বিদেশ যাত্রা

  • Home
  • বিদেশ যাত্রা

বিদেশ যাত্রা বৈধ ও নিশ্চিন্তভাবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ যাত্রায় আপনার বিশ্বস্ত সহযোগী।
(4)

জ্ঞান, অতল এক সাগরের নাম। এই সাগরের সুগভীর তলদেশে রয়েছে অজস্র জ্ঞানের ভান্ডার। মনীষারা সাগর সেঁচে অমূল্য সেসব মুক্তো আহরণ করে মানবতাকে দিয়েছেন জানার আনন্দ। তাদের হৃদয় হয়েছে পাঠের উৎকর্ষে আলোকিত, সমৃদ্ধ হওয়ার পুলকে মনন হয়েছে পরিতৃপ্ত। সৃষ্টির শুরু থেকে আজ অবধি জানা ও জানানোর এই ধারা বহমান স্রোতধারার ন্যায় অত্যন্ত নিবিড়ভাবে আমাদের ঋদ্ধ করে চলেছে।

'অজানা প্রকাশন' এমনই হাজারো অজানাকে জানাতে, আঁধারে

আলোর রেখা ফেলতে এবং একইসাথে একঝাঁক নতুন পাঠক তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ। নীতি ও ধর্ম, ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল ও ভূরাজনীতি বিষয়ে নানা ভাষার অনবদ্য কাজগুলো আমাদের অজানা আগ্রহের তালিকায় রয়েছে শীর্ষস্থানে। এছাড়াও অনন্য কিছু মৌলিক কাজ আমরা ধারাপাতের সাথে গুনী পাঠকের সামনে আনতে বদ্ধপরিকর।

আমাদের পথচলা এখানেই শুরু, কিন্ত 'অজানার' গন্তব্য......বহুদূর ইনশাআল্লাহ!!!

16/07/2024

বাংলাদেশি ৩০০০ কর্মী নেবে ইউরোপের ৪ দেশ : পররাষ্ট্রমন্ত্রী

Send a message to learn more

জুলাইয়ের শেষে কাফেলা হবে ইনশাআল্লাহ।
23/06/2024

জুলাইয়ের শেষে কাফেলা হবে ইনশাআল্লাহ।

Urgent vacancyRunning Company Work permit + visa Hotline 0177457589901750-636428Slovakia
12/06/2024

Urgent vacancy
Running Company

Work permit + visa

Hotline
01774575899
01750-636428

Slovakia

03/06/2024

পোল্যান্ডের এ মাসের ২০ তারিখের এপয়েন্টমেন্ট আছে

Send a message to learn more

বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করছে ওমান।
30/05/2024

বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করছে ওমান।

নতুন করে যারা ইউরোপ এর জন্য ফাইল দিবেন তাদের জন্য এই পোস্ট 🇪🇺👌💠 প্রথমে আপনি মানষিক ভাবে প্রস্তুতি নেন ১-২ লাখ টাকা লোকসা...
18/05/2024

নতুন করে যারা ইউরোপ এর জন্য ফাইল দিবেন তাদের জন্য এই পোস্ট 🇪🇺👌

💠 প্রথমে আপনি মানষিক ভাবে প্রস্তুতি নেন ১-২ লাখ টাকা লোকসান দেওয়ার মতো!!আর ১-২ বছর ধৈর্য ধরেও কাজ না হওয়ার সম্ভাবনা প্রবল!! তাই প্রচুর পরিমাণে ধৈর্যশালী হওয়ার।🇪🇺👌

💠 খুব তাড়াহুড়ো করতে গিয়ে পঁচা শামুকে পা কাটতে যাবেন না!! বাজারে এখন এজেন্ট এর অভাব নাই মিষ্টি মিষ্টি কথা বলে ফাইল নিয়ে আপনার টাকা দিয়ে সে মোজ মাস্তি করবে🤦‍♂️🤦‍♂️

