28/12/2011
STOP TIPAIMUKH DAM. SAVE BANGLADESH.
শুধু ২ টা মিনিট সময় চাচ্ছি আপনার কাছে।
দেশের জন্য ২ টা মিনিট সময় দিবেন কি ?
টিপাইমুখ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য দরকার ১ লক্ষ সাইন। আর সাইন করতে হবে আমাদের।
আসুন, ২ মিনিট সময় ব্যয় করি দেশের জন্য।
... এই লিঙ্কে যান ~ http://chn.ge/sSklHz
First Name, Last Name, Email, Address, City এই ঘরগুলো পূরণ করুন।
State ঘরে পাশে Outside U.S. এ ক্লিক করুন।
দেখবেন State শব্দটি পরিবর্তিত হয়ে Country হয়েছে।
এইবার সেখান থেকে Bangladesh সিলেক্ট করুন।
Post Code এ আপনার এলাকার পোস্ট কোড দিন।
যারা পোস্ট কোড জানেন না তারা ঢাকার পোস্ট কোড ১০০০ দিয়ে ঘরটি পূরণ করুন।
তারপর Sign এ ক্লিক করে পিটিশনে সাইন শেষ করুন।
পোষ্ট কোড জানা না থাকলে নিচের লিংকে দেখুনঃ
ঢাকা বিভাগঃ http://bitly.com/rCGwNe
চট্টগ্রাম বিভাগঃ http://bitly.com/scBcDG
খুলনা বিভাগঃ http://bitly.com/v8j8rf
সিলেট বিভাগঃ http://bitly.com/sda4fp
বরিশাল বিভাগঃ http://bitly.com/rX8NlO
রাজশাহী ও রংপুর বিভাগঃ http://bitly.com/ulxLOh
অনেক ব্লগার আছেন এই পেইজে।
তাদের অনুরোধ করব এই লেখাটি ব্লগে প্রকাশ করুন।
অনেক পেইজের এডমিন আছেন তাদের অনুরোধ করব লেখাটি শেয়ার করুন।
আমাদের কোনো ক্রেডিট দেওয়া লাগবে না,
দেশের জন্য কাজ করছি, নিজের নাম কমানোর জন্য নয়।
যারা এই লেখাটি পড়ছেন তারা এই লেখাটিকে শেয়ার করুন।
যত সম্ভব লেখাটিকে ছড়িয়ে দিন।
দেশের জন্য ২ টা মিনিট সময় দিন, আর কিছু না হোক অন্তত নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকবেন।
___________________________
এই পোষ্টটি পাবলিশ করার পর নতুন ভাবে কিছু ভারতপ্রেমী একটা গুজব ছড়াচ্ছে যে,
ইন্টারনেট পিটিশনের মাধ্যমে একটা ইস্যুতে জনমত জোগানো যায় বটে,
কিন্তু সেটার গ্রহণযোগ্যতা নাকি জাতিসংঘে নাই।
(ঐটার গ্রহণযোগ্যতা জাতিসংঘে নাই নাকি কিছু ভাদাষ্টিক ও ছাগুষ্টিক মাইন্ডে নাই?নাকি বিশাল জনমতেই তাদের ভয়?)
ধরে নিলাম, কোনো সাফল্য আসলো না।
অন্তত বাংলাদেশের ১ লাখ মানুষ যে টিপাইমুখের প্রতিবাদে,
জাতিসংঘের কাছে পাঠানো পিটিশনে সাইন করেছে এইটাই অনেক জ্বলনের কারণ হয়ে দাড়িয়েছে ভাদাদের।
আসল কথা হলো, ১ লাখ মানুষ টিপাইমুখ বাধের বিরুদ্ধে পিটিশনে সাইন করবে এইটা জাতিসংঘসহ পৃথিবীর বড় বড় অনলাইন কমিউনিটিতে যাবে, আন্তর্জাতিকভাবে ভারতের কুকর্মের প্রতিবাদ কিভাবে সহ্য করবে এই ভাদারা?
তাই ভাদারা পিটিশনে কাজ হবে না,
জাতিসংঘ কিছুই করতে পারবে না,
এইটা ফিশিং বা হ্যাকিং সাইট,
আপনার একাউন্টের সব তথ্য পাচার হয়ে যাবে,
পিটিশন সম্পর্কে এই রকম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
ভাদাদের বিভ্রান্তিকর অপকর্মের জবাব, 'অনলাইন পিটিশনে সাইন না করানোর মিথ্যা প্রপাগান্ডার জবাব' এই লেখায় দেওয়া আছে। লেখাটি পড়তে এই লিঙ্কে ক্লিক করুন- http://on.fb.me/rPouto
ছাগু ও ভাদা উভয় প্রজাতি হতেই সাবধান থাকুন। আমরা বাংলাদেশী এবং আমরা গর্বিত।