Desh Travels দেশ ট্রাভেলস্

  • Home
  • Desh Travels দেশ ট্রাভেলস্

Desh Travels দেশ ট্রাভেলস্ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Desh Travels দেশ ট্রাভেলস্, Travel Company, .

24/04/2024
21/04/2024

❤️💜

19/09/2023
23/08/2023

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলাখুলি কিছু কথা
মা হয়ে সন্তানের কাছে নিজের দেশ নিয়ে আজ আমি লজ্জিত😔
আমার দুই মেয়ে ব্রিটিশ নাগরিক। দীর্ঘ ৭ বছর পর তাদের নিয়ে নিজ দেশে মাত্র ১০ দিনের জন‍্য ঘুরতে এসেছিলাম এই চিন্তা করে, আমি যেমন আমার দেশকে ভিষন ভালোবাসি তেমনি আমার মেয়ে দুটা ও আমার দেশকে চিনবে, জানবে,ভালোবাসবে। দেশে নিয়ে যাচ্ছি শুনেই আমার বড় মেয়ে খুব কান্না করেছিলো কেন তাদের নিয়ে যাচ্চি, কি বা আছে,আর কোনদিন যেন জোর করে না নিয়ে যাই। নিজের দেশ এর সৌন্দর্য তুলে ধরতে আমি দেশে নেমেই কোন বিশ্রাম না নিয়ে তাদের নিয়ে ছুটে গেছি কক্সবাজারে, আবার ঢাকায় এসেই পরের দিন ছুটে গেছি শ্রীমঙ্গ এবং সিলেট। এই অল্প কিছুদিনের মাঝেও নিজের দেশের গর্বের দিকগুলা তুলে ধরার চেষ্টা করেছি। প্রচন্ড গরমে মেয়েদের খুব কষ্ট হয়েছে তারপরও তারা আমার সাথে নিউমার্কেট, মিরপুর, বসুন্ধরা, ইষ্কাটন, পল্টন ঘুরেছে, লন্ডনে প্রতিদিন উন্নত ট্রেইন এ তারা চড়ে তাপর ও নিজের দেশের গর্বের মেট্রো রেলে চড়িয়েছি। আমি খুব গর্বিত বোধ করেছি মেয়ে দুটা যখন বলেছে তারা আবার আসতে চায় আমার দেশে। অল্পদিনের মধ‍্যে তাদের মাঝে সেই ভালো লাগার জায়গা আমি তৈরি করতে পেরেছিলাম। কিন্তু নিজ দেশের এয়ারপোর্ট কর্মচারিদের অসৎ আচরনে আমি লজ্জিত হয়ে যাই। আমার সময়, আমার টাকা খরচ সব যেন এক মুহূর্তেই নষ্ট হয়ে যায় যখন আমার মেয়েরা অবাক হয় এয়ারপোর্ট কর্মকর্তাদের হয়রানিমূলক আচরনে। আমি খুব লজ্জিত আজ। মা হিসাবে সন্তানের কাছে নিজের দেশ নিয়ে লজ্জতি। জানিনা আমার এই লিখা আপনার পযর্ন্ত পৌছাবে কিনা। তবে এতোটুকু বলবো আমরা যারা দেশের বাইরে থাকি তারা নিজের দেশকে অনেক বেশি ভালোবাসি।
কিছু দেশ আমরা ঘুরি কিন্তু বিশ্বের আর কোন দেশে এমন হয়রানিমূলক চেকিং আছে কিনা আমার জানা নাই।
১. আমরা প্রথম যখন এয়ারপোর্ট ঢুকি একটা স্ক‍্যান সহ শরীর চেক করা হয়। যা অন‍্য দেশে হয় না
২. ইমিগ্রেশনের চেক ইন এর পর আবার একটা চেক হয়। এইটা ই সব দেশে হয়।
৩. গেইট খোলা হবার পর যেখানে শুধু বোডিং পাস চেক করার কথা সেখানে কেবিন লাগেজ এর সাথে যাদের একটা আলাদা ব‍্যাগ থাকে তাদের দাড় করানো হয় এবং ভয় দেখিয়ে টাকা নিয়ে তাদের ছাড়া হয়। যেটা বিশ্বের আর কোথাও নাই।
৩. গেইট এ ঢোকার পর আবার জুতা ঘরি খুলে স্ক‍্যান এবং শরীর চেক করা হয়। বাইরের দেশে স্ক‍্যানে কিছু ধরা পরলেই আলাদা করে শুধুমাত্র মাত্র সেই ভ্রমনকৃত মানুষের তল্লাশি করা হয়। বাকি সবার না।
৪. জীবনের প্রথম দেখা প্লেনে উঠার আগে আবার টেবিল বসিয়ে প্রতিটা যাত্রীদের ব‍্যাগ খুলে সব ঘাটিয়ে তল্লাসি করতে। তাহলে স্ক‍্যান মেশিনটির কাজ কি ছিলো?
