Easy Point Travels

  • Home
  • Easy Point Travels

Easy Point Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Easy Point Travels, Travel Company, .

06/06/2022

রোম - ঢাকা - রোম
৫৭০ ইউরো
১৬ আগস্ট - এক বছরের
Turkish Airlines

08/05/2022

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ০১ মে ২০২২ থেকে ইতালিতে প্রবেশের পূর্বে যাত্রীদের ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটর (dPLF) ফর্ম পূরণ করার প্রয়োজন নেই, তবে অন্যান্য সকল নিয়ম আগের মতো অপরিবর্তিত থাকবে।

ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।

বাংলাদেশে আসার ৩দিন আগে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরমবিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন  দেশে আসার পর বিমানবন্দর ও স্...
10/04/2022

বাংলাদেশে আসার ৩দিন আগে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম

বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার ৩ দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে বলে বাংলা এভিয়েশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিগিগির এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ।

*** যাত্রীদের দেশে আসার ৩ দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে। ** http://healthdeclaration.dghs.gov.bd/ এ ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিআর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে।

*** বোডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

09/03/2022

ইতালী থেকে বাংলাদেশ যাবার আপডেট❗❗❗

📌 যারা কমপক্ষে দুটি ভ্যাকসিন নিয়েছেন পৃথিবীর যেকোন দেশ থেকে বাংলাদেশে যেতে করোনা পরীক্ষা লাগবে না। মঙ্গলবার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিমান চলাচল কর্তৃপক্ষ।
📌 আর যেসব যাত্রী এক ডোজ কিংবা কোন ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
📌 ১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না।

সুত্রঃ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

ইতালিতে প্রবেশের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইতালিতে প্রবেশের জন্য যাদের গ্রীন পাস আছে তাদের আর করোনা টেস্ট করতে হবে না...
02/03/2022

ইতালিতে প্রবেশের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইতালিতে প্রবেশের জন্য যাদের গ্রীন পাস আছে তাদের আর করোনা টেস্ট করতে হবে না।
অবশেষে এই গুরুত্বপূর্ণ তথ্যটি ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট এ প্রকাশিত হলো।
নিচের এই নির্দেশনা টি ভালো করে পড়ুন। এখানে বিস্তারিত বর্ননা করা আছে।
সুতরাং আপনারা যারা বাংলাদেশ থেকে ইতালিতে আসবেন এবং যাদের গ্রীন পাস আছে তারা নিচের এই নির্দেশনা টি আপনার মোবাইলে ডাউনলোড করে রাখবেন অথবা প্রিন্ট করে সাথে রাখবেন। কারন বাংলাদেশ বিমান বন্দরে প্রবাসীদের অনেক হয়রানি হতে হয়। প্রয়োজনে এই নির্দেশনাটি তাদের প্রদর্শন করুন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য টেলিফোন ব্যবস্থা রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিট...
09/02/2022

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য টেলিফোন ব্যবস্থা রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিটিসিএল’র উদ্যোগে বসানো টেলিফোন থেকে বিনা পয়সায় ফোন করা যাবে।

ফলে বিদেশে থেকে এসে প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেন যাত্রীরা। ইমিগ্রেশনের আগে উত্তর পাশে, কাস্টম জোনের কয়েকটি জায়গায় ফ্রি টেলিফোন বুথ আছে। এই ফোন ব্যবহার করে বিনা মুল্যে কল করতে পারবেন।

31/01/2022
ইতালি সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে বিমানবন্দরে যাত্রীদের যাওয়া/আসার পূর্বে বাধ্যতামূলক FFP2 মাস্ক পরিধান ক...
30/12/2021

ইতালি সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে বিমানবন্দরে যাত্রীদের যাওয়া/আসার পূর্বে বাধ্যতামূলক FFP2 মাস্ক পরিধান করতে হবে।
বিমানবন্দরের ফার্মেসিতে FFP2 মাস্ক পর্যাপ্ত পরিমানে নাও থাকতে পারে, তাই অনুগ্রহ করে যাত্রীদের নিজ দায়িত্বে FFP2 মাস্ক নিয়ে আসার অনুরোধ করা যাচ্ছে।

