02/11/2020
মেঘের রাজ্য ☁ সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন প্যাকেজ।
ইভেন্ট প্লানঃ ➡
▶প্রথম দিনঃ বাসে ভোরে খাগড়াছড়ি পৌঁছেই ফ্রেস হয়ে সকালের নাস্তা খেয়ে রিজার্ভ চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্য যাত্রা। যাত্রাপথে উঁচু-নিচু পাহাড়ি রাস্তা ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সাজেক পৌছাবো। বেলা ১ টা নাগাদ রিসোর্টে চেক-ইন। দুপুরের খাবারের পর সাজেকের সবচেয়ে উঁচু এবং সুন্দরতম পাহাড় কংলাকের চুড়ায় যাত্রা। সূর্যাস্ত 🌅 দেখবো হেলিপ্যাডে এসে। রাতে বার বি কিউ ডিনার, অাড্ডা।
▶দ্বিতীয় দিনঃ খুব ভোরে উঠে সাজেকের হেলিপ্যাডে গিয়ে সূর্য উদয় দেখবো। ফিরার পথে দেখবো ঐতিহ্যবাহী লুসাই গ্রাম ও স্টোন গার্ডেন। ফিরে এসে সকালের নাস্তার পর ১০ টায় সাজেক ত্যাগ। এরপর খাগড়াছড়িতে বেলা ১ টা দুপুরের খাবারের পর জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ, রিসাং ঝর্ণা,অালুটিলা গুহা ঘুরে ফ্রেস হয়ে রাতের দিনার।এরপর খাগড়াছড়ি থেকে বাসে করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা।
-------------------------------------------------------
✔যেসব স্থানে অামরা ঘুরবোঃ➡
✴ সাজেক
✴ রুইলুই পাড়া সম্পূর্ণ
✴কংলাক পাহাড় সর্বোচ্চ চুড়া
✴স্টোন গার্ডেন (এন্ট্রি ফি ব্যক্তিগত)
✴লুসাই গ্রাম (এন্ট্রি ফি ব্যক্তিগত)
✴রিসাং ঝর্ণা
✴আলুটিলা গুহা( এন্ট্রি ফি ব্যক্তিগত)
✴জেলা পরিষদ পার্ক,ঝুলন্ত ব্রীজ এবং সম্ভব হলে খাগড়াছড়ি শহরস্থ স্থান।
------------------------------------------------------
▶ভ্রমনে যা যা থাকছেঃ➡
✴খাগড়াছড়ি থেকে অাসা-যাওয়া ও অভ্যন্তরীন পরিবহনের জন্য দুই দিনের জন্য রিজার্ভ (চাঁদের গাড়ি) গাড়ি।🚙
✴কাপলদের জন্য এটাচ বাথ বিশিষ্ট রুম,এবং রুমে একটি বড় খাট থাকবে। ২ জন অবস্থান করবেন।🏡
✴এটাচ বাথ বিশিষ্ট ডাবল রুমে দুইটি বড় খাট থাকবে, ৪ জন করে অবস্থান করবেন। 🏠
✴প্রতিদিন সকাল,দুপুর ও রাতের খাবার (৬ বেলা)।
✴সাজেক,জেলা পরিষদ পার্কে এন্ট্রি টিকিট।
✴দক্ষ গাইড সার্ভিস,নিরাপত্তা ও উন্নত সেবা।
উন্নত গ্রাহক সেবা ও নিরাপত্তার কারনে অামাদের সাথে প্রচুর ট্রাভেলার ভ্রমন করে থাকেন।
অাপনার সাজেক ভ্রমনকে নিরাপদ, টেনশনমুক্ত ও অানন্দময় করতে ইনবক্সে যোগাযোগ করুন।