Travel To Saint Martin

  • Home
  • Travel To Saint Martin

Travel To Saint Martin সেন্ট মার্টিন্‌স দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

জেনে নিন সেন্টমার্টিন এর  #ডেথ_জোন সম্পর্কেঃশীত জেঁকে বসেছে । শুরু হয়েছে বেড়ানোর মৌসুম । এই সময়ে অনেকেই বেড়াতে পরিবার, ব...
18/12/2015

জেনে নিন সেন্টমার্টিন এর #ডেথ_জোন সম্পর্কেঃ

শীত জেঁকে বসেছে । শুরু হয়েছে বেড়ানোর মৌসুম । এই সময়ে অনেকেই বেড়াতে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সেন্টমার্টিন যাবেন । সেখানে কিছুটা সাবধানতা অবলম্বন আপনার ও আপনার পরিজনদের জীবনকে নিরাপদ রাখতে পারে ।

সেন্টমার্টিনে একটি ডেথ জোন রয়েছে ।

এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অনেকেই অকালে প্রাণ হারান । সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহান সহ আট জন পর্যটক প্রাণ হারিয়েছেন ।

সেন্টমার্টিনের সবচেয়ে বিপদজনক সেই ডেথ জোনটি হচ্ছে উত্তর পূর্ব বীচ সংলগ্ন এলাকা ।

অর্থাৎ ফেরীঘাট খেকে উত্তর দিকে পূর্ব বীচ ধরে হেটেঁ যেতে যেতে যেখানে বাঁদিকে টার্ন নিয়েছে সেখানটায় ।(ছবিতে দেখুন)

এই অংশটুকুর একটা বাহারি নামও আছে- প্রিন্স হ্যাভেন পয়েন্ট !!

এই জায়গাটা গুগল ম্যাপে দেখতে অনেকটা মরুভূমির উট এর ঘাড়ের অংশের মতো ।

এখানে একটু লম্বা খালের গভীর জায়গা রয়েছে যার দু্ই পাশে উচুঁ স্থান রয়েছে ।

এখানে পূর্বদিকের স্রোত, উত্তর দিকের স্রোত এবং মধ্যবর্তী এই ত্রিমুখী স্রোত কাজ করার জায়গাটাতে পানি চাপ নিম্নমুখী হওয়ার কারণে প্রাকৃতিক ভাবে এখানে খাদের সৃষ্টি হয়েছে ।

এখানে উল্টো স্রোত বা রিপ কারেন্ট ক্রিয়াশীল থাকায় ভাটার সময় এখানে টান টা বেশী কাজ করে । ভালোভাবে খেয়াল করলে এই জায়গাটাতে অসামঞ্জ্যতা চোখে পড়বে । দুই দিকে স্রোত আছে, মাঝখাণে কিছুটা স্থবির !
এছাড়া দুই দিকে উচুঁ স্থান থাকায় ভুল করে মাঝখানে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ।
ছবিতে ভালো করে দেখে নিন ।

সবাইকে জানাতে শেয়ার করুন । আপনার একটি শেয়ার বাচিঁয়ে দিতে পারে অনেকের জীবন ।

লেখাঃ পুলিশ অফিসার শাখাওয়াত হোসেইন। মূল পোষ্টের লিংক কমেন্টে।

Front Side Scenic view of Saint Martins Island
10/09/2015

Front Side Scenic view of Saint Martins Island

সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেল...
01/09/2015

সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel To Saint Martin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share