TDAS-Tourism Development Association of Sylhet

  • Home
  • TDAS-Tourism Development Association of Sylhet

TDAS-Tourism Development Association of Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TDAS-Tourism Development Association of Sylhet, Tourist Information Center, .

আলহামদুলিল্লাহ, আমাদের "লতিফ হলিডেজ" এর নিজস্ব প্রমোদতরী "জলফড়িং" আজ টাঙ্গুয়ার হাওরের বুকে দৃশ্যমান। যদিও ডেকোরেশন এর টু...
20/09/2022

আলহামদুলিল্লাহ, আমাদের "লতিফ হলিডেজ" এর নিজস্ব প্রমোদতরী "জলফড়িং" আজ টাঙ্গুয়ার হাওরের বুকে দৃশ্যমান।

যদিও ডেকোরেশন এর টুকটাক কাজ এখনও কিছুটা বাকি আছে,তবুও এরই মাঝে বোটটি বেশ কিছু ট্রিপও দিয়ে ফেলেছে 💖 ।

ইনশাআল্লাহ, শীঘ্রই 'জলফড়ি' এর সাজসজ্জার কাজ সমাপ্ত হবে এবং দ্রুতই এটি হাওর বুকে স্বমহিমায় রাজত্ব করবে 💛💚। — at Latif holidays.

24/05/2022
19/05/2022
05/05/2022

৫৯ বছর ধরে বিশ্বস্ততার সাথে হজ্ব, উমরাহ, টিকেটিং ও অন্যান্য কাজ করে আসা লতিফ ট্রাভেলস ট্যুর/ট্রাভেল নিয়ে কাজ করছে "লতিফ হলিডেইজ" এর ব্যানারে।

কম বাজেটে দেশ-বিদেশে গ্রুপ ট্যুর, পিকনিক, কর্পোরেট ট্যুর ইত্যাদি সেবা পাবেন আমাদের থেকে।

সব ধরন এর ট্রাভেল সংক্রান্ত তথ্য ও বাজেট এবং ট্রাভেল রিভিউ দেখতে আমাদের গ্রুপে জয়েন করুন
https://www.facebook.com/groups/travelwithlatifholidays/?ref=share

01/05/2022

সবাই ঈদ-ঊল-ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

___________________
জহিরুল কবির চৌধুরী (শিরু)
চেয়ারম্যান, হাব, সিলেট জোন
পরিচালক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
পরিচালক, লতিফ ট্রাভেলস

🛩এয়ার টিকেট খুজছেন? Latif Travels আছে আপনার ভ্রমণের জন্য সব চাইতে সহজ সমাধান নিয়ে।🔷আপনার ট্রাভেল প্ল্যান আমাদেরকে জানান,...
05/04/2022

🛩এয়ার টিকেট খুজছেন?
Latif Travels আছে আপনার ভ্রমণের জন্য সব চাইতে সহজ সমাধান নিয়ে।

🔷আপনার ট্রাভেল প্ল্যান আমাদেরকে জানান, আমরা আপনার জন্য সেরা প্ল্যানটি খুজে বের করে দেবো। আমরা আপনার চাহিদা মত যেকোনো এয়ারলাইনস এ টিকেট এর বেবস্থা করে দিতে সব সময় আছি আপনাদের পাশে এই নাম্বারে 01711322244

✅আপনার পাসপোর্ট অথবা ভিসার ছবি তুলে পাঠিয়ে দিন, (01711322244)হোয়াটসঅ্যাপ/ভাইবার অথবা ইনবক্স করুন "Latif travels"পেজ এ।
✅ আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি। আপনার বাসা অথবা অফিস যেখানেই বলবেন সেখানে আপনার টিকেট পৌঁছে যাবে।
✅আপনার টিকেট হারিয়ে গেলেও চিন্তার কোন কারণ নেই Latif travelsআপনাকে দিচ্ছে "ই টিকেট" এর সুবিধা। এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছেমত যেকোনো জায়গা থেকেই আপনার কাঙ্ক্ষিত টিকেট টি বের করে নিতে পারবেন।
✅ পেমেন্ট করতে পারবেন Latif travelsএর ব্যাংক একাউন্টে বা বিকাশ একাউন্টে অথবা অফিসে এসে।
✅ টিকেট সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য আমাদেরকে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন নিম্ন ঠিকানায়:

লতিফ ট্রাভেলস্
১০৪-১০৯ রোজ ভিউ কমপ্লেক্স (নীচ তলা), শাহজালাল উপশহর, সিলেট।
মোবাইল: 01705 444 117, 01705 444 120
E-MAIL : [email protected] / [email protected]
Web site : www.latiftravels.com / www.latiftravels.com.bd
page: https://www.facebook.com/latiftravelsroseview
Facebook id: https://www.facebook.com/travels.latif

📞 01711789041শিলং, চেরাপুঞ্জি ও ডাউকি গ্রুপ ট্যুর৩ দিন ২ রাতভ্রমন তারিখ:  ৪ মে ২০২২বর্ডার থাকতে হবে: ডাউকি পাকেজ মাত্র: ...
05/04/2022

📞 01711789041
শিলং, চেরাপুঞ্জি ও ডাউকি গ্রুপ ট্যুর
৩ দিন ২ রাত

ভ্রমন তারিখ: ৪ মে ২০২২
বর্ডার থাকতে হবে: ডাউকি
পাকেজ মাত্র: ৯,৫০০ টাকা
বুকিং এর শেষ সময়: ২০ এপ্রিল ২০২২
বুকিং মানি: ৩,০০০ টাকা মাত্র (অফেরতযোগ্য)
বিকাশে বুক করতে পারবেন এই নাম্বারে: 01708424441 (মার্চেন্ট)

