World Visa Solution

  • Home
  • World Visa Solution

World Visa Solution UK, USA Student Visa, বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা, সকল দেশের এয়ার টিকিট ও ভিসা সংক্রান্ত সকল ইনফরমেশন।
(2)

ইটালিতে ফাইল জমা দিয়ে যারা আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের জন্য ভালো কিছু আসতে চলেছে 🤠
10/10/2024

ইটালিতে ফাইল জমা দিয়ে যারা আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের জন্য ভালো কিছু আসতে চলেছে 🤠

06/10/2024

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আপডেটঃ

যারা অলরেডি আরব আমিরাতে আছেনঃ
যারা ইনসাইডে আছেন এবং সাধারন ক্ষমার আওতায় অর্থাৎ যাদের ভিসায় সেপ্টেম্বর ১ তারিখের আগে ফাইন ছিলো, সেটা যেকোনো ভিসায় হোক বর্তমানে তাদের ভিসা নরমালি হচ্ছে।

নতুন যারা ক্যান্সেল হয়েছেন এবং ১ সেপ্টেম্বরের পরে ফাইন শুরু হয়েছে। অথবা ক্যান্সেল হবেন তাদের জন্য এখন ট্রান্সফার ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। (তাই এই মুহুর্তে কেউ ভিসা ক্যান্সেল করবেন না।

যারা বাংলাদেশে আছেনঃ
বাংলাদেশ থেকে এখনো ভিজিট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসা, ফ্যামীলি ভিসা, আরবির ঘরের ভিসা এবং ৫ বছরের মাল্টিপল ভিজিট ভিসা সহো সব ধরনের ভিসা বন্ধ রয়েছে।

দেশে যারা আছেন তাদের জন্য শুধুমাত্র ফ্রী জোনের ভিসা/কিছু গভ: এর ভিসা চালু রয়েছে। আর ফ্রী জোনের ভিসা সবসময়ই চালু থাকে। আগেও চালু ছিলো, এখনো চালু আছে।

নোটঃ-যেহেতু সব ধরনের ভিসা এখনো ঠিক আগের মতোই বন্ধ রয়েছে তাই এই মুহুর্তে কারো সাথে আর্থিক লেনদেনে জরাবেন না। ভিসা খুললে অবশ্যই গ্রুপে জানানো হবে।



(খাইরুল হাসান)

26/09/2024

ভিসা নিয়ে ঝামেলার দিন শেষ, এখন থেকে আমরা দিচ্ছি বিজনেস সার্ভিস। আপনার ঘরে বা অফিসে বসেই করে ফেলুন আপনার প্রয়োজনীয় ভিসা। আমরা আপনার বাসায় যেয়ে প্রয়োজনীয় পেপারস চেক করে নিয়ে আসবো এবং ভিসা করে আপনার বাসায় পৌছে দিব।

ভিসা খরচঃ
- থাইল্যান্ড ৮,০০০ টাকা
- সিঙ্গাপুর ৭,০০০ টাকা।
- মালয়েশিয়া ৭,২০০ টাকা।
- ভিয়েতনাম ৭,০০০ টাকা।
- চায়নাঃ প্রথমবার ভিজিট ১৪,০০০ টাকা, পূর্বে ভিজিট থাকলে ১১,০০০ টাকা। (শর্ত প্রযোজ্য)

