06/01/2022
"মাত্র ৮৮০০ টাকায় কক্সবাজার-সেন্টমার্টিন গ্রুপ ট্যুর"
(এটি "লতিফ হলিডেজ" এর একটি লোকাল ট্যুর ইভেন্ট)
❇️❇️ তারিখঃ ২৭ জানুয়ারি - ০১ ফেব্রুয়ারী ,২০২২ (৫ রাত ৪ দিন)
🔖🔖 ইভেন্ট ফিঃ জনপ্রতি ৮৮০০/- ( এক রুমে ৪ জন)
কাপল/ স্বামী- স্ত্রী একত্রে ২১,৫০০/- (এক রুমে ২ জন)
★★ শিশু পলিসিঃ
০-৫- কোন পেমেন্ট লাগবে না (কোন খাবার এবং সীট পাবে না)
৫+ শিশুর জন্য ফুল পেমেন্ট প্রযোজ্য।
☎️☎️ বিস্তারিত জানতেঃ ০১৭১১৭৮৯০৪১ (বশির)
📚📚 প্যাকেজে যা যা থাকছেঃ
- সিলেট-চট্টগ্রাম ট্রেনে আপডাউন (শোভন চেয়ার)
( কেউ বিমানে আসতে চাইলে সেক্ষেত্রে ইভেন্ট ফি সমন্বয় করে দেওয়া হবে)
- চট্টগ্রাম -কক্সবাজার আপডাউন বাস ভাড়া
- স্ট্যান্ডার্ড মানের হোটেলে শেয়ারিং এ মোট ৩ রাত অবস্থান খরচ ( ২ রাত কক্সবাজার, ১ রাত সেন্টমার্টিন)
- জাহাজের টিকেট- কেয়ারী সিন্দাবাদ / এমভি ফারহান/ পারিজাত (মেইনডেস্ক)
- লোকাল ট্রান্সপোর্ট খরচ( সিএনজি, অটো)
- ৪ দিনের মোট ১১ টি খাবার( সকালের নাস্তা- ৪, লাঞ্চ - ৪ টি এবং ডিনার- ৩ টি)
- সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড ইত্যাদি।
🔎🔎 দর্শণীয়স্থান সমূহঃ
- পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত
-লাবনী বীচ,সুগন্ধা বীচ
- ঝাউবন,বার্মিজ মার্কেট
- টেকনাফ ও মায়ানমার ভিউ
- অতুলনীয় সৌন্দর্যময় দ্বীপ সেন্টমার্টিন
- হুমায়ন আহমেদ এর 'সমুদ্র বিলাস' বাড়ি ইত্যাদি
# #যা যা থাকছে নাঃ
- প্যাকেজ বহিঃভূর্ত কোন খরচ এবং আসার দিন রাতের ডিনার
- ছেঁড়াদ্বীপ সাইটসিয়িং খরচ
-ব্যক্তিগত ঔষুধ ও রাইড খরচ
- ছাতা/ টায়ার ভাড়া, ছেঁড়াদ্বীপের বোট ভাড়া ইত্যাদি।
#যা যা সাথে নিতে হবেঃ
- ব্যক্তিগত কাপড়
- প্রয়োজনীয় ঔষুধ
-এনআইডি কার্ডের ফটোকপি
- অতিরিক্ত পানির বোতল
- গামছা, ব্রাশ,টুথপেষ্ট
- শুকনো খাবার ইত্যাদি।
🍛🍛 সাম্ভাব্য খাবারের মেন্যুঃ
সকাল- পরোটা,সবজী/ডাল,ডিম,চা অথবা খিচুড়ি, ডিম,চা
দুপুর- ভাত,ভর্তা, সামুদ্রিক মাছ/ব্রয়লার মুরগী,ডাল
রাত- ভাত,ভর্তা,সামুদ্রিক মাছ/ বয়লার মুরগী,ডাল
[ লক্ষনীয় যে, একবেলা মাছ আর এক বেলা মাংশ সরবরাহ করা হবে এবং সেন্টমার্টিনে একদিন রাতে ভাতের পরিবর্তে সামুদ্রিক মাছের বারবিকিউ, পরোটা, সস, সালাদ দেওয়া হবে]
( কক্সবাজারঃ
কক্সবাজার, বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষনীয় স্পট- যা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত একটি পর্যটন শহর। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
সেন্টমার্টিনঃ
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। প্রচলিত আছে অনেক অনেক বছর আগে প্রতিকুল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নীচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙ্গে পড়ে, যার ফলে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে সেন্ট মার্টিন’স দ্বীপের নাম হয়ে যায় ‘দারুচিনির দ্বীপ।)
★★ভ্রমনে বিস্তারিতঃ
২৭ জানুয়ারি,২০২২ বৃহস্পতিবার রাত ৯.১৫ ঘটিকায় সিলেট রেল স্টেশন হতে চট্টগ্রাম এর উদ্দ্যেশে রওনা।
২৮ জানুয়ারি সকালে চট্টগ্রাম পৌছে বাসে কক্সবাজার এর পথে রওনা।
ইনশাআল্লাহ সকাল ১১ টার ভিতর কক্সবাজার পৌছে পূর্ব নির্ধারিত হোটেলে চেকইন( রুম প্রাপ্তি সাপেক্ষে,কেননা রুম চেকইন টাইম ১২ টায়)।
হোটেলে ফ্রেস হয়ে সমুদ্রে গোসল। বেলা ২.৩০ এ হিমছড়ি, ইনানীর উদ্দ্যেশে রওনা। সন্ধ্যার কক্সবাজার পৌছে রাতে হোটেলে রাত্রিযাপন।