🔸 কোভিড ভ্যাকসিনের কমপক্ষে ২ ডোজ নেওয়া থাকতে হবে।
🔸 যাদের ভিসা নেই অতি সত্তর যোগাযোগ করুন।
🔸 এছাড়া মাসের যেকোনো দিন আপনি চাইলেই ভ্রমন করতে পারেন।
🔸 চাহিদা অনুযায়ী গ্রুপ, কর্পোরেট, স্কুল ও কলেজের শিক্ষা সফরের এর জন্য যোগাযোগ করুন। ফামিলি নিয়ে ভ্রমনের জন্য উপযুক্ত। ঘুরে আসুন মেঘালয় এর রানী শিলং,চেরাপুঞ্জি ও ডাউকি ।

ভ্রমণের বিবরণঃ-
___________________________
১ম দিনঃ- ডাউকি বর্ডার - মেঘালয়
ডাউকি বর্ডারে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে, সকালের নাস্তা শেষে কার/বাস/Swift Diser করে আমরা ডাউকি বর্ডার থেকে মাউলিনং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বেলা ১.৩০ টার দিকে সিলেটের বিছানাকান্দি ভ্রমণের সময় যে ঝরনাটি আমরা দূর থেকে দেখি এবং পান্থুমাই নামে যেটিকে চিনি সেই বুরহিল ঝরনা ভ্রমণ । এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে বেলা ৩.৩০ টার দিকে মাউলিনং ভিলেজ (এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম) ও লিভিং রুট ব্রিজ ভ্রমণ করব। ভ্রমণ শেষে শিলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু, সন্ধ্যা নাগাদ শিলংয়ের পুলিশ বাজারে হোটেলে পৌঁছানো ও রাত্রি যাপন।

২য় দিনঃ- শিলং
সকালের নাস্তা শেষ করে আমরা , এলিফেন্ট ফলস, মদিনা মসজিদ, ক্যাথিড্রালচার্চ, লেডি হায়দারী পার্ক, গলফ কোর্স, ওয়ার্ডস লেক দেখব। বিকালে শপিং টাইম, (আপনারা চাইলে নিজের মতো করে সময় কাটাতে পারেন।
রাতে শিলং হোটেলে অবস্থান করবো।

৩য় দিনঃ- শিলং-চেরাপুঞ্জি
সকালের নাস্তা শেষে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা করব। এই দিন আমরা মুয়েসমাই গুহা, নুকায়কালী ফলস, মাউকডক ভ্যালি, ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, রামকৃষ্ণ মিশন এবং ওয়াকাবা ফলস ঘুরে দেখব। ডাউকি বর্ডারে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সন্ধ্যা ৬ টার মধ্যে সিলেট পৌছাবো।

✔️ প্যাকেজে যা যা অন্তভুক্তঃ-
- সম্পুর্ন যাতায়াত খরচ (সিলেট রোজ ভিউ অফিসের সামনে থেকে সিলেট পর্যন্ত)
- শিলংয়ে ২ রাত টুইন শেয়ার বেসিসে হোটেলে অবস্থান।
- সকালের খাবার
- সাইটসিয়িং (এন্ট্রি টিকেট সহ)
- সার্বক্ষণিক বাংলাদেশি গাইড
- ভিসা প্রোসেসিং সহযোগিতা
- ট্রাভেল ট্যাক্স ৫০০/-
- সকালের নাস্তা (চা, পুরি, সবজি, ডিম/পাউরুটি, মাখন, আলু পরটা)

❌ প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-
- কোভিড টেস্ট ফি (যদি লাগে)
- যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ
- দুপুর এবং রাতের খাবার

শিশু পলিসিঃ- ০ থেকে ৩ বছর পর্যন্ত শিশুদের কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে থাকবে ও বসবে,প্যাকেজ থেকে আলাদা কোন খাবার পাবেনা) ট্রাভেল ট্যাক্স ৫০০/- জমা দিলেই হবে।

📢 বিশেষ দ্রষ্টব্যঃ- প্রাকৃতিক দুর্যোগ কিংবা অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি এড়াতে লতিফ হলিডেইজ এই প্যাকেজটি পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
[মূল্য পরিবর্তনশীল]

বিস্তারিত
__________________
লতিফ হলিডেইজ
রোজ ভিউ কমপ্লেক্স (নিচ তলা), উপশহর, সিলেট।

📞 +880 17 1178 9041ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসবসময় আপনার পাশে, আপনার সাথে___________________লতিফ হলিডেইজরোজ ভিউ...
04/04/2022

📞 +880 17 1178 9041

ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
সবসময় আপনার পাশে, আপনার সাথে
___________________
লতিফ হলিডেইজ
রোজ ভিউ কমপ্লেক্স (নীচ তলা), উপশহর, সিলেট।
01711789041

ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র📞 +880 17 1178 9041সবসময় আপনার পাশে, আপনার সাথে___________________লতিফ হলিডেইজরোজ ভিউ...
03/04/2022

ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
📞 +880 17 1178 9041
সবসময় আপনার পাশে, আপনার সাথে
___________________
লতিফ হলিডেইজ
রোজ ভিউ কমপ্লেক্স (নীচ তলা), উপশহর, সিলেট।
01711789041

ট্যুরিজম মেলা আগামীকাল শেষ হবে, সুযোগ পেলে আমাদের ষ্টল ঘুরে আসুন প্লিজ ।
31/03/2022

