01/01/2020
সাজেক ভ্রমন (Sajek Tours) – মেঘের সাথে স্বপ্নের দুষ্টমি করতে হলে সাজেকে যেতে হবে।
(New Digonto Travels) এর একটি ইভেন্ট।
পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে মেঘ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তুপ ভেসে বেড়ায় পাহাড়ের চূড়ায় – এ যেন এক স্বপ্নরাজ্য! বলছি সাজেক এর কথা।
ভ্রমন তারিখঃ ১৬ - ১৯ জানুয়ারি ২০২০।
🔸প্রথম দিনঃ
ভোর ৬ টায় আমরা খাগড়াছড়ি পৌছে, হোটেলে গ্রুপ ভিত্তিক রুমে চেকিন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিব। তারপর সাজেকের উদ্দ্যেশ্যে রওনা দিব 09.00 টায়। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব কমবেশি ৭৫ কিমি, সময় লাগে মোটামুটি ৩ ঘন্টা। পথি মধ্যে বাঘাইহাট নামক স্থানে সেনাবাহিনীর স্কটের জন্য অপেক্ষা করব সকাল ১০.৩০ টার সময় স্কট স্টার্ট করবে সাজেকের উদ্দ্যেশ্যে। রাস্তার দুই পাশে উচু নিচু পাহার আর সবুজের বুক চীড়ে এগিয়ে যেতে থাকবে গাড়ি। ও হা! একটা তথ্য জানানো প্রয়োজন, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি, আর রাঙ্গামাটি জেলার একটি উপজেলা হলো বাঘাইছড়ী, যা আয়তনে মেহেরপুর জেলার সমান। আর সাজেক এই বাঘাইছাড়ী উপজেলার একটি ইউনিয়ন, যা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। গাড়ি যতই সামনের দিকে এগুতে থাকবে ততি পাহাড়ের উচ্চতা বাড়তে থাকবে। এর আগে আমরা মাসালং ব্রীজ ক্রস করব, এখানে দুইটি নদী একত্রে মিলিত হয়েছে, কথিত আছে এই দুই নদী দুই ভাই বোন একটির নাম গঙ্গারাম আর একটি মাসালং যা একত্রে মাসালং নদী হয়ে কাপ্তাই লেকে গিয়ে মিশেছে। পথের দুই ধারে পাহাড়ি শিশুরা হাত নেড়ে আপনাকে অভ্যর্থনা যানাবে যা আপনার মনকে ছুঁয়ে যাবে। শেষের ৬ কিমি গাড়ি শুধু উপরের দিকে উঠতেই থাকবে এভাবে একসময় আপনি এসে পৌঁছবেন মেঘের দেশ সাজেকে। আসলে একটু ভাল করে অনুভব করলে দেখবেন হয়তো আপনার ভ্রমণের পুরো আনন্দটাই পেয়েযেতে পারেন এই যাত্রা পথেই। সাজেকে পৌঁছে কটেজে চেকিন করব। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাব। বিকেলে চলে যাব সাজেকের সবচেয়ে ঊচু পাড়া কংলাক পাড়ায়। সবার অংশ গ্রহনে B-B-Q ডিনার করে ঘুমিয়ে পরব।
🔸দ্বিতীয় দিনঃ
খুব ভোরে উঠে সাজেকে সূর্যউদয় উপভোগ করে সকালের নাস্তা করে আবার ১০.৩০ টার স্কটে খাগড়াছড়ির উদ্দ্যেশ্যে রওনা দিব। খাগড়াছড়ি এসে দুপুরের খাবার খেয়ে, বিভিন্ন টুয়রিস্ট স্পট দেখতে বেড়িয়ে পরব।
১. রিসাং ঝর্না।
২. আলুটিলা রহস্যময় গুহা।
৩. জেলা পরিষদ ঝুলন্ত ব্রীজ, ইত্যাদি দেখে শহরে ফিরে হোটেলে গ্রুপভিত্তিক রুমে চেকিন করে রেস্ট নিয়ে সন্ধ্যায় শপিং পর্ব সেরে ডিনার করে রাতের বাসে ঢাকার উদ্দ্যেশ্যে রোনা দিব।
************************************************
□যা যা থাকছে ভ্রমণ খড়চের মধ্যেঃ
১. ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি/ এসি বাসের আপডাউন টিকেট।
২. চান্দের গারি ২ দিন রিসার্ভের খড়চ।
৩. ১ রাত কাঠের কটেজে থাকার খড়চ ও প্রতিদিন ৩ বেলা খাবার।
৪. চান্দের গারির ড্রাইভার ও হেল্পারের থাকা ও খাবারের খড়চ।
৫. সাজেকে প্রবেশ ফী।
৬. আলুটিলা প্রবেশ ফী।
৭. জেলা পরিশধ ঝুলন্ত ব্রীজে প্রবেশ ফী।
□বুকিং এর নিয়মঃ
বুকিং চার্জ জন প্রতি ৩০০০/- টাকা প্রাদান করে আপনার আপডাওন বাসের টিকেট বুঝে নিন।
□শিশু পলেসিঃ ৩ বছর পরযন্ত সম্পূর্ণ ফ্রী, ৩-৬ বছর ৬০% দিতে হবে সেক্ষেত্রে বাসে সিট পাবে কিন্তু কটেজে বাবা মার সথে থাকতে হবে। আলাদা বেড নিলে ১০০% প্যাকেজ প্রাইস দিতে হবে।
Bkash Personal: 01826582490
#আসন সংখ্যাঃ ২৪ জন।
#খরচঃ 4700/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৪ জন শেয়ারিং)
5100/- টাকা (প্রতি জন)। (এক রুমে ২ জন শেয়ারিং/কাপল)
*** বাচ্চাদের ক্ষেত্রে যদি বাস, জীপের সীট, খাবার-দাবার সব নেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্ট ফী 3500 টাকা হবে।
*** পরিস্থিতি বিবেচনায় প্ল্যানে যেকোন ধরনের গ্রহনযোগ্য পরিবর্তন হতে পারে।
*** যেহেতু এটা একটা গ্রুপ টুরস্ সহনশীল মোনমানসিকতা থাকতে হবে। থাকার ব্যপারে কোন উজর-আপত্তি পরবর্তীতে গ্রহণযোগ্য নয়। সুতরাং এটা মেনে নিয়েই সাজেক ভ্রমন করবেন আশা করি।
*** খাবারের ক্ষেত্রেও একই কথা। লাক্সারিয়াস কোন কিছু আশা করলেই ভুল করবেন! পাহাড়ি চালের ভাত, ভর্তা, ডিম, মুরগী – এগুলাই খাওয়া সকলের। তবে আপ্রান চেষ্টা করবো খাগড়াছড়ির ঐতিহ্যবাহী কিছু খাবার খাওয়াতে।
কিছু নির্দেশাবলীঃ
১. 10 জানুয়ারীর মধ্যে ৩০০০/- টাকা (অফেরতযোগ্য) অগ্রীম দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে হবে। বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
২. টাকা পাঠানোর নিয়মঃ আগ্রহীরা ৩০৬০/= টাকা (রাজু)-01826582490পার্সোনাল নম্বরে বিকাশ করে আপনার যাত্রা কনফার্ম করতে পারবেন। bKash করেই সাথে সাথে ঐ নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)
প্রয়োজনে যোগাযোগঃ
01401538968
01647445225
মেঘের সাথে স্বপ্নের দুষ্টমি করা যায়