Al-Haramain Hajj Training Centre

  • Home
  • Al-Haramain Hajj Training Centre

Al-Haramain Hajj Training  Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Haramain Hajj Training Centre, Travel Company, .

10/10/2023
13/06/2023

ইন্না লিল্লাহি.....আজ বিকাল ৫.৪৫ মিনিটে মাওলানা নিজামুদ্দিন সাহেব (মুহতামিম পেনাখালি মাদরাসা নাজিরপুর পিরোজপুর ) ইন্তেকাল করেছেন। হাজরো আলেমের উস্তাদ বুজর্গ আলেমকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন।

08/06/2023

মসজিদ কমিটির পক্ষ থেকে অনেক ইমামের প্রতি নির্দেশ থাকে যে জামাতের ১০ মিনিট আগে মসজিদের মুছল্লায় থাকতে হবে,এটা ধর্মীয় অজ্ঞতার কারনে / ক্ষমতা প্রয়োগ করে দেখানোর জন্য তারা করে থাকে।
নবী স. এর আমল হল ইমাম সাহেব মসজিদে ঢুকে সরাসরি নামাজ শুরু করবেন, এই পদ্ধতি হল সুন্নাত।

08/06/2023

হারাম শরীফের যে কোনো নেক আমলের সাওয়াব অন্যস্থানের তুলনায় একলক্ষ গুণ বেশি।
তাই রোজা দান সদকাহ তিলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিলের প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত।
(আল বাহরুল আমীক১/১০৫. আল মাউছুআতুল ফিকহিয়্যাহ ১৭/২০১)

02/06/2023

সুদ, ঘুষ, আত্মসাৎ ও ভূমি দস্যুগিরির টাকা দিয়ে হজ্জ করা এবং যশ-খ্যাতির উদ্দেশ্যে হজ্জ করা হারাম ।যেমন হাজী /আলহাজ্ব ব্যবহারের উদ্দেশ্যে হজ্জ করা( ফতওয়া শামী - ৩/৫৫৩)

আপনার কমিটি সংগ্রহ করুন।
31/05/2023

আপনার কমিটি সংগ্রহ করুন।

 # আপনি কি সহজ, সুন্দর ও বিশুদ্ধ পদ্ধতিতে হজ্জ করতে চান?    # ঘর থেকে বের হয়ে হজ্জ সম্পন্ন করে পুনরায় ঘরে ফেরা পর্যন্ত হ...
28/05/2023

# আপনি কি সহজ, সুন্দর ও বিশুদ্ধ পদ্ধতিতে হজ্জ করতে চান?
# ঘর থেকে বের হয়ে হজ্জ সম্পন্ন করে পুনরায় ঘরে ফেরা পর্যন্ত হজ্জের যাবতীয় কার্যাবলী, মাসয়ালা-মাসায়েল, করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত জানতে চান?
# দীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হজ্জ প্রশিক্ষক, বিশিষ্ট খতিব, লেখক, সুবক্তা ও যুগের মুখলিছ বুজুর্গ হযরত মাওলানা প্রফেসর মুহাম্মদ হামীদুর রহমান দা.বা.এর খলিফা মুফতি ওয়াহিদুল আলম রচিত তথ্যনির্ভর ও প্রাক্টিক্যাল হজ্জ নির্দেশিকাগ্রন্থ 'জীবন্ত হজ্জ' বইটি আজই সংগ্রহ করুন।
প্রাপ্তিস্থান :
★জামিয়া ইমাম বুখারী
বাড়ি : ৯, রাস্তা : ৯/বি, সেক্টর : ৫, উত্তরা, ঢাকা।
★উত্তরা বুকস এন্ড স্টেশনারি।
জি, ই, এফ রাজলক্ষী কমপ্লেক্স (গ্রাউন্ড ফ্লোর) সেক্টর-৩, উত্তরা, ঢাকা।
★ কুরিয়ারে বই পেতে যোগাযোগ করুন। যোগাযোগ : ০১৬১১-৩৮৪৬৮১

23/05/2023

করোনা মহামারীর পূর্বের মতো এখন বাইতুল্লাহ শরীফের আঙ্গিনা সমগ্র দুনিয়া থেকে আগত মুসলিমদের পদচারণায় মুখরিত।
বড়োই সুন্দর, এ এক ভিন্ন রকম অনুভূতি।
কিন্তু আগের মত স্বাভাবিকভাবে তাওয়াফ করা যাচ্ছেনা।