রানওয়ে নির্মাণকাজের জন্য ১০ ডিসেম্বর থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার TK713 এর সময়সূচী সকাল ০৬:৫৫ এর পরিবর্তে ...
10/12/2021

রানওয়ে নির্মাণকাজের জন্য ১০ ডিসেম্বর থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার TK713 এর সময়সূচী সকাল ০৬:৫৫ এর পরিবর্তে রাত ১১:৩০ মিনিটে শিডিউল করা হয়েছে।
যে সকল যাত্রীদের সকাল ০৬:৫৫ মিনিটে ফ্লাইট ছিল তাদেরকে নতুন সময়সূচি নিশ্চিত হয়ে ফ্লাইটের কমপক্ষে ৫ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে থাকার অনুরোধ করা যাচ্ছে।

Credit : Popular Travels & Tours

বিদেশ থেকে আগত অপর্যটক যাত্রীদের জন্য ব্যাগেজ বিধিমালা ২০১৬  অনুযায়ী যেসব পণ্য সঙ্গে আনতে বাংলাদেশের বিমানবন্দরে কোন শুল...
13/11/2021

বিদেশ থেকে আগত অপর্যটক যাত্রীদের জন্য ব্যাগেজ বিধিমালা ২০১৬ অনুযায়ী যেসব পণ্য সঙ্গে আনতে বাংলাদেশের বিমানবন্দরে কোন শুল্ক দেওয়া লাগবে না।

সূত্রঃ বাংলা এভিয়েশন।

তার্কিশ এয়ার এ স্পেশাল অফার!!!ঢাকা থেকে ইতালি মাত্র ৩১৫ ইউরোরোম ঢাকা রোম মাত্র ৫৩৫ ইউরোমিলানো ঢাকা মিলানো মাত্র ৫৩০ ইউরো...
26/09/2021

তার্কিশ এয়ার এ স্পেশাল অফার!!!
ঢাকা থেকে ইতালি মাত্র ৩১৫ ইউরো
রোম ঢাকা রোম মাত্র ৫৩৫ ইউরো
মিলানো ঢাকা মিলানো মাত্র ৫৩০ ইউরো
সুলভ মূল্যে টিকিটের জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন
CAF EASY POINT
VIA BENEDETTO BORDONI 38
00176 ROMA (TORPIGNATTARA)
WHATSAPP: 3496788476

বিমান ভ্রমণে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি👉 আপনার জরুরি কাগজপত্র, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণবার, সোনার অলংকার, টাকা-পয়সা...
18/09/2021

বিমান ভ্রমণে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

👉 আপনার জরুরি কাগজপত্র, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণবার, সোনার অলংকার, টাকা-পয়সা, ক্যামেরাসহ অন্যান্য দামী জিনিসপত্র আপনার হাতে ব্যাগে রেখে নিজের সঙ্গে রাখুন। কখনই লাগেজ নিয়ে বুকিংয়ে দিবেন না। এতে করে আপনার দামি জিনিসিপত্র আপনার নিজের হেফাজতে নিরাপদে থাকবে। কোন কারণে আপনার লাগেজ হারালেও মূল্যবান জিনিসপত্র আপনার সঙ্গেই থাকবে।

👉 বোডিং করার সময় আপনার লাগেজ বুকিং দিয়ে ট্যাগ বুঝে নিন। এই ট্যাগই আপনার লাগেজের প্রমাণপত্র, ট্যাগ হারিয়ে ফেললে আপনি লাগেজ নিয়ে কোন অভিযোগ দিতে পারবেন না। তাই ট্যাগ না নিয়ে কোন লাগেজ বুকিং করবেন না।

