Indian Visa Processing

  • Home
  • Indian Visa Processing

Indian Visa Processing The Indian Visa Processing Center has all your support in preparing Indian Visa and Bangladeshi Pass

কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলার মানুষের ভোগান্তি কমলো...
16/04/2023

কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলার মানুষের ভোগান্তি কমলো...

ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টপাসপোর্ট    পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ৭ মাস।    নতুন ও পুরাতন সকল...
15/03/2023

ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
পাসপোর্ট

পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ৭ মাস।
নতুন ও পুরাতন সকল পাসপোর্টের মূল কপি জমা দিতে হবে।
পাসপোর্ট হারিয়ে গেলে জিডির কপি ও পাসপোর্ট অফিস থেকে সরবরাহ করা লস্ট সার্কুলারের কপি জমা দিতে হবে।
পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।

ছবি:

দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট কালার ছবি দিতে হবে।
ব্যাকগ্রাউন্ড হবে সাদা।
ছবি থেকে ছবি কিংবা মোবাইল থেকে তোলা ছবি দেয়া যাবে না।
কোনোভাবে সাদা-কালো ছবিও দেয়া যাবে না।
ছবিতে চোখে চশমা কিংবা মাথায় টুপি থাকবে না।
মহিলাদের ছবিতে অবশ্যই কান খোলা থাকতে হবে।

এনআইডি:
ন্যাশনাল আইডি-এনআইডি কার্ডের ফটোকপি।
যার এনআইডি নাই তিনি বার্থ সার্টিফিকেট দিবেন।
স্মার্ট কার্ডধারীরা স্মার্ট কার্ডের ফটোকপি দিবেন।
পাসপোর্টে বার্থ সার্টিফিকেট নম্বর দেয়া আছে কিন্তু ইতোমধ্যে এনআইডি পেয়ে থাকলে উভয়টির ফটোকপি দিতে হবে।
একইভাবে এনআইডির নম্বর দেয়া আছে কিন্তু ইতোমধ্যে স্মার্ট কার্ড পেয়ে থাকলে উভয়টির ফটোকপি দিতে হবে।
আবার পাসপোর্টে বার্থ সার্টিফিকেট নম্বর কিন্তু এনআইডি ও স্মার্ট কার্ড উভয়ই আছে সেক্ষেত্রে তিনটি ডকুমেন্টের ফটোকপি জমা দিতে হবে।

বর্তমান ঠিকানার প্রমাণ:

বর্তমান ঠিকানা নিশ্চিত করার জন্য ঠিকানা স্পষ্ট উল্লেখ আছে এমন কোনো ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ কিংবা পানি কিংবা ল্যান্ড ফোনের বিলের ফটোকপি।

ব্যাংক স্টেটমেন্ট ও ব্যালান্স

ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে।
ব্যালান্স থাকতে হবে জনপ্রতি কমপক্ষে ২০,০০০/= টাকা।
ব্যাংকে একাউন্ট না থাকলে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে এবং এন্ডোর্সমেন্টের মূলকপি জমা দিতে হবে।

প্রফেশন সংক্রান্ত ডকুমেন্ট:

পেশা প্রমাণের জন্য চাকরিজীবী হলে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) এর মূল কপি, অফিস আইডি কার্ডের ফটোকপি এবং ভিজিটিং কার্ড।
ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি ও ভিজিটিং কার্ড। ট্রেড লাইসেন্স অবশ্যই হালনাগাদ হতে হবে।
লিমিটেড কোম্পানির ডিরেক্টর হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের কপি ও ভিজিটিং কার্ড।
লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্সের ফটোকপি ও ভিজিটিং কার্ড।
ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি।
সরকারি চাকরিজীবী/ অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য গভর্নমেন্ট অর্ডার (জিও)।
গৃহিণী বা হাউজওয়াইফ হলে পেশার কোনো ডকুমেন্ট লাগবে না।
রিটায়ার্ড পার্সন হলে রিয়ার্টর্ডমেন্টের ডকুমেন্ট।

ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়:

পাসপোর্ট জমা হলেও ভিসার নিশ্চয়তা নেই। ভিসা না হলে রিফিউজের কারণ এম্বাসি জানায় না।

ভিসা প্রসেসিং ফি: জনপ্রতি ৫০০ টাকা।

03/03/2023

২ মার্চ ২০২৩ থেকে দর্শনা-গেদে চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ভিসা দেয়া শুরু হয়েছে।

12/02/2023

💥 ইন্ডিয়ান ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
২। ছবি ১কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
৩। বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
৪। ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
৫। ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
৬। আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
৭। ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
৮। স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
৯। সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
১০। আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |
• প্রসেসিং: ১ থেকে ২ দিন।
• ভিসা পেতে সময়ঃ ৭ থেকে ১০ দিন।
• ভিসা প্রসেসিং ফিঃ ৫০০ টাকা।
• এম্বাসী ফিঃ ৮৫০ টাকা।

22/05/2022
news24dhaka/ Coming soon   #24
02/05/2022

news24dhaka/ Coming soon


#24

সড়কপথে ভ্রমণ ভিসায় বুধবার থেকে ভারতে যাওয়া যাবে। একই সঙ্গে এখন থেকে ভ্রমণ ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভ...
29/03/2022

সড়কপথে ভ্রমণ ভিসায় বুধবার থেকে ভারতে যাওয়া যাবে। একই সঙ্গে এখন থেকে ভ্রমণ ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না।

মাধ্যম ডেস্ক: সড়কপথে ভ্রমণ ভিসায় বুধবার থেকে ভারতে যাওয়া যাবে। একই সঙ্গে এখন থেকে ভ্রমণ ভিসা নিয়ে স্থলবন্দরগুলো .....

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন স্থল সীমান্ত দিয়ে খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্...
25/03/2022

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন স্থল সীমান্ত দিয়ে খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

মাধ্যম ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন স্থল সীমান্ত দিয়ে খুব শিগগিরই বা.....

বিদেশি পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদী ই-ট্যুরিস্ট ভিসা সেবা পুনরায় চালু করেছে ভারত। ১৫৬টি দেশের নাগরিকদের জন্য নিয়মিত কা...
16/03/2022

বিদেশি পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদী ই-ট্যুরিস্ট ভিসা সেবা পুনরায় চালু করেছে ভারত। ১৫৬টি দেশের নাগরিকদের জন্য নিয়মিত কাগজের ভিসাও কার্যকর করা হয়েছে।

মাধ্যম ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদী ই-ট্যুরিস্ট ভিসা সেবা পুনরায় চালু করেছে ভারত। ১৫৬টি দেশের না.....

14/03/2022

আগামী ১৫ই মার্চ ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন কিছু জানা যাবে। বিস্তারিত কমেন্টে

আগামী ১৫ ও ১৬ মার্চ সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ...
14/03/2022

আগামী ১৫ ও ১৬ মার্চ সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

মাধ্যম ডেস্ক: আগামী ১৫ ও ১৬ মার্চ সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্ত...

আর নয় ঢাকা, এখন চুয়াডাঙ্গাতেই পাাচ্ছেন
01/02/2022

আর নয় ঢাকা, এখন চুয়াডাঙ্গাতেই পাাচ্ছেন

ট্যুরিস্ট ভিসা চালু ১৫ নভেম্বর থেকে : ভারতীয় হাইকমিশনারwww.maddhayom.comআগামী ১৫ নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ...
09/11/2021

ট্যুরিস্ট ভিসা চালু ১৫ নভেম্বর থেকে : ভারতীয় হাইকমিশনার
www.maddhayom.com
আগামী ১৫ নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, প্রথমে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ব্যবস্থা চালু করা হবে। কেবল বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা সহজীকরণ করা হবে।

আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তের ইমিগ্রেশনের ভবন নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা যাবে।

আখাউড়া স্থলবন্দর দুদেশের শূন্যরেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ দুদেশের কর্মকর্তারা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Indian Visa Processing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indian Visa Processing:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share