চলো না ঘুরে আসি অজানাতে Let's Adventure in Europe

  • Home
  • চলো না ঘুরে আসি অজানাতে Let's Adventure in Europe

চলো না ঘুরে আসি অজানাতে Let's Adventure in Europe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চলো না ঘুরে আসি অজানাতে Let's Adventure in Europe, Travel Company, .

06/02/2021

অনুগ্রহ পূর্বক আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি দান করার জন্য আবেদন করছিঃ আপনাদের সহযোগিতায় একটি এতিমখানা ও হাফিজিখানার উন্নয়ন ও পরিচালনা সুন্দর ভাবে হতে পারে। সিলেটে অবস্থিত "হযরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসা চাঁন্দপুর, ২নং উত্তর কুশিয়ারা, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
🕋🕌💐🌺🤝🖋️
এই মাদ্রাসাটিতে কাজের ও ভালভাবে পরিচালনার জন্য এখন ৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রয়োজন আমরা আমাদের অবস্থান থেকে সবাই যতটুকুপারি সহযোগী করবো, ইনশাআল্লাহ সবাই সহায়তা করার জন্য এগিয়ে আসবেন। আপনাদের একটু সাহায্যের কারণে বহু হাফেজ ও এতিমরা সুন্দর ভাবে বেড়ে উঠবে নিশ্চয়ই আল্লাহ এর হক নেয়ামত আমাদের সবার জন্য রাখবেন যারা তাদের সহোযোগিতায় এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। 🕋🕌💐🌺🤝🖋️

ফ্রান্সে অনুদান জমা দিতে পারেন তাদের কাছেঃ
# ওয়াহিদ জামান টিটু(০৬০৫৫৭০৫২৪)
# মুহাম্মদ আলমাহিন হোসাইন শিমুল।
# ইফতেখার শরীফ সাইফ।
# রানা নাহিদ।
# বুলবুল আহমেদ।
# সাইদুর রহমান।
আপনারা যারা উপরোক্ত তাদের কাছে টাকা দিবেন আমরা তা সংগ্রহ করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিবো। গত বছরের ন্যায় এই বছরও আলহামদুলিল্লাহ কিছু সামাজিক কাজ আপনাদের সবার সহযোগিতায় করবো ইনশাআল্লাহ।
এছাড়াও বাংলাদেশের বিকাশ নাম্বারে সরাসরি এই মাদ্রাসা ও এতিমখানাটির জন্য টাকা পাঠাতে পারেন।
বিকাশঃ 01724884357 ( Personal )

[ সার্বিক সহযোগিতায় তথ্য আদান প্রদান পুরো বিষয়টি সকল দায়িত্ব তত্ত্বাবধানে আছেনঃ সুরমা এক্সট্রিম ব্লাস্টারর্স ক্রিকেট ক্লাব, ফ্রান্স। ]
🇧🇩🇫🇷❤️❤️❤️🕋🕌🤝🖋️💐🌺🌺🌺🌺🌺


10/01/2020

কারনা ভালো লাগে এরকম জায়গায় যেতে!
😍Super Awesome!!!😍
Endroit génial pour visiter!!

Bonne Année 2020 #সবাই কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা #Happy new year 2020 #
01/01/2020

Bonne Année 2020 #
সবাই কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা #
Happy new year 2020 #

24/12/2019
ঘুরে আসুন সুইজারল্যান্ডে ২ রাত ৩ দিন পরিবার অথবা বন্ধুদের সাথে এই winter  এ..ওয়া১ ম দিন সকালবেলা Paris থেকে নিজেদের গাড়ি...
21/12/2019