👉 বিশ্বের যে বিমানবন্দরেই হোক, যে এয়ারলাইন্সই হোক, আপনার লাগজে ক্ষতিগ্রস্থ হলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ ছিড়ে গেলে, চাকা ভেঙ্গে ফেললে আপনি অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দাবি করুন।

👉 বেল্ট থেকে আপনার লাগেজ নেওয়ার পর ট্যাগ মিলিয়ে দেখুন, লাগেজ টি আপনার নিজের কি না। কারণ একই রকম দেখতে অন্যের লাগেজ ভুলে নিয়ে নিতে পারেন। এতে আপনি যেমন ভোগান্তিতে পড়বেন, তেমনি যার লাগেজ নিয়ে আসবেন, তিনিও ভোগান্তিতে পড়বেন।

👉 কোন কারণে আপনার লাগেজ না পাওয়া গেলে এয়ারলাইন্স লাগেজ খুঁজে ফেরত দিতে বাধ্য। যদি কোন কারণে লাগেজ একেবারে হারিয়ে যায় তাহলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ না পেলে দ্রুত এয়ারলাইন্সের কাছে লিখিত অভিযোগ দিন, তাদের ফোন নাম্বার নিয়ে আসুন। লাগেজের ট্যাগ,বোডিং কার্ড সংরক্ষণ করুন।
👉 ভ্রমণের সময় বুকিং করার আগে আপনার লাগেজ, ব্যাগের ছবি তুলে রাখুন। এমন কি ভেতরে কি কি মালামাল আছে তার ছবিও তুলে রাখুন। কখন লাগেজ হারালে খুজে পেতে সহায়তা করবে।

👉 বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশের পূর্বে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফর্ম (EU Digital Passenger Locator Form) পূরণ করতে এই লি...
03/09/2021

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশের পূর্বে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফর্ম (EU Digital Passenger Locator Form) পূরণ করতে এই লিংকে ক্লিক করুন।
Passenger Locator Form link: https://app.euplf.eu
User manual link: https://cutt.ly/DWmWzFr
Credit : Popular Travels & Tour's

বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের জন্য সুখবর !দীর্ঘ চার মাস পর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালি প্রবেশের অনুমতি ...
29/08/2021

বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের জন্য সুখবর !

দীর্ঘ চার মাস পর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালি প্রবেশের অনুমতি দিয়েছে ইতালীয় স্বাস্থ্যমন্ত্রণালয়।

গতকাল ২৮ অগাস্ট ২০২১ ভ্রমণ সংক্রান্ত নতুন অধ্যাদেশ স্বাক্ষর করেছেন ইতালীর স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা। আগামী ৩১আগস্ট ২০২১ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

যাত্রীদের অবশ্যই নিন্মলিখিত শর্তসমূহ মেনে ইতালি প্রবেশ করতে হবে;

১) ভ্রমণের পূর্বে অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার EU Digital Passenger Locator Form (https://app.euplf.eu) ফর্ম পূরণ করে আসতে হবে।

২) ইতালিতে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে যাত্রীকে অবশ্যই কোভিড-১৯ PCR Test এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

৩) ইতালিতে বিমানবন্দরে পৌঁছানোর পর আবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

৪) যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার Digital Passenger Locator Form ফর্মের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

৫) ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পর পুনরায় কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

Credit: popular travels and tour

তুর্কীতে কোয়ারান্টাইন করে বাংলাদেশ হতে ইতালিতে প্রবেশপথ পুনরায় শীঘ্রই চালু হতে যাচ্ছে
03/08/2021

তুর্কীতে কোয়ারান্টাইন করে বাংলাদেশ হতে ইতালিতে প্রবেশপথ পুনরায় শীঘ্রই চালু হতে যাচ্ছে

21/06/2021

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশের চলমান নিষেধাজ্ঞা আগামী ৩০ জুলাই ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
শুধুমাত্র ইতালিয়ান নাগরিকগণ প্রবেশ করতে পারবেন।