শুধু তাই নয় যেখানে স্ক‍্যান মেশিন কোন জীবন নাশক কিছু ধরা পরেনি সেখানে যাত্রীদের ব‍্যাগ খুলে বলা হচ্ছে এসব জীবন নাষক এবং কিছু মিষ্টি খাবার টাকা দিতে যেহেতু আমরা সখ করে কিনে এনেছি। আমার প্রশ্ন হলো যদি জীবন নাশক জিনিস হয় তাহলে মিষ্টি খাবার টাকা দিলে সেটা কিভাবে জীবন বাচানোর জিনিস হয়ে গেলো? এইসব কর্মকর্তা তো তাহলে টাকা নিয়ে যে কোন দুর্বৃত্তকারী কে ও প্লেনে উঠার সুযোগ করে দিবে। আমরা কিভাবে এই ধরনের এয়ারপোর্ট কর্মচারিদের কাছে নিরাপদ। এমনকি আপনিও কি নিরাপদ? এইসব কর্মচারিদের হয়রানিমূলক আচরন কবে বন্ধ হবে? কবে আমাদের বাইরে থাকা সন্তান দেশে যেতে চাইবে, দেশের জন‍্য কিছু করতে চাইবে? আমি নিজে মিষ্টি খাবার টাকা দিয়ে প্লেনে বসেছি, নিজের চোখে দেখেছি এক ছোট ভাই কে টয়লেট যেয়ে তার কাধের ব‍্যাগ এর জন‍্য টাকা দিচ্ছে।
দেখলাম টয়লেটে লিখা যেন আমরা কোন কর্মকর্তা কে টাকা উপহার না দেই কিন্তু কোথাও লিখা নাই এসব কর্মকর্তা যদি আমাদের থেকে টাকা ছিনতাই করে তখন আমরা কি করবো? বাংলাদেশের নাগরিক হয়ে নিজ সন্তানের কাছে আজ আমি সত‍্যি খুব লজ্জিত। লন্ডনে আমি সাধারন একটা চাকরি করি। খুব আশা নিয়ে নিজ সন্তাদের কাছে নিজের দেশকে তুলে ধরতে ১০ দিনে আমার খরচ হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা যা আমার মতো মধ‍্যবিত‍্বের জন‍্য সহজ না। কিন্তু আমার দেশের এয়ারপোর্ট এর এসব অসাধু, অসৎ কর্মচারিদের মিষ্টি খাবার জ‍ন‍্য টাকা ছিনতাইয়ের পদ্ধতি আমার কাছে খুব জঘন‍্য মনে হয়েছে। ছোট দেশ হিসাবে অনেক কিছুই নেই আমাদের যা আমার মেয়েরা মেনেই নিয়েছিলো কিন্তু এয়ারপোর্ট এর কর্মচারিদের এইধরনের মিষ্টি খাওয়ার টাকা ছিনতাই পদ্ধতিতে আমার সন্তান আতঙ্কিত। আমরা কি তাহলে নিজ দেশে যাবার স্বপ্ন দেখবো না? আমরা কি নিজের সন্তানের কাছে এইসব ই তুলে ধরে দেশকে পরিচয় করিয়ে দিবো? কতোটা তল্লাশি হলে যাত্রী নিরাপদ হবে প্লেনে উঠার জন‍্য? কতোটা নির্লজ্জ জাতি হলে নিজের মতো করে নিয়ম বানিয়ে মিষ্টি খাওয়ার টাকা ছিনতাই করতেই থাকবে? এয়ারপোর্ট খুবই অনিরাপদ যেখানে মিষ্টি খাওয়ার টাকার উপর যাত্রীর প্লেনে উঠা নির্ভর করে।
এয়ারপোর্ট কর্তৃপক্ষ হয়তো অন্ধ বধির। এয়ারপোর্ট এসব অসৎ কর্মচারী থাকলে স্ক‍্যান মেশিন এবং সিসি ক‍্যামেরার মতো ব‍্যয়বহুল মেশিনের দরকার নেই।
আরো কষ্টের বিষয় আমাদের ভাই বোন রা যখন দেশের জন‍্য বৈদেশিক মুদ্রা আয় করতে অচেনা অজানা দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন তারা জানেও না কতো কঠিন জীবন পরীক্ষা তাদের জন‍্য অপেক্ষা করছে আর সেই সময় আমাদের ইমিগ্রেশন অফিসার রা কতোটা অসম্মান নিয়ে তাদের কাগজপত্র চেক করে ছুড়ে ছুড়ে তাদের ফেরত দিচ্ছেন নিজের চোখে দেখা। এই অতি সাধারণ মানুষগুলো কি এতোটাই অসম্মানের যোগ‍্য? এই সহজ সলশ ভাইবোন গুলা কি সামান‍্য সম্মান আমাদের দেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার দের থেকে আশা করতে পারেনা? এতোটা ছোট মানসিকতার পরিচয় কেনো আমরা দিচ্ছি যেখানে তাদের বৈদেশিক মুদ্রার উপর আমাদের দেশের উন্নতির অনেক কিছু নির্ভর করে!!

