24/10/2022
সদ্য থার্ড ইয়ারে উঠা K-77 ব্যাচ থেকে শুরু করে এক যুগেরও আগে ক্যাম্পাস ছেড়ে যাওয়া K-56 ব্যাচের সিনিয়র আর মাঝের বেশ কিছু ব্যাচের অংশগ্রহণ নিয়ে হয়েছিলো আমাদের Explorers of DMC Presents- Tour De Sylhet.
গান বাজনা আর হই হুল্লোড়ে, রাতের বাস জার্নিটাও সুন্দর হয়েছিলো বেশ। সকালে সিলেট শহরে পৌঁছেই আমাদের নিজস্ব ভাড়া করা লেগুনায় চড়ে সকালের নাস্তা সাড়তে গিয়েছি ঐতিহ্যবাহী পানসীতে। নাস্তার বিশেষ আকর্ষণ ছিলো পানসীর চা...
এরপর নাস্তা সেড়ে সিলেটের সবুজ সুন্দর রাস্তায় সিলেট শহর দেখতে দেখতে পৌঁছে গেলাম জাফলং এ।
রাস্তায় কখনো কখনো নাম না জানা চা বাগান, কখনো বা সদ্য ফোঁটা শাপলা আবার কখনো বা দূরের মেঘালয় এর ঝর্ণাসহ পাহাড় আমাদের হাতছানি দিচ্ছিলো সৌন্দর্য অবলোকন এর।
জাফলং পৌঁছে তপ্ত রোদে আমরা যখন হিমশীতল জলরাশিতে প্রথমবার পা রাখলাম রাস্তার দূরত্বটা তখন খুব ক্ষীণ হয়ে উঠেছিলো।
জুনিয়র ব্যাচের বাচ্চারা আবার নাচও তুলেছে ওখানে।
এরপর পাথরের পথ পেরিয়ে চলে গেলাম জাফলং জিরো পয়েন্টে। এই জায়গা থেকে দূর পাহাড়ের ভারতের বসতি বেশ স্পষ্ট করে চোখে পড়ে।
জাফলং জিরো পয়েন্ট থেকে নৌকা আমাদের নিয়ে গেলো সংগ্রামপুঞ্জির মায়াবী ঝর্ণার দিকে। স্বচ্ছ পানির নিচে পাথর দেখতে দেখতে পৌঁছে গেলাম সংগ্রামপুঞ্জিতেও। ওদিকটা কিছুটা মরুভূমির আভাস দেয়, আসলে সত্যি বলতে সিলেট একটা মাল্টিডাইমেনশনাল সৌন্দর্যের জায়গা। লোকজন ওখান থেকে কেনাকাটাও করলো বেশ।
এরপর ছিলো অন্যতম আকর্ষণ জাফলং এর স্বচ্ছ পানিতে গোসল। একসাথে এতো গুলো ব্যাচের মানুষ যেন এক হয়ে গেছিলো। এমনকি আমাদের সাথে থাকা কে-56 এর ভাইয়ের ৭ আর ৯ বছরের দুজন বাবুও বেশ উপভোগ করেছে এই সময়টা।
জাফলং এ রেস্তোরায় ফ্রেশ হয়ে দুপুরের খাবারের পর পৌঁছে গেলাম শ্রীপুর চা বাগান দেখতে। চা বাগান এর পেছনেই মনে হচ্ছিল দূরের পাহাড় গুলোও হাত বাড়িয়ে ছুঁতে পারবো।
এরপর ছিলো নীল জলরাশির লালাখাল। নৌকার ছাদে বসার জন্য সবার কি আগ্রহ। লালাখাল জিরো পয়েন্টে গিয়ে একদম বর্ডার দেখে আসলাম। লালাখালে নৌকা থেকে খুব সুন্দর রাতের আকাশ দেখা যায়। রাতের আকাশের তারা আর জোনাকির আলোয় গান শুনতে শুনতে প্রায় সন্ধ্যা নেমে এলো। এরপর চললো চা পান।
চা খাবার চলে গেলাম সিলেট শহরের প্রবেশ মুখ ক্বীনব্রীজ দেখতে৷ ওখানে রাত ৯টায় আলী আমজাদের ঘড়ির ঘন্টার আওয়াজও পেলাম। ওখানে চললো আমাদের ফুচকা বিলাশ।
ফুচকার পর পানশীতে রাতের খাবার খেয়ে এবারের মতো শেষ হলো আমাদের Tour De Sylhet এর গল্প।।।।।।
20.10.22 @11:30 pm to 22.10.22 @6:00 am