ভিসার জন্য প্রয়োজনীয় বেসিক পেপারসঃ
১। অরজিনাল পাসপোর্ট।(৬ মাস মেয়াদ)
২। ছবি ২ কপি ৩৫/৪৫।(সাদা ব্যাকগ্রাউন্ড ও ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট)
৩। ভিসিটিং কার্ড ২ কপি।
৪। ব্যাঙ্ক সলভেনসি।
৫। ব্যাঙ্ক স্টেটমেন্ট।(লাস্ট ৬ মাস ও ১ লক্ষ টাকা ব্যালেন্স)
৬। কোভিড-১৯ ভ্যাক্সিন সার্টিফিকেট।
ব্যাবসায়ীর ক্ষেত্রে।
৭। ট্রেড লাইসেন্স।(বাংলা ও ইংরেজি নোটারি করা)
৮। টিন সার্টিফিকেট।
৯। প্যাড ২ কপি।
চাকরির ক্ষেত্রে।
১০। NOC
১১। স্যালারি সার্টিফিকেট।
১২।পে স্লিপ/স্যালারি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট ৬ মাস।
১৩। অফিস আইডি কার্ডের ফটোকপি।

বিস্তারিত জানতে ইনবক্স করুন কিংবা সরাসরি হোয়াটসআপে নক দিন, ধন্যবাদ।
01615636570

06/09/2024

আমেরিকান দূতাবাস তাদের কার্যক্রম সিমিত আকারে শুরু করেছে, আমেরিকার ভিসা প্রসেসের জন্য ইনবক্স করুন।

08/08/2024

আমেরিকার ভিসা চার্জ মাত্র ১৫,০০০ টাকা।

ইনবক্স করুন।

কালকেও বন্ধ থাকবে।
22/07/2024

কালকেও বন্ধ থাকবে।

09/07/2024

জুন মাসের পর থেকে আবার কানাডার ভিসার রেশিও বেড়েছে, কাজেই কেউ এপ্লাই করতে চাইলে করতে পারেন।

আমাদের সহযোগীতা দরকার হলে ইনবক্স করুন, ধন্যবাদ।

18/05/2024

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় তিনদিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে চিকিতসা ভিসায় ভারত যাওয়া যাবে।

13/05/2024

দুবাইর টুরিস্ট ভিসা
গোল্ডেন ভিসা
বিজনেস ভিসা ও
সেখানে বিজনেস সেটাপের যাবতীয় হেল্পের জন্য যোগাযোগ করতে পারেন ইনবক্সে।

13/05/2024

বিভিন্ন দেশের ভিসা আবেদনের জন্য ছবির সাইজ

ভারত (২×২ ইঞ্চি, সাদা ব্যাকগ্রাউন্ড)
মালয়েশিয়া (৩৫×৫০ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)
সিঙ্গাপুর (৩৫×৪৫ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)
থাইল্যান্ড (৩৫×৪৫ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)
চায়না (৩৩×৪৮ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)
ইংল্যান্ড (৩৫×৪৫ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)
জাপান (২×২ ইঞ্চি, সাদা ব্যাকগ্রাউন্ড)
আমেরিকা (২×২ ইঞ্চি, সাদা ব্যাকগ্রাউন্ড)
সেন্জেন সাধারণত (৩৫×৪৫ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)
কানাডঃ (৩৫×৪৫ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)
অস্ট্রেলিয়া (৩৫×৪৫ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)

বি. দ্র. সকল ছবি ম্যাট পেপার প্রিন্ট আবশ্যক।

(এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, প্রাতিষ্ঠানিক ট্যুর, গ্রুপ ট্যুর, অফিস ট্যুরসহ যে কোন ধরনের ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে)

হোয়াটসআপঃ 013 0196 0587

30/04/2024

দুবাই নো-ব্যাক ভিসার জন্য ইনবক্স করুন।

22/04/2024

ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীদের জন্য নতুন বার্তা

ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট আজ (২২ এপ্রিল) থেকে আসা শুরু হবে বলে জানিয়েছে ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আজ (২২ এপ্রিল) সোমবার থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীদের ই-মেইলে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হবে এবং আগামী ২ মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

তাই ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের ধৈর্য্য ধরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়ের জন্য তাদের ই-মেইল চেক করার জন্য অনুরোধ জানিয়েছে ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে।

ভিএফএস জানায়, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ৫ মাসেরও বেশি আগের নুল্লা ওস্তাসের (ওয়ার্ক পারমিট ভিসা) ধারকদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের যাচাইকৃত নুল্লা ওস্তার (ওয়ার্ক পারমিট ভিসা) মেয়াদ শেষ হবে না, যদি সংশ্লিষ্ট আবেদনকারী ছয় মাসের মেয়াদের মধ্যে ই-মেইলটি পাঠান।

15/04/2024

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ:

১)"লস্ট পাসপোর্ট", সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।

এছাড়াও আরো বিভিন্ন কারণে রিজেক্ট হতে পারে।

কার্টেসিঃ Priya Sen.