💠 দেখে শুনে পূর্ব সফলতা আছে এমন এজেন্টকে ফাইল দিবেন🇪🇺👌

💠 কোন কিছু জয় করার আগে পরাজয় বরন করার সাহস রাখতে হবে!! তাই আপনার কাজ হবেই এমন আশা নিয়ে বসে থাকবেন না বরং হওয়ার সম্ভাবনা কম এটা ভাববেন!! 🇪🇺👌

💠 সবচেয়ে বড়ো কথা যে যেই পেশায় আছেন সেই পেশায় নিজেকে বিজি রাখবেন!! সূর্য উঠলে সবাই দেখতে পাবে!🇪🇺👌

💠 আমি মনে করি এই মূহুর্তে যারা তাড়াতাড়ি সফল ভাবে ইউরোপ এর ভিসা পেতে চান!! আর যথেষ্ট আর্থিক বেকআপ আছে!! তারা প্রথমে মিডলইস্টের যেমন - কাতার,কুয়েত,দুবাই চলে যান তাহলে সফলতার সম্ভাবনা দ্বিগুণ থাকবে। 🇪🇺👌

♂️ প্রতিটি স্টেপ ফলো করা আপনার জন্য জরুরি যদি আপনি নতুন হয়ে থাকেন ইউরোপ স্বপ্নবাজদের কাতারে🇪🇺🇪🇺👌🤍

ফলোদিয়ে সাথে থাকুন ইউরোপের আপডেট পেতে 🇪🇺❤️

অনেকেই তুরস্কের ব্যপারে আগ্রহ দেখিয়েছিলেন। অল্প কিছু কাজের ডিমান্ড আছে। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন। #বিদেশ  #যাত্রা  #র...
08/05/2024

অনেকেই তুরস্কের ব্যপারে আগ্রহ দেখিয়েছিলেন।
অল্প কিছু কাজের ডিমান্ড আছে।
আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।
#বিদেশ #যাত্রা #রাজশাহী #তুরস্ক #তুর্কিয়ে

যাদের ইন্ডিয়ান ভিসা শেষ ❌ইন্ডিয়া যেতে পারেন নাই ভিসার জন্য এপয়েনমেন্ট মিস❌ভাবছেন শিডিউল সঠিক সময়ে না পেলে পরে রিশিডিউল ক...
18/04/2024

যাদের ইন্ডিয়ান ভিসা শেষ ❌

ইন্ডিয়া যেতে পারেন নাই ভিসার জন্য এপয়েনমেন্ট মিস❌

ভাবছেন শিডিউল সঠিক সময়ে না পেলে পরে রিশিডিউল করে নিবেন বা এজেন্সি করে দিবে, সেই দিন শেষ ❌

এখন থেকে আর কাউকে রিশিডিউল দিবেনা ✅
এপয়েনমেন্ট আপনি যেই কারণেই মিস করেন না কেন আর সুযোগ পাবেন না এম্বাসি ফেইস করার জন্য❗✅
খুব কঠিন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন থেকে ✅

এজেন্সি ভাইয়ারা একটু সতর্কের সাথে ফাইল প্রোপারলি সাবমিট করবেন❗✅
ফেইক ডকুমেন্ট কোনোভাবেই এলাউড না ❌

রোমানিয়া ভিসা রেস্ট্রিকশন এর পাশাপাশি এখন থেকে বাংলাদেশি নিয়ে ওয়ার্ক পারমিট নিয়েও দেওয়া আছে নানান রেস্ট্রিকশন। এখন কেউ চ...
15/03/2024

রোমানিয়া ভিসা রেস্ট্রিকশন এর পাশাপাশি এখন থেকে বাংলাদেশি নিয়ে ওয়ার্ক পারমিট নিয়েও দেওয়া আছে নানান রেস্ট্রিকশন। এখন কেউ চাইলেই আগের মত ভুরি ভুরি পারমিট করতে পারবেনা রোমানিয়ার। বাংলাদেশিদের জন্য রোমানিয়ার অনেক গুলা আই জি আই ডিপার্টমেন্টে পারমিট ইস্যু বন্ধ করে দিয়েছে। অন্যান্য যে কয়েকটা কাজ করে এরাও,দিনে দিনে আশা হত খুব বড় জোর ৩০% পারমিট কালেক্ট করা পসিবল হচ্ছে,তাও যদি অফিসার কোম্পানি মালিকের পরিচিত হয় কোনভাবে।

