Darul Imaan Umrah & hazz

  • Home
  • Darul Imaan Umrah & hazz

Darul Imaan Umrah & hazz কম খরচে ওমরার ব্যবস্থা করা হয়

29/08/2024
14/08/2024
07/06/2024
09/05/2024

এখন থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে শরতের একদিনে মুঘল শাহজাদী গুলবদন বেগম হজ পালনের জন্য পবিত্র শহর মক্কা ও মদিনার দিকে যাত্রা শুরু করেছিলেন। এরপর যেভাবে আজ এ যাত্রা চলছে।

04/05/2024

বাংলাদেশ থেকে হজের খরচ বেশি কেন...

08/07/2023

আখিরুজ্জামান সোহান: ‘দেনমোহর’ শব্দটি শুনলে প্রথমেই মাথায় আসে লাখ লাখ টাকা আর নয়তো স্বর্ণের গয়নার কথা। ব্যতিক্রম ...

মাসজিদে নববীতে 12 টায় মাগরিব সালাত !মাসজিদে নববীতে বাব আবি বাকর সিদ্দিক নাম তিনটি দরজা আছে। তৃতীয় দরজা দিয়ে প্রবেশ করে প...
07/07/2023

মাসজিদে নববীতে 12 টায় মাগরিব সালাত !

মাসজিদে নববীতে বাব আবি বাকর সিদ্দিক নাম তিনটি দরজা আছে। তৃতীয় দরজা দিয়ে প্রবেশ করে প্রকোষ্ঠ পেরিয়ে মূল মসজিদে গিয়ে পেছন ফিরে দেয়ালের ওপরের দিকে তাকালে দেখা যাবে সালাতের সময় নির্দেশক ছয় ছয়টি ঘড়ি আছে।

দু’ সারি ঘড়ি, প্রতিটিতে ঝয়টি করে, প্রথম সারি বা ডান সারির ঘড়িগুলোতে সালাতের সময় দেখলে আপনার বিস্ময়ের সীমা থাকবে না, দেখবেন মাগরিবের সালাতের সময় দেওয়া আছে 12 টায়, এশার নামায 2 টায়, ফজর 11:40 এ, জোহর 5:20 এ আছর 8:40 এ।

আপনার বিস্ময়াভিভুত জিজ্ঞাসার উত্তর ওখানেই আছে। দেখবেন এ সারির সময় নির্দেশক ঘড়িগুলোর ওপরে লেখা আছে, موعد الآذان حسب التوقيت الغروبي (সূর্যাস্তভিত্তিক সময়ানুসারে আজানের সময়)।
এটি দিনের ঘন্টা গণনার সেই পদ্ধতি যা শত শত বছর ধরে মুসলিম বিশ্বে প্রচলিত ছিল। ইসলামী পদ্ধতিতে সূর্যাস্তের সাথে সাথে নতুন দিনের সূচনা হয়। দিন বলতে আকাশে সূর্যের উপস্থিতি নয়, বরং 24 ঘন্টার দিন। দিবসের সূচনায় জিরো আওয়ার বা 12 টা ধরা হয়, যেমন এখন আমরা 23:59 এর পরের মিনিট 00:00 হিসেবে লিখে থাকি। কিন্তু ঘড়িতে 12:00 দেখানো হয়। তাই এ পদ্ধতিতে সুর্যাস্তের সাথে সাথে সময় 12:00 টা গণ্য করা হয় আর তখনই মাগরিব সালাতের আজানের সময়। এভাবেই সূর্যাস্তভিত্তিক ক্যলেন্ডারে অন্যান্য সালাতের সময় নির্ধারণ করা হয়েছে।

বাম পাশে আরেক সারি সময় নির্দেশক ঘড়ি আছে । এগুলোর সময় আমাদের বোধগম্য: মাগরিব 7:15, এশা 8:45 ইত্যাদি। এটি দিনের ঘন্টা গণনার আধুনিক পদ্ধতি যা আমরা পাশ্চাত্যের কাছ থেকে গ্রহণ করেছি। এটিকে বলা হয় তাওকিত যাওয়ালি বা সূর্য ঢলে পড়ার ওপর ভিত্তি করে প্রবর্তিত ক্ষণগণনাপদ্ধতি।

