সুস্থ থাকুন online Rambo

  • Home
  • সুস্থ থাকুন online Rambo

সুস্থ থাকুন  online Rambo meditation and gym very effective on your body and mind...

পাহাড় আমি খুব ভালোবাসি ।আর পাহাড়ি মানুষগুলো অনেক সহজ সরল হয়।আমার সাথে অনেক পাহাড়ী মানুষের সাথেকথা হয়। সম্পর্ক আছে অনে...
20/09/2024

পাহাড় আমি খুব ভালোবাসি ।আর পাহাড়ি মানুষগুলো অনেক সহজ সরল হয়।আমার সাথে অনেক পাহাড়ী মানুষের সাথেকথা হয়। সম্পর্ক আছে অনেকের সাথ।আমি মাঝেমধ্যে তাদের সাথে চ্যাটিং করি খুব ভালো লাগে খুব বন্ধুত্বপূর্ণ এবং সরল মনের মানুষ তারা।এত ঝামেলা কেন বুঝলাম না আমরা সবাই বাঙালি ।বাংলাদেশে আমরা যারা আছি হিন্দু মুসলিম খৃষ্টান চাকমা সবাই আমরা বাঙালি এটা কেন চিন্তা করতে পারছি না।গতকালকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি তে একজন কে পিটিয়ে মেরে ফেলছে। সমস্যা হইতেই পারে জিজ্ঞেস করো তাকে আইনের হাতে তুলে দাও নিজের হাতে আইন কেন তুলে নিতে হবে ।আমি চাই সবাই মিলে মিশে বসবাস করি ।আমাদের সবাইকে সবার প্রয়োজন ।আমরা সবাই মিলে মিশে থাকতে চাই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে তা নিয়ে দাঙ্গা না করে বোঝাপড়া র মাধ্যমে সবকিছুর সমাধান করা সম্ভব। শুধু দরকার নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক।একজন পাহাড়ী যদি ভাবে যে আমি পাহারি আমি বাঙালি থেকে আলাদা তাহলে তার ভুল হবে । আবার বাঙালিরা যদি ভাবে আমি বাঙালি আমি পাহাড়ী থেকে আলাদা তাহলেওতার ভুল হবে। সবচেয়ে বড় কথা আমরা বাংলাদেশী আমরা পাহাড়ী দের কাছে যাবো ।তারা আমাদের কাছে আসবে এটাই তো সম্প্রীতির বাংলাদেশ। বন্ধ হোক সব জুলুম।এগিয়ে যাও বাংলাদেশ।

19/09/2024

পলিটিক্স করা মানুষগুলো অনেক ভয়ংকর হয়।তারা সবার সামনে খুব ভালো সাজার চেষ্টা করে।সৎ মানুষ সাজার চেষ্টা করে ।কিন্তু সর্বোপরি নিজের লাভ যেখানে হয় সেই কাজগুলোই তারা করে।মানুষের সামনে একটা ছায়া ধারণ করে ।একটা অন্য ভাল মানুষের রূপ ধারণ ।করে কিন্তু দিনশেষে নিজের লাভ যেখানে আছে সেখানেই থাকবে ।এটা সবার জন্য না আমার সাথে কিছু ভালো পলিটিকাল মানুষের সাথে দেখা হয়েছে যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে।আমি চাই যারা পলিটিক্স করে তারা যেন নির্ভেজাল মানুষ হয়ে মানুষের জন্য কাজ করে। তাহলে তাদের আর পালিয়ে থাকতে হবে না ।তারা হবে সমাজের হিরো তারা হবে মানুষের উপকারের একজন সত্যিকারের বন্ধু। ভালো পলিটিক্সের শুভ উদয় হোক।

17/09/2024

আমাদের ব্রেন এতই শক্তিশালী যে,আমরা যদি আমাদের ব্রেন কে ,আমাদের জীবনের উন্নতির জন্য কাজে না লাগাতে পারি ।তাহলে আমাদের ব্রেন আমাদের বিরুদ্ধে কাজ করবে আমাদের শত্রু হয়ে উঠবে।কাজে লাগাও। ভুলে অন্য জায়গায় লাগাইও না..

shooting time
06/11/2023

shooting time

05/11/2023

shooting time

05/11/2023

time

সংখ্যা -1জীবনে অনেক মানুষকে ইচ্ছায়-অনিচ্ছায় আপনার ক্ষমা করতেই হবে। সুতরাং ক্ষমা করার সুন্দর পদ্ধতিটি জানা থাকা জরুরি। প্...
05/11/2023