ট্যুরিজম মেলা আগামীকাল শেষ হবে, সুযোগ পেলে আমাদের ষ্টল ঘুরে আসুন প্লিজ ।

বঙ্গবন্ধু  ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ৩ দিনের ট্যুরিজম মেলায় লতিফট্রাভেলস/ লতিফ হলিডেইজ এর ষ্টলে আপনাদের আমন্ত্রণ...
28/03/2022

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ৩ দিনের ট্যুরিজম মেলায় লতিফট্রাভেলস/ লতিফ হলিডেইজ এর ষ্টলে আপনাদের আমন্ত্রণ । সময় ও সুযোগ থাকলে মেলা’য় আমাদের স্টল ভিজিট করুন । ধন্যবাদ ।

📌📌Call for details 📞 +880 17 1178 9041✔️ DUBAI VISIT VISA✔️ INDIA VISIT VISA✔️ MALAYSIA VISIT VISA✔️ THAILAND VISIT VISA...
22/03/2022

📌📌Call for details 📞 +880 17 1178 9041
✔️ DUBAI VISIT VISA
✔️ INDIA VISIT VISA
✔️ MALAYSIA VISIT VISA
✔️ THAILAND VISIT VISA
✔️ NEPAL VISIT VISA
✔️ CAMBODIA VISIT VISA
✔️ VIETNAM VISIT VISA
✔️ SRI LANKA VISIT VISA
✔️ EGYPT VISIT VISA

GET MORE INFORMATION
_____________________________
LATIF HOLIDAYS

ROSE VIEW COMPLEX (GROUND FLOOR), UPOSOHOR, SYLHET.
01711789041

নেপাল গ্রুপ ট্যুরইনশাআল্লাহ প্যাকেজের সাথে সর্বক্ষণ সাথে থাকবেনজহিরুল কবির চৌধুরী (শিরু)ভ্রমণের তারিখ ১১ মে ২০২২বুকিং শে...
21/03/2022

নেপাল গ্রুপ ট্যুর
ইনশাআল্লাহ প্যাকেজের সাথে সর্বক্ষণ সাথে থাকবেন
জহিরুল কবির চৌধুরী (শিরু)

ভ্রমণের তারিখ ১১ মে ২০২২
বুকিং শেষ ৩০ মার্চ ২০২২
৫ দিন, ৪ রাত
১৪,৯০০/- জনপ্রতি

হোটেল:
কাঠমান্ডু: স্কাইলাইন বা সমমান
পোখরা: চয়েজ ইন বা সমমান

👇🏻 প্যাকেজের অন্তর্ভূক্ত:
✔️ কাঠমান্ডুতে ২ রাত এবং পোখারায় ২ রাত শেয়ারে রাত্রীযাপন
✔️ দৈনিক সকালের নাস্তা
✔️ কাঠমান্ডু ১ দিন এবং পোখরা ১ দিন সাইট সিয়িং
✔️ এয়াপোর্ট পিক এন্ড ড্রপ
✔️ গাইড

👇🏻 প্যাকেজের অন্তর্ভূক্ত নয়:
❌ এয়ার টিকেট এবং কোভিড টেস্ট ফি
❌ যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ
❌ নেপাল ভিসা এবং আন্তর্জাতিক বিমান টিকেট (তাড়াতাড়ি বুকিং করলে সল্পমূল্যে বিমান টিকেট পাওয়ার সম্ভাবনা থাকে, তাই তাড়াতাড়ি বুকিং করুন)
❌ দুপুর এবং রাতের খাবার

[মূল্য পরিবর্তনশীল]

বিস্তারিত
_________________
লতিফ হলিডেইজ

রোজ ভিউ কমপ্লেক্স (নিচ তলা), উপশহর, সিলেট।
01711789041

🏷️আন্তঃদেশীয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস সম্পর্কিত কিছু তথ্যঃ🎫 যারা ট্রেনে টিকেট ক্রয় করে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক তাদেরকে অব...
20/03/2022

🏷️আন্তঃদেশীয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস সম্পর্কিত কিছু তথ্যঃ

🎫 যারা ট্রেনে টিকেট ক্রয় করে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভারতে ভিসার আবেদনের সময় পোর্ট গেদে সিলেক্ট করতে হবে। অন্যথায় ট্রেনে যেতে পারবেন না।

✅ ভিসার আগে টিকেট কাটতে হবে না, কেবল ভিসা পাবার পরই টিকেট ক্রয় করতে পারবেন।

✅ যাত্রার ২৯ (ঊনত্রিশ) দিনের পূর্ব থেকে যাত্রার পূর্বদিন বিকেল ১৭ঃ০০ টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন।

✅ ওয়ানওয়ে ও রাউন্ড উভয় টিকেটই কাটা যাবে।

✅ ট্রেনের টিকেটের সাথে ট্রাভেল ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে।

✅ সম্পূর্ণ ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত।

20/02/2022

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি।
আমি কি ভুলিতে পারি?

যাদের আত্মত্যাগে আজকের বাংলাভাষা,
স্মরণ করি তাদের শ্রদ্ধাভরে...

__________________________
লতিফ ট্রাভেলস
লতিফ হলিডেইজ

https://www.sylhetview24.news/news/318723
10/01/2022

https://www.sylhetview24.news/news/318723

একইদিনে জাতীয় দুই সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের প্রাচীনতম লতিফ ট্রাভেলসের পরিচালক জহি....

