আপন - Apon Travel Group

  • Home
  • আপন - Apon Travel Group

আপন - Apon Travel Group বাংলাদেশের মানুষ এর ভ্রমণকে সহজলভ্য করাই আমাদের মূল উদ্দেশ্য

19/10/2021

* ৩৪৯৯ টাকা সাজেক ভ্রমণ (৩ রাত ২ দিন) সপ্তাহের প্রতি শুক্রবার - শনিবার
* ১০৯৯ টাকায় কক্সবাজার ভ্রমণ (২ রাত ১ দিন) সপ্তাহের প্রতি শুক্রবার
* ৯৯৯ টাকায় সীতাকুণ্ড ভ্রমণ (২রাত ১দিন) সপ্তাহের প্রতি শুক্রবার
* ১১৯৯ টাকায় সিলেট ভ্রমণ (২রাত ১দিন) সপ্তাহের প্রতি শুক্রবার
* ১১৯৯ টাকায় রাঙ্গামাটি ভ্রমণ (২রাত ১দিন) সপ্তাহের প্রতি শুক্রবার

06/10/2021

#কক্সবাজার ভ্রমন ❤️ অবিশ্বাস্য হলেও সত্যি 😱
ঘুরে আসুন ৭ অক্টোবর মাএ- ১০৯৯ টাকায় কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ টিম - Apon Travel Group ✌️ এর সাথে।
আর মাত্র ১০০ টাকায় রয়েছে আর্কষণীয় টি-শার্ট 👕
গ্রুপ লিংকঃ
ইভেন্ট লিংকঃ

✅ আমরা যা যা দেখবোঃ
>কক্সবাজার
>সুগন্ধা পয়েন্ট
>লাবনী পয়েন্ট
>কলাতলী পয়েন্ট
>হিমছড়ি
>ইনানি বিচ
>মেরিন ড্রাইভ
✅প্যাকেজে_এর_মধ্যে_থাকছেঃ
>ঢাকা - কক্সবাজার - ঢাকা চেয়ারকোচ বাস।
>সকালের নাস্তা ও দুপুরের খাবার।
>সকল প্রকার গাইড খরচ।
>ব্যাগ রাখার ব্যবস্থা থাকবে।
#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
★প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
★ফেরার দিন রাতের খাবার।
★কোন প্রকার এন্ট্রি ফি।
★হিমছড়ি ইনানি যাতায়াত খরচ।
ফুড মেন্যুঃ
সকালের নাস্তাঃ পরটা, ডাল/সবজি,ডিম অথবা ডিম খিচুড়ি।
দুপুরের খাবারঃ ভাত, সবজি,ভর্তা, ডাল, মুরগীর মাংস অথবা মোরগ পোলাও।
#যা_যা_সাথে_নিতে_হবে ---
১. মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে।
২. পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা।
৩. সানগ্লাস, হ্যাট।
৪.পানির বোতল।
৫.গামছা।
৬. হালকা ব্যাগ।
৭. প্রয়োজনীয় ওষুধ।
৮. ক্যামেরা (আপন মনে অন্যের ছবি তোলার জন্য )
৯.পাওয়ার ব্যাংক।
বিস্তারিতঃ
★ ০৭ অক্টোবর রাতের বাসে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা সায়দাবাদ থেকে।
★০৮ অক্টোবর সকালে কক্সবাজার নেমে যত দ্রুত সম্ভব নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালে সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো আমরা ফ্রেশ হতে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে। "যার যার নিজ খরচে " চলে যাবো ইনানি এবং হিমছড়ি, তারপর সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী তারপর যে যার মতো ঘুরাঘুরি করে কেনাকাটা করে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
★০৯ অক্টোবর খুব সকালে আমরা সবাই ঢাকা থাকবো
✅ ইভেন্ট ফিঃ
জনপ্রতি ১০৯৯ টাকা
❑বুকিং মানিঃ ৫০০ টাকা।
✅ আসন বুকিং করতে ৫০০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাতে হবে।বাকিটা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে। চাইলে ব্যাংক একাউন্টেও দিতে হবে।
➡️ আমাদের অফিসে এসে বুকিং মানি জমা দিতে পারেন -
অফিস টাইমঃ সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
➡️ বিস্তারিত জানতে ও বুকি করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন -

➡️ বিকাশ নাম্বারঃ-০১৭৩২৭৭৬৭৭৭

🚧🚧যা যা করা যাবে না:
⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে কোন প্রকার আলোচনা বা সমালোচনা করা যাবে না ।
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
🚭বাসে ধূমপান করা যাবে না ।
-
❌সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হ

