25/05/2023
ডাবল এন্ট্রি ভিসা আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
০১। মূল পাসপোর্ট (সবগুলো) সর্ব নিম্ন ৬ মাসের মেয়াদ থাকতে হবে ও অন্তত ২টি সাদা পাতা থাকতে হবে। সকল পুরাতন পাসপোর্ট অবশ্যি জমা দিতে হবে যদি পূর্বের পাসপোর্ট হারিয়ে যায় তাহলে জিডি কপি জমা দিতে হবে ।
০২।২*২ ছবি (ল্যাব প্রিন্ট- ব্যাক রাউন্ড সাদা)।
০৩। জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন/স্মার্ট কার্ড
০৪। ইউটিলিটি বিল ( বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল /গ্যাস বিল /পানি বিল /টেলিফোন বিলের কপি পেইড বিল)।
০৫। ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ( ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৩ মাসের হতে হবে বা ১৫০ ডলার সমমান হতে হবে।
০৬। পেশাগত প্রমানপত্র ( চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি ) এই সবের কিছু না থাকলে জমির মালিকানা পর্সা কপি।
০৭। ভিএফএস ( VFS) এ্যম্বাসির এ্যাপ্যেন্টমেন্ট (যে দেশে যাবেন সেই দেশের)
০৮। Approval letter যা ওয়ার্ক পারমিট নামে পরিচিত
বিঃদ্রঃ সাধারণত দাবল এন্ট্রি ভিসা ২/৩ মাসের হয়ে থাকে ,এই সময়ের মধ্য দুইবার ইন্ডিয়াতে যাইতে পারবেন
টুরিস্ট ভিসার আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
০১। মূল পাসপোর্ট (সবগুলো) সর্ব নিম্ন ৬ মাসের মেয়াদ থাকতে হবে ও অন্তত ২টি সাদা পাতা থাকতে হবে। যদি পূর্বের পাসপোর্ট হারিয়ে যায় তাহলে জিডি কপি।
০২।২*২ ছবি (ল্যাব প্রিন্ট- ব্যাক রাউন্ড সাদা)।
০৩। জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন/স্মার্ট কার্ড
০৪। ইউটিলিটি বিল ( বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল /গ্যাস বিল /পানি বিল /টেলিফোন বিলের কপি পেইড বিল)।
০৫। ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ( ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৩ মাসের হতে হবে বা ১৫০ ডলার সমমান হতে হবে।
০৬। পেশাগত প্রমানপত্র ( চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি ) এই সবের কিছু না থাকলে জমির মালিকানা পর্সা কপি।
মেডিকেল ভিসার আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
০১। মূল পাসপোর্ট (সবগুলো) সর্ব নিম্ন ৬ মাসের মেয়াদ থাকতে হবে ও অন্তত ২টি সাদা পাতা থাকতে হবে। সকল পুরাতন পাসপোর্ট অবশ্যি জমা দিতে হবে যদি পূর্বের পাসপোর্ট হারিয়ে যায় তাহলে জিডি কপি জমা দিতে হবে ।
০২।২*২ ছবি (ল্যাব প্রিন্ট- ব্যাক রাউন্ড সাদা)।
০৩। জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন/স্মার্ট কার্ড
০৪। ইউটিলিটি বিল ( বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল /গ্যাস বিল /পানি বিল /টেলিফোন বিলের কপি পেইড বিল)।
০৫। ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনডোর্সমেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ( ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৩ মাসের হতে হবে বা ১৫০ ডলার সমমান হতে হবে।
০৬। পেশাগত প্রমানপত্র ( চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি ) এই সবের কিছু না থাকলে জমির মালিকানা পর্সা কপি।
০৭। সুনির্দিষ্ট তারিখসহ (Appointment Letter) ০৮। সদ্য মেডিকেলের কাগজ সমূহের ফটোকপি
০৯। পাসপোর্টের ফটোকপি (পাতা ২,৩)
যোগাযোগ করুনঃ মক্কা মোকাররামা ওভারসীজ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি,৮ম তলা,( লিফট -৭)জিন্দাবাজার,সিলেট।
☎ 01722-382220
☎ 01746-675473