কর্পোরেট ট্যুর, লোকাল ট্যুর, শিক্ষা সফর, প্যাকেজ ট্যুর, গাইড সব সেবা নিয়ে আপনার পাশে লতিফ হলিডেইজ।_____________________...
10/01/2022

কর্পোরেট ট্যুর, লোকাল ট্যুর, শিক্ষা সফর, প্যাকেজ ট্যুর, গাইড সব সেবা নিয়ে আপনার পাশে লতিফ হলিডেইজ।

________________________
লতিফ হলিডেইজ
রোজ ভিউ কমপ্লেক্স (নীচ তলা), উপশহর, সিলেট।
01711789041

"মাত্র ৮৮০০ টাকায় কক্সবাজার-সেন্টমার্টিন গ্রুপ ট্যুর"(এটি "লতিফ হলিডেজ" এর একটি লোকাল ট্যুর ইভেন্ট) ❇️❇️ তারিখঃ ২৭ জানুয়...
06/01/2022

"মাত্র ৮৮০০ টাকায় কক্সবাজার-সেন্টমার্টিন গ্রুপ ট্যুর"
(এটি "লতিফ হলিডেজ" এর একটি লোকাল ট্যুর ইভেন্ট)

❇️❇️ তারিখঃ ২৭ জানুয়ারি - ০১ ফেব্রুয়ারী ,২০২২ (৫ রাত ৪ দিন)

🔖🔖 ইভেন্ট ফিঃ জনপ্রতি ৮৮০০/- ( এক রুমে ৪ জন)
কাপল/ স্বামী- স্ত্রী একত্রে ২১,৫০০/- (এক রুমে ২ জন)
★★ শিশু পলিসিঃ
০-৫- কোন পেমেন্ট লাগবে না (কোন খাবার এবং সীট পাবে না)
৫+ শিশুর জন্য ফুল পেমেন্ট প্রযোজ্য।

☎️☎️ বিস্তারিত জানতেঃ ০১৭১১৭৮৯০৪১ (বশির)

📚📚 প্যাকেজে যা যা থাকছেঃ
- সিলেট-চট্টগ্রাম ট্রেনে আপডাউন (শোভন চেয়ার)
( কেউ বিমানে আসতে চাইলে সেক্ষেত্রে ইভেন্ট ফি সমন্বয় করে দেওয়া হবে)
- চট্টগ্রাম -কক্সবাজার আপডাউন বাস ভাড়া
- স্ট্যান্ডার্ড মানের হোটেলে শেয়ারিং এ মোট ৩ রাত অবস্থান খরচ ( ২ রাত কক্সবাজার, ১ রাত সেন্টমার্টিন)
- জাহাজের টিকেট- কেয়ারী সিন্দাবাদ / এমভি ফারহান/ পারিজাত (মেইনডেস্ক)
- লোকাল ট্রান্সপোর্ট খরচ( সিএনজি, অটো)
- ৪ দিনের মোট ১১ টি খাবার( সকালের নাস্তা- ৪, লাঞ্চ - ৪ টি এবং ডিনার- ৩ টি)
- সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড ইত্যাদি।

🔎🔎 দর্শণীয়স্থান সমূহঃ

- পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত

-লাবনী বীচ,সুগন্ধা বীচ

- ঝাউবন,বার্মিজ মার্কেট

- টেকনাফ ও মায়ানমার ভিউ

- অতুলনীয় সৌন্দর্যময় দ্বীপ সেন্টমার্টিন

- হুমায়ন আহমেদ এর 'সমুদ্র বিলাস' বাড়ি ইত্যাদি

# #যা যা থাকছে নাঃ
- প্যাকেজ বহিঃভূর্ত কোন খরচ এবং আসার দিন রাতের ডিনার
- ছেঁড়াদ্বীপ সাইটসিয়িং খরচ
-ব্যক্তিগত ঔষুধ ও রাইড খরচ
- ছাতা/ টায়ার ভাড়া, ছেঁড়াদ্বীপের বোট ভাড়া ইত্যাদি।

#যা যা সাথে নিতে হবেঃ
- ব্যক্তিগত কাপড়
- প্রয়োজনীয় ঔষুধ
-এনআইডি কার্ডের ফটোকপি
- অতিরিক্ত পানির বোতল
- গামছা, ব্রাশ,টুথপেষ্ট
- শুকনো খাবার ইত্যাদি।

🍛🍛 সাম্ভাব্য খাবারের মেন্যুঃ

সকাল- পরোটা,সবজী/ডাল,ডিম,চা অথবা খিচুড়ি, ডিম,চা

দুপুর- ভাত,ভর্তা, সামুদ্রিক মাছ/ব্রয়লার মুরগী,ডাল

রাত- ভাত,ভর্তা,সামুদ্রিক মাছ/ বয়লার মুরগী,ডাল

[ লক্ষনীয় যে, একবেলা মাছ আর এক বেলা মাংশ সরবরাহ করা হবে এবং সেন্টমার্টিনে একদিন রাতে ভাতের পরিবর্তে সামুদ্রিক মাছের বারবিকিউ, পরোটা, সস, সালাদ দেওয়া হবে]

( কক্সবাজারঃ
কক্সবাজার, বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষনীয় স্পট- যা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত একটি পর্যটন শহর। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।

সেন্টমার্টিনঃ
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। প্রচলিত আছে অনেক অনেক বছর আগে প্রতিকুল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নীচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙ্গে পড়ে, যার ফলে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে সেন্ট মার্টিন’স দ্বীপের নাম হয়ে যায় ‘দারুচিনির দ্বীপ।)

★★ভ্রমনে বিস্তারিতঃ
২৭ জানুয়ারি,২০২২ বৃহস্পতিবার রাত ৯.১৫ ঘটিকায় সিলেট রেল স্টেশন হতে চট্টগ্রাম এর উদ্দ্যেশে রওনা।

