাথে নিতে পারবেন। সাধারণত প্রতি বার ভ্রমনে ১০০০০ ডলার পর্যন্ত এনডোরস করিয়ে নেওয়া যায়। এনডোরস ব্যাতিত বৈদেশিক মুদ্রা সাথে নিলে কাস্টমস আটক করবে। আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আর মুদ্রা পাচার/মানি লন্ডারিং বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে। বিদেশ থেকে ফেরার সময় ইচ্ছেমত বৈদেশিক মুদ্রা আনতে পারবেন। তবে ৫,০০০ ডলার/সমমান এর বেশি বৈদেশিক মুদ্রা আনলে অবশ্যই কাস্টমস এর নিকট FMJ ফরম-এ ঘোষণা প্রদান করতে হবে।

▪️১১. সাময়িক আটক :
শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে খালাসযোগ্য পণ্যের ক্ষেত্রে তাৎক্ষনিক শুল্ক-করাদি পরিশোধ করার মত টাকা সাথে না থাকলেও ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে কাস্টমস তা সাময়িকভাবে আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। সাময়িকভাবে আটককৃত পণ্য ২১ দিনের মধ্যে যথাযথ শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️১২. কার্গো বুকিং পণ্য ঘোষণা :
বিদেশ থেকে আসার আগে কার্গোতে ব্যাক্তিগত মালামাল বুকিং দিয়ে আসলে বাংলাদেশে নেমেই/৭ দিনের মধ্যে এয়ারপোর্ট কাস্টমস এর নিকট এয়ারওয়ে বিল এবং পাসপোর্টসহ উপস্থিত হয়ে নির্ধারিত "এ-ফরম" পূরণ করে মালামাল এর ঘোষণা প্রদান করবেন। অনুমোদিত "এ-ফরম" এর কপি নিয়ে মালামাল আসার পর শুল্ক-করাদি (প্রযোজ্য ক্ষেত্রে) পরিশোধ সাপেক্ষে এয়ারফ্রেইট ইউনিট থেকে মালামাল নিতে পারেন।

▪️১৩. নির্দিষ্ট শুল্কের পণ্য:
যাত্রীর সাথে বহনকৃত কিছু পণ্যের শুল্কের পরিমানঃ
1. হোম থিয়েটার/মিউসিক সেন্টার ৪ এর অধিক সর্বোচ্চ ৮ টি -৮০০০/- টাকা
2. রেফ্রিজারেটর -৫০০০/- টাকা
3. এয়ার কন্ডিশন- ৭০০০-২০০০০/- টাকা
4. ডিশ এন্টিনা -৭০০০/- টাকা
5. Professional কাজে ব্যবহত HD, DV, BETA Cam- -১৫০০০/- টাকা
6. ঝাড়বাতি -৩০০/- টাকা (প্রতি পয়েন্ট)
7. ওয়াশিং মেশিন-৩০০০/- টাকা

▪️১৪. একটি করে ফ্রি পণ্য:
শুল্ককরাদি পরিশোধ ব্যতিরেকে সম্পূর্ণ ফ্রিতে ১ টি করে যে সকল পণ্য আনা যাবে-
1. ক্যাসেট প্লেয়ার/টুইন ওয়ান
2. ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
3. বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার
4. ডেস্কটপ/ল্যাপটপ
5. কম্পিউটার প্রিন্টার
6. কম্পিউটার স্ক্যানার
7. ফ্যাক্স মেশিন
8. ভিডিও ক্যামেরা (Professional কাজে ব্যবহৃত)
9. স্টীল/ডিজিটাল ক্যামেরা
10. টেলিফোন সেট
11. মাইক্রোওয়েভ ওভেন
12. রাইস/প্রেসার কুকার
13. টোস্টার/জুসার/কফি মেকার ও অনুরূপ
14. টাইপরাইটার
15. গৃহস্থলি সেলাই মেশিন
16. ফ্যান
17. খেলাধুলা সামগ্রী (ব্যক্তিগত)
18. ১০০ গ্রাম স্বর্ণালংকার ২০০ গ্রাম রৌপ্য অলংকার
19. ২০০ শলাকা সিগারেট
20. ২৯” পর্যন্ত টেলিভিশন
21. ভিসিআর/ভিসিপি
22. হোম থিয়েটার/মিউসিক সেন্টার ৪ এর অধিক পর্যন্ত
23. এলসিডি কম্পিউটার মনিটর ১৯” পর্যন্ত
24. ২ টি মোবাইল (ব্যবহৃতসহ)

সৌদি আরবে সাড়ে ১৫ হাজার অভিবাসী আটক !
07/11/2021

সৌদি আরবে সাড়ে ১৫ হাজার অভিবাসী আটক !

♥️ লাল এর মধ্যে টিপ দিয়ে দেখি কয়জন এর উত্তর দিতে পারে ?
02/11/2021

♥️ লাল এর মধ্যে টিপ দিয়ে দেখি কয়জন এর উত্তর দিতে পারে ?

23/10/2021

Halloween in Tivoli, পার্ক কোপেনহেগেন ডেনমার্ক

13/10/2021

ক্রিস্টিয়ান এরিকসেন হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকে ডেনমার্ক যেন দলগতভাবে আরও বেশি শক্তিশালী হয়েছে। এরিকসেনক....

দৃষ্টি আকর্ষণ!!!অবৈধ কর্মীদের বৈধ হতে,কাতার সরকারের দেয়া সুযোগ টি কাজে লাগাতে প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে যান । # উপরে...
10/10/2021

দৃষ্টি আকর্ষণ!!!

অবৈধ কর্মীদের বৈধ হতে,কাতার সরকারের দেয়া সুযোগ টি কাজে লাগাতে প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে যান ।

# উপরের এপ্লিকেশন ফর্ম টি পূরণ করুন( টাইপিং)
# আপনার আইডি/ভিসা কপি।
# নতুন কোম্পানির কম্পিউটার কার্ড কপি।

* যাদের আইডি আছে।
মেয়াদ উত্তির্ন,কেন্সেল,বালাগ হুরুব( এক বছরের বেশি সময়) আপনারা গর্ভামেন্ট সার্ভিস সেন্টার গুলোর সিআইডি ডিপার্টমেন্টে যোগাযোগ করুন।

* যাদের কোন আইডি হয়নি
ডিজিট,ফ্যামেলি ভিজিট,কোম্পানির ভিজিট ভিসা ইত্যাদি আপনারা সালওয়া রোড সিআইডি অফিসে যোগাযোগ করুন।

কোম্পানি পরিবর্তন সংক্রান্ত যে কোন তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

অফিস লোকেশনঃ
বি রিং রোড,মুনতাজা-দোহা।
রিতাজ বিজনেস সেন্টার।
33114546/40020048

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসীদের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share