14/04/2024

দেশে ও প্রবাসে সকল ভাই-বোন-বন্ধুদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ❤️🇧🇩❤️

10/04/2024

দেশে ও প্রবাসে সকল ভাই-বোন-বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা, “ঈদ মোবারক”।

আপনারা এপ্লাই করে দেখছেন না কেন? 🧐
02/04/2024

আপনারা এপ্লাই করে দেখছেন না কেন? 🧐

02/04/2024

গুড নিউজঃ
রোমানিয়া সেন্জেন দেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে।

27/02/2024

রোমানিয়ার দিল্লি এম্বাসি আপডেট এবং কিছু বিশেষ বার্তা 🇷🇴🇪🇺

★বর্তমানে ভিসা রেশিও কেমন?
= ৫ থেকে ১০% সর্বোচ্চ ভিসা হচ্ছে "

★দিল্লি এম্বাসি থেকে ডেলিভারি পেতে কত দিন লাগতেছে?
= ৫ থেকে ১০ দিন সর্বোচ্চ " মাঝে মাঝে দু'চারটা পেন্ডিং-এ থাকে, ১০-২০ দিনও লেগে যায় ' তবে ৯৫% দশ দিনের ভিতর ডেলিভারি দিচ্ছে "

★ ভিসা গুলো কারা পাচ্ছে?
= বিশেষ করে ২৬ বছর মিনিমাম, ২৮ এবং ৩০ বছরের ঊর্ধ্বে তারাই ভিসা পাচ্ছে, এবং প্রবাস ফেরত তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে!

★ভিসা গুলো কারা রিফিউজ হচ্ছে বেশি?
= বিশেষ করে ১৯ থেকে ২৬ বছর পর্যন্ত বাচ্চাগুলোকে গণহারে জ*বাই দিচ্ছে' মূল কথা গত এক মাসে ১০০ জনের ভিতর দুই চার দশজন হবে কিনা সন্দেহ আছে ২৫ বছরের নিচে ভিসা পাইছে "

নোট : (২৫ এর নিচে বাচ্চাদের মনে হয় না ভিসা দিবে,গত এক মাসে যা ভিসা পাইছে সব বয়স্ক লোক, বাচ্চাদের ঠিকমতো ইন্টারভিউ নেয়, না দুই চারটা প্রশ্ন করে ছেড়ে দেয়,, আমি গত কয়েক মাস ভালো করে, পর্যবেক্ষণ করেছি, বাচ্চা পোলাপাইনদের ভিসা দেয় না)
যারা ভিসা রিফিউজ খেয়েছেন তারাও কমেন্ট করবেন, এবং তাদের বয়সটাও উল্লেখ্য কইরেন "

★ ২৬ এর নিচে তাদের ইন্টারভিউ দেওয়া কি উচিত?
= আমার মতে, ইন্ডিয়া গিয়ে ৫০ হাজার টাকা লস করা, ইন্ডিয়ান ভিসা করা, তারপর এম্বাসি ফি ইন্সুরেন্স ফি, এগুলা তাদের দেওয়া একদমই অহেতুক মনে হয় " (এটা আমার ব্যক্তিগত মতামত< আপনার মতামত শেয়ার করতে পারেন )
অনেক ভালো ভালো এজেন্সি আছে, তারা পোলাপানদের সাবমিট করতেছে না, ফাইল ফেরত দিয়ে দিচ্ছে , বলতেছে ভিসা হবে না, তারা ব্যাপারটি বুঝতে পারতেছে কাদের ভিসা হবে কাদের হবে না "