২৮ জানুয়ারি সকালে চট্টগ্রাম পৌছে বাসে কক্সবাজার এর পথে রওনা।
ইনশাআল্লাহ সকাল ১১ টার ভিতর কক্সবাজার পৌছে পূর্ব নির্ধারিত হোটেলে চেকইন( রুম প্রাপ্তি সাপেক্ষে,কেননা রুম চেকইন টাইম ১২ টায়)।
হোটেলে ফ্রেস হয়ে সমুদ্রে গোসল। বেলা ২.৩০ এ হিমছড়ি, ইনানীর উদ্দ্যেশে রওনা। সন্ধ্যার কক্সবাজার পৌছে রাতে হোটেলে রাত্রিযাপন।

২৯ জানুয়ারী সকাল ৫.৩০ মিনিটে বাসে টেকনাফ এর পথে রওনা। টেকনাফ নেমে সকালের নাস্তা সেরে ৯.৩০ মিনিটে শিপে করে রওনা দিবো সেন্টমার্টিনের উদ্দেশ্যে। ০৩ ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ১২.৩০ এর মধ্যে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন দ্বীপে। হোটেল চেক ইন দিয়ে নেমে পরবো পানিতে। পানিতে ঝাপাঝাপির পর ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখবো পুরো দ্বীপটি। সন্ধ্যার পর থেকে শুরু হবে গল্প, আড্ডা আর গান । তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাবো।

৩০ জানুয়ারি সকালের নাস্তা সেরে শেষবারের মতো ঘুরে দেখবো সেন্টমার্টিন,কেউ চাইলে ব্যক্তিগত উদ্দ্যোগে ছেঁড়াদ্বীপ যেতে পারবেন।১১ টার পূর্বেই রুম চেকআউট করে দুপুরের খাবার সেরে দুপুর ২.৩০ এর শীপ ধরতে জেটিতে চলে যাবো। সন্ধ্যা নাগাদ টেকনাফে পৌছে তারপর কক্সবাজার এর পথে বাসে রওনা দিবো।রাতে কক্সবাজারে পৌছে পূর্ব নির্ধারিত হোটেলে রাত্রিযাপন।

৩১ জানুয়ারি দুপুর ১২টার ভিতর ব্যাগপত্র গুছিয়ে রুম চেকআউট করে ব্যাগপত্র হোটেলের কাউন্টারে রেখে দুপুরের খাবার শেষে বাসে চট্টগ্রাম এর পথে রওনা হবে।চট্টগ্রাম হতে রাতের ট্রেনে সিলেটের পথে রওনা।

ইনশাল্লাহ ০১ লা ফেব্রুয়ারী সকাল ৬ টার ভিতর সিলেটে পৌছানোর মধ্যোদিয়ে প্যাকেজের সমাপ্তি।

★★ পেমেন্ট পলিসি :-
আপনি সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 01708424441 (মার্চেন্ট নাম্বার)।
🏵 বিকাশ করার পর ফোন করে নিশ্চিত করতে হবে। 🏵 পেমেন্ট অফেরত যোগ্য।
🏵 [প্রাকৃতিক দূর্যোগ / অপ্রীতিকর যে কোন কারণবশতঃ লতিফ হলিডেইজ কর্তৃপক্ষ প্যাকেজ পরিবর্তন করার অধিকার রাখে]
মৌখিক কনফার্মেশনের কোন গ্রহনযোগ্যতা নেই।
যারা কনফার্ম করতে ও যেতে আগ্রহী তারা টাকা পাঠিয়ে কনফার্ম করবেন।

🧸🧸চাইল্ড পলিসিঃ
* ০-৫ বছরের বাচ্চাদের জন্য ফি (যদি আলাদা কোনো বাস/কেবিন সিট না নেয়)।
* ৫ বছরের উর্দ্ধে বাচ্চাদের জন্য সম্পূর্ন প্যাকেজ নিতে হবে।

⛔⛔ কেন্সেল পলিসি- ইভেন্ট বুকিং ক্লোজড করার পূর্বে অথবা ট্যুরের কমপক্ষে ৭দিন আগে কেন্সেল করতে হবে।
করোনা পরিস্থিতিতে কোন কারনে ট্যুর বাতিল হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

📳📳 বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন-

লতিফ হলিডেইজ
লতিফ ট্রাভেলস্
রোজভিউ কমপ্লেক্স (নীচ তলা),
শাহজালাল উপশহর, সিলেট।
মোবাইল:
01711789041
Email: [email protected]
[email protected]
page: Latif holidays

⭕⭕বি.দ্রঃ
- ইহা একটি ইকোনমিক বাজেট ট্যুর প্ল্যান।তাই আমরা আমাদের স্ট্যান্ডার্ড মান বজায় রেখে মিনিমাম বাজেটে ম্যাক্সিমাম সেবা দেবার সর্বোচ্চ চেষ্টাই করবো ইনশাআল্লাহ।
- সেন্টমার্টিনগামী জাহাজের নিয়মিত চলাচল সাপেক্ষেই এই ট্যুরটি প্ল্যান করা, অনাকাঙ্ক্ষিত কোন কারনে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে সেক্ষেত্রে "লতিফ হলিডেজ" দায়ী নহে।
- কক্সবাজার শহরে সকল হোটেলে চেকইন টাইম ১২ টায়।বিধায় এর পূর্বে রুম পেতে আমাদের কয়েকজনকে খানিক সময় অপেক্ষা করা লাগতে পারে।
- আমরা সবাই হোটেল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যেই রুম চেকআউট করবো।
- যারযার ব্যাগসহ মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে এবং বহন করতে হবে।
- আমরা গ্রুপ মেম্বাররা সবাই হোটেলের চেকআউট টাইমের ব্যাপারে সচেষ্ট থাকবো।
- কর্তৃপক্ষ উক্ত প্যাকেজটির সংশোধন/সংযোজন /বিয়োজন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
- সকলকে টাইম শিডিউল এর প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ রইলো।
- যেকোন সমস্যা/ প্রয়োজনে সকলের একত্রিত সীদ্ধান্ত গ্রহন করা হবে।
-গ্রুপ ট্যুরে "যেখানে যেমন,সেখানে তেমন" এমন মানসিকতা নিয়ে অংশগ্রহণ করতে হবে।
- ভ্রমনে গিয়ে সকল প্রকার অপ্রীতিকর, অবৈধ এবং
অশ্লীল কাজ হতে বিরত থাকতে হবে।

