13/06/2022
আসুন, ফেনীর ভাষা শিখি।
ফেনী- হেনী।
পানি - হানি।
সতীন - হতীন।
শুটকি - হুনি।
ইঁদুর - উন্দুর।
পাঠা ছাগল - হাঁডা।
ভালো - বালা।
নারিকেল - নাইঁঅল।
শশুর - হোর।
শ্বাশুড়ি - হই।
পেপে - কইয়্যা।
চিংড়ি - ইঁচা মাছ।
টেলিভিশন - টিবি।
কাঁঠাল - কাঁডল।
রসুন - রোন।
পেঁয়াজ - হেয়াইজ।
সরিষার তেল - বালাতেল।
প্লেট - বত্তন।
আখ - কুঁইউর।
ইফতার - ইসতার।
তরকারি ঝোল - সুরবা।
কলা - কেলা।
সুপারি - সুয়ারি।
লবণ - নুন।
চৌকিদার - চৈদার।
মেম্বার - মেম্বর।
শোল মাছ - হইল মাছ।
কুকুর - কুত্তা।
বিড়াল - বিলাই।
সুঁই- হুঁইছ
সুতা - হুতা।
নারিকেল খেজুরের ডালকে - ডোগা।
ফুফুর জামাই - হুয়া।
কাঁথা - খেঁতা।
লাল শাক - ডুলা হাগ।
পুঁইশাক - হলই হাগ।
লাউ - কদু।
কুমড়া - কোম্বা।
পোনা মাছ - হোনা মাছ।
ছাতা - ছাতি।
শরীরের ময়লা - ছাতা।
পাকের ঘর - হাকঘর।
সাপ - হাঁপ।
দেখি - চাই।
টাকা - টেঁয়া।
পয়সা - হইসা।
হলুদ - অলইদ।
বারান্দা - বারিন্দা।
উত্তরদিকে - উতুর মুই।
দক্ষিনদিকে - দইন মুই।
পশ্চিমদিকে - হচিমমুই।
পূর্বদিকে - হুগমুই।
কাজের লোক - বদইল্লা।
কাজের মেয়ে - কামের মাইয়া।
পাতিল - হাইল্যা/ডেক্সি।
পাখির বাচ্চা - হাকিরছা
শিম - চোই
লেবু - কাগজি
সিগারেট - বি
ডুমুর পাতা - ডুম্বুর হাতা
বৃষ্টি - ঝোই
বজ্রপাত হলে - ঠাডা মারের
বিদ্যুৎ চমকালে - খাজিলিক মারের
কাঁদা - হেক
হাত পাখা - বিচিন
পুকুর - হইর
ঘড়ি - ঘই
কি করছি - কিচ্ছি
দরজা - দুয়ার
কালকে - কাইল্লা
মক্তবে - হনে
মসজিদ - মছোইদ
বেগুন - বাইয়্যুন
শশা - খিরা
বাড়িতে - বাইত
তেলাপোকা -তেইল্লাচোরা