★আমার মনে হয় যারা যোগ্য তাদেরকে ইন্ডিয়া পাঠানো উচিত এবং যাদের অযোগ্য মনে হয় তাদের শুধু শুধুই ইন্টারভিউ ফেস করে এত টাকা লোকশান করানো উচিত না "

★আর হ্যাঁ অবশ্যই ইংরেজি বোঝার সক্ষমতা থাকতে হবে এবং উত্তর দেওয়ার মত সক্ষমতা থাকতে হবে " কিছুই বুঝিনা কিছুই পারি না তাদের ইন্টারভিউ না দেওয়াই উত্তম "

তবে যার capapility আছে এবং লস হলেও সমস্যা নেই তারা সবাই ইন্টারভিউ ফেস করবেন " কিন্তু যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ঋণ করে যাবেন, ২৫ এর নিচে হলে রিক্স না নেওয়া ই উত্তম "

প্রিয় এজেন্ট ভাইদের উদ্দেশ্যে বলবো যারা এই লাইনে কাজ করেন, আপনারা খুব ভালোভাবেই বুঝতেছেন কারা ভিসা পাচ্ছে ,, একমাত্র যোগ্য লোককেই ইন্টারভিউ ফেস করান, শুধু শুধু একজন অযোগ্য লোককে দিয়ে, ইন্ডিয়া পাঠিয়ে তার ৫০-৬০ হাজার টাকা + আপনাদের অ্যাম্বাসি ফি ইন্সুরেন্স ফি ২৫ হাজার টাকা লস করানোর কোন মানে হয় না " পারমিট গুলো বাতিল করার কোন মানে হয় না " যদি পরবর্তীতে রেশিও বাড়ে বা সাবমিট করার সুযোগ থাকে তখন করলেই ভালো হবে

"আমার একান্ত ব্যক্তিগত মতামত, ভুল হলে সকালে ক্ষমার দৃষ্টিতে দেখবেন! 🙏

★ অনেকে বলতে পারে বয়স বেশি হওয়ার কারণেও ভিসা পাচ্ছে না কেন?
= ইন্টারভিউতে ভুলভাল উত্তর দেওয়া তাদের স্যাটিসফাই করতে না পারা এবং কোম্পানি ডকুমেন্ট স্ট্রং না হওয়া! আপনার কোম্পানি ঠিক থাকলে এবং, বয়স ২৮+ হলে,,আপনার কাজ সম্পর্কে বলে যদি তাদের সেটিসফাই করতে পারেন ভিসা পাবেন "

যারা ভিসা পেয়েছেন, এবং যারা রিজেক্ট হয়েছেন, স্বপ্নভঙ্গ হয়েছে, সকলেই কমেন্ট করুন, আপনাদের বয়স কত?

সবার জন্য শুভকামনা রইল।

(জনস্বার্থে Europe Icon Travel এর লেখা শেয়ার করা হলো)

24/02/2024

কানাডার ভিসার রেশিও কমলেও এখনো ভিসা হচ্ছে, ট্রাই করতে পারেন।

আমাদের সহযোগীতা পেতে ইনবক্স করুন।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারিছেলেহারা শত মায়ের অশ্রু গড়া-এ ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পা...
21/02/2024

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া-এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।

ভুলেও অবৈধ পথে কেউ বিদেশ যাওয়ার নাম নিবেন না, বৈধ ভাবে ইউরোপ যাওয়ার অনেক পথ আছে। সামনে আরো বাড়বে। কাজেই ধৈর্যের সাথে সঠ...
18/02/2024