২৯ জানুয়ারী সকাল ৫.৩০ মিনিটে বাসে টেকনাফ এর পথে রওনা। টেকনাফ নেমে সকালের নাস্তা সেরে ৯.৩০ মিনিটে শিপে করে রওনা দিবো সেন্টমার্টিনের উদ্দেশ্যে। ০৩ ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ১২.৩০ এর মধ্যে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন দ্বীপে। হোটেল চেক ইন দিয়ে নেমে পরবো পানিতে। পানিতে ঝাপাঝাপির পর ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখবো পুরো দ্বীপটি। সন্ধ্যার পর থেকে শুরু হবে গল্প, আড্ডা আর গান । তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাবো।
৩০ জানুয়ারি সকালের নাস্তা সেরে শেষবারের মতো ঘুরে দেখবো সেন্টমার্টিন,কেউ চাইলে ব্যক্তিগত উদ্দ্যোগে ছেঁড়াদ্বীপ যেতে পারবেন।১১ টার পূর্বেই রুম চেকআউট করে দুপুরের খাবার সেরে দুপুর ২.৩০ এর শীপ ধরতে জেটিতে চলে যাবো। সন্ধ্যা নাগাদ টেকনাফে পৌছে তারপর কক্সবাজার এর পথে বাসে রওনা দিবো।রাতে কক্সবাজারে পৌছে পূর্ব নির্ধারিত হোটেলে রাত্রিযাপন।
৩১ জানুয়ারি দুপুর ১২টার ভিতর ব্যাগপত্র গুছিয়ে রুম চেকআউট করে ব্যাগপত্র হোটেলের কাউন্টারে রেখে দুপুরের খাবার শেষে বাসে চট্টগ্রাম এর পথে রওনা হবে।চট্টগ্রাম হতে রাতের ট্রেনে সিলেটের পথে রওনা।
ইনশাল্লাহ ০১ লা ফেব্রুয়ারী সকাল ৬ টার ভিতর সিলেটে পৌছানোর মধ্যোদিয়ে প্যাকেজের সমাপ্তি।
★★ পেমেন্ট পলিসি :-
আপনি সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 01708424441 (মার্চেন্ট নাম্বার)।
🏵 বিকাশ করার পর ফোন করে নিশ্চিত করতে হবে। 🏵 পেমেন্ট অফেরত যোগ্য।
🏵 [প্রাকৃতিক দূর্যোগ / অপ্রীতিকর যে কোন কারণবশতঃ লতিফ হলিডেইজ কর্তৃপক্ষ প্যাকেজ পরিবর্তন করার অধিকার রাখে]
মৌখিক কনফার্মেশনের কোন গ্রহনযোগ্যতা নেই।
যারা কনফার্ম করতে ও যেতে আগ্রহী তারা টাকা পাঠিয়ে কনফার্ম করবেন।
🧸🧸চাইল্ড পলিসিঃ
* ০-৫ বছরের বাচ্চাদের জন্য ফি (যদি আলাদা কোনো বাস/কেবিন সিট না নেয়)।
* ৫ বছরের উর্দ্ধে বাচ্চাদের জন্য সম্পূর্ন প্যাকেজ নিতে হবে।
⛔⛔ কেন্সেল পলিসি- ইভেন্ট বুকিং ক্লোজড করার পূর্বে অথবা ট্যুরের কমপক্ষে ৭দিন আগে কেন্সেল করতে হবে।
করোনা পরিস্থিতিতে কোন কারনে ট্যুর বাতিল হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
📳📳 বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন-
লতিফ হলিডেইজ
লতিফ ট্রাভেলস্
রোজভিউ কমপ্লেক্স (নীচ তলা),
শাহজালাল উপশহর, সিলেট।
মোবাইল:
01711789041
Email: [email protected]
[email protected]
page: Latif holidays
⭕⭕বি.দ্রঃ
- ইহা একটি ইকোনমিক বাজেট ট্যুর প্ল্যান।তাই আমরা আমাদের স্ট্যান্ডার্ড মান বজায় রেখে মিনিমাম বাজেটে ম্যাক্সিমাম সেবা দেবার সর্বোচ্চ চেষ্টাই করবো ইনশাআল্লাহ।
- সেন্টমার্টিনগামী জাহাজের নিয়মিত চলাচল সাপেক্ষেই এই ট্যুরটি প্ল্যান করা, অনাকাঙ্ক্ষিত কোন কারনে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে সেক্ষেত্রে "লতিফ হলিডেজ" দায়ী নহে।
- কক্সবাজার শহরে সকল হোটেলে চেকইন টাইম ১২ টায়।বিধায় এর পূর্বে রুম পেতে আমাদের কয়েকজনকে খানিক সময় অপেক্ষা করা লাগতে পারে।
- আমরা সবাই হোটেল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যেই রুম চেকআউট করবো।
- যারযার ব্যাগসহ মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে এবং বহন করতে হবে।
- আমরা গ্রুপ মেম্বাররা সবাই হোটেলের চেকআউট টাইমের ব্যাপারে সচেষ্ট থাকবো।
- কর্তৃপক্ষ উক্ত প্যাকেজটির সংশোধন/সংযোজন /বিয়োজন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
- সকলকে টাইম শিডিউল এর প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ রইলো।
- যেকোন সমস্যা/ প্রয়োজনে সকলের একত্রিত সীদ্ধান্ত গ্রহন করা হবে।
-গ্রুপ ট্যুরে "যেখানে যেমন,সেখানে তেমন" এমন মানসিকতা নিয়ে অংশগ্রহণ করতে হবে।
- ভ্রমনে গিয়ে সকল প্রকার অপ্রীতিকর, অবৈধ এবং
অশ্লীল কাজ হতে বিরত থাকতে হবে।
(ধন্যবাদ)