06/10/2021

ডিস্কাউন্ট!!!!! ডিস্কাউন্ট!!!!! ডিস্কাউন্ট!!!!!
৯৯৯/- টাকার সিতাকুন্ড ট্যুরে পাচ্ছেন ২০০ টাকা ডিস্কাউন্ট!!🥰
এখন মাত্র ৭৯৯/- টকায় চন্দ্রনাথ পাহাড়, নাপিত্তাছড়া ট্রেইল ও মহামায়া লেক ভ্রমন টিম স্বদেশের সাথে...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️➡️ ফিমেল ট্রাভেলার অর্থাৎ আপুরা আমাদের যেকোনো ট্রিপেই জয়েন করতে পারেন একদম নিশ্চিন্তে 😊
সবার বিশ্বস্ততা আর ভালোবাসা নিয়েই ট্যুর পরিচালনা করা আমাদের লক্ষ্য... 💙
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🚌যাত্রার_তারিখ:-
০৭ ই অক্টোবর (বৃহস্পতিবার)
রাত - ১১.০০ টায় সায়দাবাদ থেকে।
🚌ফেরার_তারিখঃ-
০৮ ই অক্টোবর (শুক্রবার)
রাত ১০ টায় ঢাকা এসে নামবো ইনশাআল্লাহ্।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️➡️ দর্শনীয় স্থানসমূহঃ-
☘️ চন্দ্রনাথ পাহাড়।
☘️ চন্দ্রনাথ মন্দির।
☘️ নাপিত্তাছড়া ট্রেইল।
☘️ কুপিকাটাখুম ঝর্ণা।
☘️ বান্দরকুম ঝর্ণা।
☘️ নাপিত্তাছড়া ঝর্ণা।
☘️বাগবিরিয়ানী ঝর্ণা।
☘️ মহামায়া লেক।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️➡️ টিম সাইজ ৪৫ জন। (রিজার্ভ বাস)
➡️➡️ ইভেন্ট ফি:- ৯৯৯/- জনপ্রতি। (বর্তমান ৭৯৯/-)
#বুকিং_ডেট_লাইন:-
০৬ ই অক্টোবর (বুধবার) রাত ১২ টা পর্যন্ত।
(আসন থাকা সাপেক্ষে)
➡️➡️ বুকিং সিরিয়াল অনুযায়ী বাসের সিট বণ্টন করা হবে, কোন প্রকার রিকোয়েস্ট গ্রহণযোগ্য নয়। তাই তাড়াতাড়ি বুকিং করে ফেলুন। আগে বুকিং দিলে আগে সিট।
➡️➡️ কনফার্মেশন প্রক্রিয়াঃ- বিকাশে ৫১০/- ( বিকাশ চার্জ সহ ) টাকা প্রেরণের মাধ্যমে/সরাসরি এসে দেখা করে বুকিং মানি দিয়ে আসন কনফার্ম করতে পারবেন।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️➡️ বুকিং বা যেকোনো প্রয়োজনে যোগাযোগঃ-
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️➡️ ভ্রমণে যা যা থাকছেঃ-
🌳 ঢাকা-সীতাকুন্ড-ঢাকা (রিজার্ভ বাস)
🌳 সকাল ও দুপুরের খাবার।
🌳 সকল প্রকার গাইড খরচ।
➡️➡️ যা যা থাকছেনাঃ-
🌳 উপরের খরচের বাহিরে অন্য কোনো খরচ।
🌳 কোনো প্রকার ব্যক্তিগত/মেডিসিন খরচ।
🌳 চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া আসার লোকাল ভাড়া ৪০ টাকা
🌳 মহামায়া লেকের এন্ট্রি টিকিট ২০/- টাকা।
🌳 যাত্রা বিরতীতে খাবার।
#খাবার_মেনুঃ-
সকালঃ- ডিম ভাজি পরটা / ভূনা খিচুড়ি।
দুপুরঃ- ভাত, মুরগি, সবজি, ভর্তা, ডাল।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️➡️ যা যা সাথে নেওয়া উচিতঃ-
✔️ যেহেতু এটা ট্র‍্যাকিং ট্যুর, তাই এংলেট ১ জোড়া সাথে সাথে নিবেন।
✔️ ট্র্যাকিং/হাঁটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন এবং সাথে গ্লুকোজ, স্যালাইন।
✔️ ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল।
✔️ পানির বোতল (৫০০ এম এল )।
✔️ পলিথিন (মোবাইল,ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য)।
✔️ সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️➡️ স্বদেশ ট্রাভেল গ্রুপের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন অফিসিয়াল ট্রাভেল আড্ডার গ্রুপে...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️➡️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ-
✔️ আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হওয়া যাবে না।
✔️ এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কারো কোন সুপারিশ বা আপত্তি চলবে না।
✔️ কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✔️ এই ট্যুরে অংশগ্রহণকারী কেউ জীবন বীমাকৃত নয়। ট্যুর কর্তৃপক্ষ বা ট্যুরের সদস্যরা কেহই কারো ব্যক্তিগত নিরাপত্তার, সম্ভাব্য বিপদ বা ক্ষয়ক্ষতির জন্য দায়ী নয়।
➡️➡️ অবশেষে একটা কথা আপন ট্রাভেলের সাথে ট্যুরে যাবার সময় সবাই হইতো অপরিচিত থাকবেন। ট্যুর শেষে যখন বাড়ি ফিরবেন,তখন অনেকগুলি বন্ধু এবং ভালোবাসা নিয়ে ফিরবেন।এটুক গ্যারান্টি দিতে পারি আমরা। তাই সকলকে স্বাগতম।