সুতরাং অবস্থা বুঝাই যাচ্ছে বাংলাদেশিরা রোমানিয়া শ্রম বাজার হারিয়ে ফেলেছে। বর্তমানে রোমানিয়ান কোম্পানিগুলাও বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ দেখাচ্ছে না। যারা অলরেডি রোমানিয়াতে আছে তাদের নিতেও ভয় পায়।।
যে দেশ গুলা দুই চারটা ভিসা দিচ্ছে এখন,সেগুলা স্কিল্ড হওয়া ছাড়া কোন লোক পাঠাইনোই উচিৎ নয় বর্তমানে।
বাংলাদেশ থেকে ৯৫% ফাইল আসে আনস্কিল কোন কাজ কাম কিছুই জানেনা। যাক এসব যুক্তিতে না যাওয়াই ভাল। আমরা প্রায় এই বড় একটা শ্রম বাজার হাত ছাড়া করে দিছি।

আশা করছি কোন নিষেধাজ্ঞা আসবেনা।
10/03/2024

আশা করছি কোন নিষেধাজ্ঞা আসবেনা।

বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। সেই সাথে এই নির্বাচন আন্ত....

এই মুহূর্তে ক্রোয়েশিয়ার ভিসার Ratio অনেক হাই। কিন্তু বাঙালি যেরকম আদুম-সুদুম শুরু করছে very soon এটাও শেষ হয়ে যাবে   ...
08/03/2024

এই মুহূর্তে ক্রোয়েশিয়ার ভিসার
Ratio অনেক হাই। কিন্তু বাঙালি যেরকম আদুম-সুদুম শুরু করছে very soon এটাও শেষ হয়ে যাবে


🇭🇷


অপেক্ষার পালা শেষ অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়ার বৈধ স্থায়ী এবং অস্থায়ী নাগরিকগন বিনা পাসপো...
08/03/2024

অপেক্ষার পালা শেষ অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়ার বৈধ স্থায়ী এবং অস্থায়ী নাগরিকগন বিনা পাসপোর্ট কন্ট্রোলে,ইউরোপের অন্যান্য সেঞ্জেন দেশ গুলাতে যাতায়াত করতে পারবে নৌ এবং আকাশ পথে।।

ইতিমধ্যে এয়ারপোর্টে সেঞ্জেন যাতায়াতের জন্য আলাদা পাসপোর্ট কন্ট্রোল ডেক্স রেডি করা হয়ে গেছে। এপ্রিল ১ তারিখ থেকে বৈধ ভাবে যাতায়াত করা সম্ভব। 🇹🇩 🇧🇬

আমাদের টিকটক একাউন্ট।
07/03/2024

আমাদের টিকটক একাউন্ট।

0 Followers, 0 Following, 0 Likes - Watch awesome short videos created by bideshjatra

যারা এপোয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর!🥰আগামীকাল ভিএফএস এপোয়েন্টমেন্ট স্লট ছাড়ার সম্ভাবনা আছে। সুতরাং...
05/03/2024

যারা এপোয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর!🥰
আগামীকাল ভিএফএস এপোয়েন্টমেন্ট স্লট ছাড়ার সম্ভাবনা আছে।
সুতরাং, আপনারা সবাই বিশ্বস্ত মাধ্যম দিয়ে এপোয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেন। অথবা আপনার এজেন্সিকে বলেন এপোয়েন্টমেন্ট ম্যানেজ করে দিতে।
এপোয়েন্টমেন্ট পাওয়ার সাথেই আগে এপোয়েন্টমেন্ট চেক করে নিবেন ক্যাটাগরি এডিট করা কি না। আপনারা চেক করতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেক করে দিবো।
এতো টাকা দিয়ে এপোয়েন্টমেন্ট নিচ্ছেন। অবশ্যই চেক করে নেওয়া উচিৎ!
🇵🇱