মসজিদে নববীর আরো কয়েকটি স্থানে ডিজিটাল বোর্ডে সালাতের সময় নির্দেশক আছে, কোথাও পুরনো পদ্ধতিতে সময় দেখানো হয়নি, কেবল একটি জায়গায় তা সংরক্ষণ করা হয়েছে। এটি অবশ্য সবার চোখে পড়ে না। তবে এটা নিশ্চয় করে বলা যায়, এতে মুসলিম ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টা লক্ষণীয়।

15/03/2023
সৌদি এয়ার লাইন্সের নতুন চমক,ফ্লাইট টিকিটের সাথে 96-ঘন্টার ভিসা:
08/03/2023

সৌদি এয়ার লাইন্সের নতুন চমক,
ফ্লাইট টিকিটের সাথে 96-ঘন্টার ভিসা:

Saudi Arabian airline Saudia has announced that travellers holding a flight ticket from the airline will be allowed to enter the Kingdom of Saudi Arabia fo..

এই উম্মতের মধ্যে ভূমিধ্বস, চেহারা বিকৃতি এবং উপরথেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে।" জনৈক সাহাবি জিজ্ঞেস করলেন: হে ...
08/03/2023

এই উম্মতের মধ্যে ভূমিধ্বস, চেহারা বিকৃতি এবং উপর
থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে।"

জনৈক সাহাবি জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল, কখন এরূপ হবে?

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে”। [তিরমিযী, অধ্যায়: আবওয়াবুল ফিতান। সহীহুল জামে আস্ সাগীর, হাদিস নং- ৪১১৯।

অন্য হাদীসে বানর হয়ে যাওয়ার বর্ণনা ও আছে।

06/03/2023

🕋 ২০২৩-এর ফেব্রুয়ারী মার্চ ও এপ্রিল মাসের ওমরাহ্ বুকিং চলছে:

✅ ১৪ দিনের প্যাকেজ – ৭দিন মক্কা ও ৭দিন মদীনায়।

✈ ট্রানজিট ফ্লাইটঃ
▶ ইকোনোমি প্যাকেজ ১ : ১,৬০,৫০০ টাকা - খাবার ছাড়া (১ রুমে - ৪জন)
▶ ইকোনোমি প্যাকেজ ২ : ১,৮০,৫০০ টাকা - খাবার ছাড়া (১ রুমে - ৪ জন)

✈ ডিরেক্ট ফ্লাইটঃ
▶ ইকোনোমি প্যাকেজ ১ : ১,৯০,৫০০ টাকা - খাবার ছাড়া (১ রুমে - ৪ জন)
▶ ইকোনোমি প্যাকেজ ২ : ২,১০,৫০০ টাকা - খাবার ছাড়া (১ রুমে - ৪ জন)

৩*, ৪*, ৫* এবং ৭* হোটেলের মূল্যের উপর প্যাকেজের মূল্য নির্ধারিত হবে॥

📒 প্যাকেজে কি কি থাকছে❓

✅ এয়ার টিকেট – সৌদি এয়ারলাইন্স/বিমান বাংলাদেশ/এমিরেট্‌স এয়ারলাইন্স/ইতিহাদ এয়ারওয়েজ/কাতার এয়ারওয়েজ (ঢাকা থেকে জেদ্দা–মদিনা থেকে ঢাকা)
✅ ওমরাহ্ ভিসা
✅ হেলথ ইনস্যুরেন্স
✅ উন্নত মানের হোটেল
✅ ঘরোয়া পরিবেশে রুচিসম্মত খাবার
✅ মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা
✅ মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা
✅ স্কলারস উমরাহ্ ও জিয়ারা গাইড
✅ সকল ট্রান্সপোর্ট: জেদ্দা–মক্কা–মদিনা সৌদি আরবের সকল পরিবহন (বাস/ প্রাইভেট কার/ মাইক্রো ইকোনোমি ও ভিআইপি প্যাকেজ অনুয়াযী ফিক্সড হয়)
🛂 শর্ত প্রযোজ্য (রিয়ালের রেট পরিবর্তনের কারণে, "রমজান" মাসের ক্ষেত্রে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে।)