(ধন্যবাদ)

* নতুন বছরে চলো যায় রাতারগুল তাবুবাস, ফায়ার ক্যাম্পিং এবং বার-বি-কিউ ইভেন্টে (১৩ জানুয়ারী,২০২২)*** ইভেন্ট ফিঃ মাত্র ১০৫০...
06/01/2022

* নতুন বছরে চলো যায় রাতারগুল তাবুবাস, ফায়ার ক্যাম্পিং এবং বার-বি-কিউ ইভেন্টে (১৩ জানুয়ারী,২০২২)*
** ইভেন্ট ফিঃ মাত্র ১০৫০ টাকা মাত্র!!!

এই শীতে উষ্ণতা ছড়াতে "লতিফ হলিডেজ" নিয়ে আসছে রাতারগুল সোহেল ইকো রিসোর্টে ফায়ার ক্যাম্পিং, বারবিকিউ পার্টিসহ তাবুতে রাত্রিযাপন ইভেন্ট।

★★ তারিখঃ ১৩ জানুয়ারী, বৃহস্পতিবার বিকাল ২.৪৫ ঘটিকা হতে পরদিন ১৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত।

★★ ইভেন্ট ফিঃ ১০৫০ টাকা এবং কটেজে জনপ্রতি ১১৫০ টাকা।

★★ আসন সংখ্যাঃ ২০-৫০ জন

★★ প্যাকজে যা যা থাকছেঃ
- সিলেট টু রাতারগুল যাওয়া- আসার ভাড়া
- রাতে তাবুতে শেয়ারিং রাত্রিযাপন (বালিশ, চাদর, কম্বলসহ)
- রাতে ভরপুর ডিনার (ভাত, আলু ভর্তা, মুরগীর ঝাল, মিক্স সবজি, ডাল)
- মাঝ রাতে(১০ টার পর হতে শুরু( বারবিকিউ উৎসব ( চিকেন বারবিকিউ,২ পিস পরটা)
- বন ফায়ার
- রাতে জম্পেশ আড্ডা, গান সাথে লুডু / দাবা খেলা
- পরদিন সকালের নাস্তা( খিচুড়ি, ডিম)
- টয়লেট ও বিদ্যুৎ এর সুব্যবস্থা
- পরিবার/বন্ধুবান্ধব সহ যে কেউ আমাদের ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। কেননা, নিরাপত্তা এবং কোয়ালিটির ক্ষেত্রে আমরা সর্বদাই আপোষহীন।

ইনশাআল্লাহ, এই ইভেন্টটি আপনার জীবনের আরও স্মরণীয় একটি রাত হয়ে থাকবে বলে আমরা আশা করছি।

প্রয়োজনে -
০১৭১১৭৮৯০৪১

💲💲 (পেমেন্ট পলিসি) :-
আপনি সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 01708424441 (মার্চেন্ট নাম্বার)।
🏵 বিকাশ করার পর ফোন করে নিশ্চিত করতে হবে। 🏵 পেমেন্ট অফেরত যোগ্য
🏵 [প্রাকৃতিক দূর্যোগ / অপ্রীতিকর যে কোন কারণবশতঃ লতিফ হলিডেইজ কর্তৃপক্ষ প্যাকেজ পরিবর্তন করার অধিকার রাখে]

মৌখিক কনফার্মেশনের কোন গ্রহনযোগ্যতা নেই।
যারা কনফার্ম করতে ও যেতে আগ্রহী তারা টাকা পাঠিয়ে কনফার্ম করবেন।

⛔⛔ কেন্সেল পলিসি- ইভেন্ট বুকিং ক্লোজড করার পূর্বে অথবা ট্যুরের কমপক্ষে ৭দিন আগে কেন্সেল করতে হবে।
করোনা পরিস্থিতিতে কোন কারনে ট্যুর বাতিল হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
🚸🚸 শিশু পলিসি- শিশুরা সীট ও খাবার নিলে ফুল পেমেন্ট করতে হবে,মা- বাবার সাথে সীট ও খাবার শেয়ার করলে অতিরিক্ত কোন পেমেন্ট করা লাগবে না।

📢📢 বুকিয়ের জন্য আজই যোগাযোগ করুন-

লতিফ হলিডেইজ
লতিফ ট্রাভেলস্
আমার সিলেট

রোজভিউ কমপ্লেক্স (নীচ তলা),
শাহজালাল উপশহর, সিলেট।

মোবাইল:
01711 789 041(বশির)

