14/01/2024
⭕️ লাক্ষাদ্বীপ ভ্রমণ গাইড (Lakshadweep Travel Guide) ⭕️
লাক্ষাদ্বীপ (Lakshadweep) – সংস্কৃত ও মালায়ালাম ভাষায় অর্থ ‘হাজার দ্বীপ’। আদতে ১,০০০ না হলেও কেরলের উপকূলে অবস্থিত ৩৬টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ হল লাক্ষাদ্বীপ।
লাক্ষাদ্বীপ ভারতের পশ্চিম দিকে কেরালার মালাবার উপকুল থেকে প্রায় ৩২৪ কিলোমিটার দূরত্বে ৩৬ টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে অবস্থিত। লাক্ষা, আমিনদিভি ও মিনিকয় দ্বীপপুঞ্জের সরকারি নাম রাখা হয়েছে লাক্ষাদ্বীপ যার মোট আয়তন ৩২ বর্গকিলোমিটার মাত্র। লাক্ষাদ্বীপ ভারতের সব থেকে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল যার মধ্যে ২৭ টি দ্বীপ মোটামুটি বড় আকারের। এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড়ো দ্বীপ হল মিনিকয় দ্বীপ যার আয়তন ৪.৫০ বর্গ কিমি। এছাড়াও ১২ টি রিং দ্বীপ (এটল), ৩ টি প্রবাল প্রাচীর এবং অসংখ্য প্রবাল টিলা আছে। প্রধান ৩৬ টি দ্বীপের মধ্যে জনবসতি আছে ১০ টি দ্বীপে। বাকী দ্বীপগুলোতে ঈদানীং কিছু হোটেল, রিসর্ট এবং টুরিস্ট ক্যাম্প গড়ে তুলেছে ইন্ডিয়ান ট্যুরিজম কর্পোরেশন এবং প্রাইভেট পর্যটন কোম্পানী।
লাক্ষাদ্বীপের দক্ষিনে স্বাধীন দ্বীপ রাস্ট্র মালদ্বীপ। লাক্ষা দ্বীপের রাজধানীর নাম কাভারাত্তি , একটি মাত্র এয়ার পোর্টের নাম আগাট্টি (আগাট্টি একটি দ্বীপেরও নাম)। আয়তন ৩২ বর্গ মাইল। লোক সংখ্যা-৬১ হাজার। শিক্ষিতের হার শতকরা ৯০ ভাগ! ভাষা-মালায়লাম, হিন্দী এবং ইংরেজী। দৈনন্দিন জীবনের দিক থেকে এখানকার অধিবাসীরা কেরালার সমজাতীয়। চেহারা দেখতে আমাদের বাঙ্গালীদের মতই। এখানকার একটি দ্বীপের নাম মিনিকয় দ্বীপ। মিনিকয়ের ১০০ ভাগ অধিবাসী শিক্ষিত। তাদের ভাষার নাম “মহল”। আরবী ভাষার সাথে মহল ভাষার ৮০% সামঞ্জস্য। মুলত আরবী ভাষা থেকেই হিন্দীর সাথে মিশ্রন ঘটে মহল ভাষার সৃস্টি হয়েছে। মিনিকয় দ্বীপটি যদিও ইন্ডিয়ান অধিভুক্ত, কিন্তু দ্বীপটি মালদ্বীপের খুব নিকটে। দেশী বিদেশী ট্যুরিস্টদের কল্যাণে লাক্ষা দীপপুঞ্জের মোটামুটি সবাই ইংলিশে কথা বলতে পারে। আবহাওয়া নর্মালী ঠান্ডা। তবে মে-সেপ্টেম্বর মাস পর্যন্ত কিছুটা গরম আবহাওয়া। এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপ মুসলিম বসতি প্রধান এলাকা। এখানে অনেক মসজিদ আছে। শুধু মাত্র কাভারাট্টিতেই ৫২ টি মসজিদ আছে। সব চাইতে বড় মসজিদের নাম আজ্জারী মসজিদ। জন সংখ্যা অনুপাতে পৃথিবীর আর কোথাও এত বেশী মসজিদ আছে কিনা জানা নেই।