02/05/2023

দ্বীনি স্বার্থে শেয়ার করা যেতে পারে।

দ্বীনি স্বার্থে শেয়ার করতে পারেন।
28/04/2023

দ্বীনি স্বার্থে শেয়ার করতে পারেন।

06/04/2023

ক্ষত-বিক্ষত হৃদয়ে তায়েফ ছাড়ার সময় যে দোয়া পড়েছিলেন।
চাচা আবু তালেব ও স্ত্রী খাদিজা (রা.) দুই প্রিয় মানুষকে হারিয়ে দুঃখ, দুশ্চিন্তা ও মনোবেদনায় কাতর হয়ে পড়েন নবীজি (স.)। অন্যদিকে কাফেররা প্রকাশ্যে রাসুল (স.)-কে কষ্ট দিতে শুরু করল। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, আবু তালেবের ইন্তেকালের পর কোরাইশরা নবী (স.)-এর ওপর এত বেশি নির্যাতন চালিয়েছিল, যা তাঁর জীবদ্দশায় তারা চিন্তাও করতে পারেনি। (ইবনে হিশাম, ১ম খণ্ড, পৃষ্ঠা-৪১৬)

রাসুলুল্লাহ (স.) আশ্রয়ের খোঁজে তায়েফ চলে যান। কিন্তু সেখানে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তিনি সেখানে কোনো সাহায্যকারী পেলেন না এবং তাঁকে কেউ আশ্রয়ও দিলো না। এমনকি একজন লোকও দীনের দাওয়াত কবুল করল না। বরং তারা তাঁকে আরও বেশি কষ্ট দিলো। এত কষ্ট তিনি ইতোপূর্বে তাঁর জাতির লোকদের থেকেও ভোগ করেননি। তাঁর সঙ্গে ছিলেন তাঁরই মুক্ত করা ক্রীতদাস জায়েদ ইবনে হারেসা (রা.)। রাসুল (স.) তায়েফে ১০ দিন অবস্থান করেন। এ সময়ে তিনি তায়েফের সকল গোত্রীয় সর্দারদের কাছে দীনের দাওয়াত দেন। কিন্তু সবাই একই কথা বলল যে, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। শুধু এ কথা বলেই ক্ষান্ত হয় নি; বরং তারা দুষ্ট বালকদের তাঁর বিরুদ্ধে লেলিয়ে দেয়। ফেরার পথে তায়েফের মূর্খ ও দুষ্টরা তাঁর পিছে লাগল। তারা আল্লাহর রাসুলকে গালি দিচ্ছিল, তাঁর পিছনে হৈচৈ করছিল এবং পাথর নিক্ষেপ করছিল। পাথরের আঘাতে তাঁর শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতা দুটি লাল হয়ে গেলো। জায়েদ ইবনে হারেসা (রা.) প্রিয়নবী (স.)-কে রক্ষা করছিলেন। একটি পাথর এসে তাঁর মাথায় লেগে গেল। এতে তাঁর মাথা ক্ষতবিক্ষত হয়ে গেল। নবীজি (স.) তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে মক্কায় ফিরে আসলেন। ফেরার পথে তিনি আল্লাহর দরবারে এই প্রসিদ্ধ দোয়াটি করলেন—

اللّٰهُمَّ إِلَيْكَ أَشْكُو ضَعْفَ قُوَّتِى، وَقِلَّةَ حِيلَتِى وهَوَانى عَلَى النَّاس يَا أَرْحَمَ الرَّاحِمِينَ، أَنْتَ رَبُّ المُسْتَضْعَفِينَ، وأَنْتَ رَبَّى إلَى مَنْ تَكِلَنِى إِلَى بَعِيدٍ يَتَجَهَّمُنِى؟ أوْ إلى عَدوٍّ مَلَّكْتَهُ أَمْرِى، إنْ لَمْ يَكُنْ بِكَ غَضَبٌ عَلَىَّ فَلاَ أُبَالِى، غَيْرَ أَنَّ عَافِيتَكَ هِى أَوْسَعُ لى، أَعُوذُ بِنُورِ وَجْهِكَ الَّذِى أَشْرَقَتْ لَهُ الظُّلُمَاتُ، وَصَلُحَ عَلَيْهِ أَمْرُ الدُّنيا وَالآخِرَةِ أَنْ يَحِلَّ عَلَىَّ غَضَبُكَ أوْ أَنْ يَنْزِلَ بى سَخَطُك، لك العُتبى حَتَّى تَرْضَى وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلا بِكَ