Email: [email protected]
Facebook:m.facebook.com/latifholidays

☑শর্তাবলী :
** যেহেতু ডে- নাইট ট্যুর ইভেন্ট, তাই সময়ের ব্যাপারে সবাইকে যথেষ্ট সচেতন হতে হবে।
** সকল ক্ষেত্রেই দোষ খোঁজা যদি আপনার স্বভাব হয়,তবে অনুগ্রহ করে বাসায় থাকুন কোন গ্রুপ ট্যুরে জয়েন করার প্রয়োজন নেই।
** সকল প্রকার অশ্লীল আচরন বা বাজে আচরন হতে সংগত থাকতে হবে।
** ট্যুর এডমিনের এর সকল নিদের্শনা মেনে চলতে হবে।
**অবশ্যই আপনাকে মাস্ক পড়তে হবে।
**প্রাকৃতিক/অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
** কর্তৃপক্ষ প্যাকেজের যেকোন পরিবর্তন / সংশোধন এর পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

(ধন্যবাদ)

জাফলং- শাপলাবিল - লালাখাল ডে লং গ্রুপ ট্যুরজনপ্রতি ইভেন্ট ফিঃ ১১৯০ টাকা মাত্র (এসি হাইএইস,ব্রেকফাস্ট,লাঞ্চ,ইভেনিং স্নাক্...
03/01/2022

জাফলং- শাপলাবিল - লালাখাল ডে লং গ্রুপ ট্যুর

জনপ্রতি ইভেন্ট ফিঃ ১১৯০ টাকা মাত্র
(এসি হাইএইস,ব্রেকফাস্ট,লাঞ্চ,ইভেনিং স্নাক্স,বোটিং)
** তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২২

📢📢 বুকিয়ের জন্য আজই যোগাযোগ করুন-

লতিফ হলিডেইজ
লতিফ ট্রাভেলস্
আমার সিলেট

রোজভিউ কমপ্লেক্স (নীচ তলা), শাহজালাল উপশহর, সিলেট।

মোবাইল:
01711789041(বশির)

SYLHET TO CHATTOGRAM4 FLIGHTS A WEEKIN BIMAN BANGLADESH AIRLINES✈️ ________________________SYLHET TO CHATTOGRAMSATURDAY ...
03/01/2022

SYLHET TO CHATTOGRAM

4 FLIGHTS A WEEK
IN BIMAN BANGLADESH AIRLINES

✈️ ________________________
SYLHET TO CHATTOGRAM
SATURDAY AND WEDNESDAY
01.00 PM
✈️ ________________________
CHATTOGRAM TO SYLHET
SATURDAY AND WEDNESDAY
11.15 AM

________________________
Book Now

LATIF TRAVELS

01700788154
01708424441
________________________
Rose View Complex, Uposohor, Sylhet.
________________________
Visit: www.latiftravels.net

31/12/2021

MAY THE NEW DAYS BE BEAUTIFUL & SUCCESSFUL
HAPPY NEW YEAR 2022

BEST REGARDS
JAHIRUL KABIR CHOWDHURY (SHIRU)
DIRECTOR, LATIF TRAVELS PVT. LTD.

31/12/2021

HAPPY NEW YEAR 2022

MAY THE COMING DAYS BE
HEALTH, HAPPINESS AND PROSPERITY

BEST REGARDS
_________________________________
LATIF TRAVELS
LATIF HOLIDAYS

আলহামদুলিল্লাহ ।বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন ( বিডি ইনবাউন্ড) এর ২০২১-২০২৩ এর নির্বাচনে পরিচালক পদে নির্বাচ...
29/12/2021

আলহামদুলিল্লাহ ।
বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন ( বিডি ইনবাউন্ড) এর ২০২১-২০২৩ এর নির্বাচনে পরিচালক পদে নির্বাচীত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ।বাংলাদেশের ট্যুরিজম উন্নয়ন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি ।

** নতুন বছরে চলো যায় রাতারগুল তাবুবাস, ফায়ার ক্যাম্পিং এবং বার-বি-কিউ ইভেন্টে (১৪ জানুয়ারী,২০২২)**** ইভেন্ট ফিঃ মাত্র ১০...
28/12/2021

** নতুন বছরে চলো যায় রাতারগুল তাবুবাস, ফায়ার ক্যাম্পিং এবং বার-বি-কিউ ইভেন্টে (১৪ জানুয়ারী,২০২২)**
** ইভেন্ট ফিঃ মাত্র ১০৫০ টাকা মাত্র!!!

এই শীতে উষ্ণতা ছড়াতে "লতিফ হলিডেজ" নিয়ে আসছে রাতারগুল সোহেল ইকো রিসোর্টে ফায়ার ক্যাম্পিং, বারবিকিউ পার্টিসহ তাবুতে রাত্রিযাপন ইভেন্ট।

★★ তারিখঃ ১৪ জানুয়ারী, বৃহস্পতিবার বিকাল ২.৪৫ ঘটিকা হতে পরদিন শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত।

★★ ইভেন্ট ফিঃ ১০৫০ টাকা এবং কটেজে জনপ্রতি ১১৫০ টাকা।

★★ আসন সংখ্যাঃ ২০-৫০ জন

★★ প্যাকজে যা যা থাকছেঃ
- সিলেট টু রাতারগুল যাওয়া- আসার ভাড়া
- রাতে তাবুতে শেয়ারিং রাত্রিযাপন (বালিশ, চাদর, কম্বলসহ)
- রাতে ভরপুর ডিনার (ভাত, আলু ভর্তা, মুরগীর ঝাল, মিক্স সবজি, ডাল)
- মাঝ রাতে(১০ টার পর হতে শুরু( বারবিকিউ উৎসব ( চিকেন বারবিকিউ,২ পিস পরটা)
- বন ফায়ার
- রাতে জম্পেশ আড্ডা, গান সাথে লুডু / দাবা খেলা
- পরদিন সকালের নাস্তা( খিচুড়ি, ডিম)
- টয়লেট ও বিদ্যুৎ এর সুব্যবস্থা
- পরিবার/বন্ধুবান্ধব সহ যে কেউ আমাদের ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। কেননা, নিরাপত্তা এবং কোয়ালিটির ক্ষেত্রে আমরা সর্বদাই আপোষহীন।