মূল লেখা- লিয়ানা

ঈদ মোবারক ❤️ঈদ মোবারক
28/06/2023

ঈদ মোবারক ❤️ঈদ মোবারক

24/06/2023
24/12/2022

ওয়াজ মাহফিলে সকলের দাওয়াত রইল

07/01/2022

প্রবাসীদের দুঃখ দূর্দশা দেখার কেউ নাই

07/01/2022
03/01/2022
23/12/2021
সংস্কার কাজে জন্য   ২০২২ সালের ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত  রাত ১২ টা থেকে সকাল ৮টা  পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক ...
23/11/2021

সংস্কার কাজে জন্য ২০২২ সালের ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত রাত ১২ টা থেকে সকাল ৮টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাই স্পিট ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য এ সময় রানওয়েতে বিমান চলাচল বন্ধ থাকবে।

এই সময়ে যাদের আগে টিকিট কাটা আছে, তাদের ফ্লাইটের সময়সূটি পরিবর্তন ঘটবে। এয়ারলাইন্সগুলো যাত্রীদের এই পরিবর্তী সময়সূচি জানিয়ে দিবে। মূলত টিকিট কাটার সময় আপনি যে মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দিয়েছেন সেখানে জানাবে এয়ারলাইন্সগুলো।

অনেক সময় যাত্রীরা অভিযোগ করেন, যাত্রীকে রেখে ফ্লাইট চলে গেছে। মুলত যাত্রী বিদেশে টিকিট কাটার সময় বিদেশের ফোন নাম্বার দিয়েছেন, কিংবা মালিক টিকিট কেনার সময় নিজের নাম্বার দিয়েছেন। এয়ারলাইন্সগুলো সে নাম্বার তথ্য পাঠাচ্ছে। কিন্তু যাত্রীর কাছে সেই নাম্বার সচল না থাকায় জানতে পারছেন না, ফ্লাইট মিস করছেন।

আপনি যদি প্রবাসী হন, তবে টিকিট কাটার সময় আপনার বিদেশের ফোন নাম্বার পাশাপাশি দেশের ফোন নাম্বারও দেবেন। ইমেইল অ্যাড্রেস থাকলে সেটিও দিন।

তাহলে ফ্লাইটের সময় পরিবর্তন হলে আপনি আপডেট তথ্য পাবেন। ফ্লাইটের ২/১ সপ্তাহ আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে পরিবর্তিত ফ্লাইট শিডিউল জেনে নিন।