এখানে কমন রান্নাগুলো সাউথ ইন্ডিয়ানদের মতই। নারিকেলের তেলে রান্না হয়। প্রচুর পরিমান নারিকেল উৎপন্ন হয় বলে এখানে নারিকেল আশ থেকে তৈরীর বেশকিছু শিল্প কারখানা গড়ে উঠেছে। এছারাও সুপারী এবং কলা জন্মে প্রাকৃতিক ভাবেই। তবে বর্তমানে কলার চাষ হচ্ছে আধুনিক কৃষি উতপাদন পদ্ধতিতে। এখানে উন্নত মানের প্রচুর কলা উতপন্ন হয়-যা বিদেশে রপ্তানী হয়। কারো বাড়ীতে গেলে অবশ্যই অন্যান্য খাবারের সাথে ডাব জল, ডাবের শাশ এবং কলা খেতে দেবেই। এখানকার বেশীর ভাগ মানুষই পেশা কৃষি ও মাছ শিকার এবং সেই সব পন্য রপ্তানী। সামুদ্রীক মাছ খুব সস্তা। সাধারন হোটেল রেস্তরায় একটা কিং সাইজ রেড লবস্টার (প্রায় ৫০০/৬০০ গ্রাম ওজনের) ১৫০ টাকার ভিতর। অন্যান্য ফলের মধ্যে তরমুজ পাওয়া যায় সারা বছর।
⭕️ কিভাবে যাবেন (How to Reach Lakshadweep) :
লাক্ষাদ্বীপ দুই ভাবে যাওয়া যায় ফ্লাইটে (Flight) ও জাহাজে (Ship), দুটো ক্ষেত্রেই টুর অর্গানাইজ করে স্পোর্টস (Sports) নামক লাক্ষাদ্বীপ গভর্নমেন্টের সংস্থা ও স্পোর্টসের অথরাইজড প্রাইভেট সংস্থা I
ফ্লাইটে আগাত্তি ("Agatti"only airport) নামতে হবে প্রথমে তারপর অন্য দ্বীপে যেতে হয় I যাদের হাতে প্রচুর সময় আছে তারা দল বেধে জাহাজে ভ্রমন করলেই ভারত মহা সাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের সেই সঙ্গে লাক্ষা দ্বীপপুঞ্জের প্রকৃত সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।
আপনারা চাইলে অনলাইনে golakhadweep কোম্পনির সাথে যোগাযোগ করতে পারেন, বুকিং প্রসেস খুব সহজ I
🔺️ For Lakshadweep package booking Contact:-
👉 GoL Travels Pvt Ltd (Govt. Authorised Travel Agency)
Pallichal Rd, Thoppumpadi,Kochi
Website:- www.golakshadweep.com
[email protected]
⭕️ কোথায় থাকবেন (Where to Stay):
লাক্ষাদ্বীপে বহু কটেজ রয়েছে থাকার জন্য। কাভারেত্তি, কালপেনি, কাদমাত , বাঙ্গারাম ইত্যাদি দ্বীপে একাধিক হোমস্টে রয়েছে থাকার জন্য। সঙ্গে সরকারি লজও রয়েছে। আগাট্টিতে সরকারি গেস্ট হাউসের ফোন নম্বর (Agatti Govt. Guest House Contact) – 04894 242933.
⭕️ লাক্ষাদ্বীপে কি কি করবেন (Activities in Lakshadweep):
সবার প্রথম দুচোখ ভরে উপভোগ করুন জায়গাটা(Blue sea), এরপর বিভিন্ন ওয়াটার একটিভিটি করুন স্কুবা, স্নোর্কেলিং, ব্যানানা রাইড, জেটস্কি (Various water activities like Scoova diving, Snorkeling, jetski, banana ride).
⭕️ খরচ কেমন (Package Cost):
প্যাকেজের খরচ সিজন অনুযায়ী ভ্যারি করে 40000 টাকা মাথাপিছু (Package starting around 40000 per head) থেকে শুরু মোটামুটি I এরপর বিভিন্ন রকমের প্যাকেজ নেওয়া যায় I এর মধ্যে প্রতিটা দ্বীপে কিছু কিছু ওয়াটার একটিভিটি সবকিছু ধরা থাকে I
⭕️ যাওয়ার সেরা সময় (Best time to visit):
অক্টোবর থেকে ফেব্রুয়ারি (October- February).