‘হে আল্লাহ! আমি তোমার কাছে স্বীয় দুর্বলতা, (মানুষকে বুঝাতে) আমার কলা-কৌশলের স্বল্পতা এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। হে সর্বাধিক দয়ালু! তুমি দুর্বলদের প্রভু, আমারও প্রভু। তুমি আমাকে কার কাছে ন্যস্ত করছ? তুমি কি আমাকে দূরের এমন অচেনা কারও হাতে ন্যস্ত করছ, যে আমার সঙ্গে কঠোর ব্যবহার করবে? নাকি কোনো শত্রুর হাতে সোপর্দ করছ, যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ? তুমি যদি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি কোনোকিছুই পরওয়া করি না। তবে নিঃসন্দেহে তোমার ক্ষমা আমার জন্য সর্বাধিক প্রশস্ত ও প্রসারিত। আমি তোমার সেই চেহারার আলোর আশ্রয় চাই, যা দ্বারা অন্ধকার দূরিভূত হয়ে যায় এবং যা দ্বারা দুনিয়া ও আখেরাতের সকল বিষয় সংশোধন হয়। এই কথার মাধ্যমে আমার উপর তেমার ক্রোধ নেমে আসা হতে অথবা আমার উপর তোমার অসন্তুষ্টি নাজিল হওয়া থেকে তোমার আশ্রয় চাই। তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমার সকল প্রচেষ্টা। তোমার সাহায্য ছাড়া অন্যায় কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয় এবং তোমার তাওফিক ও শক্তি ছাড়া তোমার আনুগত্য করা অসম্ভব।’ (সিরাতে ইবনে হিশাম. ফিকহুস সিরাত: ১/১২৫)
যখন তিনি তায়েফ ছাড়ছিলেন তখন আল্লাহর নির্দেশে ফেরেশতা এসে তায়েফবাসীদের পাহাড়চাপা দিয়ে মেরে ফেলার অনুমতি চাইলেন। এই দিনের ঘটনা সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘আমি আবদে ইয়ালিস ইবনে আবদে কুলালের সন্তানদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলাম; কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করেনি। আমি দুঃখ-কষ্ট ও মানসিক বিপর্যস্ত অবস্থায় কারোন ছাআলেব নামক স্থানে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেখানে মাথা তুলে দেখি মাথার ওপরে এক টুকরা মেঘ, ভালোভাবে তাকিয়ে দেখি সেখানে জিবরাইল (আ.)। তিনি আমাকে বলেন, আপনার জাতি আপনাকে যা যা বলেছে, আল্লাহ সবই শুনেছেন, আপনার কাছে পাহাড়ের ফেরেশতাদের পাঠানো হয়েছে। এরপর পাহাড়ের ফেরেশতারা আমাকে আওয়াজ দিলেন, সালাম জানালেন এবং বললেন, হে আল্লাহর রাসুল! এ কথা সত্যি, আপনি যদি চান, তাহলে আমরা ওদের দুই পাহাড়ের মধ্যে পিষে দেব। আমি বললাম, না, আমি আশা করি, মহান আল্লাহ ওদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন, যারা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না।’ (সহিহ বুখারি, প্রথম খণ্ড, পৃষ্ঠা-৪৫৮)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির (স.) জীবনী থেকে সবরের শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন। বিশ্বনবীর (স.) জীবনাদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।

হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজপালনের মাধ্যমে মানুষ সদ্যভূমিষ্ঠ নবজা...
04/04/2023

হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজপালনের মাধ্যমে মানুষ সদ্যভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। হজপালনকারী নিজে জান্নাতে যাবেন এবং অন্যদের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা পাবেন। এমন মর্যাদাসম্পন্ন ইবাদতটি সহিহ-শুদ্ধভাবে পালন করা জরুরি। অথচ প্রয়োজনের তুলনায় অনেক হজপালনকারী এ বিষয়ে গুরুত্ব দেন না।

হজ পালন করা যেমন ফরজ, হজের মাসয়ালাসমূহ জানাও তেমনিভাবে ফরজ। পাশাপাশি আল্লাহতায়ালার ভালোবাসা, কাবা শরিফের মহব্বত, মক্কা শরিফের প্রতি সম্মান, মদিনা শরিফের প্রতি আকর্ষণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ইশ্ক নিয়ে হজ পালন করা দরকার।

হজপালনকারী হজপালনের উদ্দেশে নিজ ঘর থেকে বের হয়ে হজ সম্পন্ন করার ক্ষেত্রে হজের প্রস্তুতিসহ মক্কা-মদিনায় যেসব সুবিধা-অসুবিধা, নতুন নতুন সংকট ও তার সমাধান কী সেগুলো বোঝার জন্য সহজবোধ্য করে বর্ণনা করা হয়েছে ‘জীবন্ত হজ্জ’ বইটিতে।
দীর্ঘ ১৭ বছর ধরে লেখক সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের হজ প্রশিক্ষণের পাশাপাশি নিজেও হজপালন করে আসছেন। অভিজ্ঞতার আলোকে তিনি বইটি রচনা করেছেন।
জীবনে প্রথমবার যে হজপালন করবেন বইটি পড়লে হজের আমল পরিপালনের স্থানগুলো অনেকটা তার চোখের সামনে ভেসে উঠবে। এমন কিছু খুঁটিনাটি বিষয় এ বইয়ে উল্লেখ করা হয়েছে, যা সাধারণত হজ গাইডে উল্লেখ করা হয় না।

