28/01/2023
স্থান : সুলুবান বীচ (Pantai Suluban )
~বালি , ইন্দোনেশিয়া 🇮🇩
(Bali ,Indonesia )
সন: ২০১৯
৩.৫ বছর আগে ঘুরতে গিয়েছিলাম ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ।আমাদের দেশের অনেকেই এই দ্বীপে ঘুরতে যায় , তবে এই বিশেষ বীচটি অনেকের কাছেই হয়তো অজানা , হয়তো কোন কারণে জনপ্রিয়তা পায়নি । স্থানীয় ভাষায় এই বীচটির নাম "Pantai Suluban " , সাধারণত "Suluban Beach " নামে পরিচিত , একধরণের কোরাল দিয়ে গঠিত ক্লিফ দিয়ে ঘেরা , টিকিটের কাটার গেট থেকে ৫০-৬০ মিটার পাহাড় থেকে নিচে এই বীচটি রয়েছে যা অস্ট্রেলিয়া ও ইউরোপের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় । সবুজাভ নীল রঙের সচ্ছ পানি আর সাদা বালু (ক্যালসিয়াম কার্বনেট এর আধিক্যে ) সাথে ক্লিফ সত্যিই উপভোগ করার মতো একটি ট্যুরিস্ট স্পট বালি দ্বীপে ।