18/12/2015
জেনে নিন সেন্টমার্টিন এর #ডেথ_জোন সম্পর্কেঃ
শীত জেঁকে বসেছে । শুরু হয়েছে বেড়ানোর মৌসুম । এই সময়ে অনেকেই বেড়াতে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সেন্টমার্টিন যাবেন । সেখানে কিছুটা সাবধানতা অবলম্বন আপনার ও আপনার পরিজনদের জীবনকে নিরাপদ রাখতে পারে ।
সেন্টমার্টিনে একটি ডেথ জোন রয়েছে ।
এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অনেকেই অকালে প্রাণ হারান । সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহান সহ আট জন পর্যটক প্রাণ হারিয়েছেন ।
সেন্টমার্টিনের সবচেয়ে বিপদজনক সেই ডেথ জোনটি হচ্ছে উত্তর পূর্ব বীচ সংলগ্ন এলাকা ।
অর্থাৎ ফেরীঘাট খেকে উত্তর দিকে পূর্ব বীচ ধরে হেটেঁ যেতে যেতে যেখানে বাঁদিকে টার্ন নিয়েছে সেখানটায় ।(ছবিতে দেখুন)
এই অংশটুকুর একটা বাহারি নামও আছে- প্রিন্স হ্যাভেন পয়েন্ট !!
এই জায়গাটা গুগল ম্যাপে দেখতে অনেকটা মরুভূমির উট এর ঘাড়ের অংশের মতো ।
এখানে একটু লম্বা খালের গভীর জায়গা রয়েছে যার দু্ই পাশে উচুঁ স্থান রয়েছে ।
এখানে পূর্বদিকের স্রোত, উত্তর দিকের স্রোত এবং মধ্যবর্তী এই ত্রিমুখী স্রোত কাজ করার জায়গাটাতে পানি চাপ নিম্নমুখী হওয়ার কারণে প্রাকৃতিক ভাবে এখানে খাদের সৃষ্টি হয়েছে ।
এখানে উল্টো স্রোত বা রিপ কারেন্ট ক্রিয়াশীল থাকায় ভাটার সময় এখানে টান টা বেশী কাজ করে । ভালোভাবে খেয়াল করলে এই জায়গাটাতে অসামঞ্জ্যতা চোখে পড়বে । দুই দিকে স্রোত আছে, মাঝখাণে কিছুটা স্থবির !
এছাড়া দুই দিকে উচুঁ স্থান থাকায় ভুল করে মাঝখানে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ।
ছবিতে ভালো করে দেখে নিন ।
সবাইকে জানাতে শেয়ার করুন । আপনার একটি শেয়ার বাচিঁয়ে দিতে পারে অনেকের জীবন ।
লেখাঃ পুলিশ অফিসার শাখাওয়াত হোসেইন। মূল পোষ্টের লিংক কমেন্টে।