20/09/2024
পাহাড় আমি খুব ভালোবাসি ।আর পাহাড়ি মানুষগুলো অনেক সহজ সরল হয়।আমার সাথে অনেক পাহাড়ী মানুষের সাথেকথা হয়। সম্পর্ক আছে অনেকের সাথ।আমি মাঝেমধ্যে তাদের সাথে চ্যাটিং করি খুব ভালো লাগে খুব বন্ধুত্বপূর্ণ এবং সরল মনের মানুষ তারা।এত ঝামেলা কেন বুঝলাম না আমরা সবাই বাঙালি ।বাংলাদেশে আমরা যারা আছি হিন্দু মুসলিম খৃষ্টান চাকমা সবাই আমরা বাঙালি এটা কেন চিন্তা করতে পারছি না।গতকালকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি তে একজন কে পিটিয়ে মেরে ফেলছে। সমস্যা হইতেই পারে জিজ্ঞেস করো তাকে আইনের হাতে তুলে দাও নিজের হাতে আইন কেন তুলে নিতে হবে ।আমি চাই সবাই মিলে মিশে বসবাস করি ।আমাদের সবাইকে সবার প্রয়োজন ।আমরা সবাই মিলে মিশে থাকতে চাই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে তা নিয়ে দাঙ্গা না করে বোঝাপড়া র মাধ্যমে সবকিছুর সমাধান করা সম্ভব। শুধু দরকার নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক।একজন পাহাড়ী যদি ভাবে যে আমি পাহারি আমি বাঙালি থেকে আলাদা তাহলে তার ভুল হবে । আবার বাঙালিরা যদি ভাবে আমি বাঙালি আমি পাহাড়ী থেকে আলাদা তাহলেওতার ভুল হবে। সবচেয়ে বড় কথা আমরা বাংলাদেশী আমরা পাহাড়ী দের কাছে যাবো ।তারা আমাদের কাছে আসবে এটাই তো সম্প্রীতির বাংলাদেশ। বন্ধ হোক সব জুলুম।এগিয়ে যাও বাংলাদেশ।