ইনশাআল্লাহ, এই ইভেন্টটি আপনার জীবনের আরও স্মরণীয় একটি রাত হয়ে থাকবে বলে আমরা আশা করছি।

প্রয়োজনে -
০১৭১১৭৮৯০৪১

💲💲 (পেমেন্ট পলিসি) :-
আপনি সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 01708424441 (মার্চেন্ট নাম্বার)।
🏵 বিকাশ করার পর ফোন করে নিশ্চিত করতে হবে। 🏵 পেমেন্ট অফেরত যোগ্য
🏵 [প্রাকৃতিক দূর্যোগ / অপ্রীতিকর যে কোন কারণবশতঃ লতিফ হলিডেইজ কর্তৃপক্ষ প্যাকেজ পরিবর্তন করার অধিকার রাখে]

মৌখিক কনফার্মেশনের কোন গ্রহনযোগ্যতা নেই।
যারা কনফার্ম করতে ও যেতে আগ্রহী তারা টাকা পাঠিয়ে কনফার্ম করবেন।

⛔⛔ কেন্সেল পলিসি- ইভেন্ট বুকিং ক্লোজড করার পূর্বে অথবা ট্যুরের কমপক্ষে ৭দিন আগে কেন্সেল করতে হবে।
করোনা পরিস্থিতিতে কোন কারনে ট্যুর বাতিল হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
🚸🚸 শিশু পলিসি- শিশুরা সীট ও খাবার নিলে ফুল পেমেন্ট করতে হবে,মা- বাবার সাথে সীট ও খাবার শেয়ার করলে অতিরিক্ত কোন পেমেন্ট করা লাগবে না।

📢📢 বুকিয়ের জন্য আজই যোগাযোগ করুন-

লতিফ হলিডেইজ
লতিফ ট্রাভেলস্
আমার সিলেট

রোজভিউ কমপ্লেক্স (নীচ তলা),
শাহজালাল উপশহর, সিলেট।

মোবাইল:
01711 789 041(বশির)

Email: [email protected]
Facebook:m.facebook.com/latifholidays

☑শর্তাবলী :
** যেহেতু ডে- নাইট ট্যুর ইভেন্ট, তাই সময়ের ব্যাপারে সবাইকে যথেষ্ট সচেতন হতে হবে।
** সকল ক্ষেত্রেই দোষ খোঁজা যদি আপনার স্বভাব হয়,তবে অনুগ্রহ করে বাসায় থাকুন কোন গ্রুপ ট্যুরে জয়েন করার প্রয়োজন নেই।
** সকল প্রকার অশ্লীল আচরন বা বাজে আচরন হতে সংগত থাকতে হবে।
** ট্যুর এডমিনের এর সকল নিদের্শনা মেনে চলতে হবে।
**অবশ্যই আপনাকে মাস্ক পড়তে হবে।
**প্রাকৃতিক/অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
** কর্তৃপক্ষ প্যাকেজের যেকোন পরিবর্তন / সংশোধন এর পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

(ধন্যবাদ)

রাঙ্গাউটি রিসোর্ট, মৌলভীবাজার।সিলেট, বাংলাদেশ।
17/12/2021

রাঙ্গাউটি রিসোর্ট, মৌলভীবাজার।
সিলেট, বাংলাদেশ।

06/09/2021

বিদেশগামীদের জন্য সুখবর। বিদেশ যাওয়ার জন্য করোনার টেস্ট করার যে বাড়তি ভোগান্তি তা আর থাকছে না। এখন থেকে বিমানবন্...

06/09/2021

করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসার কথা তুলে ধরে বাংলাদেশকে যুক্তরাজ্যের অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা ’রেড-লি...

বাংলাদেশের অন্যতম আরো একটি সুন্দর স্পষ্ট হতে যাচ্ছে তমাতুঙ্গি যা অফিশিয়ালি এখন ও উদ্বোধন হয়নি।স্থান :- তমাতুঙ্গি, থানচি...
02/09/2021

বাংলাদেশের অন্যতম আরো একটি সুন্দর স্পষ্ট হতে যাচ্ছে তমাতুঙ্গি যা অফিশিয়ালি এখন ও উদ্বোধন হয়নি।

স্থান :- তমাতুঙ্গি, থানচি, বান্দারবন ।
(Collected)

জাদুকাটা নদী, সুনামগঞ্জ 🌺🌺🌺
02/09/2021

জাদুকাটা নদী, সুনামগঞ্জ 🌺🌺🌺

Are you planning your next trip? “Latif Holidays”understands that you are busy individuals and your precious time is bet...
02/09/2021

Are you planning your next trip?
“Latif Holidays”understands that you are busy individuals and your precious time is better spent elsewhere than wasting countless hours researching and organising your travel. Our mission is to bring value to your life – powered by our local expertise, our networks, our services. Whatever holiday you want, whatever goal you have for your trip, we are here to make it into a reality. We are here to create the extraordinary trip that is perfect for you.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TDAS-Tourism Development Association of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TDAS-Tourism Development Association of Sylhet:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share