04/03/2024
যাদের হাতে ওয়ার্ক পারমিট আর যারা ফাইল জমা দিয়েছে তাদের অবস্থা।
02/03/2024

যাদের হাতে ওয়ার্ক পারমিট আর যারা ফাইল জমা দিয়েছে তাদের অবস্থা।

01/03/2024

ইউরোপে গত বছর আশ্রয় চেয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি

সাগর পথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে সলিল সমাধি হলো ইউরোপের স্বপ্ন...😭
21/02/2024

সাগর পথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে সলিল সমাধি হলো ইউরোপের স্বপ্ন...😭

কুয়েত থেকে এক ভাই vfs ফাইল যমা করেযমা দেওয়ার ৩৬ দিনের মাথায় ফাইল রিসিভ করার জন্য কল দেয় ফাইল খুলে দেখে পারমিট ফেক ছিলোএক...
18/02/2024

কুয়েত থেকে এক ভাই vfs ফাইল যমা করে
যমা দেওয়ার ৩৬ দিনের মাথায় ফাইল রিসিভ করার জন্য কল দেয় ফাইল খুলে দেখে পারমিট ফেক ছিলো
একি পারমিট ৭ জনকে দেওয়া হয় সবাইকে রিজেক্ট পেপার ধরিয়ে দেওয়া হয়😭😭😭
এবং পরে এই কম্পানিকে ই-মেইল করা হয়,
কম্পানি উওর দিয়েছে এই পারমিট গুলোর বিষয়ে কোম্পানি কিছুই জানেনা
এই দালাল চক্রটি প্রত্যেকের কাছ থেকে ১ লখ টাকা করে নিয়ে গেছে ( লোভনিও অফার ছিল ৪ লাখ টাকায় ক্রোয়েশিয়া নিয়ে যাবে)

[আপনাদের প্রত্যেকের দিষ্টি আকর্ষণ করেছি যার কাছেই ফাইল জমা দিবেন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন।
না হয় আর্থিকভাবে লুজার হবেন।]

15/02/2024

প্রথম বার প্রবাসে গিয়ে কত দিন পর কাজ শুরু করেছেন?

বাংলাদেশে থেকে যারা ইউরোপের জন্য যারা ট্রাই করতে আছেন  আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে ইউরোপের দেশ 🇷🇸 sarbia যাদে...
14/02/2024

বাংলাদেশে থেকে যারা ইউরোপের জন্য যারা ট্রাই করতে আছেন আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে ইউরোপের দেশ 🇷🇸 sarbia যাদের ইনভাইট লেটার এসেছে যেটাকে আমরা পারমিট নামে চিনি।

ফেব্রুয়ারি ২ তারিখ পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল এখন আগের থেকে তুলনামূলক ভাবে অনলাইন এপ্রুভাল বেশি হচ্ছে আপনাদের পরিচিত কোন এজেন্ট কোন ব্যক্তি যাদেরকে বিশ্বাস মনে হয় তাদের কাছে ফাইল দিতে পারেন ভাগ্য পরিবর্তন করার জন্য।

এখন আসি ইউরোপের দেশ 🇲🇰 North mesudonia এই দেশে শ্রমবাজার চালু হইছে লোক নেওয়ার আগ্রহী তারা এই দেশ থেকে অনেক ইনভাইট লেটার পেয়েছে আমার পরিচিত ভাই ব্রাদার এবং এজেন্টরা এই দেশের প্রসেস টা সার্বিয়ার মত এক ক্যাটাগরি - আমি ব্যক্তিগতভাবে ইউরোপের দেশ 🇲🇰 North mesudonia এই দেশ মধ্যে ফাইল জমা করান কথা বলব।

আপনারা যারা ইন্টারভিউ দিতে ভয় পান ইন্ডিয়ার ভিসা করতেও অনেক সমস্যা মধ্যে পড়তে হয় আপনাদের ইন্ডিয়া যেতে হবে না এদিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আছে।

🇷🇸 Sarbia ক্ষেত্রে পুলিশ কিলারেন্স লাগবে না ..
🇲🇰 North Masudonia ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে।।