৪ জুন থেকে ১৯ দেশ ছাড়া বিশ্বের যে কোন দেশ থেকে আসলে থাকতে হবে না হোটেল কোয়ারেন্টিনে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেব...
02/06/2021

৪ জুন থেকে ১৯ দেশ ছাড়া বিশ্বের যে কোন দেশ থেকে আসলে থাকতে হবে না হোটেল কোয়ারেন্টিনে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন নির্দেশনা জারি করেছে। আগের নির্দেশনা বাতিল হয়ে নতুন নির্দেশনা কার্যকর হবে ৪ জুন থেকে।

নতুন এই নির্দেশনায় ১৯ দেশের ওপর বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে।

১৯টি দেশ হচ্ছে,

আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া,
ব্রাজিল, ভারত, মালয়েশিয়া,
মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে,
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, উরুগুয়ে,
কুয়েত, ওমান, বেলজিয়াম, চিলি ,
কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রীস।

আপনি যে দেশ থেকে বাংলাদেশে থেকে আসবেন, সে দেশ যদি এ তালিকায় না থাকে আপনি নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। দেশে আসার আগে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। ফ্লাইটের ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে করোনা টেস্ট। আপনি দেশ আসার পর নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে আছেন কি না তা স্থানীয় পুলিশ/প্রশাসন নজরদারিতে রাখবে।

আর একটি কথা আপনার সঙ্গে যদি ১০ বছরের কম বয়সী বাচ্চা থাকে তাদের জন্য করোনা টেষ্ট করার দরকার নেই।

বাংলাদেশ আসা যাবে না ১১ টি দেশ থেকে

আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে,ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। বাংলাদেশ থেকেও এই ১১ দেশে যাওয়া যাবে না। তবে সরকারের অনুমতি নিয়ে এই ১১ দেশে ১৫ দিনের মধ্যে ভ্রমণকারী (বসবাসকারী নয়) বাংলাদেশি নাগরিক দেশে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিদেশে ফ্লাইটে ওঠার আগেই হোটেল বুকিং করতে হবে, যা বোডিং কার্ড ইস্যুর সময় চেক করবে এয়ারলাইন্সগুলো।

কোন কোন দেশ থেকে বাংলাদেশ আসলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে?

কুয়েত এবং ওমান থেকে দেশে আসলে তিন দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। নির্দেশনা অনুযায়ী কুয়েত এবং ওমান থেকে দেশে আসতে হলে করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর তিন দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। দেশে আসার তিনদিন পর যাত্রীদের করোনা টেস্ট করানো হবে (যাত্রীর খরচে)। রিপোর্ট নেগেটিভ এলে তারা বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।

৬ টি দেশ থেকে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। দেশগুলো হচ্ছে, বেলজিয়াম, চিলি , কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রীস। নির্দেশনা অনুযায়ী দেশে আসতে হলে করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর ১৪ দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।

সূত্রঃ সিভিল অ্যাভিয়েশন অথরিটি।

28/05/2021
আমরা সুলভ মূল্যে হজ ও ওমরাহ্ প্যাকেজ সহ যে কোন দেশের ভিসা প্রসেসিং এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট এর এয়ার টিকিট...
27/05/2021

আমরা সুলভ মূল্যে হজ ও ওমরাহ্ প্যাকেজ সহ যে কোন দেশের ভিসা প্রসেসিং এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট এর এয়ার টিকিট ইস্যু করে থাকি।

EASY POINT TRAVELS এর পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আ...
12/05/2021

EASY POINT TRAVELS এর পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের অফিস আগামীকাল (১৩/০৫/২০২১) বন্ধ থাকবে এবং আগামী পরশু (১৪/০৫/২০২১) থেকে পুনরায় অফিস কার্যক্রম চালু থাকবে।
ধন্যবাদ সবাইকে।

02/05/2021

ইতালি থেকে বাংলাদেশে গমনকারী যাত্রীদের ঢাকায় পৌছার পর বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ হোটেল বুকিং এর প্রমাণপত্র চেকইনের সময় দেখাতে হবে।