ভুলেও অবৈধ পথে কেউ বিদেশ যাওয়ার নাম নিবেন না, বৈধ ভাবে ইউরোপ যাওয়ার অনেক পথ আছে। সামনে আরো বাড়বে। কাজেই ধৈর্যের সাথে সঠিক জায়গায় ফাইল জমা করুন, ইউরোপ কোন স্বর্গ না যে যাওয়া যাবে না।

কানাডা যাওয়ার এত শখ হলে প্রেমে করতে হবে কেন? নিজের প্রফাইল দিয়েই সঠিক ভাবে এপ্লাই করেন না কেন? এখন তো ভালো ভিসা দিচ্ছে। ...
08/02/2024

কানাডা যাওয়ার এত শখ হলে প্রেমে করতে হবে কেন? নিজের প্রফাইল দিয়েই সঠিক ভাবে এপ্লাই করেন না কেন? এখন তো ভালো ভিসা দিচ্ছে। প্রয়োজন হলে আমাদের সাহায্য নিতে পারেন। টাকা না থাকলে আমাদের ফিস না দিবেন, ফ্রি হেল্প নেন তবুও ধোঁক খাইয়েন না 😉

05/02/2024

ইউকে ইমিগ্রেশন এর আপডেটঃ

আগামী ১১ মার্চ এর পর থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় কোন ডিপেন্ডেন্টকে ভিসা দেওয়া হবে না। কেয়ার ওয়ার্কার ভিসার এই নিয়মটি ইন কান্ট্রি ভিসা সুইচ এবং কামিং ফ্রম এব্রোড উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

কেউ যদি এখন বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকে আসে তাহলে কোন ডিপেন্ডেন্ট সাথে নিয়ে আসতে পারবে না এবং উক্ত ভিসায় থাকা অবস্থায় কখনো ডিপেন্ডেন্ট এর জন্য ভিসা এপ্লাই করতে পারবে না।

এমনকি ইউকেতে অবস্থানরত কোন স্টুডেন্ট যারা গ্রেজুয়েশন কম্পলিট করেছে অথবা PSW তে রয়েছে তারাও ডিপেন্ডেন্টসহ কেয়ার ওয়ার্কার হিসেবে ভিসা সুইচ করতে পারবে না।

১১ মার্চের পূর্বে কেউ যদি কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করে তাহলে একই সাথে অথবা ১১ মার্চের পরে ভিসা বহাল থাকা অবস্থায় যেকোনো সময় ডিপেন্ডেন্ট আনতে পারবে।

আগামী ৪ এপ্রিলের পর কেয়ার ওয়ার্কার ছাড়া অন্য যেকোনো স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করলে বাৎসরিক সেলারী মিনিমাম ৩৮৭০০ পাউন্ড দেখাতে হবে। এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসা পাবে, সমস্যা নেই।

আগামী ১১ এপ্রিলের পর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বাৎসরিক সেলারী মিনিমাম ২৯০০০ পাউন্ড দেখাতে হবে।

কার্টেসিঃ এডভোকেট ইকবাল হোসেন, লন্ডন।

28/01/2024

যাদের ভাই-ব্রাদার ইউরোপে আছে এবং ডেসপারেটলি নিজেও যেতে চাচ্ছেন এমন ৫জনের সুযোগ আছে, শুধুমাত্র প্রস্তুত লোকেরা যোগাযোগ করুন।

কানাডার ভিসা পেতে যায়েদ খান হতে হয় না, পেপারস ঠিক-ঠাক থাকলে আপনারও হতে পারে। যেমন ২৩ তারিখেই আমাদের দুইটি ভিসা রিসিভড হল...
25/01/2024

কানাডার ভিসা পেতে যায়েদ খান হতে হয় না, পেপারস ঠিক-ঠাক থাকলে আপনারও হতে পারে। যেমন ২৩ তারিখেই আমাদের দুইটি ভিসা রিসিভড হলো। আপনার ভিসার জন্য এপ্লিকেশন করতে যোগাযোগ করুন ইনবক্সে 😉

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when World Visa Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Visa Solution:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share