ঘুরে আসুন সুইজারল্যান্ডে ২ রাত ৩ দিন পরিবার অথবা বন্ধুদের সাথে এই winter এ..ওয়া
১ ম দিন সকালবেলা Paris থেকে নিজেদের গাড়ি তে রওয়ানা গন্তব্য Switzerland এর সবচেয়ে সুন্দর লেক আর পাহাড়ে ঘেরা Interlaken city. হোটেল এ রাত্রি যাপন। হোটেল আপনারা আগে booking.com থেকে করে নিবেন।
2 য় দিন সকালবেলা নাস্তা করে train station থেকে interlaken থেকে full day এর লেক ভ্রমণ ship এ আথবা train এ পাহাড়ের চুড়ায় ভ্রমণ করতে পারেন।
৩য় দিন interlaken থেকে সৃইজারল্যান্ডের রাজধানী Bren যেতে পারেন খুব সূন্দর শহর। বিকেলে Paris এ back করবেন পোছাবেন রাত ১০ টার মধ্যে। আর একটি বিশেষ কথা হলো যত দিন থাকবেন খাবার paris থেকে নিয়ে যাবেন হোটেলে রান্নার ব্যবস্থা আছে।
সুইজারল্যান্ডে খাবারের দাম অনেক।
গাড়ি সহ বাকিsupport আমার কাছ থেকে নিতে পারেন।ধন্যবাদ।

অসাধারণ দুটি দিন কাটল Switzerland এ। প্যারিস থেকে অনেকেই ঘুরে আসতে পারেন। অনেকেই জানতে চেয়েছেন তাই বর্ণনা করছি। আমরা রবি...
21/12/2019

অসাধারণ দুটি দিন কাটল Switzerland এ।
প্যারিস থেকে অনেকেই ঘুরে আসতে পারেন। অনেকেই জানতে চেয়েছেন তাই বর্ণনা করছি।

আমরা রবিবার ভোর ৬ টায় রউনা দেই। যেতে যেতে ৪ টা বেজে যায়। কয়েকবার বিশ্রাম করে।

আমরা সরাসরি INTERLAKEN চলে যাই। অনেক অনেক সুন্দর জায়গা। আমরা রবিবার বিকেলে খুব সুন্দর কিছু জায়গা ঘুরি। তারপর কাছেই আমরা একটি ফ্ল্যাট ভাড়া করে রেখেছিলাম AIRBNB থেকে। সেখানে রাত্রিযাপন করি। সোমবার ভোরে আবার আমরা বেড়িয়ে যাই। অতঃপর INTERLAKEN এর সুন্দর সুন্দর কিছু জায়গা ঘুরে দেখি।

৩ টার দিকে আমরা INTERLAKEN থেকে Zurich যাই। সেখানে ২ ঘণ্টা থেকে সন্ধ্যায় প্যারিসের উদ্দেশ্যে রউনা দেই। রাত ১.৩০ মিনিটে প্যারিসে চলে আসি।

এখানে বলে রাখা ভালো:
- একটি গ্রুপ করে যেতে পারেন। খরচ কম হবে
- একটি গাড়ি নিয়ে গেলে ভালো। ৮-৯ সিটের গাড়ি। আমাদের সাথে ছিলেন Dalwar Hussain ভাই। দক্ষ এবং মজার মানুষ তিনি। সেই সাথে তার গাড়িও খুবই ভালো। Comfortable । MERCEDES 9 SEATS ।

সব থেকে বড় কথা তিনি জায়গাগুলো চিনেন। যে কারণে অল্প সময়ে বেশ কিছু জায়গা আমরা দেখতে পেরেছি।

আমরা ছিলাম ৮ জন। একেক জনের খরচ হয়েছে ১৬৭ ইউরো (গাড়ি এবং এক রাত থাকা) । পাহাড়ে উঠতে আলাদা জনপ্রতি ২৬ ইউরো। খাবার আমরা নিয়ে গিয়েছিলাম । শীতের কারণে নষ্ট হয় নি। শুধু এক বেলা বাইরে সবাই খেয়েছি। সেখানে খরচ আপনার নিজের উপর।

সব মিলিয়ে ২০০ ইউরো জনপ্রতি খরচ হবে।

কোন প্রশ্ন থাকলে করতে পারেন।
কারও আগ্রহ থাকলে। আমাকে ইনবক্স কর.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when চলো না ঘুরে আসি অজানাতে Let's Adventure in Europe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share