⭕️ ভাষা (Language):
ইংরেজি ও হিন্দি চলে (English & Hindi) , দ্বীপের মানুষরা বিভিন্ন আলাদা আলাদা ভাষায় কথা বলেন তবে হিন্দি বোঝেন I
⭕️ লাক্ষাদ্বীপের দর্শনীয় স্থান (Places to visit in Lakshadweep):
• বাঙ্গারাম(Bangaram): একটি ছোট অশ্রুবিন্দুর আকৃতির দ্বীপ, যা আগাত্তি এবং কাভারাত্তির একেবারে কাছেই অবস্থিত। এটি লাক্ষাদ্বীপের একমাত্র জনবসতিহীন দ্বীপ এবং এটি ফসফোরেসেন্ট প্লাঙ্কটনের জন্য পরিচিত। যা রাতে প্রবাল বালির তীরে ধুয়ে সৈকতকে নীলাভ করে তোলে।
• আগাত্তি(Agatti): বিশ্বের অন্যতম নৈসর্গিক লেগুনগুলির মধ্যে একটি রয়েছে আগাত্তিতে। লাক্ষাদ্বীপের মধ্যে শুধুমাত্র আগাত্তিতেই এয়ারস্ট্রিপ রয়েছে।
• কাদমত(Kadmat island): কাদমত আট কিমি দীর্ঘ। আর মাত্র ৫৫০ মিটার চওড়া, তাও সবথেকে চওড়া জায়গায়। এটির পশ্চিমে একটি সুন্দর অগভীর লেগুন রয়েছে, যা ওয়াটার স্পোর্টসের জন্য একেবারে আদর্শ।
• মিনিকয়(Minicoy): এটি মূল দ্বীপপুঞ্জ থেকে কিছুটা বিচ্ছিন্নভাবে অবস্থিত। উত্তর দ্বীপপুঞ্জের দক্ষিণে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। অন্যতম একটি বড় লেগুন আছে।
• কালপেনি(Kalpeni): তিলাক্কাম এবং পিটির দুটি ছোট দ্বীপ এবং উত্তরে চেরিয়াম দ্বীপের সঙ্গে কালপেনি একটি একক দ্বীপ গঠন করে। কালপেনির একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এর পূর্ব এবং দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর প্রবাল ধ্বংসাবশেষের একটি বিশাল তীর।
• কাভারাত্তি(Kavaratti): এটি প্রশাসনিক সদর দফতর এবং সর্বাধিক উন্নত দ্বীপ। দ্বীপটি জুড়ে ৫২টি মসজিদ বিস্তৃত, যার মধ্যে সবচেয়ে সুন্দর হল উজরা মসজিদ।
• জাহাজের ধ্বংসাবশেষ (Shipwreck in Minicoy): মিনিকয় লাক্ষাদ্বীপের একমাত্র দ্বীপ যেখানে দ্বীপপ্রাচীরের আট মিটার গভীরতার মধ্যে এসএস হোচস্ট এবং অন্যান্য জাহাজের তিনটি বড় জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে বলে মনে করা হয়।
• ওয়াটার স্পোর্টস(Water Sports): বেশিরভাগ পর্যটন প্যাকেজগুলিতে কায়াক, ক্যানো, প্যাডেল বোট, সেল বোট, উইন্ড সার্ফার, স্নোর্কেল এবং অন্যান্য সুবিধা রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরার উত্সাহীরা বড় গেম ফিশিংয়ে লিপ্ত হতে পারেন। অভিজ্ঞ ক্রু সহ স্থানীয় নৌকা ভাড়া করা যেতে পারে।
• ডাইভিং(Diving): কাদমাত ভারতের সবচেয়ে সুন্দর ডাইভিং লোকেশনগুলির মধ্যে একটি I মিনিকয় ডাইভ সেন্টার এবং ডলফিন ডাইভ সেন্টার (কাভারাত্তি) এছাড়াও একটি খুব ভাল ডাইভ বিকল্প।
ধন্যবাদ 🙏
লেখা :- কুন্তল ভৌমিক
ছবি:- সংগৃহীত
©️Bangalir_Safar
#বাঙালির_সফর