29/10/2021

ফেসবুক ইনকর্পোরেশন থেকে মেটা 👍

আগে সঠিক তথ্য জানুন, তারপর মন্তব্য করুন। আমরা যে ফেসবুক ব্যবহার করি তার নাম পরিবর্তন করা হয়নি। শুধু কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে। ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি যে প্রতিষ্ঠানের আওতাধীন ছিলো সে প্রতিষ্ঠানের নাম ফেসবুক ইন-কর্পোরেশন।
ফেসবুক ইন-কর্পোরেশন কে পরিবর্তন করে প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে মেটা। এখন থেকে মেটার অধিনে ফেসবুক সহ মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো। ফেসবুক নামেই থাকবে আমরা যেটা ব্যবহার করি। না বুঝে ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। ধন্যবাদ সবাইকে।

29/09/2021
28/09/2021
29/07/2021

করোনার লাশ দাফনের সময় একটি হৃদয় বিদারক ঘটনা
——————————————
তিনটি শিশু নির্বাক নয়নে দাঁড়িয়ে ঘরের দাওয়ায়, সবার বড় ছেলে বয়স অনুৃামানিক ১২/১৩ মেজোটি মেয়ে, বয়স ৭/৮ বছর। ছোট মেয়ের বয়স ৫ বছর তিন জনের মুখের অভিব্যক্তি দেখে খোঁজার চেস্টা করছি কান্না,বিরহ কিংবা বেদনা অনেকক্ষণ খোজেও ব্যর্থ। তিনটি দেহ ই যেন পাথর। ফ্যাল ফ্যাল নেত্রে চেয়ে আছে অদুরে পর্দার আড়ালে শেষ গোসল দেওয়া হচ্ছে তাদের
গর্ভধারিণী মায়ের কোভিড-১৯ লাশ দাফন টিমের মহিলা সদস্যরা যখন শিশুদেরকে মায়ের শরীরে শেষ পনিটুকু দিতে ডাকলেন, তিনজনই গুটি গুটি পায়ে ভবলেশহীন এগিয়ে গেল একজন একজন করে পর্দার আড়ালে।ফিরলো সেই একই ভাবে। অনেক খুঁজলাম তদের চোখের কোনে কি কিছু আছে? সেখানেও বিফল। কিছুই নেই যেন এক শূন্য মরুভূমি। আরও একজনের দিকে দৃস্টি গেলো ষাটোর্ধ এক মহিলা কোন বারনই মানছেন না। বার বার স্বাস্থ্য বিধি ভাঙ্গার চেস্টা করছেন। ছোটবেলায় একবার একটি পাখির বাসা থেকে ছানা চুরি করেছিলাম, তা দেখে মা পাখিটি প্রানের ভয় না করে যে ভাবে ছানাটিকে ছিনিয়ে নেওয়ার চেস্টা করেছিলো বার বার। আমার চোখে ঐ বৃদ্বাকে তেমনি মনে হলো। পরে জানলাম তিনিও মা, তিনি ঐ মৃত মহিলার গর্ভধারিণী মা।
যখন মৃতার গোসল শেষে কাফন পরানো হলো, তখনও শিশুরা নির্বাক।আমরা খাটিয়া কাঁধে নেওয়ার পর শুনলাম মেজো মেয়েটি ভাইকে প্রশ্ন করছে "ভাই আম্মারে তারা কই নেইন? উত্তরটা আর শোনা হয়নি চোখের জ্বল লোকাতে পারলাম না, নিজেকে মনে হল আজরাইলের প্রতিনিধি।
—————————————— —— ঘটনাটি ২৫ জুলাই ২০২১ খ্রিঃ, রবিবার। বড়লেখা উপজেলাস্থ পূর্ব সুজাউল গ্রামের প্রবাসি মোঃ নিমার আলির স্ত্রী মোছাঃসুফিয়া বেগম (৩৫) এর

উল্লেখ্য যে,এটা কোভিড-১৯ লাশ দাফন টিমের ৩১ তম লাশ দাফন ।
বিঃদ্রঃ
পোস্টটি আতাউর রহমান আতা ভাইয়ের ওয়াল থেকে।
এডমিন পোস্ট কুলাউড়া

21/07/2021
সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক রইল।
20/07/2021

সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক রইল।

12/07/2021
25/06/2021

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Desh Travels দেশ ট্রাভেলস্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share