02/01/2022
এই শীতে বিরিশিরি ঘুরতে যেতে চাচ্ছেন কেউ? আমরা যাচ্ছি আগামী ১৪ই জানুয়ারি নতুন বছর উপলক্ষে
টুর প্ল্যান >>>>>>
গন্তব্যস্থল: বিরিশিরি
যাত্রার তারিখ: ১৪/০১/২২ (সকাল ৫:৩০)
ফেরার তারিখ: ১৪/০১/২২ (আনুমানিক রাত ১১:০০)
ভ্রমণ খরচ: ২০০০ টাকা
আসন সংখ্যা: ২৫
বুকিং এর শেষ সময় ১২/০১/২২ (বিকেল ৫টা)
এই খরচের মধ্যে থাকবে>>>>
১. বাস (AC কোস্টার)
২. সকালের খাবার.
৩. দুপুরের খাবার.
৪. সন্ধ্যার নাস্তা.
৫. সকল প্রকার অভ্ভন্তরীন যাতায়াত খরচ.
৬. সাথে থাকছে আকর্ষণীয় নৌকা ভ্রমণ.
টুর প্ল্যান>>>>
ঢাকা থেকে কোস্টার-এ বিরিশিরি বাস স্ট্যান্ড, তারপর নৌকা করে সোমেশ্বরী নদী পারি দিয়ে পৌঁছেযাব বিজয়পুর বি.জি.বি ক্যাম্প. এর মাজখানে আমরা দেখে নিবো কমলা বাগান, তারপর আমরা রিসার্ভ অটো-তে করে বিরিশিরি সকল স্পট ভ্রমণ করবো.
স্পটগুলোর মধ্যে রয়েছে:
১. সাধু জোসেফ-এর ধর্ম পল্লী.
২. রানিখং গির্জা.
৩. হাজংমাতা শহীদ রাশিমণি স্মৃতিসৌধ.
৪. চিনামাটির পাহাড়.
৫. রানীর গুহা.
৬. চাইলে আমরা উপজাতিদের গুচ্ছগ্রামে ঘুরতে পারবো (সময় থাকলে).
খাবারের মেনু:
১. সকালের খাবার: ডিম্, পরোটা, সবজি/ডালভাজি.
২. দুপুরের খাবার: পোলাও, গরু/মুরগি.
৩. বিকেলের নাস্তা.
বুকিং:
১. বুকিং করতে ৫০% অ্যাডভান্স বিকাশ/নগদ করতে হবে (খরচ সহ)
২. বিস্তারিত জানতে ইনবক্স করুন.