সৌদি আরবে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি-              01774575899  (WhatsApp/Imo)                01750636428  (WhatsApp/Imo)   ...
13/02/2024

সৌদি আরবে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি-

01774575899 (WhatsApp/Imo)
01750636428 (WhatsApp/Imo)
01674575899 ( WhatsApp/Imo)


ক্লিনার বেতন-৮০০+২00 রিয়াল। দৈনিক ডিউটি ৮ ঘন্টা।
কনস্ট্রাকশন স্যালারি ১০০০ থেকে ১২০০ রিয়াল। দৈনিক ডিউটি ৮ ঘন্টা।
পেট্রোল পাম্প সেলারি ১১০০ থেকে ১২০০ রিয়াল। ১২ ঘন্টা ডিউটি।

ইনডোর/আউটডোর ক্লিনার- মার্কেট,মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, পেট্রোল পাম্প, সিটি ক্লিনার, কন্সট্রাকশন ওয়ার্কার, ড্রাইভার।

ওভার টাইম।
আকামা কোম্পানির।
খাওয়া নিজ।
থাকা কোম্পানির।

চাকুরীর দুই বছর নবায়নযোগ্য। অন্যান্য সুযোগ-সুবিধা অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী।

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখেন, আমাদের প্রতিনিধি আপনার সাথে শীঘ্রই যোগাযোগ করবে ।

সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং। যারা কম সময়ে, কম খরচে গ্যারান্টি সহকারে।যারা কম সময়ে, কম খরচে, লিগালভাবে ও গ্যার...
13/02/2024

সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং। যারা কম সময়ে, কম খরচে গ্যারান্টি সহকারে।

যারা কম সময়ে, কম খরচে, লিগালভাবে ও গ্যারান্টি সহকারে জব নিয়ে ইউরোপে যেতে চান তাদের জন্য বড় সুযোগ। ইন্ডিয়া যেতে হবেনা। ঢাকা থেকেই ফ্লাইট। শতভাগ ওয়ার্ক পারমিট ও ভিসা গ্যারান্টি। সরাসরি বাংলাদেশ থেকে ম্যানপাওয়ার করে ফ্লাইট। ইন্ডিয়া যেতে হবেনা। আমরা ভিসা স্ট্যাম্পিং করিয়ে আনবো।

কাজের ধরণঃ কনস্ট্রাকশন, ফ‍্যাক্টরি ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার, ক্লিনার, ফুড প‍্যাকেজিং, ওয়‍্যার হাউস কর্মী।

স্যালারিঃ ৬০০-৭০০ ইউরো।
ডিউটিঃ ৮-১০ ঘন্টা।
থাকা, চিকিৎসা ও যাতায়াত ফ্রী।

প্রসেসিং টাইমঃ ৩ মাসের দিনের মধ্যে ওয়ার্ক পারমিট ও ৬ মাসের মধ্যেই ফ্লাইট।

প্রয়োজনীয় কাগজ পত্র যা যা লাগবেঃ
পাসপোর্ট , পাসপোর্টের মেয়াদ ১৮ মাস থাকতে হবে ।
সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি ।
জাতীয় পরিচয় পত্র।
পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন নেই।

01750-636428

আসসালামু আলাইকুম।  যারা ২০২৪ ক্রোয়েশিয়া🇭🇷 যেতে চান এই পোস্ট টা তাদের জন্য।  🇭🇷ক্রোয়েশিয়ার কাজের ধরন  We need:-electric-p...
01/02/2024