এক কথায়, ঘর থেকে বের হয়ে পুনরায় ফিরে আসা পর্যন্ত প্রতিটি স্থানের করণীয় ও দলিলনির্ভর মাসয়ালাসহ হজের পূর্ণাঙ্গ দিক-নির্দেশনা সম্বলিত বই ‘জীবন্ত হজ্জ’।

বইটির লেখক মুফতি ওয়াহিদুল আলম দীর্ঘদিন ধরে উত্তরার মসজিদ আল-মাগফিরাহ-তে খতিবের দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে জামিয়া ইমাম বুখারী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

বইটিতে শুধু হজ-উমরার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করা হয়নি। ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে- মসজিদুল হারামে নামাজের ফজিলত, হজের প্রস্তুতির নানাদিক, হজের সফরে যে সামগ্রীগুলো প্রয়োজন, ইহরাম বাঁধার আগে করণীয়, ইহরাম বাঁধার নিয়ম-পদ্ধতি, বিমানবন্দরে উপস্থিতি ও করণীয়, মক্কা শরিফ পৌঁছে কী কী করবেন, কিভাবে উমরার তাওয়াফ করবেন, তাওয়াফ করা অবস্থায় কোন কোন কাজ বেয়াদবি, হজের মূল পাঁচদিনের আমলসমূহ, মিনা-আরাফা ও মুজদালিফার আমলসমূহ, শয়তানকে পাথর নিক্ষেপের বিধান, কোরবানি প্রসঙ্গ, ফরজ তাওয়াফসহ হজের বিধানগুলো বর্ণনা করা হয়েছে।

সেই সঙ্গে লেখক উল্লেখ করেছেন, হজের সফরে কষ্ট হয় কেন? কোন স্থানে ঝগড়া হয়, অজ্ঞতাবশত ও আবেগতাড়িত হয়ে যে ভুলগুলো হাজিরা করে থাকেন, নারীদের হজের মাসয়ালা, বদলি হজের বিধান ও ফজিলত, যেসব কারণে হজের কাজা ওয়াজিব হয়, মক্কা-মিনা-আরাফা ও মুজদালিফায় নামাজের বিধান, মক্কায় দোয়া কবুলের স্থানসমূহ, মক্কার ঐতিহাসিক জায়গার বিবরণ, মদিনা শরিফের মর্যাদা, মসজিদে নববীর পরিচিতি ও জিয়ারতে মদিনার বিধান, মদিনায় করণীয়, মসজিদে নববীতে প্রবেশের নিয়ম, রওজাতুল জান্নাহতে প্রবেশের বিধান, রওজা শরিফে সালাম পেশ করার তরিকা, অন্যের সালাম কিভাবে দেবেন, মসজিদে নববীতে নামাজের ফজিলত, হজের পরিভাষা ও হজ থেকে ফিরে এসে কিভাবে চলবেন সেসব বিষয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে।

এক কথায় বইটি হজযাত্রীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বইটি নির্ভরযোগ্য ও প্রাণবন্ত। আমরা এর বহুল প্রচার কামনা করি।

বই: জীবন্ত হজ্জ
লেখক: মুফতি ওয়াহিদুল আলম
প্রথম প্রকাশ: জুলাই ২০১৭
প্রকাশনায়: ইমাম বুখারী রহ. ট্রাস্ট, বাড়ী- ৯, রোড-৯৯/বি, সেক্টর-৫, উত্তরা, ঢাকা
মূল্য: ২০০ (দুইশত) টাকা মাত্র।
স্টক শেষ ইনশাআল্লাহ খুব শীঘ্রই দ্বিতীয় সংস্করণ বের হচ্ছে।

30/03/2023

নবী কারীম স. বলেন জিহাদ করো গনিমত লাভ করবে, রোজা রাখো সুস্থ থাকবে, সফর করো (ব্যবসার উদ্দেশ্যে) সচ্ছলতা আসবে, কারো মুখাপেক্ষী হবে না।(তাবারানি, হাদিস নং ৩০৮)

28/03/2023

বড় দরদী উস্তাদ মাওলানা নিজাম উদ্দিন দা.বা.জটিল ক্যান্সারে আক্রান্ত। আল্লাহ শিফা দেন।

26/03/2023

বিশুদ্ধ হজ্ব মানুষকে আল্লাহর খাঁটি অলি বানিয়ে দেয়।

26/03/2023

হজ্জ করা যেমন ফরজ্জ, হজ্জের মাছআলা জানাও সে রকম ফরজ।

26/03/2023

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.

অনুবাদঃ আর এ (কা'বা) ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছানোর। আর যে লোক তা মানে না, আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুর পরোয়া করেন না। (সূরা আলে ইমরান, আয়াত- ৯৭)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Haramain Hajj Training Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Haramain Hajj Training Centre:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share