05/10/2021

1
পোস্ট (ব্রাকেটে লিখিত রুলস ভায়োলেটে সরাসরি ব্লক)
বাংলাদেশের সার্বভৌমত্ব, (যেকোনো মুক্তিযুদ্ধ+রাজনৈতিক দল+ধর্ম পক্ষ বিপক্ষ) পোস্ট থেকে বিরত থাকুন। বাংলা ভাষা কে সম্মান প্রদর্শন করুন।
2
মন্তব্য (ব্যান/মিউট)
কোনো সদস্যের পোস্টে অযাচিত বা পোস্ট সম্পর্কিত নয় এমন কোন কমেন্ট বা রিপ্লাই দিবেন না, সবাই সবাইকে সম্মান প্রদর্শন করুন এবং কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না। করলে বিনা নোটিশে ব্যান খেতে পারেন।
3
ডিক্লাইন/ব্যান/মিউট
যেকোনো প্রকার বিজ্ঞাপনের পোস্ট কোনভাবেই গ্রুপে এপ্রুভ হবে না, বারবার চেষ্টা করলে গ্রুপ থেকে পার্মানেন্টলি রিমুভ করা হবে । ইউটিউব, ট্রাভেল ব্লগ লিংক… See more
4
নিষিদ্ধ/হ্যারাজ
যেকোন বিষয়ে ইনবক্সে ডাকা সম্পুর্ণরুপে নিষিদ্ধ। এবং যদি ইনবক্স চেক করুন না লিখে কাউকে ইনবক্স করেন, সেটা নিজ দায়িত্বে করবেন, এতে কেউ হ্যারাজ হলে গ্রুপ দায়ী নয়।
5
ছবি/ভিডিয়ো
ভ্রমণ বিষয়ক যেকোন ছবি বা ভিডিও আপলোডের ক্ষেত্রে ছবি বা ভিডিওর সাথে আপনার সেদিনের ট্যুর সম্পর্কে অন্তত কয়েক লাইন হলেও লিখার চেষ্টা করুন, অন্যথায় পোস্ট এপ্রুব নাও হতে পারে।
6
প্রতারণা বিষয়ক সতর্কতা
ট্যুরমেট চাই, হোটেল শেয়ার করে থাকতে চাই, ট্রেন,বাস,বিমান এর টিকিট আছে, যেতে পারছিনা টিকেট বিক্রয় করতে চাই এসব পোস্ট করা থেকে বিরত থাকুন। নিজ দায়িত্বে… See more
7
অফটপিক পোস্ট
অফটপিক পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র জরুরি রক্ত প্রয়োজন হলে সেই সম্পর্কিত পোস্ট এপ্রুভ করা হবে। *চ্যারিটি পোস্টের জন্য এডমিন প্যানেলে যোগাযোগ করবেন। *শাল… See more
8
মিউট হবার কারণঃ
উপরে উল্লিখিত রুলস না মানায় আপনাকে (১/৩/৭/১৪/২৮) দিনের জন্য মিউট করা হয়েছে। পুনরায় রুলস না মানলে ব্লক করা হতে পারে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আপন - Apon Travel Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share