আসসালামু আলাইকুম। যারা ২০২৪ ক্রোয়েশিয়া🇭🇷 যেতে চান এই পোস্ট টা তাদের জন্য।
🇭🇷ক্রোয়েশিয়ার কাজের ধরন
We need:
-electric
-plumber
-scaffolding
-mason
-tiles/ceramic
-stell fix
-Air condition
-windows/door install
-painter
-plaster
-driver C licence
-Car mechanic
-excavator driver
-taxi driver
-hotel waiter, cleaner।
ক্রোয়েশিয়ার কাজের সেলারি 🇭🇷
১০০০-১২০০ ইউরো। থাকা কোম্পানির খাওয়া নিজের।
বিশেষ নোট। ক্রোয়েশিয়া তে গিয়ে কমপক্ষে ৬ মাস থাকতে হবে। যারা পালিয়ে যাবেন তাদের জন্য না এই পোস্ট টা।
নতুন বছরের শুভেচ্ছা৷ ২০২৪🇭🇷🇧🇩❤️

জানুয়ারি ৩০ তারিখ থেকে রোমানিয়ার IGI তে নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে,বিদেশি কর্মীদের সহায়তা করার জন্য।যার মধ্যে উল্ল্য...
31/01/2024

জানুয়ারি ৩০ তারিখ থেকে রোমানিয়ার IGI তে নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে,বিদেশি কর্মীদের সহায়তা করার জন্য।

যার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো:-
১/ এখন থেকে যে সব ফাইল আই জি আই পোর্টালে জমা করা হবে,তা ৯০ দিনের মধ্যে সমাধান দিতে হবে। প্রমান হিসাবে আমার ২৯/০১/২০২৪ এ একটা ফাইল জমার স্ক্রিনশট এড করে দিলাম। মাত্র একদিনে এপয়েন্টমেন্ট এবং ২ মাসের মধ্যে পারমিটের সমাধান দিতে হবে। হ্যা বা না যে কোন একটা সমাধান দিয়ে দিতে হবে।
২/ রোমানিয়ার পারমিটের আগের যে ফরমেট ছিল,হয়ত সেটা পরিবর্তন হয়ে ইলেকট্রনিক ফরমেট আকারে পারমিট ইস্যু করবে৷ সেই সাথে প্রতিটা পারমিটে ইলেকট্রনিক সাইন অটোমেটিক থাকবে৷বিষয় টা আপনার কাছে সেই আর কি এমন মনে হলেও এইটা গুরত্ব অনেক।
পূর্বে পারমিট আনার জন্য যে কোন ইমাগ্রিশন অফিসার যে কোন ভাবে যে কোন কোম্পানিকে পারমিট দিয়ে দিত।। নিজে যাচাই এবং স্টাম্প সাইন দিয়ে,এখন থেকে আর তা হবেনা।এখন ইন্সপেক্টর জেনারেল এর ইলেকট্রনিক সাইন থাকবে প্রতিটা পারমিটে এবং প্রতিটা কোম্পানি যাচাই করে কর্মীদের ভিসা প্রাপ্তিতে সহজ সিস্টেম করেই পারমিট দিবে।

বর্তমানে রোমানিয়ার এই অবস্থা হবার পেছনে একমাত্র কারন!অতিমাত্রায় লোক পলায়ন,অদক্ষ শ্রমিক, অযোগ্য কোম্পানি গুলা অতিমাত্রায় পারমিট বের করা,নামে বেনামে কোম্পানি বলতে কিছুই নাই শুধু পারমিট ব্যবসা। এইসবের কারনে রিজেক্টের এই হার৷ তবে আশা করা যায় ২০২৪ সালে নতুন ভাবে যারা পারমিট পাবে তাদের ভিসা হওয়ার সম্ভবনা থাকবে ৯০%,সেই সাথে এখন প্রতিটা কোম্পানি যাচাই করেই পারমিট দিবে।। আপনি কোন ভাবে ভিসা চলচাতুরি করে ভিসা পেয়ে গেলেও,অদক্ষ হওয়ার কারনে আপনাকে বেগ পোহাতে অনেক রোমানিয়া আসার পর।। যেহেতু কোম্পানি যাচাই হবে,সেহেতু যাদের অরজিনালি লোক কাজ করায় তাদের কেই পারমিট দিবে। এই সব আনস্কিল,জেনারেল ওয়ার্কার বেশির ভাগ বাদ পরে যাবে লিখে রাখেন,আর এরাই ভবিষ্যতে রোমানিয়ার ১২ বাজিয়ে দিবে যতই সিস্টেম সুন্দর করুক৷