💥 অন্যান্য প্যাকেজ সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্স দেখুন বা পেইজে মেসেজ করুন অথবা যোগাযোগ করুন:-

☎ 01676415344

06/03/2023

ইন্দোনেশিয়া টু মক্কা 8877কিমি!
হজ্জের খরচ 2'38'453টাকা
বাংলাদেশ টু মক্কা 5150 কিমি!হজ্জের খরচ 6'83'0018টাকা।

05/03/2023
28/02/2023
25/01/2023

Going on a business trip or visiting family? There are specific visas for that

কুড়িগ্রাম
05/11/2022

কুড়িগ্রাম

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর একটি টিকেট কিনে আপনি ভিসা ছাড়া কাতার ও সৌদি আরব যেতে পারেন। (সৌদিতে সম্ভবত কাতার হয়ে যেতে হবে)। ও...
05/11/2022

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর একটি টিকেট কিনে আপনি ভিসা ছাড়া কাতার ও সৌদি আরব যেতে পারেন। (সৌদিতে সম্ভবত কাতার হয়ে যেতে হবে)। ওমরা করতে পারেন। একই টিকেটের অধীনে আরো তিনজন আপনার সাথে যেতে পারে ভিসা ছাড়া।
অনলাইনে টিকেট কিনে হাইয়া কার্ডও অনলাইন থেকে সংগ্রহ করতে হবে ফ্রিতে।

খেলা না দেখলেও ওমরাহ করার নিয়তে আর বেড়ানোর নিয়তে অনেকেই এই সুযোগ গ্রহণ করেছেন।

22/10/2022
মসজিদে নববীর রওজায় মহিলাদের উপস্থিতির টাইম টেবিল। সকাল ৬- ১১ টারাত ৯ ৩০ - ১২টাশুক্রবারসকাল ৬-৯টারাত ৯ ৩০- ১২ টা
05/10/2022

মসজিদে নববীর রওজায় মহিলাদের উপস্থিতির টাইম টেবিল।
সকাল ৬- ১১ টা
রাত ৯ ৩০ - ১২টা
শুক্রবার
সকাল ৬-৯টা
রাত ৯ ৩০- ১২ টা

জরুরী এলান! চলতি আরবী বছরে যারা হজে গমনে ইচ্ছুক, তারা অবশ্যই নিজ নামে ব্যাংক একাউন্ট খুলবেন। নিবন্ধন করার পূর্বে প্রজ্ঞা...
04/10/2022

জরুরী এলান! চলতি আরবী বছরে যারা হজে গমনে ইচ্ছুক, তারা অবশ্যই নিজ নামে ব্যাংক একাউন্ট খুলবেন। নিবন্ধন করার পূর্বে প্রজ্ঞাপনটি ভালোভাবে পড়ুন, সেই অনুযায়ী আমল করুন। শুভ হোক আপনার হজ প্রক্রিয়া। ধন্যবাদ

26/09/2022
24/09/2022
এক সময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল কোলকাতা টু লন্ডন ভায়া দিল্লি।...
03/09/2022

এক সময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল কোলকাতা টু লন্ডন ভায়া দিল্লি। সিডনির অ্যালবার্ট ট্যুর কোম্পানি এই বাস নামিয়েছিলো। প্রায় ২৫ বছর অর্থাৎ ১৯৫০ সাল পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিলো।

বাসের ভাড়া ছিলো, কোলকাতা থেকে লন্ডন ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড। বাস কোলকাতা ধর্মতলা থেকে ছেড়ে বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি,লাহোর, রাওয়ালপিন্ডি, কাবুল, কান্ধাহার, তেহরান, ইস্তানাবুল, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া হয়ে ইংল্যান্ড পৌছাত। কোলকাতা থেকে ওয়ান ওয়ে এই রাস্তা ১০ হাজার মাইল বা ১৬ হাজার ১০০ কি.মি। রাউন ট্রিপে ২০ হাজার ৩০০ কি.মি। ১১টি দেশ পাড়ি দিয়ে অবশেষে লন্ডন গিয়ে পৌছাত।

সূত্র: উইকি পিডিয়া।

Address


Telephone

+8801676415344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Imaan Umrah & hazz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share