সংখ্যা -1

জীবনে অনেক মানুষকে ইচ্ছায়-অনিচ্ছায় আপনার ক্ষমা করতেই হবে। সুতরাং ক্ষমা করার সুন্দর পদ্ধতিটি জানা থাকা জরুরি। প্রথমে নিচের হাদিসটি মনোযোগ দিয়ে পড়ি।
আয়িশা (রা.) বলেন, ‘নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো মন্দের জবাব মন্দ দিয়ে দিতেন না, বরং ক্ষমা করে দিতেন। পরবর্তীতে তা কখনো আলোচনাও করতেন না।’ [আহমাদ: ২৫৪৫৬, সহিহ ইবনু হিব্বান: ৬৪৪৩]
এই হাদিসে কাউকে ক্ষমা করার কয়েকটি ধাপ বর্ণিত হয়েছে।
১. মন্দ আচরণের জবাবে মন্দ আচরণ না করা।
২. খারাপ কথার জবাবে খারাপ কিছু না বলা।
৩. মন্দ আচরণটির জবাব উত্তম কোনো উপায়ে দেওয়া।
৪. তাকে ক্ষমা করে দেওয়া।
৫. ক্ষমার কথাটি কখনো আলোচনাও না করা।
আমরা কী করি? প্রথমে একবার ঝগড়া করি। এরপর হয় বিরক্ত হয়ে, না হয় বাধ্য হয়ে তাকে ক্ষমা করি—তাও ভেতরে ক্ষোভের আগুন জ্বালিয়ে রেখে। আবার, তাকে ক্ষমা করার বিষয়টি মাথায় নিয়ে ভাবি—তার প্রতি বিরাট এহসান (অনুগ্রহ) করেছি। কারণে-অকারণে এই ব্যাপারটি নিয়ে কথাও বলি। অথচ নবীজির আচরণ ছিলো সম্পূর্ণ ভিন্ন।
আমাদের হজমশক্তি কম। আমরা সামান্য ভালো কিছু করলেও সেটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করতে ভালবাসি—ইচ্ছায় হোক বা আনমনে। তবে, এটি ভালো কোনো স্বভাব নয়। ক্ষমাকারীদের ব্যাপারে কুরআন হাদিসে অসাধারণ মর্যাদার কথা এসেছে। সুতরাং আমরা কাউকে ক্ষমা করলে যেন নেকি পাওয়ার উদ্দেশ্যেই করি, এতে আল্লাহর সন্তুষ্টি অর্জনই যেন আমাদের একমাত্র উদ্দেশ্য হয়। আর সেটি দিয়ে ভবিষ্যতে তাকে যেন ছোট না করি, খোঁটা না দেই। কারণ খোঁটা দেওয়া মুমিনের সিফাত (গুণ) নয়।
আর আপনি যদি কাউকে উপরে উল্লিখিত নববী আদর্শের আলোকে ক্ষমা করতে পারেন, তবে সে যদি আপনার শত্রুও হয়ে থাকে, তবুও সে আপনার বন্ধুতে পরিণত হবে। যেমনটি কুরআনে এসেছে, “ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দ ও যুলুমকে উৎকৃষ্ট পন্থায় প্রতিহত কর। (যুলুমের পরিবর্তে অনুগ্রহ কর)। এরূপ করলে যে ব্যক্তি ও তোমার মধ্যে শক্ৰতা আছে, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে।” [সূরা ফুসসিলাত, আয়াত: ৩৪]
আর হ্যাঁ, আমরা তাই দেখেছি নবীজির জীবনে। তাই, জীবনকে সুন্দর করতে উত্তম পদ্ধতিতে ক্ষমা করার প্র্যাকটিস করতে হবে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
©তাসবিহ
মেধা, আমি ও পারি

শরীর ও মন সহায়ক বন্ধু
সুস্থ থাকুন
Online Rambo

shooting
12/08/2023

shooting

Shooting
10/08/2023

Shooting

Shooting
10/08/2023

Shooting

ভালোবাসা অবিরাম অন্তহীন কেন্দ্রীভূত সুবিস্তীর্ণ দৃশ্যপথ কখন হয়। গভীরে যখন যওয়া যায় তখন
02/05/2023

ভালোবাসা অবিরাম অন্তহীন কেন্দ্রীভূত সুবিস্তীর্ণ দৃশ্যপথ কখন হয়। গভীরে যখন যওয়া যায় তখন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সুস্থ থাকুন online Rambo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share