কখনো নিজেদের অদক্ষতা স্বীকার করবেনা,দোষ দিবে দা-লা*ল এর দোষ দিবে কোম্পানির। সব বড় সমস্যা করবে গ্রামের কিছু লোক আছে,যারা ইউরোপ কে মধ্যপ্রাচ্যের মত মনে করে। উনারা দা*লা-ল রে টাকা দিবে দোকানে বসে আকিজ বিড়ির পেছনে আগুন দিবে। ইউরোপের E বুঝেনা এরাই বর্তমানে বেশি সমস্যা করতেছে এবং ভবিষ্যতেও করবে। শিক্ষিত পোলাপাইন এবং ২৮+ বয়স ছাড়া ইউরোপের জন্য কেউ ফাইল নেওয়া উচিৎ নয় সামনে বাংলাদেশ থেকে।
#বিদেশযাত্রা

নিঃস্বার্থ বন্ধু
17/12/2022

নিঃস্বার্থ বন্ধু

09/12/2022

দেশের এই দুঃসময়ে উলামায়ে কেরাম, আহলে ইলম ভাইদের অনেক দায়িত্ব! আমরা দর্শক হয়ে বসে থাকলে চলবে না। ওয়ারাছাতের ভার, বিযর যেহেতু কাঁধে নিয়েছি উদাসীন থাকার আর সুযোগ নেই। যাদেরকে আল্লাহ মাদরাসার দূর্গে নিরাপদ রেখেছেন, তাদের দায়িত্ব তো আরো বড়। তাঁদের জবাবদিহিতা আরো বেশি। দেশে আজকের এই ভারাক্রান্ত মুহুর্তে আমরা চোখ বন্ধ করে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদেরও এখানে অনেক জবাবদিহিতা আছে।
দেশের লক্ষ লক্ষ মিহরাবে আমরা খুতবা দেই, হাজারো মাহফিলের মঞ্চে আমরাই সবার মুকুট হই, কিন্তু কোথায় আমাদের নৈতিকতার পাঠ?! কোথায় আদর্শের সিলেবাস?! আমরা শাসক না হলেও হৃদয়ের বদ্ধ দুয়ার খোলার হাতিয়ার তো আমাদের ছিল। আমরা কোন কারণে হয়তো পারি নি। তাই আজকের দিনে আরো বেশি আল্লাহর দিকে রুজু হওয়া, ইস্তেগফার করা। দিন-রাত কালামে হাকীমের মাশগলা, হাদীসে নববীর সুরভিত চর্চা আমাদের নিত্যদিনকার অভ্যাস।
তাই এমুহূর্তে আল্লাহর কাছে এসুন্দর পাথেয়গুলোকে উসিলা করে দেশ ও দশের নিরাপত্তা চাওয়া, জাতির 'মাওলানা', অভিবাবক হিসেবে আমাদের দায়িত্ব। আল্লাহর কাছ থেকে আমাদের জুলুমির ক্ষমা আদায় করে নেয়া উম্মতের উলামায়ে কেরামের নববী দায়িত্ব।
মাদরাসার জিম্মাদারগণ, উস্তাদগণ সমীপে— আল্লাহ আমাদের হাতে নিষ্পাপ শিশুদের, রাতজাগা বিধৌত তালিবানে ইলমের মহান নিআমাত আমানত হিসেবে দিয়েছেন। তাঁদেরকে নিয়ে হাত তুললে তিনি ফিরিয়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ!

আল্লাহ আমাদের ইলমের আমানত রক্ষা করা তাওফীক দান করুন, আমীন!

10/11/2022

চারিদিকে নগ্নতার সয়লাব। গুনাহে নিমজ্জিত। এরাতো আমাদেরই সন্তান। অভিভাবক হিসেবে আমার দায়িত্বটা ঠিকভাবে পালন করছিতো? সন্তান যেনো আমার জাহান্নাম কামাইয়ের কারন না হয়।

Address


Telephone

+8801750636428

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিদেশ যাত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

We are some people start online bussines.

We are some people start online bussines.