সময়ের সাফল্য কথা

  • Home
  • সময়ের সাফল্য কথা

সময়ের সাফল্য কথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সময়ের সাফল্য কথা, Tourist Information Center, .

Welcome to our pages

Here you will be able to watch Biography of Legendary People, Country,
Great people, News, Updates, Biggest, Most Exclusive, Success people,
Success countries, Technology, Information and Unknown facts of other things.

Congratulations Brother Mehidy Hasan Miraz  Nazmul Hossain Shanto  ❤️
03/09/2023

Congratulations Brother Mehidy Hasan Miraz Nazmul Hossain Shanto ❤️

এই চাঁদ গুনগুনিয়ে ঘুম পাড়াতো মাসিপিসি হয়েএই চাঁদ আসতো মামার সাজেকপালের টিপ নিয়েএই চাঁদ ভাঙিয়েছে প্রেমিকার মানকালে কালে হ...
25/08/2023

এই চাঁদ গুনগুনিয়ে ঘুম পাড়াতো
মাসিপিসি হয়ে
এই চাঁদ আসতো মামার সাজে
কপালের টিপ নিয়ে
এই চাঁদ ভাঙিয়েছে প্রেমিকার মান
কালে কালে হয়েছে কবিতা-গান
শিশুদের চাঁদ দখল হয়ে যাচ্ছে
প্রেমিকের চাঁদ দখল হয়ে যাচ্ছে
কবিদের চাঁদ দখল হয়ে যাচ্ছে
আবেগের চাঁদ বেহাত হচ্ছে;
এ খুব ভালো কথা নয়তো-
কোনো একদিন মানুষ চাঁদে বসে
পৃথিবী ধ্বংস করবে হয়তো।

#চাঁদ #চন্দ্রযান #ভারত #বিজ্ঞান #চাঁদ_জয়ের_গল্প #ইন্ডিয়া

27/11/2022

কোন সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা এবং আমার কাছে সে ইতিহাসের সেরা-

25/11/2022

-----সময় থাকতে প্রিয় মানুষকে অবহেলা করলে বুঝা যাই মানুষটা কত প্রয়োজন নিজের জীবনে-----





14/08/2022

Ma

শুনলাম, জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানকে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। যে নুরুল হাসান সোহান ৩৩টি টি-২০ ম্যাচ...
24/07/2022

শুনলাম, জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানকে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। যে নুরুল হাসান সোহান ৩৩টি টি-২০ ম্যাচ খেলে মাত্র ২৭১ রান করেছেন। যার কোনো সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি নেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে। ব্যাটিং সর্বোচ্চ মাত্র ৩০ রান!

সবচেয়ে মজার বিষয় হল টি-২০ ম্যাচে তার ব্যাটিং গড় মাত্র ১২.৯!

এমন একটি প্লেয়ারকে কেন জাতীয় দলের ক্যাপ্টেন বানানো হল? তিনি কীভাবে সামনের থেকে দলকে নেতৃত্ব দিবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে কি আর ভালো অপশন ছিল না?




মধ্যরাতেই কেন?  এমন স্টাটাস আসবে? আপনি তো গর্ব মাথা উচু করে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তবেই না মাঠ ছাড়বেন। ...
17/07/2022

মধ্যরাতেই কেন? এমন স্টাটাস আসবে? আপনি তো গর্ব মাথা উচু করে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তবেই না মাঠ ছাড়বেন। ঘোষনা আসবে।
তখন বিবেচনা করব। কিন্তু এখন এটা কেনো?সরি ক্যাপ্টেন নিতে পারলাম না। এভাবে আপনার প্রস্থান ক্রিকেট প্রিয় কেউ মেনে নিতে পারবে না। কারন আপনাকে সম্মান দিয়েই অবসরে দিতে চায় ক্রিকেট প্রিয় জনতা।

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তো...
26/06/2022

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকুরী আছে। আমিও ভেবে দেখেছিলাম তাই তো!!!

কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো, যত ভালো জবই থাকুক না কেন!!!
দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে,বা বিয়ে করবে হয় সে আপনাকে করুনা করবে, না হয় সমাজ -পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য!!

ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে, বলল ভাই বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও এখন প্রতিনিয়ত খোটা দেয়। আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো!! আমি খারাপ, নষ্ট, বদ মেজাজী ইত্যাদি। কিন্তু এখন এসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে!!

আগের যে ফ্রীডম ছিল এখন তা নাই মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারিনা। সব সময় নিজেকে ছোট মনে হয়।।

দ্বিতীয় পুরুষের ছোয়ায় প্রথম স্বামীর অনুভূতি গুলো মনের পরার মত এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়!!স্বামী- স্ত্রী সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন।

তৃতীয় কোন ব্যাক্তির পরামর্শ নিবেন না। আপত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাবো, বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে।

সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুনায় আপনার জীবন তখন আরও অতিষ্ট হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মত ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না।

পরামর্শ একটাই, স্বামী - স্ত্রীর সর্ম্পকের ভুল বুঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি শিক্ষিত/ব্যবসায়ী নারী । নিজের আত্মঅহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন।

মনে রাখবেন আপনি নারী। আর সে পুরুষ , আল্লাহ পুরুষদের কে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন আপনাকে না!!!

পোস্ট - সংগৃহীত

25/06/2022

হারিয়ে যাচ্ছে জীবনের সময়😂

24/06/2022
২২ই জুন ২০২২ইং (বুধবার) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকা শক্তিশালী ভূমিকম্প হয়। এতে কমপক্ষে এক হাজার নিহত এবং দেড়...
24/06/2022

২২ই জুন ২০২২ইং (বুধবার) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকা শক্তিশালী ভূমিকম্প হয়। এতে কমপক্ষে এক হাজার নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়। গত ২০ বছরের মধ্যে এটি দেশটির ‘সবচেয়ে মারাত্মক’ ভূমিকম্প।
এদিন দুপুরে খোস্ত প্রদেশের স্পেরা জেলায় রিখটার স্কেলের ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৫শ’ বাড়িঘর ধ্বংস হয়েছে।

09/06/2022
09/06/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সময়ের সাফল্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share