১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ফ্লাইটে উঠতে হবে।

28/04/2021

আগামী দুই সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

24/04/2021

সতর্কতা!
বাংলাদেশ থেকে ইতালিতে Covid 19 এর সেম্পল কালেকশন করার ৪৮ ঘন্টার মধ্যে প্রবেশ করতে হবে এবং করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক, ইতালিতে পৌঁছানোর পরে ১০দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর পূনরায় করোনার পরীক্ষা করাতে হবে।

জরুরী বিজ্ঞপ্তি★আগামী ১৪ /০৪/২০২১ তারিখ হতে কোন আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশ হতে বিদেশে যাবে না।  বিদেশ থেকে কোন ফ্লাইট ব...
11/04/2021

জরুরী বিজ্ঞপ্তি

★আগামী ১৪ /০৪/২০২১ তারিখ হতে কোন আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশ হতে বিদেশে যাবে না। বিদেশ থেকে কোন ফ্লাইট বাংলাদেশের কোন বিমানবন্দরে অবতরণ করবে না।

★এ নিষেধাজ্ঞা আগামী ২০/০৪/২০২১ তারিখ পর্যন্ত বলবত থাকবে।

★এ সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত ফ্লাইটে (সার্কুলার দ্রষ্টব্য) যারা বাংলাদেশে আসবেন তাদেরকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

★নোটঃ ১৩ তারিখ মধ্যরাতের পর বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে, এমন ফ্লাইট এখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রাই করবে না।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপসহ আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলা...
01/04/2021

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপসহ আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এই নিষেধাজ্ঞা আগামী ৩রা এপ্রিল থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

***বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

ইতালি তথা ইউরোপ ও ইউকে থেকে দেশে ভ্রমনে ১৪ দিনের সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের...
30/03/2021

ইতালি তথা ইউরোপ ও ইউকে থেকে দেশে ভ্রমনে ১৪ দিনের সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইন ও অন্য দেশ থেকে আসলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

🇮🇹আজ রাত ২টায় ইতালিতে ঘড়ির কাটা পরিবর্তন হয়ে এক ঘন্টা সামনের দিকে এগিয়ে দেয়া হবে৷অর্থাৎ আজ ঘড়িতে যখন রাত ২টা বাজবে ...
27/03/2021

🇮🇹আজ রাত ২টায় ইতালিতে ঘড়ির কাটা পরিবর্তন হয়ে এক ঘন্টা সামনের দিকে এগিয়ে দেয়া হবে৷

অর্থাৎ আজ ঘড়িতে যখন রাত ২টা বাজবে তখন এক ঘণ্টা এগিয়ে রাত ৩টা করা হবে৷ ইতালির সময়ের এ পরিবর্তনের ফলে ২৮ মার্চ রাত তিনটার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা।

উল্লেখ্য দিবালোক(Daylight) সঞ্চয় করতে ইতালিতে প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ফলে গ্রীষ্মকালে সময়ের ব্যবধান হয় চার ঘন্টা আর শীতকালে পাঁচ ঘন্টা।

কোভিড-১৯ পিসিআর টেস্টের জন্য সরকার অনুমোদিত হাসপাতাল সমূহের আপডেট তালিকা।বাংলাদেশ সরকার অনুমোদিত নির্ধারিত পরীক্ষাগার থে...
23/03/2021

কোভিড-১৯ পিসিআর টেস্টের জন্য সরকার অনুমোদিত হাসপাতাল সমূহের আপডেট তালিকা।
বাংলাদেশ সরকার অনুমোদিত নির্ধারিত পরীক্ষাগার থেকে পিসিআর টেস্ট বাধ্যতামূলক এবং পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত যাত্রীদের Covid-19 PCR Test ফলাফলের অতিরিক্ত আরও এক কপি ভ্রমণের সময় সাথে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

Please stay safe.
EASY POINT TRAVELS

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Point Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share